Jollybeen

Jollybeen Welcome to Jollybeen

04/03/2024

আলহামদুলিল্লাহ্ ছয় মাস পরে আবারও উহুদ যুদ্ধ প্রান্তরে আসলাম। উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবী শহীদ হন। সে এক মর্মান্তিক কাহিনী ছিল মুসলিমদের জন্য। উহুদ যুদ্ধ ক্ষেত্র পরিদর্শন করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য উচিত। কারণ এখানে আসলে ঐ দিনের যুদ্ধে সাহাবীরা কিভাবে নবী করিম সা: কে ভালবেসে শহীদ হয়েছিলেন তার কিছু নমুনা অনুধাবন করা যায়। ঐ যুদ্ধে আল্লাহ্ র রাসূল সা: এর চাচা হযরত হামজা রা: মর্মান্তিক ভাবে শহীদ হন। আর এ কারণে হযরত হামজা রা: কে শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে আল্লাহ্ কবুল করেছেন। কিয়ামতের ময়দানে তিনি রক্তাক্ত শহীদের বেশেই উঠবেন ইনশাআল্লাহ। উহুদের যুদ্ধে সত্তর জন শহীদ সাহাবীর প্রতি রইল সালাম।

04/03/2024

কামাই থাকলে জামাই লাগে না- এর চেয়ে ফালতু কথা আর হয় না!

অসুস্থ শরীর নিয়ে স্ত্রী অফিসে যেতে নিলে, ‘আগে জীবন, পরে অফিস’ বলার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে যতই ক্লান্ত এবং অসুস্থ থাকুক না কেন, স্ত্রীর প্রয়োজনীয় ওষুধগুলো এনে দেয়ার জন্য `জামাই` থাকা লাগে।

মাঝরাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে নির্ভরতার প্রশস্ত বুকে মুখ লুকানোর জন্য `জামাই` থাকা লাগে।

দিনশেষে প্রিয়তমার জন্য ডার্ক চকোলেট, অন্য হাতে শাকের আঁটি নিয়ে হাসিমুখে ফিরতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে একটি পোশাক কম কিনে প্রিয় স্ত্রীকে দু’টি পোশাক বেশি কিনে দিতে দেখার জন্য `জামাই` থাকা লাগে।

নিজে ছয় ডিজিটের স্যালারি পাওয়ার থেকেও বরের কাছ থেকে ছয়শো টাকা দামের শাড়ি উপহার হিসেবে পেলে নিজেকে বেশি ভাগ্যবতী মনে করা উচিত। কারণ, নিজেকে যোগ্য করে গড়ে তুললে প্রচুর টাকা আয় করা যায়। কিন্তু একজন যত্নশীল সঙ্গী চাইলেই পাওয়া যায় না!

জীবনের প্রত্যেকটি মুহূর্তে প্রয়োজন প্রিয় পুরুষের, প্রিয় নারীর। পুরুষের দেয়া সামান্য ভালোবাসাও নারী শতগুণ বাড়িয়ে তুলতে পারে। তবে পুরুষ যদি খালি হাতে ফিরিয়ে দেয়, জেনে রেখো, নারীও একা কিছুই নয়!

(বি:দ্র: যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করে পাশে থাকবেন, ধন্যবাদ)

08/07/2023

DW খালেদ মহিউদ্দিন জানতে চায়!!!

বি সি বি সভাপতি নাজমুল হাসান পাপনের মত নির্লজ্জ আরেক পিস বাংলাদেশে আছে কি?

07/07/2023

নিজের উন্নয়ন নিজেই করি সফল জীবন গঠন করি।
জীবন আপনার সুতরাং জীবনকে সঠিকভাবে তৈরী করা আপনার দায়িত্ব। পৃথিবীতে কেউ আপনার আপন না।ভালো সময়ে সবাইকে কাছে পাবেন কিন্তু খারাপ সময়ে কাউকে খুঁজে পাবেন না।সুতরাং নিজের মত করে জীবন তৈরী করুন যেন সফল হতে পারেন।কেননা প্রতিটি মানুষের মধ্যে সফল হওয়ার সকল যোগ্যতা আছে দরকার শুধু পজিটিভ মাইন্ডসেট। প্রতিটি সফল মানুষের অতীত অনেক সহজছিল না। অনেক ত্যাগের বিনিময়ে আজ তারা সফল। সুতরাং পছন্দ করুন আপনি কি করতে চান। সে অনুযায়ী আরম্ভ করুন এবং নিজেকে কারো সাথে তুলনা করবেন না।কারণ আপনার তুলনা আপনি অন্য কেউ নয়।শুধু পরীক্ষা করুন গতকালের থেকে আজকে আপনার আত্মউননয়ন হয়েছে কি না?যদি প্রয়োজনীয় সকল দক্ষতা অর্জনের সক্ষমতা থাকে এবং ধৈর্য ধারন করতে পারেন তাহলে সফলতা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, ইনশাআল্লাহ।

01/07/2023

ফিতা ছেঁড়া স্যান্ডেলকে ছুঁড়ে ফেলার সময় কেউ কখনো ভাবে না, সে কতদিন তাকে বহন করেছে। প্রয়োজন ফুরালে আমরা সবাই ফিতা ছেঁড়া স্যান্ডেল।

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায়...
18/06/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না ।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলিল "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা ।"

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।-সংগৃহীত

17/06/2023

১২ লক্ষ টাকা দিয়ে পুলিশ কনষ্টেবলের চাকরিটা নেওয়া কি লাভজনক বা ঠিক হবে?
এই প্রশ্নের উত্তর শুধু আপনি নিজে দিতে পারবেন।

