Bengal 24x7

Bengal 24x7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bengal 24x7, Media/News Company, KOLKATA.
(9)

31/08/2024

পঞ্চমী to নবমী Bar, Pub এ কাটিয়ে দশমী তে স্ট্যাটাস দেয় "আবার এসো মা" 😊

31/08/2024

আপনার দেখা শিরদাঁড়া সোজা একজন ব্যক্তিত্বের নাম বলে যান

বুড়ো ছাত্র বলার আগে নিজেকে আয়নায় দেখ বুকের পাঠায় দম থাকলে ওখানে দাঁড়ানো যায়💪
31/08/2024

বুড়ো ছাত্র বলার আগে নিজেকে আয়নায় দেখ বুকের পাঠায় দম থাকলে ওখানে দাঁড়ানো যায়💪

31/08/2024
বাবুরাম সাপুড়েকোথা যাস বাপুরে?..করে নাকো ফোঁস ফাঁসকরে নাকো..© The Babumoshai ...Note that - Blue Viper Snake is for rep...
31/08/2024

বাবুরাম সাপুড়ে
কোথা যাস বাপুরে?..
করে নাকো ফোঁস ফাঁস
করে নাকো..

© The Babumoshai ...

Note that - Blue Viper Snake is for representation purpose only.

ছড়া গুলো পড়তে ছোটোবেলায় খুব মজা লাগত ♥️  আজ সব অতীতের পাতায় মিশে গিয়েছে, বড়ো হয়ে গেছি বরং বুড়ো হয়ে গেছি তবুও বুড়ো বয়সের ...
31/08/2024

ছড়া গুলো পড়তে ছোটোবেলায় খুব মজা লাগত ♥️ আজ সব অতীতের পাতায় মিশে গিয়েছে, বড়ো হয়ে গেছি বরং বুড়ো হয়ে গেছি তবুও বুড়ো বয়সের ভীমরতি আবার ছোটো হতে ইচ্ছে হয় খুব♥️

31/08/2024

প্রতিবাদ ঠান্ডা

পাঁচ দিন উচ্চ স্বর,
তিন দিন মধ্য স্বর,
দুই দিন নিম্ন স্বর,
তারপর সব প্রতিবাদ ঠান্ডা,
নেমে যাবে সব ঝান্ডা।
গলে যাবে সব মোম
তারপর লম্বা শীত ঘুম।

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
31/08/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! Mrinal Halder, Arup Ghosh, Mitali Bose, Mampi Raksh*t, Bikram Sinha, Sangita Tolange, Tumpa Jana Roy, Sayan Ghosh, Partha Mondal, Sudip Sarkar, Nirmal Routh, Ayan Kumar, Puja Mondal Dey, Sujit Naskar, Durba Dutta Munshi, Tama Majumder, Bikash Saha, Surajit Das, Krishno Mandal, Subhajit Mukherjee, Riya Das, Shilpa Dey, Gorachand Gorai, Adito Das, Raja Dhara, Ashis Biswas, Sanghamitra Das, Tulika Bama Goswami, Saheli Mukherjee, Debabrata Paul, MdNasim Sk, Susmita Chakraborty, Puja Sarkar, Debdas Dey, Rinki Papai Adhikari, Ajay Kumar Satua, Maitrayee Mahata, Moumita Das, Wåhîdā Rîyā Pārvîñ, Tithi Polley, Mofijul Ali, Saswati Ghosh, Bapan Jana, Sananda Banerjee, Purnima Sarkar, Manaranjan Dutta, Riya Dey, পূজা দেব, Priti Biswas, Radha Mondal

30/08/2024

বিশ্বের বৃহত্তম অমেরুদন্ডী প্রাণী কি?

চুড়ি পরে বসে থাকার মানে নারীদের অপমান এটা কে বললো ?? চুড়ি পরে বসে থাকা মানে হল গায়ে গতরে শক্তিশালী পদক্ষেপ নিতে না পে...
29/08/2024

চুড়ি পরে বসে থাকার মানে নারীদের অপমান এটা কে বললো ?? চুড়ি পরে বসে থাকা মানে হল গায়ে গতরে শক্তিশালী পদক্ষেপ নিতে না পেরে , যুদ্ধ ক্ষেত্রে থেকে পালিয়ে লুকিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেস্টা।।
বিশ্বাস না হলে ক্লাস সেভেনের বাংলা ব্যাকরণ বইটা বের করে বাগধারা চ্যাপটারে যাও,
সেখানেও খুঁজে পাবে "হাতে চুড়ি পরে বসে থাকা" বাগধারাটি।
দেখবে ব্র্যাকেটে লেখা আছে অকর্মন্য ব্যক্তি!!ঝাঁসির রানী হতে গেলে শরীর বর্ম আর হাতে অস্ত্রের প্রয়োজন.. তখন পরে কেউই চুরি পড়ে বসে থাকেনা!!
যাইহোক আমাদের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা না করায় ভালো
©

25/08/2024

উনি কোনদিন আবার বলে না বসেন !
এসব ছোট্ট ঘটনা,
আমার সাথে অনেক বার ঘটেছে।।😂

আর কতদিন বাকি? 🙂
25/08/2024

আর কতদিন বাকি? 🙂

সাবধান 😆😆😆 comedian kangladesh 🤡🤡
24/08/2024

সাবধান 😆😆😆 comedian kangladesh 🤡🤡

24/08/2024

তিলোত্তমা সংক্রান্ত পোস্ট Automatically Delete হচ্ছে, Page এর মনিটাইজেশন পলিসি restricted 😅
এভাবে সবাই থামবে?

