Amjad

Amjad There is no short cut to success

11/05/2024
⏳সময়,🕐"সময় এমন  একটা জিনিস যেটা এবার পার হয়ে গেলে তাকে আর ফিরিয়ে  আনা যায় না,জীবনে সফলতা অর্জন করতে চাইলে সময়ের মূল্য দি...
29/04/2024

⏳সময়,🕐

"সময় এমন একটা জিনিস যেটা এবার পার হয়ে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না,

জীবনে সফলতা অর্জন করতে চাইলে সময়ের মূল্য দিতে হবে।

পৃথিবীর সমস্ত প্রতিষ্ঠিত ব্যাক্তিই ছিলেন নিজের সময়ের প্রতি গ্রুরুত্ববান।✔️

" Time is Money"

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আজ ২৯শে মার্চ, ২০২৪ইং শুক্রবার ঠিক রাত ১০ঃ৩০ মিনিটে ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Instagram...
29/03/2024

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ ২৯শে মার্চ, ২০২৪ইং শুক্রবার ঠিক রাত ১০ঃ৩০ মিনিটে ফিউচার আইটি স্টুডেন্ট সাপোর্ট গ্রুপে Instagram Marketing নিয়ে একটি বিশেষ লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। উক্ত লাইভ ক্লাসটি পরিচালনা করবেন আমাদের সবার প্রিয় আয়শা ইসলাম ম্যাম। এই বিশেষ ক্লাসটিতে অবশ্যই সকলের অংশগ্রহণ একান্তকাম্য।

❤️❤️❤️
27/03/2024

❤️❤️❤️

20/03/2024

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছে। তাকে সেবা দিতে গিয়ে আরো ২৯ শিক্ষার্থী অসুস্থ্য হয়েছে। অথাৎ ওই ছাত্রকে যে-ই স্পর্শ করেছে সে-ই অসুস্থ্য হয়ে পড়েছে।
আজ সকালে পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডে পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বর্তমানে অসুস্থ্য শিক্ষার্থীরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ বলেন, গনিত স্যার আমাদের ক্লাস নিচ্ছেন। হঠাৎ করে দেখলাম আমার মাথা ঘুরিয়ে পরে যায়। এমন ভাবে মাথা ব্যাথা উঠছে মনে হয়েছে চুলগুলো উঠিয়ে পেলি। আমার এমন অবস্থা দেখে স্যাররা আমাকে লাইব্রেরীতে নিয়ে যায়। পরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।
সিয়াম নামের আরেক শিক্ষার্থী বলেন, আমার সাথে একটা ছাত্র হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। তাকে ধরতে গিয়ে একে একে আমরা ৫০/৩০ জনের মত অসুস্থ্য হয়ে পড়েছি।
ক্লাস শিক্ষক আবু ছাঈদ বলেন, আমি ক্লাস নিচ্ছি, এমন সময় জিহাদ অসুস্থ্য হলে তাকে অন্যদের ধরতে বলি। এর কিছুক্ষণ পরেই দেখি যেই ধরে সেই একটা চিৎকার দিয়ে ঘুরে পরে যায়। আমার ও মাথা ঘুরেছে এবং চোঁখ দিয়ে হঠাৎ পানি পরা শুরু করেছে ।
আবু কালাম নামের এক অভিভাবক বলেন, স্কুল থেকে এক স্যারে বাড়ীতে ফোন দিয়ে বলেছে আমার ছেলে অসুস্থ্য হয়ে পড়েছে। আমি খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি কেউ মাথা থাপ্পরাচ্ছে আর কেউ অজ্ঞান অবস্থায় আছে। যে ধরে সেই অসুস্থ্য হয়ে যায়। এখন এটা কি রোগ সেটা তো জানিনা।
দক্ষিন চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গনিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ্য হয়ে পড়েছে। আমরা বিষয়টি স্বাভাবিক মনে করে তার বাবা মাকে খবর দিয়েছে এবং ওই ছাত্রকে প্রাথমিক সেবা দিচ্ছি এর মধ্যেই দেখি যারাই এ ছাত্রকে ধরে সেই একটা চিৎকার দিয়ে মাথা ঘুরিয়ে পরে যায়। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিয়ে এ্যাম্বুলেন্স নিয়ে তাদের হাসপাতালে নিয়ে এসেছি। প্রধান শিক্ষক আরো জানান স্কুল থেকে বাসায় গিয়েও অনেক অসুস্থ্য হয়ে পড়েছ।, তাদের ও নিয়ে আশা হচ্ছে।
ভোলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার তায়েবুর রহমান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ২৪জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আরো আসছে। আমরা সবাই কে চিকিৎসা দিচ্ছি এবং কাউন্সিলর করছি। আশা করি দ্রুতই তারা সুস্থ্য হয়ে উঠবেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আরো শিক্ষার্থীরা অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেছ

06/02/2024

লবনের মতো।❤️❤️

Address

Barishal

Telephone

+8801755490298

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amjad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amjad:

Videos

Share