বেতন সব মিলিয়ে ১৪,৬৩০ টাকা

এবার এটাকে ১২০০০০০÷১৪৬৩০= ৮২

এবার ৮২ মাসকে ১২ দিয়ে ভাগ দিয়ে দেখেন কত বছর আপনি বেকার খাটবেন, ৮২÷১২=৮

৮ বছর আপনাকে বেকার খাটটে হবে, তার পর যা বেতন পাবেন সেটা হল আপনার ইপাযিত টাকা,

এবার মুল কথায় আসি, আপনি যদি কোন একটা প্রাইভেট কোম্পানিতে এখন জব শুরু করেন তাহলে আমি নিশ্চিত ৮ বছর পর আপনার বেতন ৪০ হাজার এ গিয়ে দাড়াবে, যদি পাশাপাশি পড়াশুনা এর স্কিল টা উন্নত করেন, এদিকে আপনার ১২ লক্ষ টাকাটাও লস হোলোনা।

আর সরকারি চাকরির কথা যদি বলেন তাহলে, আমার মাতা মত হচ্চে, "এটি শুধু মাএ একটা গল্প" যা আপনি আপনার নাতি নাতনী দেরকে শুনাতে পারবেন আর কিছুনা, আমার নানা রেল মন্তনালেয়র জন প্রশাসন বিভাগের কর্মকর্তা ছিলেন আমি ওনার কাজ সামনে থেকে দেখেছি, আমার দাদা চট্রগ্রাম বন্দর এর ইন্সপেক্টর ছিলেন, আমার বাবা পুলিশ, ভাই পুলিশ, আপ্তিয় সজন ওনেককে দেখছি, তারা সবাই মাএ এক একটি গল্প।

"নিজেকে দুনিয়ার কাছে পরিছিত করে তুলুন, নিজের যোগ্যতা প্রমাণ করতে শুরু করুন, অন্য দেশের সরকার আপনাকে নিয়ে যাবে।

তখন বুঝতে পারবেন পৃথিবী কত বড় আর তার তুলনার ১২ লক্ষ টাকা দিয়ে একটা পুলিশের জব নেওয়ার সিদ্ধান্ত কত বড় ভুল বা ঠিক ছিলো।

আমার বাবা আমাকে বলছিলো তার ডিপার্টমেন্ট আসার জন্য, যাবোনা বলিদিয়েছিলাম উনি বললো দেখমু কি করবি জীবনে, আল্লাহর রহমতে আজকে আমি কোন একটি দেশের "বডার গাড" দেরকে ইংরেজি শিখাই তাদের টিচার আমি এবং আমার বর্তমান বেতন আমার বাবার ৬ গুন বেশি, যদি সেইদিন এই ডিসিশন না নিতাম তহলে হয়তো আমি ও একজন পুলিশ থাকতাম।

আর যদি এদিক সেদিক টাকার কথা বলেন তাহলে সেটা পারসনাল বিষয়।

ধন্যবাদ

04/06/2023

12 keys to success -

1. Work hard, avoid laziness.

2. Don’t wait for anything. Now is the ideal time

3. Have confidence in yourself. Build confidence.

4. Be realistic - Success is not a fairy tale.

5. Get up early in the morning and start productive work. Don't be late.

6. Life is hard - accept this fact and go to work.

7. Push negative people away from your life.

8. Don't waste time on things you can't control.

9. Stop doing what people show. This is your loss.

10. Take care of your own health. Keep yourself away from toxic substances.

11. Do not expect different results by working the same way every time.

12. Don't spread false accusations in the name of anyone - you can grow yourself without making others small.

26/05/2023

ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়।

হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে যৌনরোগ ভালো হয় কি?হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে যৌনরোগ ভালো হয় । আর-ত্তষধের মাধ্যমে রোগ সারবে এটা...
11/04/2023

হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে যৌনরোগ ভালো হয় কি?
হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে যৌনরোগ ভালো হয় । আর-ত্তষধের মাধ্যমে রোগ সারবে এটাই স্বাভাবিক । কিন্তু, যৌন-রোগের বেলায় এটি একটু ব্যতিক্রম হয়ে থাকে । যেমন, রোগ ভালো হত্তয়ার পাশাপাশি সাইড ইফেক্ট হয় এবং এটি সরাসরি যৌনাঙ্গের উপর গিয়ে পরে । এজন্য গাছান্ত কিছু জিনিস আছে যার মাধ্যমে খুবই তারাতারি একটি ভালো রেজাল্ট পাত্তয়া যায় এবং কোন এরকোন ব্যাড ইফেক্টত্ত নেই ।

কেউ কি নিজের সহপাঠী কোনো মেয়েকে বিয়ে করেছেন?
জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
মিলনের সময় দ্রুত বির্যপাত থেকে মুক্তির কী উপায়? দয়াকরে বললে উপকৃত হবো।
আপনি কি কোনও কিছু শেয়ার করতে চান?
মেয়েদের কেন প্যান্টি পরতে হয়?
প্যান্টি পরা একটি সামাজিক অভ্যাস যা মেয়েদের জীবনের শুরু থেকেই উন্নয়ন পায়। এটি মেয়েদের লিঙ্গ ব্যতীত একটি শারীরিক আচরণ হিসাবে বিবেচিত হয়। প্যান্টি পরা তাদের ব্যক্তিগত সম্মান এবং সামাজিক স্থান বজায় রাখার জন্য একটি সাধারণ আচরণ হিসাবে পরিচিত।

সাথে এটি তাদের শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ। এটি শুষ্ক ও পারদর্শী উইক বা কটন তৈরি থাকলে মেয়েদের ভালো হাবজারী বজায় রাখে এবং সম্পূর্ণ পরিষ্কার এবং নিরাপদ রাখে।

৪৮÷৪(৫+১)"- এই সরল প্রশ্নটির উত্তর কত হবে ৭২ নাকি ২?
এমন কোন জিনিস, যা ছাড়া আপনি একটি দিন বাঁচতে পারবেন না?
আমার স্বামী কিছুদিন ধরে পর্ণ ভিডিও দেখে। ও কিছুতেই এটা ছাড়তে রাজি নয়। বরং আমি না করি তাই আমার সাথে রাগ করে। এখন আমি কিভাবে ওকে বোঝাবো?
আকারে খাটো মেয়েদের (৫ফুট এর নিচে) বিয়ে করলে কি কোনো সমস্যা হয়?
40 বছরের পর হতে কি খেলে সহবাসে সময় বাড়ে?

