BdgamingJahid

BdgamingJahid ﷽﷽Kolixa﷽﷽
༺༻༒༺༻
༺༒༻



JAHID
(2)

09/02/2025

- শুনো মায়াবতী আমার প্রেমে পড়ার বয়স ছিলো না,
শুধু তোমার এক জোড়া চোখের দিকে তাকিয়ে অপরাধ করেছিলাম!😅💔

09/01/2025
চা আছে হাতে তুমি নাই পাশে.....🍵😔😎
01/01/2025

চা আছে হাতে তুমি নাই পাশে.....🍵😔😎

31/12/2024

আমরা যারা এই বছরেও বিয়ে করি নাই, বিবাহিত দের উচিত আমাদের ৫০০ টাকা দেওয়া!🙂

প্রত্যেকের জীবনে এমন একজন ব্যক্তিগত ফটোগ্রাফার হোক 😊💜
14/05/2024

প্রত্যেকের জীবনে এমন একজন ব্যক্তিগত ফটোগ্রাফার হোক 😊💜

কেপশন দরকার নাই 😄 দ্যাটস এনাফ 😂
14/05/2024

কেপশন দরকার নাই 😄 দ্যাটস এনাফ 😂

14/05/2024

"‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎চা দিয়ে ভাত খাচ্ছি 🥲

কারণ 🙂😌

My life my rules তো'র কি.!😾ো"

গরমে কাশফুলের ভালোবাসা..!! 🤣💋😋
14/05/2024

গরমে কাশফুলের ভালোবাসা..!! 🤣💋😋

10/03/2024

ঝগড়া করে পনেরো দিন কথা বন্ধ রেখে বিদেশ থেকে বিশাল লাগেজ নিয়ে বউকে সারপ্রাইজ দিতে শ্বশুরবাড়ির সামনে এসে শুনলাম, "দুলাভাই আপনার বউয়ের তো বিয়ে হয়ে গেছে। পাঁচ মাস আগেই বিয়ে হয়েছে আপনার বউয়ের!"

পনেরো দিন হলো বউয়ের সাথে কথা বলছি না কিন্তু পাঁচ মাস আগে বিয়ে হলো কিভাবে? আমার তো জ্ঞান হারানোর মতো অবস্থা হচ্ছে। কি শুনছি এসব আমি?? কোথাও হয়তো ভুল হচ্ছে ওর।

নিজেকে কিছুটা সামলে নিয়ে বললাম,
- "মশকরা করছো আমার সাথে?"

- "আমি কেন মশকরা করবো?? বাড়িতে আসুন, ভিতরে গিয়ে দেখুন।"

এ বাড়িতে আজই প্রথম এসেছি আমি। আমার শ্বশুরমশাই আমাদের জেলায় দীর্ঘদিন সরকারি চাকরি করেছিলেন। সেখান থেকেই আমার সাথে স্ত্রী দিনার পরিচয় হয়। দিনা ছিলো আমার চাচাতো বোন সাথীর বান্ধবী। এক বছরের প্রেম হয়েছিলো দিনার সাথে আমার, মেয়েটা একটু বেশিই ভালোবাসতো আমায়। এক বছরের প্রেমেই বাধ্য হয়েছিলাম বিয়ে করতে। আড়াই বছর হয়েছে আমাদের বিয়ের বয়স। বিয়ের ছয় মাস পরে ইটালি চলে গিয়েছিলাম আমি। অনেকটা শ্বশুর মশাইয়ের চাপে বাধ্য হয়ে ইটালি গিয়েছিলাম আমি। আমার বাবা-মা তাদের এই একমাত্র ছেলেকে কোনোভাবেই বিদেশ পাঠাতে চান নি। কিন্তু আমার স্ত্রী আর শ্বশুরের মন রাখতে অনেকটা বাধ্য হয়েই প্রবাসী হয়েছিলাম।

ওহ্, আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমি সাকিব আলম, দু'বছর ধরে ইটালি প্রবাসী। দেশে থাকতে রাজনীতি করতাম। জেলা শহরের সরকারি কলেজের ছাত্র সংসদের জি. এস. ছিলাম আমি। পারিবারিক একটা রহস্যের কারণে আমি কখনো মেয়ে মানুষের সাথে সম্পর্কে জড়াই নি। আমরা দুই ভাই-বোন। একমাত্র বোন আমার চেয়ে বড় এবং বিবাহিতা।