24/08/2024

নেতার ছেলে বিদেশে লেখাপড়া করে, আর তুমি কিছু টাকার জন্য নেতার হয়ে লড়াই কর
১০ বছর পর নেতার ছেলে নেতা,আর তোমার জীবন ভোঁতা আর চা বিক্রেতা 🙂

ভারত  ভেঙে হয়েছে ১৫ টা দেশ, ইতিহাস পড়ে জানা যায়  - ভারতকে আগে অখন্ড ভারত বলা হত। কারণ গোটা বিশ্বে ভারত ছিল অনেক বড়।  ১...
24/08/2024

ভারত ভেঙে হয়েছে ১৫ টা দেশ, ইতিহাস পড়ে জানা যায় - ভারতকে আগে অখন্ড ভারত বলা হত। কারণ গোটা বিশ্বে ভারত ছিল অনেক বড়। ১৫ টি দেশ ভারত থেকেই জন্মগ্রহণ করেছিল। এটা কিভাবে হল? এই 15 টি দেশ কি? এটা জেনে রাখা দরকার --
ইরান: ভারত থেকে আর্যরা যখন ইরানের বালুচিস্তানের এসেছিল। এই ইরান এর প্রাচীন নাম ছিল আরিয়ান (আর্য সমাজ) । এর পরে আরবের দূস্যরা এখানে আক্রমণ করেছিল। এরপরে এর নামকরণ করা হয় ইরান।

1378 সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে।

কম্বোডিয়া: প্রথম শতাব্দীতে কম্বোডি নামে এক ভারতীয় ব্রাহ্মণ এ দেশে হিন্দু রাজ প্রতিষ্ঠা করেছিলেন। এ কারণেই এর নামকরণ করা হয়েছিল কম্বোডিয়া। পরে এটি একটি স্বাধীন দেশে পরিণত হয়।
এই কম্ভোডিয়া বিশ্বে সব থেকে বড় মন্দির অবস্থিত যা বিষ্ণু(অঙ্কুরভাট) মন্দির নামে পরিচিত।

ভিয়েতনাম: এই দেশটির নাম আগে ছিল চম্পা। এটি ভারতের একটি অংশ ছিল। 1825 সালে হিন্দুজা চম্পায় শেষ হয়েছিল। এটি একটি পৃথক দেশে পরিণত হয়েছিল।

মালয়েশিয়া: ভারতীয়রা এখানে বোধধর্ম প্রতিষ্ঠা করেছিল। এই দেশটি ভারতীয় সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল। 1948 সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে।

ইন্দোনেশিয়া: এটি ছিল ভারতের সমৃদ্ধশালী দেশ। হিন্দুরা এখানে খুব কমই রয়ে গেল। তারপরে এটি পৃথক মুসলিম দেশে পরিণত হয়। তবে আজও রাম মন্দির রয়েছে। যেখানে মুসলমানরা ইবাদত করে।

ফিলিপাইন: মুসলমানরা এখানে আক্রমণ করেছিল এবং তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল। তখন এটি একটি পৃথক দেশে পরিণত হয়েছিল, তবে আজও এখানে হিন্দু রীতিনীতি গৃহীত হয়।

আফগানিস্তান: এটি ভারতের একটি অংশ ছিল। এখানে হিন্দু রাজা আম্বির শাসন ছিল। যিনি আলেকজান্ডারের সাথে চুক্তি করেছিলেন তিনি তাকে এই রাজত্ব দিয়েছিলেন। মহাভারতের শাকুনি এবং গান্ধারী এখানকার কান্ডারির অন্তর্গত। 1761 সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে আকবর।

নেপাল: এটি ভারতের একটি অংশ ছিল। এটি একটি গোর্খা দ্বারা সংহত হয়েছিল। মহাত্মা বুদ্ধ এই রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। 1904 সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে।

ভুটান: এটি পূর্বে ভারতের ভদ্রদেশ থেকে জানা ছিল। আমাদের গ্রন্থে এই দেশটির উল্লেখ রয়েছে। 1906 সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে।

তিব্বত: আমাদের গ্রন্থে এটির নামকরণ করা হয়েছে ত্রিশীবাদীর নামে।। 1914 সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে।

