Monzu Bhai

Monzu Bhai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Monzu Bhai, Digital creator, Badarganj.

লাইফে এমন মানুষ থাকে, যে আমাদের ধরেও রাখেনা,  আবার ছেড়েও দেয় না।তার থেকে দুরে সরতে গেলে ভালোবাসা দেখায়। আবার থেকে গেলে অ...
18/04/2023

লাইফে এমন মানুষ থাকে, যে আমাদের ধরেও রাখেনা, আবার ছেড়েও দেয় না।

তার থেকে দুরে সরতে গেলে ভালোবাসা দেখায়। আবার থেকে গেলে অবহেলা করে।
এই সব মানুষ মূলত মানসিক অশান্তির কারণ।😪

একটা সময় গ্রামে থাকতে সেহরি আর ফজর নামাজ শেষ করে আমরা বন্ধুরা মিলে রাস্তায় হাঁটতে বের হতাম৷ মৃদু আলোর ভোর হিমেল বাতাস এক...
28/03/2023

একটা সময় গ্রামে থাকতে সেহরি আর ফজর নামাজ শেষ করে আমরা বন্ধুরা মিলে রাস্তায় হাঁটতে বের হতাম৷

মৃদু আলোর ভোর হিমেল বাতাস একদম শরীর ভেদ করে যেত৷ রাস্তায় বের হলে স্কুলের সব বন্ধুদের দেখা পেতাম৷ মেয়েরাও বের হতো তখন৷ কেউ মায়েদের সাথে কেউ বান্ধবী নিয়ে৷

ঐ সময় গুলো আর কখনো আসবে না৷ রাস্তায় বের হলে যাদের দেখতাম তাদের লাস্ট কবে দেখছি মনেও নাই৷ এ প্রজন্মের অনেকে হয়তো জানেও না ফজরের পর বাহিরের বাতাস কতটা স্নিগ্ধ।

19/03/2023

Hair style😄😄

 #নারী দিবস 🙏🙏গত মাসে টানা এক সপ্তাহ নিজে রান্না করে খেয়েছি। কারণ হচ্ছে রান্না করার যে লোক গুলো আমার বাসায় থাকে আমার মা ...
08/03/2023

#নারী দিবস 🙏🙏

গত মাসে টানা এক সপ্তাহ নিজে রান্না করে খেয়েছি। কারণ হচ্ছে রান্না করার যে লোক গুলো আমার বাসায় থাকে আমার মা আর আমার ভাবি, তারা গ্রামের বাড়িতে গিয়েছিল।

এই এক সপ্তাহ কি যে কষ্ট করে কাটাইছি বলে বোঝানো যাবেনা।😪

রান্না করা মোটেও সহজ কোন কাজ নয়। আলু ভর্তা আর ভাত রান্না করতে আমার জীবন শেষ। আরো অনেক কিছুই রান্না করেছিলাম, আমি রান্না করেছিলাম বলে খেয়েছি।

এত জঘন্য রান্না আমি কোন দিন খাইনি। রান্না করা আমি জানিনা। ইউটিউব দেখে একটু শিখেছিলাম আর কি।

যাই হোক আজ ৮ ই মার্চ। বিশ্ব নারী দিবস।
ঐ সকল নারীদের শুভেচ্ছা জানাই, যারা আমাদের রান্না করে খাওয়ায়।

মেসের খালাদের নারী দিবসের শুভেচ্ছা জানাই।
আমাদের বাসায় যারা রান্নার কাজ করে তাদের নারী দিবসের শুভেচ্ছা জানাই।

সবশেষে শুভেচছা জানাই সেই নারীকে, যে নারী শুন্য পকেটে কোন পুরুষের পাশে থাকে।

তাই নারীকে অসম্মান করার আগে ভেবে নিও
তোমার কাছে অন্য নারী নিরাপদ না হলে, তোমার পরিবারের নারীরা ও অন্য কারো কাছে নিরাপদ না।
নিরাপদ থাকুক সকল নারী।

Last day of February, a short message for you,,ভালো থেকো😪😪😪😪
28/02/2023

Last day of February, a short message for you,,

ভালো থেকো😪😪😪😪

17/02/2023

প্রায় ২ বছর পর লিয়াম তার চাচ্চুর বিয়ে খাইতে গ্রামের বাড়ি যাচ্ছে।

বাড়ি গিয়ে কি কি করবে কত পরিকল্পনা করে রেখেছে সে।।❤️

15/02/2023

এতো স্মৃতি,এতো ভালোবাসা মানুষ কি করে ভুলে যায়।

13/02/2023

লিয়ামের পড়াশোনা ❤️

12/02/2023

পরিবারের চাপে যখন মাদ্রাসায় ভর্তি হতে হয়😄

ভিডিও : কালেক্টেড

আমার ভুল হয়ে গেছে প্রিয়, আমায় ক্ষমা করে দিও। আমার রুক্ষ পথের পাশে, ছায়াবন এঁকে নিও।
08/02/2023