এই প্রশ্নের কোনো এক-আকার-ফিট-সমস্ত উত্তর নেই কারণ বয়স, লিঙ্গ, ওজন এবং সামগ্রিক স্বাস্থ্যের মতো কারণগুলির উপর নির্ভর করে পৃথক খাদ্যের চাহিদা পরিবর্তিত হয়। যাইহোক, কিছু সাধারণ খাদ্যতালিকাগত সুপারিশ রয়েছে যা যৌন কার্যকারিতা উন্নত করতে এবং সহবাসের সময় বাড়াতে সাহায্য করতে পারে।

সুষম খাদ্য খান: ফল, শাকসবজি, গোটা শস্য, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটি সুষম খাদ্য সামগ্রিক স্বাস্থ্য এবং যৌন ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য। প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি, লবণ এবং স্যাচুরেটেড ফ্যাট এড়িয়ে চলুন।

যৌন ক্রিয়াকে সমর্থন করে এমন খাবার অন্তর্ভুক্ত করুন: কিছু খাবার যৌন ফাংশন এবং লিবিডোকে সমর্থন করে, ঝিনুক, ডার্ক চকোলেট, অ্যাভোকাডোস, বাদাম এবং বীজ সহ দেখানো হয়েছে।

হাইড্রেটেড থাকুন: যৌন ফাংশন বজায় রাখার জন্য পর্যাপ্ত জল এবং অন্যান্য তরল পান করা গুরুত্বপূর্ণ কারণ ডিহাইড্রেশন ক্লান্তি এবং যৌন ইচ্ছা হ্রাস করতে পারে।

পরিপূরকগুলি বিবেচনা করুন: কিছু পরিপূরক যেমন জিনসেং, ম্যাকা রুট এবং এল-আরজিনিন কিছু ব্যক্তির যৌন কার্যকারিতা উন্নত করতে দেখানো হয়েছে। যাইহোক, কোন নতুন পরিপূরক শুরু করার আগে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলা গুরুত্বপূর্ণ।

অন্তর্নিহিত স্বাস্থ্য পরিস্থিতি পরিচালনা করুন: উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থূলতার মতো শর্তগুলি যৌন ক্রিয়াকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। একটি স্বাস্থ্যকর খাদ্য খাওয়া এবং ওষুধ এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এই অবস্থাগুলি পরিচালনা করা যৌন ফাংশন উন্নত করতে সাহায্য করতে পারে।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র খাদ্য যৌন ফাংশন উন্নত করতে যথেষ্ট নাও হতে পারে, এবং অন্যান্য কারণ যেমন ব্যায়াম, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগও গুরুত্বপূর্ণ। আপনার যৌন ফাংশন সম্পর্কে আপনার উদ্বেগ থাকলে বা আপনার যদি কোনো অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থা থাকে যা এটিকে প্রভাবিত করতে পারে তবে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়।

দাসের মর্যাদা কি চতুষ্পদ জন্তুর সমতুল্য?
আমার বয়স ২৬ বছর। আমি একজন প্রবাসী বিয়ে করলে কি ভালো হবে নাকি টাকা উপার্জন করলে? কোনটা করবো?
ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?' মেয়েটি বললো, বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই।স্বপ্নের কত রঙ!আকাঙ্ক্ষার কত আঙ্গিক! বাঁচার আকুতি কত হৃদয়বিদারকা !

হাত বিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো!

পা ছাড়া লোকের সাধ তো একটাই- যদি একদিন চলতে পারতাম সবার মতই!

অন্ধের স্বপ্ন যদি একটাবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রং!!

আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরন হতো!!

মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আপাতত এটুকুই!

আইসিইউ-র ভেতরের মানুষটা শুধু একটাবার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়!

আপনি যখন লিখাটা পড়ছেন, ঠিক এই মূহুর্তে মৃত্যুশয্যায় হাজারো মুমূর্খের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার! এ হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়!

শীতের রাতে ফুটপাত, বাসস্টপ কিংবা রেলস্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয়। দিনশেষে তার একটু মাথাগোঁজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও নেই।

আপনার গ্রামের সবচেয়ে বড়লোক, শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন!

দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না। যেন হাওয়াই মিঠাই!

আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন, আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন।'

যে চোখ দিয়ে পড়ছেন, অনেকের সেই চোখে আলো নেই।তিনবেলা পেটপুরে খেয়ে ভালো জামাকাপড় পরে, স্বাচ্ছন্দ্যেদুনিয়ার জমিনে চলতে পেরে সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে সৃস্টিকর্তাকে দোষারোপ করছেন!

আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই। কিন্তু সমস্যা একটাই- আমরা শুধু অন্যের সুখটাই দেখি!! আর সেটিই বোধহয় আমাদের আসল অসুখ!!!

11/04/2023

আমি একটা ডিভোর্সী মেয়েকে বিয়ে করতে চাই, যার একটা সাত বছরের মেয়ে আছে। মেয়েটার মা নেই, বোনের সংসারে থাকে, বাবাও বয়স্ক। আমার পরিবার মানছেই না বরং নানারকম ভয়-ভীতি দেখাচ্ছে। কী করতে পারি?

