Riaz Khan

Riaz Khan Hi Guys, " Welcome " This is the official page of Blogger Riaz khan. This page is operated by Me!
(15)

Welcome To The Official Fan Page Of "Riaz khan", Hit Like And Share With Your Friends..

22/08/2024

হাল্কা বৃষ্টির জন্য বন্যা আক্রান্ত এলাকায় ঝাপসা দেখা যাচ্ছে : বন্যায় - বিপদ জনক বাসার সাদে ৫০ ফুট ওপরে লাল পতাকা/গামছা/ রেস্কিউ টিম এর দৃষ্টিগোচর হয় এমন জিনিস তুলে দিন - রেস্কিউ টিম এর দৃষ্টি আকর্ষন এর জন্য।

22/08/2024

⚠️ রেড এলার্ট কাপ্তাই ⚠️

কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট। আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দেখা গেলে বাঁধ কর্তৃপক্ষ বাঁধ ছাড়তে বাধ্য হবে। সেক্ষেত্রে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালি, পটিয়া, বাঁশখালী বন্যা প্লাবিত হবার সম্ভাবনা আছে। বিপর্যস্ত হবে চট্টগ্রাম বন্দর.
লিচুবাগান এবং এর আশেপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে, বিকাল ৩টা নাগাদ কাপ্তাই বাঁধ খোলা হবে।

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আজ থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আজ থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আজ থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আজ থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আজ থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ ✊

যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তাহলে কিসের পরিবর্তন

সংগৃহীত

05/08/2024

রেমিটেন্স যোদ্ধারা তৈরি হোন,
১ টাকাও হুডিতে যাবে না আর।
দেশের অর্থনৈতি সচল করতে হবে।
এখন দ্বায়িত্ব আমাদের।

05/08/2024

রেমিটেন্স যোদ্ধারা তৈরি হোন, ১ টাকাও হুডিতে যাবে না আর।
দেশের অর্থনৈতি সচল করতে হবে।
এখন দ্বায়িত্ব আমাদের।

05/08/2024

বিজয়ের এক ঘন্টা পার না হতেই দেশের যে পরিমাণ ক্ষ/তি করলেন, কিভাবে দেশ রক্ষা করবেন?

প্লিজ এসব বন্ধ করুন,
ছাত্ররা অনেক কষ্ট করেছে,

শেষ বেলায় এসে এমন করছেন কেন?

হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, মুসলিম ভাইয়েরা হিন্দু বাড়িঘর রক্ষা করেন। মনে রাখবেন আমরা সবাই ভাই ভাই।

পুরো ক্রেডিট ছাত্রদের।
কোন রাজনৈতিক দলের না। দয়া করে দেশের সম্পদ নষ্ট করবেন না আর।

05/08/2024

নো বিএনপি নো শিবির.......
বাংলাদেশের নতুন দলের সূচনা হোক।
জনতার দল

05/08/2024

জরুরি....

বিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং ইসলামী দলগুলোর নেতাকর্মীরা দয়া করে যার যার এলাকার মানুষকে শান্ত করতে চেষ্টা করুন। আওয়ামী লীগ হোক বা অন্য কেউ যেন এই মুহূর্তে হামলা নিপীড়নের শিকার না হয়। তাদেরকে আশ্রয় দিন। খুনি হলো ধরে থানায় দিন। পুলিশকে বিশ্বাস না হলেও নিজেদের দায়িত্বে আটক রাখুন। কিন্তু বিনা বিচারে কারো রক্ত ঝরানো বন্ধ করতে হবে।

বিশেষ করে আপনার এলাকার হিন্দু ভাইবোনদেরকে রক্ষা করুন। যেসব এলাকায় পরিস্থিতি ভালো না সেখানে মসজিদের মাইক ব্যবহার করে মানুষকে শান্ত হওয়ার আহ্বান জানান। আলেমদের সহায়তা নিন। কোন হিন্দু ধর্মাবলম্বী হয়রানির শিকার হওয়ার শঙ্কা থাকলে তাকে আশ্রয় দিন।

প্রিয় আলেম উলামাগন, ধর্মীয় ইনফ্লুয়েন্সারগণ, আপনারা এই উত্তাল সময়ে মানুষকে শান্ত করতে ভূমিকা রাখুন। অশান্ত ও সহিংস দেশ আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না। বরং সুযোগ সন্ধানী দেশবিরোধীদের আরও সুযোগ করে দেবেন।

03/08/2024

"আসছে ফাল্গুন........."

আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তা গুলিই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে।                                                ...
23/05/2024

আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তা গুলিই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে।

- গৌতম বুদ্ধ

আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) দাড়িয়ে পানি পান করতে কঠোর ভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিম, হাদিস ২০২৪। শরীর সুস...
22/05/2024

আনাস (রাঃ) থেকে বর্ণিত,
রাসুলুল্লাহ (সাঃ) দাড়িয়ে পানি পান করতে কঠোর ভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিম, হাদিস ২০২৪।

শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ পানি পানের বিকল্প কিছু নেই। কিন্তু পানি পানের ক্ষেত্রে কোনো রকম ভুল করছেন না তো? চিকিৎসকদের মতে, দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয় এবং এতে রক্তচাপ বেড়ে যায় যা হৃদযন্ত্রের ওপরে অতিরিক্ত চাপ ফেলে। অধিকাংশ সময়ই যদি দাঁড়িয়ে পানি পান করা হয় তাহলে কিডনির কার্যক্ষমতা কমে যায়।

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
22/05/2024

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

22/05/2024

ছেলেদের 'আজ থেকে সিগারেট ছেড়ে দেবো' আর 'মেয়েদের আজ থেকেই ডায়েট শুরু করবো', একই কথা।

Ssc point অনুযায়ী যেসব কলেজে ভর্তি হওয়া যাবে...
13/05/2024

Ssc point অনুযায়ী যেসব কলেজে ভর্তি হওয়া যাবে...

♻️♻️ Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania...
04/05/2024

♻️♻️ Online Visa চেক করার 40+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাডো এবং তার স্ত্রী, স্থপতি লেলিয়া ডেলুইজ ওয়ানিক, বিশ্বকে দেখিয়েছেন যে দৃঢ...
30/04/2024

পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার সেবাস্তিয়াও সালগাডো এবং তার স্ত্রী, স্থপতি লেলিয়া ডেলুইজ ওয়ানিক, বিশ্বকে দেখিয়েছেন যে দৃঢ়সংকল্পবদ্ধ লোকেরা চাইলে কী ব্যাপক পার্থক্যই না সৃষ্টি করতে পারে।

তারা ১৫০০ একর বিধ্বস্ত এলাকা পুনরুদ্ধার করেছে যেটি আইমোরেস, মিনাস গেরাইসে ৫০০ টিরও বেশি প্রজাতির বিপন্ন উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল, যা সঠিক পরিস্থিতিতে পৃথিবীর পুনর্জন্মের ক্ষমতাকে স্পষ্ট করে তোলে।

ধ্বংস হওয়া বন পুনরুদ্ধারের জন্য তাঁরা ২০ বছরে ২ মিলিয়ন (২০ লক্ষ) গাছ রোপণ করেছেন। মূলত এই বন ধ্বংসের জন্য উনাদের বংশের লোকেরাই দায়ী ছিল তাই প্রায়শ্চিত্ত করতেই হয়তো উনাদের এমন প্রয়াস।

এই ২০ বছরে প্রচুর গাছ বড় হয়ে বেড়ে ওঠার কারণে বন্যপ্রাণীও ফিরে এসেছে।
১৭২ প্রজাতির পাখি ফিরে এসেছে সাথে ৩৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীও আছে। বলতে গেলে সমগ্র বাস্তুতন্ত্রই নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে।

এই উদাহরণ আমাদের সকলকে অনুপ্রাণিত করুক
আজ এবং সর্বদা।

এই আকর্ষণীয় নিবন্ধটি আপনাদের ভাল লাগলে শেয়ার করতে পারেন।

এক জঙ্গলের পাশে দুই কাঠুরে বাস করতো- পিটার এবং জন। তাদের মধ্যে প্রায়ই তর্ক হতো - কে বেশি কাঠ কাটতে পারে?তো একদিন তারা এক...
30/04/2024

এক জঙ্গলের পাশে দুই কাঠুরে বাস করতো- পিটার এবং জন। তাদের মধ্যে প্রায়ই তর্ক হতো - কে বেশি কাঠ কাটতে পারে?