আমার ভুল হয়ে গেছে প্রিয়, আমায় ক্ষমা করে দিও। আমার রুক্ষ পথের পাশে, ছায়াবন এঁকে নিও।

আমি অভিযোগ করছি না।কিন্তু মাঝে মাঝে মনে  হয়,জীবনটা এমন না হলেও পারতো।
28/01/2023

আমি অভিযোগ করছি না।
কিন্তু মাঝে মাঝে মনে হয়,
জীবনটা এমন না হলেও পারতো।

কোন এক সময় আমারো একজন কাছের মানুষ ছিল।
26/01/2023

কোন এক সময় আমারো একজন কাছের মানুষ ছিল।

নিয়মিত খোজ নেয়া মানুষটার নিখোঁজ হতে বিন্দুমাত্র সময় লাগলোনা।😭
25/01/2023

নিয়মিত খোজ নেয়া মানুষটার নিখোঁজ হতে বিন্দুমাত্র সময় লাগলোনা।😭

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
25/01/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

ভীষণভাবে মনে পরে তাকে,। খুব ইচ্ছে হয় তার পাশে বসতে,তাকে স্পর্শ করতে। ইচ্ছে হয় সব দুঃখ -কষ্ট এক নিমেষেই শেষ হয়ে যাক। আমার...
24/01/2023

ভীষণভাবে মনে পরে তাকে,। খুব ইচ্ছে হয় তার পাশে বসতে,তাকে স্পর্শ করতে।
ইচ্ছে হয় সব দুঃখ -কষ্ট এক নিমেষেই শেষ হয়ে যাক। আমার চিন্তা মাখা মুখটা দেখে সে বলুক আরে পাগল আমি তো আছি।

আমার চুলে আঙ্গুল বোলাতে বোলাতে কপালে একটা চুমু দিয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরবে,আমায় সে পৃথিবীর সকল যন্ত্রণা, কঠিন পরিস্থিতি থেকে আগলে রাখবে।

আমার তুমি নামের মানুষ টা নিখোঁজ, যার কল্পনায় আমি নিত্যদিন হারাই।

আমি তাকে নিয়ে গড়া অভ্যেস গুলোর সাথে বাচতে ভালোবাসি। আমার লেখার শব্দে, আমার গানের সুরে, কবিতার ছন্দে সে থাকে।
হৃদয়ে মাঝে তার বসবাস, আমি চাইলেই তাকে স্পর্শ করতে পারিনা, তাকে দেখতে পারি না, ভীষণ কষ্টে তার সঙ্গ খোঁজা আমিটা ছটপট করতে করতে একটা সময় নিজেকে বুঝিয়ে নেই,সে নেই আমার জগতে আমার হয়ে।

আমরা মৃ*ত মানুষের জন্য অপেক্ষা করি না..আমাদের অপেক্ষা শুধু,হারিয়ে যাওয়া জীবিত মানুষের জন্য..!হুমায়ূন আহমেদ
20/01/2023

আমরা মৃ*ত মানুষের জন্য অপেক্ষা করি না..
আমাদের অপেক্ষা শুধু,
হারিয়ে যাওয়া জীবিত মানুষের জন্য..!

হুমায়ূন আহমেদ

19/01/2023

একটি মুরগী ধরার কাহিনী 😄😄

আমাকে হারানোর ভয়ে যাকে কাঁদতে দেখেছি,দিন শেষে তাকেও হাস্যজ্জল চোখ নিয়ে আমাকে ছেড়ে চলে যেতে দেখেছি।😪এবার বলেন আমি কাকে বি...
18/01/2023

আমাকে হারানোর ভয়ে যাকে কাঁদতে দেখেছি,

দিন শেষে তাকেও হাস্যজ্জল চোখ নিয়ে আমাকে ছেড়ে চলে যেতে দেখেছি।😪

এবার বলেন আমি কাকে বিশ্বাস করবো?

Monzurul Islam
Md Monzurul Islam

14/01/2023

একটা বিচ্ছেদ তোমারো হোক। যাতে বুঝতে পারো কেউ ছেড়ে গেলে কেমন লাগে। 😪😪

13/01/2023

হুদাই খালি ঘোরাঘুরি করি।


10/01/2023

যদি পুনঃ জন্ম বলে কিছু থাকতো, তাহলে আমি তোমাকে অভিশাপ দিতাম।

তুমি যেন, আমি হয়ে জন্মাও।

আজ ২৬ ডিসেম্বর ২০২২।আজ আমার সব চাইতে প্রিয় একটা মানুষের বিয়ে। বিয়ে বললে ভুল হবে,  বিয়ে টা ২ মাস আগেই হয়ে গেছে আজ বিদায়।ভ...
25/12/2022

আজ ২৬ ডিসেম্বর ২০২২।
আজ আমার সব চাইতে প্রিয় একটা মানুষের বিয়ে। বিয়ে বললে ভুল হবে, বিয়ে টা ২ মাস আগেই হয়ে গেছে আজ বিদায়।