আপনি কেন ডিভোর্সী মেয়েকে বিয়ে করবেন? আপনার কি আগে বিয়ে হয়েছে? বা আপনার কি আগে কারো সাথে প্রেম ছিলো? নাকি আপনি মহৎ হতে চাচ্ছেন? আপনি কি তাকে করুনা করে বিয়ে করতে চাচ্ছেন? আপনার পরিবার মানছে না। আসলে এই সমাজের কোনো পরিবার এটা মানবে না। সবাই তো আর রবীন্দ্রনাথ ঠাকুর না। রবীন্দ্রনাথ তার ছেলেকে এক বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন। যাই হোক, আপনার আর্থিক দিক কি শক্ত? যদি ডিভোর্সীকে মেয়েটাকে বিয়ে করেন তাহলে কি তার ভরণপোষণ সুন্দর ভাবে করতে পারবেন? সংসার জীবনে কিন্তু টাকা না থাকলে অতি সামান্য সমস্যাও বড় করে দেখা দেয়।

ডিভোর্সী মেয়েটা চাকরী করছে না কেন? বোনের সংসারে আছে ভালো কথা। সে তো কোনো কাজ করতে পারে। আপনার পরিবার আপনাকে কেমন ভয়ভীতি দেখাচ্ছে? ডিভোর্সী মেয়েটা খারাপ? লোভী। তাকে বিয়ে করলে সমাজ ছিঃ ছিঃ করবে? এরকম? আপনার পরিবারকে সুন্দর করে বুঝান। বুঝাবেন, ঝগড়া করবেন না। যদি বুঝে তো ভালো। না বুঝলে আপনি পরিবার থেকে আলাদা হয়ে যাবেনে। তাকে বিয়ে করুণ। যদি আপনারা বিয়ের পর ভালো ভাবে থাকেন। সুন্দর জীবনযাপন করেন, তখন আপনার পরিবার খুশি হবে এবং মেনে নিবে। এক জীবনে নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাসতে পারাটা অনেক বড় গুণ। সবাই পারে না।

আমাদের গ্রামের ভাষায় বলে, নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাওয়া ভালো। অন্যের বুদ্ধিতে বাদশা হওয়াও ভালো না। ডিভোর্সী মেয়েটা যদি ভালো হয়। শিক্ষিত হয়। মানবিক হয়। সাংসারিক হয়- তাহলে আপনি তাকে বিনাদ্বিধায় বিয়ে করতে পারেন। মনে রাখবেন, আপনি যাকে বিয়ে করবেন, সে একজন দুঃখী নারী। তাকে বিয়ে করে যদি আপনি তাকে ভালো রাখেন, আনন্দে রাখেন- সেটা অনেক বড় ভালো কাজ হবে। এবং আপনিও শান্তি পাবেন। কাজেই পরিবার বা সমাজের কথা না ভেবে আপনি এগিয়ে যান। প্রয়োজনে আরো কিছু সময় নিন। ভাবুন। হুট করে কিছু করে ফেলবেন না। আপনাকে কিন্তু মেয়েটার পাশাপাশি মেয়েটার ৭ বছরের কন্যা এবং তার বাবার দায়িত্বও নিতে হবে। হিসাব করে দেখুন, পারবেন কিনা। মনের জোর আছে কিনা

27/03/2023

আমার স্বামি আমাকে অবহেলা করে,তার কাছে আমার কান্না, রাগ, অভিমানের মূল্য নেই। আমি প্রতিদিন তার কথায়, ব্যবহারে কষ্ট পেয়ে কাঁদি, কিন্তু এতে সে বিন্দু পরিমাণ ও দুঃখ পায় বলে আমার মনে হয় না। বুঝালেও সে একি ভুল করে, আর আমাকে কষ্ট দে।এখন আমার কী করা উচিৎ?

পরামর্শঃ

আপনার স্বামীর কি কি চারিত্রিক দোষ আছে তার একটা তালিকা তৈরি করুন, উনি কি নেশা করেন? পরনারীর প্রতি আসক্ত? জুয়া খেলেন? আপনার ভরণপোষণ দেন না? জৈবিক চাহিদা পুরণ করেন না? যদি এই বদ স্বভাবগুলো না থাকে তাহলে আপনি বিশাল সংখ্যক নারীর চেয়ে ভাল আছেন, আলহামদুলিল্লাহ।

আবেগ/অনুভূতি, ভালবাসা এসব মানবীয় বৈশিষ্ট্য সবার সমান থাকেনা, আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করুন, নিজে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, স্বামীর পছন্দমতো কাজ করুন, অপছন্দের কাজগুলো এড়িয়ে চলুন, আশা করছি আল্লাহর রহমতে একদিন সুফল পাবেন।

27/03/2023

আমি একটা মেয়েকে ভালবাসতাম। তার বিয়ে হয়েছে। ১১বছর আগে। আমি ও বিয়ে করেছি। ৭ বছর হয়েছে। এখন সে আমার জীবনে আসতে চাচ্ছে। কী করবো?