শ্রীলঙ্কা: এর নাম ছিল তাম্রপাণি। প্রথমে পর্তুগিজ, তারপরে ব্রিটিশরা এখানে দখল নিয়েছিল। ১৯৩৫ সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে।

মায়ানমার: এর প্রথম নাম ছিল বার্মা। এই স্থানের প্রথম রাজা ছিলেন বারাণসীর রাজপুত্র। ব্রিটিশরা ১৮৫২ সালে এই অধিকার নিয়েছিল। 1937 সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে।

পাকিস্তান: স্বাধীনতার পরে এখানে অনেক হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছিল। লাখ লাখ হিন্দুদের গনহারে হত্যা করা হয়েছে । 1947 সালে নিজেরাই ধর্মীয় দেশ বানিয়ে নেয়।

বাংলাদেশ: ১৫ ই আগস্টের আগে এই দেশটিও ভারতের একটি অংশ ছিল। এরপরে এটি পূর্ব পাকিস্তানের অংশে পরিণত হয়। একাত্তরে ভারতীয় সেনাবাহিনী এটিকে পাকিস্তান থেকে আলাদা করে দেয়। পাকিস্তানের ও বাংলাদেশের মুসলমান মিলে বাংলাদেশের হিন্দুদের গনহারে হত্যা ও ধর্ষণ করে। 1971 সালে মুসলিম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন হয়।

থাইল্যান্ড: এর প্রাচীন ভারতীয় নাম ছিল শ্যাম দেশ। আগে এখানে হিন্দু রাজস্ব ছিল।

সংগৃহীত

Everything is fair in………
24/08/2024

Everything is fair in………

24/08/2024

সারা পৃথিবীর জন্য বন্যা প্রাকৃতিক হলেও একমাত্র বাংলাদেশের মানুষের কাছে বন্যা ভারতীয়দের সৃষ্টি।

24/08/2024

আমার সন্তান, কে আপনি....
শাসন করার কে ?
যখন থেকে শিক্ষক-শিক্ষিকা দের এই কথা বলার প্রচলন শুরু হয়েছে, ঠিক তখন থেকেই আমাদের সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে...! 😌

কাল রাত ৯টায় up Sealdah local এ উঠে একটা ছেলেকে দেখে অবাক হয়ে গেলাম যার নাম Arjun Das।  বাড়ি নেই। থাকে Sealdah Platform...
24/08/2024

কাল রাত ৯টায় up Sealdah local এ উঠে একটা ছেলেকে দেখে অবাক হয়ে গেলাম যার নাম Arjun Das। বাড়ি নেই। থাকে Sealdah Platform এ আর পড়াশোনা করে চলন্ত train এর কামরায়। ছেলেটি ক্লাস 7 এ পড়ে। ছেলেটির মা আর বোন পাশে শুয়ে আর সে এক মনে পড়ে যাচ্ছে। (Picture Courtesy:Prabir Bhattacharje )

24/08/2024

পাঠ‍্যবইয়ে "S*x education" include করা দরকার "p**n" দেখে s*x করা শিখলে "intimacy" আর "molestation"এর পার্থক্য কিভাবে বুঝবে!?

23/08/2024

এইইইইই
১ সেকেন্ড সন্দীপ ঘোষ আমাদের পিসেমশাই নয়তো?

23/08/2024

খাসির মাংসের দোকানে গিয়ে দেখবেন একটা'কে ছাল ছড়িয়ে কা*টছে, আর পাশের'টা তখন নির্দ্ধিধায় কাঁঠাল পাতা চিবাচ্ছে।
আমার হলাম সেই প্রজাতি!

23/08/2024

লুঙ্গির মতো দেখতে, কিন্তু সেলাই নেই।
তাকে বলে গামছা।
নেতা নেতা ভাব,কিন্তু পদ নেই।
তাকে বলে চামচা।

23/08/2024

আত্মার যেমন মৃত্যু হয় না
শুধু শরীর বদলায়
তেমনি নেতাদের মৃত্যু হয় না শুধু দল বদলায়😐

23/08/2024

কাল খবরে একজনকে দৌড়াতে দেখলাম। উনি ভারতের হয়ে অলিম্পিকে থাকলে আমাদের স্বর্ণপদক নিশ্চিত। It's completely Run-believable..

মানুষ তো সভ্য!! আমরাই বন্য বলুন!? যে মানুষের মতো সভ্যতায় চলে এসেছিলাম। খাবারের খোঁজে।  বলুন-তো পেটের ক্ষুদা কি কোন বাধা ...
23/08/2024

মানুষ তো সভ্য!!
আমরাই বন্য বলুন!?
যে মানুষের মতো সভ্যতায় চলে এসেছিলাম। খাবারের খোঁজে। বলুন-তো পেটের ক্ষুদা কি কোন বাধা মানে!?

📌 ঘটনাস্থল: ঝাড়গ্রাম , ভারত

Address

Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when Bengal 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like