Bangla Barta

Bangla Barta " প্রবাসে বাংলার সুদৃঢ় কন্ঠ "

Official Facebook fanpage of Bangla Barta Newspaper, Sydney, Australia.. http://banglabarta.com.au/

The only most circulated Bangla fortnightly newspaper in Australia

20/07/2024
18/07/2024
10/03/2024
24/12/2023
See you there
13/12/2023

See you there

07/11/2023

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত বিজয় দিবস ২৩ ডিসেম্বর

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা সিডনির লাকেম্বায় একটি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার সঞ্চালনায় আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) বিজয় দিবস উদযাপনের প্রস্তুতির বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

এই প্রস্তুতি সভায় স্পন্সর, বাজেট, বিশেষ স্মরণীকা প্রকাশ, অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ সহ বিজয় দিবস উদযাপনকে সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়।

এছাড়াও নুতন সদস্যদের আবেদন পত্র গ্রহন সহ আগামী ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারন সভার তারিখ সর্বসম্মতি ক্রমে নিধারিত হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বরের এক সভায় লেখক ও সাংবাদিকদের বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লাকে আহ্বায়ক করে সিডনির হার্সভিলের সিভিক থিয়েটার হলে বৃহৎ আকারে বাংলাদেশের ‘মহান বিজয় দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সিডনিতে সম্মাননা পেল সিডনি প্রতিদিন আজ ১ অক্টোবর (রবিবার) সকালে সিডনির খাদেম ডাইন ইন রেস্টুরেন্টে এক আড়ম্বর অনুষ্ঠানে সা...
01/10/2023

সিডনিতে সম্মাননা পেল সিডনি প্রতিদিন

আজ ১ অক্টোবর (রবিবার) সকালে সিডনির খাদেম ডাইন ইন রেস্টুরেন্টে এক আড়ম্বর অনুষ্ঠানে সারোনি রায় ফাউন্ডেশনের সিইও ও প্রতিষ্ঠাতা সারোনি রায় ‘সিডনি প্রতিদিন’ পত্রিকার সম্পাদক নাইম আবদুল্লাহ’র কাছে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। এই সময় সারোনি রায় বলেন, গান্ধীবাদী শান্তির মূল্যবোধকে চিরস্থায়ী করতে ও 'গান্ধী জয়ন্তী' উদযাপনের খবর সারা বিশ্বের বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে মিডিয়া পার্টনার হিসেবে অনলাইন পোর্টাল ‘সিডনি প্রতিদিন’ যে সহযোগিতা করেছে তা শুধু ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি ভবিষ্যতেও তাদের পাশে থাকার জন্য অনুরোধ জানান।

গত ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিডনিতে মহাত্মা শান্তি সিম্পোজিয়াম ২০২৩ এ সারোনি রায় ফাউন্ডেশনের অস্ট্রেলিয়া-ভারত সাংস্কৃতিক সমন্বয় উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্মবার্ষিকী 'গান্ধী জয়ন্তী' উদযাপন করা হয়। তাদের এই উদ্যোগ সারা বিশ্বে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে তুলে ধরতে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করে অনলাইন পোর্টাল ‘সিডনি প্রতিদিন’।

28/09/2023

প্রিয় তামিম ইকবাল খান.....
আপনার চরিত্রে জুয়ার মত কালো ইতিহাস নেই।
নাই দর্শক পিটানোর মতো নেক্কার জনক কাজ।
নাই ব্যবসায় অধিক লাভ কিংবা কর ফাঁকি দেওয়ার জন্য নিজের বাপের নাম পাল্টানোর মত লজ্জাজনক ঘটনা।
তাছাড়াও আপনার চরিত্রে নেই খেলা চলার সময় ক্যামরায় নিজের গোপনা** দেখিয়ে ইংগিত করার মত লজ্জাজনক ঘটনা!

আপনাকে আমরা ভালোবাসি আপনার খেলার জন্য। ভালোবাসি আপনার ব্যাক্তিত্বের জন্য।

ধন্যবাদ খান সাহেব।
লর্ডসের অনার্স বোর্ডের মতো বাংলার লক্ষ-কোটি ক্রিকেট প্রেমীদের মনে আপনার নামটি থাকবে অনেক অনেক দিন।
হাজারো সালাম জানাই আপনাকে!💖💝💖

Attending a program of Bangladesh High Comision Australia 
22/09/2023

Attending a program of Bangladesh High Comision Australia 

সিডনিতে বর্ষসেরা স্বেচ্ছাসেবী সম্মাননা পেয়েছেন নাইম আবদুল্লাহঅস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দ্য সেন্টার ফর ভলান্...
12/09/2023

সিডনিতে বর্ষসেরা স্বেচ্ছাসেবী সম্মাননা পেয়েছেন নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থার বর্ষসেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেয়েছেন সিডনি প্রবাসী বাংলাদেশি নাইম আবদুল্লাহ। আজ ১১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে ক্যাম্বেলটাউন ক্যাথলিক ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্ট এমপি গ্রেগ ওয়ারেন। এই সম্মাননা অনুষ্ঠানে দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থার সিইও জিমা রীগেট সহ এমপি, মেয়র ও কাউন্সিলগণ উপস্থিত ছিলেন।

ভলেন্টিয়ার অব দা ইয়ার অস্ট্রেলিয়ার কমিউনিটিতে ইতিবাচক কাজে এক সম্মানজনক পুরস্কার। বছরজুড়ে সমাজের কল্যাণে বিভিন্ন খাতে অবদান রাখার জন্য প্রতিবছরই বিভিন্ন সম্মাননা দিয়ে থাকে দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থাটি। সম্মাননাগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা তরুণ স্বেচ্ছাসেবক, বর্ষসেরা স্বেচ্ছাসেবক দল, বর্ষসেরা স্বেচ্ছাসেবক ইত্যাদি। এবারের কমিউনিটি নিউজ মিডিয়ায় বর্ষসেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন বাংলাদেশি নাইম আবদুল্লাহ।

নাইম আবদুল্লাহ একজন প্রবীণ প্রবাসী সাংবাদিক। গত ১২ বছরেরও অধিক সময় ধরে সিডনিতে তিনি স্বেচ্ছায় এই পদে কাজ করছেন। সিডনি সহ অস্ট্রেলিয়ায় বাংলা ভাষাভাষী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের খবর ও প্রতিবেদন তার রিপোর্টের মাধ্যমে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ছে। একজন নিবেদিত প্রান সাংবাদিক হিসাবে তিনি প্রবাসে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ও তার মূলধারাকে বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠিত করতে সহায়তা করছেন।

Address

4 Gardeners Road Kingsford
Sydney, NSW
NSW2032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

চলে গেলেন সুবীর নন্দী

বাংলা বার্তা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় তিনি মারা যান বলে সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী।

বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেওয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এরপর অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালে পরপর তিনবার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল।

উন্নত চিকিৎসার জন্য সাত দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।

বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। গতকাল সোমবার সকালে সামন্ত লাল সেন বলেন, ‘বারবার হার্ট অ্যাটাক হওয়ায় চিকিৎসকেরা যে আশা করেছিলেন, তা-ও ক্ষীণ হয়ে গেছে। সুবীরের মাল্টিপল অরগান ফেইলিউর হয়েছে। এখনকার অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’

Nearby media companies