পরামর্শঃ
ভালোবাসা হলো একটা আবেগ মাত্র তার বেশি কিছু না।

আপনি তার সাথে ভালোবাসার সম্পর্কে কত বছর ছিলেন সেটা জানিনা।

কিন্তু যে মেয়ে ১১ বছর স্বামীর সংসার করার পরেও স্বামীর থেকে আলাদা হতে চাই। যে মেয়ে স্বামীকে ভালোবেসে সংসার করতে পারে না সে মেয়ে কোন ভালোবাসা পাবার যোগ্যই না।

আপনি যদি তাকে আনার কোন চিন্তাভাবনা করেও থাকেন তাহলে মন থেকে ঝেড়ে ফেলুন অন্যতাই আপনার জীবন ধ্বংসের পথে চলে যাবে। এই মেয়েকে নিয়ে আপনি সুখের সংসার তো দূরের কথা দুঃখের সংসারও করতে পারবেন না।

এমন একটা সময় আসবে আপনাকেও লাথি মেরে তাড়িয়ে দিবে। তখন আর আপনার আফসোস করলেও কোন কাজে আসবে না এ কাল ও কাল দোনোটাই আপনি হারাবেন।

আপনি আপনার নিজের সংসার বাঁচানোর জন্য চেষ্টা করুন। ওইদিকে কোন ভাবেই দুর্বল হয়ে পড়বেন না আপনাকে যত কিছুই বলুক না কেন আপনি তার দিকে কর্ণপাত করবেন না যদি আপনি নিজের ভালো চান।

ধন্যবাদ ভালো থাকবেন।

17/03/2023

কোতোয়ালি থানা ও মডেল থানার মধ্যে পার্থক্য কী?

কোতোয়ালি নামটি এসেছে মুঘল আমলের কোতোয়াল থেকে। খুব সংক্ষেপে জানালে- তৎকালীন সময়ে প্রধান প্রধান আঞ্চলিক শহরগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রধান হিসেবে একজন করে কোতোয়াল নিযুক্ত হতেন, তাঁর অবস্থান তথা দপ্তরকেই কোতোয়ালি বলা হতো।

পুলিশের প্রেক্ষিতে, ব্রিটিশ আমলে জেলা-শহরগুলোতে যেসব থানা অবস্থিত ছিলো, সেগুলো(র অধিকাংশই) কোতোয়ালি থানা হিসেবে পরিচিত। বর্তমান বাংলাদেশে ১১টি(র মতো) কোতোয়ালি থানা আছে— সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, যশোর, বগুড়া, রংপুর ও দিনাজপুর।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে জেলা সদরগুলোতে স্থাপিত (কোতোয়ালি ব্যাতিত) থানাগুলো (অধিকাংশ ক্ষেত্রেই) সদর থানা হিসেবে পরিচিত। ব্যাতিক্রমগুলো হচ্ছে— নোয়াখালী জেলা-শহরে "সুধারাম" থানা, শরিয়তপুর জেলা-শহরে "পালং" থানা। এছাড়া, ৯০দশকের শুরুতে RMP গঠনের আগে পর্যন্ত রাজশাহী জেলা-শহরে ছিলো "বোয়ালিয়া" থানা (যেটি বর্তমানে RMP অধিভুক্ত)।

বাংলাদেশ পুলিশের নানা ধরনের সংস্কারের উদ্দেশ্যে ২০০৫ সালের দিকে UNDP, DFID ইত্যাদি সংস্থার উদ্যোগ ও সহায়তায় "পুলিশ সংস্কার কর্মসূচি" র অংশ হিসেবে দেশের বিভিন্ন মেট্রোঃ-পুলিশ এবং জেলা-পুলিশের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থানে বেশ কিছু (২৫~৩০টি) থানাকে মডেল থানা হিসেবে গড়ে তোলা হয়। উদ্দেশ্য ছিলো সংশ্লিষ্ট থানার এলাকাবাসীকে উন্নত সেবা ও সহায়তা প্রদান করা। পরবর্তীতে এই কর্মসূচী দেশব্যাপী ক্রমান্বয়ে আরো বিস্তৃত করার কথা ছিলো।

এই লক্ষ্যে মডেল থানাগুলো (হওয়ার কথা) ছিলো পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ, logistics, equipment, manpower, separation of duties (অর্থাৎ— ops, intel, investigation ইত্যাদি আলাদা থাকা), থানায় নিযুক্ত সদস্যগণের বাসস্থান, থানায় কর্মরত সদস্যগণের দাপ্তরিক কাজের জন্য বসার যায়গা, মামলা তদন্ত করার জন্য উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম, থানায় আটককৃত নারী-পুরুষ আসামীগণের হাজত, আধুনিক টয়লেট, অস্ত্রাগার, থানায় বিভিন্ন কারণে আগত সেবাপ্রার্থী ও দর্শনার্থীগণের বসার স্থান, সম্মেলন কক্ষ ইত্যাদি সহ প্রয়োজনীয় অন্যান্য সবকিছুর জন্য পর্যাপ্ত সংখ্যক কক্ষ, উপকরণ ও আসবাবপত্র, বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, পর্যাপ্ত সংখ্যক যানবাহন যেমন- পিকআপ, মোটরসাইকেল (এমনকি একটি করে এম্বুলেন্স) ইত্যাদি সহ সমস্ত কিছুর প্রাপ্যতা প্রতিটি মডেল থানায় থাকবে।

তবে, বাস্তবতা হচ্ছে এইসব কিছুর বাস্তবায়ন কখনোই পূর্ণতা পায়নি। যেসব সুবিধা, উপকরণ, যানবাহন ইত্যাদি পাওয়ার কথা ছিলো, সেগুলোর প্রায় প্রতিটি বিষয়ই ব্যাপকভাবে অসম্পূর্ণ ও অপর্যাপ্ত ছিলো সবসময়ই।

তাছাড়া, এটি একটি বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প (ছিলো) বিধায় প্রকল্পের মেয়াদ (কয়েকটি ধাপে) শেষ হওয়ার পরে এসব মডেল থানাগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা যেটুকুও প্রকল্প চলাকালীন সময়ে (আলাদাভাবে) পাওয়া যেতো, সেগুলোও ক্রমান্বয়ে হ্রাস পেয়ে বর্তমানে প্রায় শুন্যে এসে ঠেকেছে।

তাই, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিবেচনায় অন্যান্য (কোতোয়ালি, সদর কিংবা অন্যান্য যেকোনো সাধারণ) থানার সাথে বর্তমানে মডেল থানাগুলোর কোনো গুণগত বা কার্যক্রমের কোনো পার্থক্য আর অবশিষ্ট নেই, এগুলো এখন স্রেফ নাম হিসেবেই মডেল থানা রয়েছে আর কি।

শুভেচ্ছা রইলো।

06/03/2023

খারাপ মেজাজের সাথে খারাপ
শব্দ ব্যাবহার করা উচিৎ নয়

কারন খরাপ মেজাজ পরিবর্তন
করার অনেক সুযোগ থাকবে

কিন্তু খারাপ শব্দ ব্যাবহার করে
ফেললে তা পরিবর্তন করার
কোন সুযোগ থাকেনা!!!