তো একদিন তারা একটা প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিল যাতে পরিষ্কার হয়ে যায় কে সবথেকে বেশি কাঠ কাটতে পারে। প্রতিযোগিতার নিয়ম - সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত যে বেশি কাটবে, সেই জয়ী।

পরের দিন সকালে, তারা জঙ্গলের মধ্যে তাদের অবস্থান নিল এবং কাট কাঠতে শুরু করলো যতটা দ্রুত সম্ভব। এক ঘন্টা পর, পিটার হঠাৎ কাঠ কাঁটা বন্ধ করলো। জন পিটারের কাঠ কাটার শব্দ না পেয়ে মনে মনে খুশি হলো এবং ভাবলো সে মনে হয় ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে।

প্রায় ১৫ মিনিট পর, আবার পিটারের কাঠ কাটার শব্দ আসতে লাগলো এবং সারাদিন এক ঘন্টা পর পর এরকম প্রায় ১৫ মিনিটের জন্য পিটারের কোনো সাড়াশব্দ পাওয়া যেত না। আর এইদিকে জন, প্রচন্ড খুশি মনে একটানা কাঠ কেটে যেতে লাগলো এবং সে নিশ্চিন্ত ছিল, অব্যশই আমি অনেকটা বেশি কাট কেটেছি।

সারাদিন শেষে যখন তারা এক জায়গায় তাদের কাঠগুলো এনে জড়ো করলো, জন অবাক হয়ে দেখলো, পিটার তার থেকে অনেকগুলো বেশি কাঠ কেটেছে।

সে চিৎকার করে উঠলো, "এটা কিভাবে সম্ভব? আমার থেকে কিভাবে তুমি বেশি কাঠ কাটতে পারো? তুমি সারাদিন প্রতি ঘন্টায় ১৫ মিনিট করে বিশ্রাম নিয়েছো আর আমি সারাদিন কাঠ কেটেছি।"

পিটার হাসলো এবং উত্তর দিলোঃ "আমি ১৫ মিনিট বিশ্রাম নেয়ার পাশাপাশি আমার কুঠারে ধার দিয়েছি। আর যার কারণেই আমি বেশি কাঠ কাটতে পেরেছি।"

আমাদের মধ্যেও সবাই অনেক অনেক ব্যস্ত। আমরা এতটাই ব্যস্ত যে আমাদের নিজেদের জন্য সময় নেই। এতে আমাদের কুঠার মানে মস্তিষ্ক কিন্তু দিন দিন ধার কমে যাচ্ছে।
মাঝে মাঝে একটু ব্রেক নিয়ে, নতুন কিছু শেখা, নতুন কিছু জানার মাধ্যমে আমাদের মস্তিষ্ক ধারালো হয়।

আমাদেরকে আরেকটু বেশি কর্মঠ করতে, আরো বেশি সচল থাকতে - আমরা এই কাজগুলো করতে পারি।

শারীরিকঃ স্বাস্থ্যসম্মত খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত এক্সারসাইজ।
সামাজিকঃ ভালো সামাজিক জীবন, সত্যিকারের সম্পর্ক।
মানসিকঃ নতুন কিছু শেখা, বইপড়া এবং লেখালেখি করা।
আধ্যাত্মিকঃ ধর্মীয় অনুশাসন মেনে চলা, পালন করা।
#শিক্ষনীয়_গল্প

Ramadan calendar for Chittagong
11/03/2024

Ramadan calendar for Chittagong



থ্যাঙ্ক ইউ
05/03/2024

থ্যাঙ্ক ইউ

একেই বলে গণতন্ত্র (Democracy)কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জন...
11/02/2024

একেই বলে গণতন্ত্র (Democracy)

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।

অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।

ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।

বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন

ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো..!

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।....................

21/01/2024

রাগের পর যে প্রথম কথা বলতে আসে সে নির্লজ্জ না। তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি।

২৬ হাজারের বেশি কর্মী নেবে জার্মানি, ফি ছাড়াই আবেদন
17/01/2024

২৬ হাজারের বেশি কর্মী নেবে জার্মানি, ফি ছাড়াই আবেদন

Discover your dream career with our comprehensive job. Job, Job News, Job Finder, Job Bangladesh, Job portal, Dream Job, Easy Job , Job information

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটির অফিসার ক্যাডেট পদে ২০২৫-এ ব্যাচে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্...
16/01/2024

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটির অফিসার ক্যাডেট পদে ২০২৫-এ ব্যাচে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Discover your dream career with our comprehensive job.

Company Name: BRAC Enterprises Post Name: Engine, Mechanic (Arong Dairy) Number of Posts: Not Determined
14/01/2024

Company Name: BRAC Enterprises
Post Name: Engine, Mechanic (Arong Dairy)
Number of Posts: Not Determined

Discover your dream career with our comprehensive job.

Address

Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Riaz Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like