আমার বাবা ছিলেন হাইস্কুলের শিক্ষক। আমার একজনই চাচা আছেন। উনার তিন মেয়ে, কোনো ছেলে নেই চাচার। সেই হিসেবে আমিই বংশের একমাত্র ছেলে। অনেক দায়িত্ব ছিলো আমার পরিবারের প্রতি। কিন্তু নিজের এবং ফ্যামিলির অনিচ্ছা সত্ত্বেও শ্বশুরের চাপে প্রবাসী হতে বাধ্য হয়েছিলাম। বাবা আমায় প্রচন্ড ভালোবাসতেন। কিন্তু ইটালি যাওয়ার পরদিন এই একমাত্র ছেলের দূর পরবাসী হওয়ার শোকে বাবা আমার হার্ট অ্যাটাক করে মারা যান।

আমি যখন অনার্স চতুর্থ বর্ষের ছাত্র তখন আমার একমাত্র চাচার মেজো মেয়ে সাথী আমার কলেজেই অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়। আমি তখন কলেজের সদ্য জি.এস. নির্বাচিত হয়েছি। অনেক মেয়েই আমাকে পছন্দ করতো কিন্তু পারিবারিক একটি ধোঁয়াশার কারণে আমি নিজেকে মেয়েদের কাছ থেকে দূরে রেখেছিলাম। আমার বাবা নুরুল আলম আমাদের জেলা শহরে একটি হাইস্কুলের শিক্ষক ছিলেন এবং জেলা শহরেই বাড়ি করেছিলেন বাবা। আর আমার চাচা আমাদের গ্রামের দাদাবাড়িতে থাকতেন।

চাচাতো বোন সাথী গ্রামের বাড়ি থেকেই জেলা শহরের কলেজে এসে ক্লাস করতো। মাঝে মাঝেই সাথী কলেজ থেকে আমাদের বাসায় চলে আসতো। আব্বা সাথীকে খুব ভালোবাসতেন। আম্মাও সাথীকে প্রচন্ড ভালোবাসতো। শুধু দেবরের মেয়ে বলেই নয়, আরো এক বিশেষ কারণে আম্মাও ভালোবাসতো সাথীকে। এই সাথীর সাথেই ওর বান্ধবী দিনা আসতো আমাদের বাসায়। দিনা বলতো আমার জন্যই নাকি সাথীর সাথে ও আমাদের বাসায় আসতো। যদিও সাথীকে এটা বুঝতে দিতো না দিনা। পাগলের মতো ভালোবেসে আমায় বিয়ে করেছিলো এই দিনা মেয়েটা। আর আজ আমি এ কি শুনছি!

ওহ্ হ্যাঁ, আমার শ্বশুর আমাদের জেলায় চাকরি করতেন বলে সেখানে বসেই বিয়ে হয় আমাদের। বিয়ের সময় আমার আব্বা-আম্মা অবশ্য আমার শ্বশুরের এই বাড়ি থেকে বউ নিতে চেয়েছিলেন। কিন্তু দিনার বড় বোন সানা আপার তখনো বিয়ে হয় নি। আমার জন্য করা দিনার পাগলামির কারণেই বড় মেয়ে সানা আপাকে অবিবাহিতা রেখে ছোট মেয়ের বিয়ে দেন শ্বশুরমশাই। তাই আমাদের জেলা শহরে থাকা শ্বশুরের ভাড়া বাসা থেকেই আমাদের বিয়ে দেয়া হয়। কারণ শ্বশুর চান নি বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছেন এটা তার নিজ এলাকার সবাই জানতে পারুক। শ্বশুরের ঘনিষ্ঠ কিছু আত্মীয়-স্বজনই ছিলো আমাদের বিয়েতে।

বিয়ের পরে যে ছয় মাস দেশে ছিলাম তখন অবশ্য আমি এবং আমার ফ্যামিলির সবাই এখানে আসতে চেয়েছিলাম শ্বশুরের গ্রামের বাড়িতে। কিন্তু সানা আপার বিয়ের পরে আমাদেরকে আনবে আনবে বলে শ্বশুরের আর আমাদেরকে এখানে আনা হয় নি। তাছাড়া অনার্স ফাইনাল দেয়া সানা আপার এখনো বিয়ে হয় নি। সেখানে ছোট মেয়ে দিনাকে আবার বিয়ে দিলো কিভাবে?? কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না।

আমি বিদেশে চলে যাবার এক বছর পরে শ্বশুর রিটায়ার্ড করেন আমাদের জেলা শহর থেকেই। তারপরে আমাদের জেলা শহর থেকে তার নিজ জেলা শহরের গ্রামের বাড়িতে সপরিবারে চলে আসেন শ্বশুর। গ্রামে এসে বাড়ি-ঘর করেছেন। আমার স্ত্রীকেও ট্রান্সফার করিয়ে এই জেলার একটি কলেজে ভর্তি করিয়েছেন। আমি অবশ্য এ বাড়িতে আগে না আসলেও শ্বশুর আর বউয়ের মুখে শ্বশুরবাড়ি গোলদার বাড়ির কথা শুনতে শুনতে ঠিকানা মুখস্ত করে ফেলেছিলাম। আজ সেই গোলদার বাড়ির সামনে এসে শ্বশুরের ঘর চেনার জন্য আমার পরিচয় দিতেই শুনলাম চরম নির্মম এই কথা।


আমি চলে এসেছি আমার শ্বশুরের সামনে।

- "আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা, কেমন আছেন?"