04/03/2023

হে মুমিনগণ!
তোমরা ধৈর্য ও নামাজে মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।
নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন।

(সুরা বাকারা: ১৫৩)

03/03/2023

বন্ধু সিলেক্ট করতে সর্বোচ্চ সতর্ক হোন। ভালো বন্ধু আপনাকে ভালো আউটপুট দিবে আর খারাপ বন্ধু আপনাকে যমের গর্তে নিয়ে যাবে। বন্ধুর এইসব কার্যকলাপ তুমি বুঝে উঠতে পারবে না। কিন্তু ধীরে ধীরে তোমাকে ভালো বা খারাপের দিকে নিয়ে যাবে।

26/02/2023

জেনে নিন, বিয়ের ৬ টি উপকারিতা

১. নং যেনা ব্যভিচার থেকে ফিরে থাকা যায়, যুবক বয়সেই আল্লাহ পাকের খুব প্রিয় হওয়া যায় এবং ইবাদাতে স্বাদ পাওয়া যায় আজে বাজে চিন্তা থাকে না।

২. নং আপনি যদি বয়স ৩০ পার করে বিয়ে করেন, তাহলে স্বাভাবিক ভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ও মধুর হবে না, বরং ব্যাপারটি তখন এমন হবে যে বিয়ে করার কথা ছিল তাই বিয়ে করেছি,, এ কারণেই আবেগ থাকতে আগেতেই বিয়ে করা উত্তম।

৩.নং বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য খুব বেশি সময় পান না, বরং বছর ঘুরতেই সন্তান দায়িত্ব এসে কাঁধে এসে পরে, আর একবার সন্তান হয়েগেল দু'জনে একান্তে কাটানোর মতো সময় হয়ে উঠে না, তাই অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে একান্ত কাটানোর মতো অনেকটা সময় পাওয়া যায়, যার ফলে সম্পর্ক ভালো ও মধুর থাকে।

৪. নং অল্প বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী ২ জনে মিলে জীবনের সবকিছু ভাগাভাগি করে নেয়া যায় এবং প্রত্যেকের মানসিক ও কম অনুভব হয়।

৫. নং মানুষের গড় আয়ু কিন্তু কমছে, আর আপনি দেরীতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টাও পিছিয়ে যাবে এবং আপনার মানসিকতা ও কিন্তু দিন দিন নষ্ট হতে থাকবে,, তাই একটু কম বয়সে বিয়ে করলে সন্তানের জন্য খুব ভালো পিতা উদাহরন হতে পারবেন।

৬. নং বিবিন্ন কারণে অনেকেই সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না, তাই এখন ডিভোর্সের সংখ্যা ও অনেক বেড়ে গেছে, আর অল্প বয়সে বিয়ে করে যদি অল্পতেই কোন কারনে ভেঙ্গে যায় তাহলে ২য় বার আবার গুছিয়ে নেয়ার সুযোগ পাওয়া যায়, কিন্তু দেরীতে বিয়ে করলে সেটা সম্ভব হয়ে উঠে না।

মোট কথা কম বয়সে বিয়ে করা অতি উত্তম

এখন ভাবতে পারেন সরকারের আইন আছে ১৮ বছরের আগে কোন মেয়ের বিয়ে দেয়া যাবে না, শোনেন আল্লাহ তায়ালা তার রাসুল (সোঃ) হুকুম লঙ্গন করে কোন সরকারের হুকুম মানা যাবেনা৷

এই পোস্ট পড়ে বাড়ি গিয়ে আবার তোলপাড় শুরু কইরেন না যে শরিয়ত বলছে অল্প বয়সে বিয়ে করতাম বা বসতাম!!! বরং দ্বীন বুঝাতে হবে৷

আল্লাহর রাসুল (সোঃ) এরশাদ করেন, হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যে বিবাহের সামার্থ রাখে সে যেন বিয়ে করে নেয়, কেননা তা চক্ষুকে আনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাযতে রাখে। -- বোখারী, মুসলিম)

রাসুলুল্লাহ (সোঃ) এরশাদ করেন, (আসল) তাওরাত কিতাবে লেখা আছে, যার মেয়ে বার বছর বয়স হয়েছে আর সে তার বিবাহ দেয় নাই, ফলে সে মেয়ে যে কোন ধরনের যেনায় লিপ্ত হবে, তার গুনাহ পিতার গাঁড়ে উঠবে, ----- বায়হাক্বী শরীফ

রাসুলুল্লাহ (সোঃ) এরশাদ করেন, যে যখন বান্দা বিবাহ করল, নিশ্চই সে তার দ্বীনের অর্ধেক পূরণ করল এবং বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। -- মেশকাত শরীফ

এ হাদিস দ্বারা বুঝা যায় বিয়ে করতে ও বিয়ে দিতে এটা আগেভাগেই সমাধা করতে হবে,,

চিন্তা করি আমরা নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা ঠিক হবে না, রিজিকের মালিক আল্লাহ তায়ালা, এ চিন্তা করা যাবে না যে চাকরি আমাকে খাওয়াবে, সাধারণ একটু আয়ের উৎস থাকলেই বিয়ে করে নিবেন৷

