Sahisnu Sridhar Dasa

Sahisnu Sridhar Dasa "হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্।কলৌ নাস্তৈব নাস্তৈব নাস্তৈব গতিরন্যথা।"
(1)

দামোদর প্রদীপ প্রজ্জলন –|| Damadara Festival – || Iskcon Ananta Ananda Desh
11/11/2024

দামোদর প্রদীপ প্রজ্জলন –|| Damadara Festival – || Iskcon Ananta Ananda Desh

10/11/2024
10/11/2024

দামোদর প্রদীপ প্রজ্জলন –|| Damadara Festival – || Iskcon Ananta Ananda Desh

10/11/2024

Dubai Harinam Utshav 2024

গোপাষ্টমী /গোষ্ঠাষ্টমী 🥰কৃষ্ণের প্রথম গো-চারণে যাওয়ার দিন ও শ্রীমতি রাধারাণীর চরণ দর্শনের আরেকটি বিশেষ দিন।কার্তিক মাসের...
07/11/2024

গোপাষ্টমী /গোষ্ঠাষ্টমী 🥰

কৃষ্ণের প্রথম গো-চারণে যাওয়ার দিন ও শ্রীমতি রাধারাণীর চরণ দর্শনের আরেকটি বিশেষ দিন।

কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমীকে বলা হয় গোপাষ্টমী। কারণ এদিন ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে (গো-চারণ) যাওয়া শুরু করেছিলেন। এদিন তিনি পোগন্ড বয়স প্রাপ্ত হন এবং গোপবালক রূপে স্বীকৃতি লাভ করেন। প্রথম ৫ বছর পর্যন্ত বয়সকে বলা হতো শৈশব কাল এবং ৬ থেকে ১০ বছর পর্যন্ত বয়সকে বলা হয় পোগন্ড। যখন কৃষ্ণের ৫ বছর পূর্ণ হলো তখন তিনি তার বাবা নন্দ মহারাজ এবং মা যশোদাকে বারবার বলছিলেন - হে পিতা, হে মাতা, আমি গোষ্ঠে যেতে চাই, আমাকে অনুমতি প্রদান করুন। কিন্তু গাভী চারণে পুএের ঝুঁকির কথা চিন্তা করে মা যশোদা অনুমতি দিতে চাচ্ছিলেন না। প্রায় আড়াই মাস পর ( কৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ) কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি সেই অনুমতি প্রাপ্ত হন। সেদিন নন্দ মহারাজ সকল গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছিলেন এবং সকলের সম্মুখে তিনি সে স্বীকৃতি প্রদান করেছিলেন। অর্থাৎ এদিন ভগবান শ্রীকৃষ্ণ গো-চারণে যাওয়ার অনুমতি প্রাপ্ত হয়েছিলেন।

এই বিশেষ দিনের আরেকটি দুর্লভ সুযোগ শ্রীমতি রাধারাণীর চরণ দর্শন যা ব্রহ্মারও দূর্লভ।

যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার ভ্রাতা বলরাম ও তার সকল বন্ধুদের সহিত প্রথম গো-চারণে যাবেন। সে কারণে আনন্দটাই হবে অন্যরকম। আর এদিকে রাধারাণী ভাবছেন, আমি কি দেখতে পারবো না - কৃষ্ণকে না জানি কত সুন্দর লাগবে? কৃষ্ণ কত সুন্দর করে সেজেছেন? কৃষ্ণ প্রথমদিন গো-চারণে যাবেন কত সুন্দর করে তিনি গাভীদের চারণ করবেন? কত সুন্দর করে তিনি বৃন্দাবন পদচারণা করবেন? আমরা কি সেটা দেখতে পারবো না? কারণ সে সময় মেয়েদের গোষ্ঠে যাওয়ার অনুমতি ছিল না। তখন তিনি তার সখীদের নিয়ে ভাবছিলেন যে - কি করা যেতে পারে? তখন গোপীকারা দেখলেন যে - রাধারাণীকে দেখতে কৃষ্ণের বন্ধু সুবলের মতো দেখা যায়। এরপর সকলে প্ল্যান করলেন সুবলের পরিবর্তে শ্রীমতি রাধারাণীকে গোষ্ঠে পাঠাবেন। তখন তারা শ্রীমতি রাধারাণীকে ধুতি প্যান্ট পড়িয়ে দিলেন এবং সুবলের মতো করে সাজিয়ে দিলেন। বাকি গোপীরাও গোপ-বালকের মতো ধুতি প্যান্ট পড়ে সজ্জিত হয়েছিলেন। এরপর তারা গোপবালকদের দলে মিশে গেলেন। এভাবে শ্রীমতি রাধারাণী কৃষ্ণের প্রথম গো-চারণে যাওয়া দর্শন করলেন। যেহেতু এদিন শ্রীমতি রাধারানী ধুতি প্যান্ট পড়ে গোপ-বালক সেজেছিলেন, তাই এই বিশেষ দিনে শ্রীমতি রাধারাণীর চরণ দর্শন লাভ হয়।