কোনো উত্তরই দিচ্ছেন না কেন আমার শ্বশুরমশাই?? আমার কেন জানি না প্রচন্ড ঘাম হচ্ছে। দুরু দুরু করে বুক কাঁপছে আমার। আচ্ছা, শ্বশুর আমাকে বসতেও বলছে না কেন?? আমার দু'চোখ যেন অন্ধকার হয়ে আসছে। আমার মাথাটা যেন চরকার মতো ঘুরছে।

- "আব্বা... আব্বা....আপনি কি আমাকে শুনছেন?"

পাথরের মতো যেন দাঁড়িয়ে আছেন উনি।

(চলবে)...

#গল্পঃ_আবার_বসন্ত

08/03/2024

রাতের বেলা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিলাম তখন খালাতো বোনটা হঠাৎ আমাকে বললো,,,,,,

--- ভাইয়া আমাকে প্রপোজ করো,,।

আমি তাকে জিজ্ঞেস করলাম কিসের প্রপোজ,,? জবাবে সে বললো,,,,

--- আজকে আমার বান্ধবী বলেছে যাকে ভালোবাসতে হয় তাকে নাকি প্রপোজ করতে হয়,,।আমার বান্ধবীকেও তার ভালোবাসার মানুষ প্রপোজ করেছে আজ,,।এখন তুমি আমাকে প্রপোজ করো কারন তুমি সেদিন বলেছিলে আমাকে ভালোবাসো,,।এই নাও গোলাপ এটা দিয়ে এখন আমাকে প্রপোজ করবা,,,।

আমি একবার আব্বু আর একবার আম্মুর চেহারার দিকে তাকাচ্ছি,,।শরমের কারনে কিছু বলতেও পারছি না,,,।আব্বু বললো প্রপোজ করতে তাই কোনো উপায় না পেয়ে প্রপোজ করলাম,,।তারপর কোনো মতে কেটে পরলাম তাদের সামনে থেকে,,,।

আসলে খালাতো বোনটা ছোট বেলা থেকেই আমাদের সাথে থাকে,,।ওর বয়স বেড়েছে ঠিকই কিন্তু বয়সের তুলনায় মেধা বিকাশ ঘটেনি,,। একদম বাচ্চাদের মতো,,,।সেদিন ওকে বোন হিসেবে বলেছিলাম ভালোবাসি কিন্তু আজকে ও আমাকে এভাবে সবার সামনে বাশ দিবে চিন্তা করিনি,,,।

তার পরের দিন বাসায় আব্বু আম্মুর সাথে বসে টিভি দেখছিলাম তখন জান্নাত এসে বললো,,,,,,,,,

--- ভাইয়া আমার বান্ধবীর ভালোবাসার মানুষ আজকে তাকে বউ বলে ডেকেছে,,।এখন থেকে তুমিও আমাকে বউ বলেই ডাকবা,,,।

ওর কথা শুনে কাশি উঠে গেলো,,।আব্বু আম্মু দুইজনই জোরে হেসে দিলো,,।তখন জান্নাত আমাকে বললো,,,,,,

--- ভাইয়া একবার বউ বলে ডাকো তো,,,।

আমি অসহায়ের মতো আব্বু আম্মুর দিকে তাকালাম,,।এভাবে তাদের সামনে বাশটা না দিলেও পারতো,,।বাশ যখন খেয়েই গেছি তাই জান্নাতকে শান্তনা দেয়ার জন্য বললাম,,,,,

--- ও গো বউ আমার তুমি কেমন আছো গো,,,?

আব্বু আম্মু মনে হচ্ছে এখন হাসতে হাসতে নিচে গড়াগড়ি খাবে,,।তাদের হাসি দেখে মেজাজটাই খারাপ হয়ে গেলো তাই রাগ করে বাসা থেকেই বের হয়ে গেলাম,,,।

দুই দিন ধরে আব্বু আম্মুর সাথে আর খাবার খেতে বসি না কারন কখন আবার জান্নাত এসে উল্টা পাল্টা বাশ দেয়া শুরু করে দেয় তার ঠিক নেই,,।আজকে ভার্সিটি শেষ করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম তখন আমার আদরের ডাইনি খালাতো বোনটা আসলো,,।আমি যেই ভার্সিটিতে পড়ি ও সেই ভার্সিটির কলেজেই পড়ে,,।সবার সামনে এসে আমাকে সবচেয়ে সুন্দর বাশটাই দিয়ে বললো,,,,,