ভাবতেই অবাক লাগে এই মানুষ টার সাথে আমার ১৩ বছরের রিলেশন ছিল। ২০০৯ থেকে ২০২২।

২০২০ সালের দিক তার সাথে আমার বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্তু হঠাৎ অজানা ঝরে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, আর্থিক ভাবে ক্ষতির মুখে পরি। তারপর থেকে আমার সাথে সে দুরুত্ব বাড়িয়ে দেয়।

এক সময় কথা বলা অফ করে দেয় এমনকি আমাকে না জানিয়ে, আমাকে বোকা বানিয়ে প্রতিষ্ঠত একটা ছেলেকে বিয়ে করে নেয়।

আজ তাদের বিদায়। আমাকে আজ মোটেও খারাপ লাগছেনা। আফসোস হচ্ছে৷ এই মানুষ টার জন্য তার পরিবারের জন্য কত কিছুই না করছি আমি।

নিজের শরীর এর রক্ত দিতেও দুইবার ভাবিনি।

তার বিনিময়ে ওরা ধোকা দিলো আমাকে।

তাকে আমি সবটুকু দিয়েই ভালোবেসেছি। বেটার কাউকে খোঁজা তো দূরেই থাকুক, তাকে ছাড়া চোখ তুলে কারও দিকে তাকাইও নি।

কারণ তাকে ভালোবাসার পরে অন্য কারোর প্রতি ভালোলাগা জন্মাবার অনুভূতিটাই হারিয়ে গেছে।

আজ সেই মানুষ টা বেটার কাউকে পেয়ে আমাকেই ভুলে গেলো😪।

তার জন্য অনেক শুভকামনা। অনেক ভালো থাকো তুমি। ততটা ভালো থাকো, যতটা ভালো থাকলে আমার কথা কোন দিন মনে না পরে।

ধন্যবাদ তোমাকে, আমাকে মানুষ চিনতে সাহায্য করার জন্য।

ডিসেম্বর ২০২২।গত ডিসেম্বরে যাদের কাছে আমি  প্রিয় ছিলাম, এই ডিসেম্বরে তাদের কাছে অপ্রিয় হয়ে গেছি।😪এই বারো মাসের ব্যাবধানে...
23/12/2022

ডিসেম্বর ২০২২।

গত ডিসেম্বরে যাদের কাছে আমি প্রিয় ছিলাম, এই ডিসেম্বরে তাদের কাছে অপ্রিয় হয়ে গেছি।😪

এই বারো মাসের ব্যাবধানে কতো মানুষ জীবন থেকে নাই হয়ে গেছে তার হিসাব নাই ।

বন্ধুর সংখ্যা কমতে কমতে শুন্যতে এসে দাড়িয়েছে।

গত ডিসেম্বরে যেই মানুষ টা সারাজীবন পাশে থাকবে বলে কথা দিয়েছিল, এই ডিসেম্বর আসার আগেই সে অন্য কারো হয়ে গেছে।
আমরা এখন আর কেউ কাউকে চিনি না।

গত ডিসেম্বরে যারা সবচেয়ে কাছের বন্ধু ছিল, এই ডিসেম্বরে যোগাযোগের অভাবে তাদের ঠিকানা ও মনে নাই।

আসলে আমরা সময়ের কাছে অসহায়। সময় সবকিছু বদলে দেয়।

সাথে প্রিয় মানুষ গুলোও বদলে যায়।

ভালো থাকুক আমার প্রিয় মানুষ গুলো।

একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। নিমিষেই সব কিছু চুরমার করে দিয়ে তোমার করা ভুলটাকেই প্রাধান...
09/12/2022

একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। নিমিষেই সব কিছু চুরমার করে দিয়ে তোমার করা ভুলটাকেই প্রাধান্য দিবে।

এই যে এত স্মৃতি, এত আবদার, এত অভিমান, কি করে মানুষ ভুলে যায়?

গ্যালারি থেকে প্রিয় মানুষের একটা ছবি ডিলেট করতে গেলে আমার হাত কাপে😭।

ফোনবুক থেকে তার নাম্বার ডিলেট করতে গেলে বুকের বাম পাশে চিনচিন করে।

আর এই যুগে নাকি মানুষ মানুষকেই ভুলে যায়।😪

যাই হোক,

সৃষ্টিকর্তা যা কেড়ে নেন তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন।

নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ❤️❤️

03/12/2022

আজব শহরে বসবাস আমার।😭
এখানে গলা ছেড়ে গান অথবা কান্না, কিছুই করা যায় না।

তাই গুনগুন করে গান গাওয়ার ব্যর্থ চেস্টা করলাম।

ভুল ত্রুটি মার্জনীয়। 🙏🙏

Inspired from Bhaisab

Address

Badarganj

Telephone

+8801633205004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monzu Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Badarganj

Show All

You may also like