আল্লাহ তায়ালা বলেন,

"আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।" (সূরা আন-নূর 24:3)

সর্বশেষ বলতে চাই, আসলে এই পোস্টগুলো বর্তমানে স্বপ্নের মতো। তাই পরিস্থিতির স্বীকার আবিয়াইত্তারা এই পোস্ট পড়ে কষ্ট নিবেন না, কান্নাকাটি করবেন না।

19/02/2023

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
"তেরো চৌদ্দ বছরের মত এমন বালাই আর পৃথিবীতে নেই"। কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সও যে এক বিড়ম্বনা তা' মনে হয় বলতে ভুলে গেছেন।

ছোটদের সাথে মিশতে গেলে মুরুব্বী মনে করে কাছে ভিড়তে দেয় না, সমবয়সীরা বলে "বুড়ো হয়ে গেলি ..... "আর বড়রা বলে" ছেলে-মেয়েদের কথা ভেবে একটু সমঝে চল"। হঠাৎ করেই সঙ্গহীন একটি সময়ের শুরু হয়ে যায়।

16/01/2022

কলিগদের নিকটে যেসব বিষয় কখনোই শেয়ার করবেন নাঃ

🔺০১। আপনি যদি কখনো কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কোন ভুলত্রুটি করে ফেলেন তবে সবার আগে তা আপনি নিজেই গিয়ে বসকে জানাবেন কোন কলিগ জেনে ফেলার আগে। কেননা, আপনি বসকে জানানোর আগে কলিগ জেনে ফেললে পরবর্তীতে বসের নিকটে সঠিক ইনফরমেশন এর পরিবর্তে আপনার সম্পর্কে নেতিবাচক ইনফরমেশন বসের কাছে চলে যাবে।

🔺০২। আপনি কবে ছুটি নিবেন? ছুটি নিয়ে কোথায় যাবেন? কি করবেন? কলিগকে জানানো যাবে না, ছুটি পাশ হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত।

🔺০৩। আপনি কখনো কোন অন্যায় কর্মকান্ড করে ফেললে তবে সেটা কোম্পানির মালিক জানলে এতটা ক্ষতি হবে না, যতটা ক্ষতি হবে, আপনার কলিগ জানলে।

🔺০৪। বস কখনো কোন কাজের জন্য আপনাকে বাহবা বা প্রশংসা দিলে তা গোপন রাখুন। কলিগদের জানালে তারা আপনার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে ক্ষতি করতে পারে।

🔺০৫। আপনি আর কোন নতুন চাকরি খুঁজছেন কি না? বর্তমান চাকরি ছেড়ে দিবেন কি না? এই চাকরি আর কতদিন করবেন? এই জাতীয় প্রশ্ন করে কলিগরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। সেই ফাঁদে পা দিবেন না। বলবেন আমার বর্তমান চাকুরীটাই ভালো লাগে। আল্লাহ যতদিন রিযিকে রেখেছেন ততদিন করে যেতে চাই ইনশাআল্লাহ।

🔺০৬। বসের বদনাম বসের সামনে করলেও এতো ক্ষতি নেই, কলিগদের সামনে করলে যতটা ক্ষতি হতে পারে। অতএব, সাবধান।

🔺০৭। নিজের ভবিষ্যৎ চিন্তা ভাবনা, পারিবারিক বা ব্যক্তিগত গোপনীয় বিষয় কলিগদের সাথে শেয়ার করবেন না।

🔺০৮। কথা কম বলবেন। কাজের এবং প্রয়োজনীয় কথা বাদে অহেতুক গাল গল্প করা ত্যাগ করবেন। কথা বলার আগে একবার চিন্তা করবেন আপনি যা বলছেন তাতে কলিগ কোন দোষ খুঁজে বের করে কি না আবার?

🔺০৯। কলিগ ভালো হোক খারাপ হোক তার প্রশংসা করবেন। তবে আপনার উপরে কোন আঘাত আসতে দেখলে তাৎক্ষনিক জবাব দিবেন নয়তো ভবিষ্যতে সে আরো বেপরোয়া হয়ে যেতে পারে। তাই অঙ্কুরেই থামিয়ে দিবেন।

🔺১০। আপনার বেতন, বোনাস, ওভারটাইম, ইনক্রিমেন্ট যথাসম্ভব না বলার চেষ্টা করবেন। #সংগৃহীত

05/01/2022

আর একদিন খাবেন বলে উদ্বৃত্ত রান্না করা খাবার ফ্রিজে তুলে রাখেন। কিন্তু পরের দিন আরও "ভালো" বা নতুন কোন খাবার রান্না হলে ঐ খাবারের কথা আর মনে থাকে না। অগত্যা, কয়েকদিন পরে বাসী খাবার কাজের বুয়া বা ভিখারীকে "দান" করে দেন। কেন দেন? নিজে কেন খান না!! কারন, আপনি জানেন এই খাবার খেলে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া হলে চিকিৎসা / হাসপাতালের খরচ যোগানোর সামর্থ্য আপনার আছে তবুও আপনি খান না। কিন্তু একবার ভাবুন তো, কাজের বুয়ার সন্তান বা রাস্তার ভিখারির যদি ডায়রিয়া / food poisoning হয় তাহলে কি অবস্থা হবে !! বিনা চিকিৎসায় রাস্তায় গড়াগরি দিবে। হয়ত খাবার স্যালাইনও জুটবে না। ঐ বাসী খাবার আপনার কাছে "দান" হলেও কারও কারও জন্য "বিষ" হতে পারে।
তাই অনুরোধ, যে খাবার আপনি নিজে খেতে পারবেন না তা অন্যকে দিবেন না।

