01/01/2024
Confo nuber 112
From; তোমার সৌন্দর্যে মুগ্ধ এক অপেক্ষারত প্রেমিক
to :Hi Mu
এই যে শুনো😇
তোমার অক্ষি গোলকের দুরন্ত ঘুর্ণিপাকে আটকে পরেছে এ প্রাণ।মুক্তি নয় বরং বন্দি থাকতে চাই তোমার ওই সজল চোখে। এই তুমি কি জানো তোমার চোখের পলকে দিনরাতির খেলা হয় এ শহরে।তোমার আগমনে মাথা নত করেছে এ শহরের সকল ফুল🌼। দেয়াল গুলো অক্ষরিত হয়েছে তোমার নামে।
নিচ্ছয় ভাবছো আমি কে?
আমি এই ফরমালিনে ডুবন্ত শহরের, নিকোটিন মুক্ত এক বিশুদ্ধ প্রাণ বলছি।যে প্রাণ এখন নব্যপ্রেমিক চরিত্রে,নব্য লেখক তুমি ঘিরে!
এবং চিত্রশিল্পী বটে🫠 মনের ম্যানভাসে অংকিত হয় তোমার মৃগনয়ন। সেই নয়নে সমর্পিত হয়েছে এ প্রাণ,তারায় তারায় রটিয়ে দিয়েছে এ প্রাণ আর আমার নেই, প্রনয়ের সুরের মুর্ছনায় তুমিহীনতা বেশ তৃষ্ণা পেয়ে বসে।তুমি এসো,ছুঁয়ে দিয়ে শীতল করো এ হৃদয়।
ইতি
Tomar list ar ak boro Vai😊