--- ভাইয়া আমার বান্ধবীর ভালোবাসার মানুষ আজকে ওকে ঘুরতে নিয়ে গেছে,,ফুসকা আইসক্রিম খাইয়েছে,,,।তুমি তো আমার ভালোবাসার মানুষ,,।এখন তুমি
আমাকে নিয়ে ঘুরতে যাবা,,ফুসকা আইসক্রিম খাওয়াবা,,,।

শেষ পর্যন্ত বন্ধুদের সামনেও বাশ ভরে দিলো এই ছেমরি,,।চুপচাপ ওর হাতটা ধরে ঘুরতে নিয়ে গেলাম,,যা যা খেতে চাইলো সব খাওয়ালাম,,,।

এখন আর আর বাসাতেই থাকি না তেমন একটা কারন কখন জান্নাত এসে আমাকে বাশ লাগিয়ে দেয় তার কোনো গ্যারান্টি নেই,,।আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম জান্নাত এখনো ঘুম থেকে উঠেনি,,।ডাইনিং টেবিলে আব্বু আম্মুকে দেখে আমিও বসলাম,,।জান্নাত ঘুম থেকে উঠার আগে নাস্তা করে কেটে পরতে হবে,,।নাস্তা খাচ্ছি তখন পিছন থেকে আমার বউটা থুক্কু বোনটা এসে আমাকে জড়িয়ে ধরে বললো,,,,,,,

--- ভাইয়া একটা সারপ্রাইজ আছে তোমার জন্য,,,।

আবার কি করবে কে জানে,,?সারপ্রাইজ দিবে নাকি বাশ দিবে বুঝতে পারছি না,,।ভয়ে ভয়ে বললাম কিসের সারপ্রাইজ,,?আর সাথে সাথেই জান্নাত আমার ঘাড়ের পিছে হাত দিয়ে টান মেরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলো,,,। আব্বু আম্মু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে,,,।কিছুক্ষন পর জান্নাত আমাকে ছেড়ে দিলো,,।দুইজনই হাপাচ্ছি,,,।হাপাতে হাপাতে বললো,,,,,,

--- আজকে আমার বান্ধবী তার ভালোবাসার মানুষকে এভাবে সারপ্রাইজ দিয়েছে,,।তুমি তো আমার ভালোবাসার মানুষ তাই আমিও তোমাকে এভাবে সারপ্রাইজ দিলাম,,,।

ওই দিনের পর থেকে সাত দিন ধরে আব্বু আম্মুর সামনেই যাই না,,।জীবনে সবচেয়ে মারাত্মক সারপ্রাইজ পেয়েছিলাম সেদিন,,।এমন সারপ্রাইজ যেনো কেউ বাপের জনমেও না পায়,,,।

নিজের রুমে বসে একটু মোবাইল চালাচ্ছিলাম তখন আম্মু আমার রুমে আসলো,,।আম্মু একা না তার সাথে ডাইনি খালাতো বোনটাও এসেছে,,,।তাদের দেখে আমি ভাগার চিন্তা ভাবনা করছি,,।কিভাবে এখান থেকে পালানো যায়,,? তখনই জান্নাত আমাকে বললো,,,,,,,,,

--- ভাইয়া আজকে আমার বান্ধবী ওর ভালোবাসার মানুষকে বলেছে ওরা নাকি বেবি নিবে,,।এখন তুমিও আমাকে একটা বেবি এনে দাও,,কিউট একটা বেবি,,,।

ওর কথা শুনে আম্মুর সামনে আর এক মিনিটও থাকিনি,,দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেছি,,,। আর জীবনেও আমি আব্বু আম্মুর সামনে জান্নাতের সাথে কথা বলবো না,,,।

"
সমাপ্ত ---

রম্যগল্প : ালাতো_বোন

14/01/2024

আমি সবসময় এই ক্ষণস্থায়ী বছর মনে থাকবে
এই বছর কারো জন্য অনেক কাঁদুক

11/01/2024

হে আমাদের রব! আমাদের পাপক্ষমা করো, মন্দকার্যগুলি দূরীভূতকর,এবং আমাদের সৎকর্মশীলদের মতমৃত্যুদাও।(সূরা আল ইমরান, আয়াত ১৯৩)

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Alamihmirdha Alamihmirdha, Hatim Ali, MD ...
06/01/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Alamihmirdha Alamihmirdha, Hatim Ali, MD Forhat MD Forhat, Hafeza Sumaiya Islam

27/12/2023

Feelings 😒⚘😒

06/11/2023

This is how love for a mother should be,🥰🥰🥰
Please follow me

04/11/2023

Broken hard 💔

Address

Badarganj

Alerts

Be the first to know and let us send you an email when BdgamingJahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BdgamingJahid:

Videos

Share