02/01/2022

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক! আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!! 🙄সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। 🌴একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি; ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি; হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি; সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবে। [Collected ]

24/12/2021

জীবনটা কি অর্থহীন, সম্পর্ক গুলো কি অনপ্রেডিক্টেবল, আসছি একা বিনা কিছু নিয়ে, চলে যাব খলি হাতে, বর্তমান, অতীত ফিউচার বলে কিছু আছে,নেই - তাহলে জীবনের প্রচেস্টা ভাল থাকার জন্য লড়ে যাওয়া কি অর্থহীন হয়ে গেল? না, প্রচেস্টা করে যেতে হবে ভাল একটা জীবন যাপন আর ভবিষ্যত প্রজন্মের জন্য- আমি তাই মনে করি ? আপনি কি মনে করেন? ভাল থাকতে হলে লড়তে হবে , জানতে হবে ,শিখতে হবে, অব্যাহত প্রচেস্টা আর অক্লান্ত পরিশ্রম ছাড়া আপনি যতই সপ্ন দেখুন না, সেটা সপ্নই থেকে যাবে।

06/12/2021

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
– হযরত আলী (রা)

06/12/2021

"তুমি সেই দিনকে ভয় কর, যে দিন তোমার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবে না।"

____ (সূরা আশ-শো'আরা: ৮৮)

29/11/2021

যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকারমুক্ত🥰

"Assalamualaikum "💝

17/11/2021

অনার্স থার্ড ইয়ারে থাকতে এক স্বনামধন্য প্রফেসর স্যারের ছেলেকে পড়াতাম। নিজের শিক্ষকের ছেলেকে তার বাসায় পড়াতে গিয়ে দেখলাম, আমি পড়ার টেবিলে বসলে আমার স্টুডেন্ট যতটা তাড়াহুড়া করে তার বই খাতা আনতো, তার চেয়ে প্রফেসর স্যার আরো দ্রুত তার ছেলের বই খাতা নিয়ে আসতো আইমিন ছেলেকে হেল্প করতো। ওনার ছেলে পড়া না শিখলে স্যার এসে ক্ষমা চেয়ে নিতো! মারার জন্যে বেত দিয়ে যেতো! যতটা না ভক্তি আমার ছাত্রের ছিলো আমার প্রতি, তার চেয়েও বেশী ভক্তি এবং শ্রদ্ধা ঐ প্রফেসর স্যার আমাকে করতো। আমি নিজেই লজ্জা পেয়ে যেতাম। চুপ করে থাকতাম স্যারে কান্ড দেখে, তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরোও বেড়ে যেতো। স্যারকে একদিন জিজ্ঞেস করলাম স্যার আপনিতো আমাকে নাম ধরেই ডাকতে পারেন, তখন স্যার উত্তর দিলো "বাবা আমি যেভাবে তোমাকে ট্রিট করবো আমার ছেলে তোমাকে ঐভাবেই ট্রিট করবে, আমি তোমাকে সম্মান প্রদর্শন না করলে, সে শিখবে কই থেকে? আমার ছেলে, শিক্ষকের সম্মান বুঝবে কি করে আমি যদি তার শিক্ষককে ঐ সম্মানটা দিতে না পারি! আমি জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম!! এখনকার বাবা-মা'রা তার ছেলে-মেয়েদের সামনেই শিক্ষককে প্রশ্ন করে -- কি ব্যাপার কাল আসলা না কেনো? সময় দিয়ে পড়াও না কেনো? শিখায় দাওনা কেনো? তোমার পড়ানো বুঝেনা কেনো? শিক্ষক বেরিয়ে গেলে তার মূজার গন্ধ- মুখের গন্ধ- পোশাক নিয়ে হাসাহাসি হয়!!! আরও অনেক কিছু! যে শিক্ষক কে অসম্মান করছি তার স্টুডেন্ট এর সামনে, সেই শিক্ষক যদি তাকে পড়াশোনা গলাধঃকরণ করেও দেয়! দিন শেষে এই শিক্ষা আপনার ছেলে-মেয়ের কাজে আসবেনা! লিখে রাখেন! কারন স্ব-সম্মানিত মানুষ যা বুঝাবে আপনার ছেলে-মেয়ে তার কিয়দাংশ হলেও গ্রহন করতে পারবে! আর অসম্মানিত মানুষ আপনার বাচ্চাকে যাই পড়াক না কেনো ঐ পড়া কিন্তু তার মাথায় সহজে ঢুকবেনা!!! কারন সন্তানের কাছে ঐ শিক্ষকের ভ্যালু আপনি নিজেই কমিয়ে দিয়েছেন !!! (সংগৃহীত)

04/10/2021

আপনার সম্পদ, সৌন্দর্য এবং মর্যাদা কিছু সময়ের জন্য স্মরণীয়, কিন্তু, আপনার ভাল চরিত্র চিরকাল হৃদয়ে রাজত্ব করবে।

03/10/2021

পত্রিকায় একজন ধর্ষকের ছবি দেখলে আমরা ধর্ষকের ফাসিঁ চেয়ে মাট-ঘাট গরম করে ফেলি অথচ আমরা প্রতিনিয়ত মিথ্যা প্রেমের আসর বসিয়ে ধর্ষণ খেলায় মেতে উঠি!

Address

Road No./04, BLK-C, House No-04. Unit 05#2. Banasree
Dhaka
DHAKA-1219

Opening Hours

Monday 09:00 - 22:30
Tuesday 09:00 - 22:30
Wednesday 09:00 - 22:30
Thursday 09:00 - 22:30
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 22:30
Sunday 09:00 - 22:30

Telephone

+48572936709

Alerts

Be the first to know and let us send you an email when Jollybeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jollybeen:

Videos

Share

Nearby media companies


Other Film & Television Studios in Dhaka

Show All

You may also like