সকলকে জানাই গোপাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা।

গোপাষ্টমী তারিখঃ ০৯ নভেম্বর, ২৪ (শনিবার)

❤️🙏 হরে কৃষ্ণ 🙏❤️

ইসকন আমাদের অহংকার 🙏🚩ইসকন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ। ইসকনকে বিশ্বের ...
07/11/2024

ইসকন আমাদের অহংকার 🙏🚩

ইসকন হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ। ইসকনকে বিশ্বের সকল বড় বড় শক্তিধর রাষ্ট্র সাদরে গ্রহণ করছে এবং ইসকন সেসব দেশে নির্বিঘ্নে সনাতন ধর্মের প্রচার কার্য পরিচালনা করছে। ইসকনের সদস্য বা দীক্ষিত হতে হলে একজন ব্যক্তিকে ৪টি নিয়ম অবশ্যই পালন করতে হয়। নিয়মগুলো হলোঃ

১। নিরামিষভোজী (প্রানী হত্যা না করা/আমিষ আহার না করা। কারণ আমিষ আহারে আমাদের হৃদয়ের দয়াভাব নষ্ট হয়।)

২। নেশা বর্জন (সকল প্রকার নেশা থেকে নিজেকে বিরত রাখা। কারণ নেশা আমাদের তপস্যা বা ধৈর্য নষ্ট করে।)

৩। দ্যূতক্রীড়া বা জুয়া বর্জন ( সকল ধরনের জুয়া খেলা থেকে বিরত থাকতে হবে। কারণ দ্যূতক্রীড়া আমাদের মিথ্যাচার বা মিথ্যার আশ্রয় নিতে উদ্বুদ্ধ করে।)

৪। অবৈধ যৌনসঙ্গ ত্যাগ (এটি আমাদের দৈহিক ও মানসিক শুচিতা নষ্ট করে।)

ধর্মের ৪টি স্তম্ভ তথা- সত্য, তপ, দয়া, শুচি। ইসকনে যুক্ত হতে হলে অবশ্যই এ ৪টি নীতি মানতে হবে, পালন করতে হবে। আর এই ইসকনকে যে বা যারা সাম্প্রদায়িক বলে তারা নিজেরাই বড় সাম্প্রদায়িক। তাই ইসকন কে যারা সাম্প্রদায়িক বলে তাদের ইসকন সম্পর্কে নূন্যতম জ্ঞান নেই। এরা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য ইসকন নিয়ে এরকম কথা বলে। ইসকন নিয়ে কথা বলতে হলে আগে ইসকন সম্পর্কে জানতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে।

ইসকন নিয়ে বিরূপ মন্তব্যকারীর প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানাই।

*ইসকনের সাতটি উদ্দেশ্য*

১. সুসংবদ্ধভাবে মানবসমাজে ভগবত্তত্ত্বজ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে এবং জগতে যথার্থ সাম্য এবং শান্তি প্রতিষ্ঠিত হবে।

২. শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের অনুসরণে কৃষ্ণভাবনার অমৃত প্রচার করা।

৩. এই সংস্থার সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা এবং এইভাবে প্রতিটি সদস্যচিত্তে এমনকি প্রতিটি মানুষের চিত্তে সেই ভাবনার উদয় করানো যাতে সে উপলব্ধি করতে পারে যে, প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ।

৪. শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্যনাম কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন, সে সম্বন্ধে সকলকে শিক্ষা দেওয়া এবং অনুপ্রাণিত করা।

৫. সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য পবিত্র স্থান নির্মাণ করা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর নিত্যলীলাবিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা নিবেদিত হবে।

৬. একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবনধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা।

৭. পূর্বোল্লিখিত উদ্দেশ্যসমূহ সাধন করবার জন্য সাময়িক পত্রিকা, গ্রন্থ ও অন্যান্য লেখা প্রকাশ করা ও বিতরণ করা।

01/11/2024

Harinama Utsav 2024 ||

Address

Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when Sahisnu Sridhar Dasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahisnu Sridhar Dasa:

Videos

Share