02/12/2021
অর্থনৈতিক ও সামাজিক সূচক গুলোতে প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ।
বিগত তিন দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচক গুলোতে প্রত্যাশার থেকেও ভালো করেছে বাংলাদেশ।
ছাড়িয়ে গেছে ভারত ও পাকিস্তানকে। গবেষকরা বলছেন উৎপাদনখাত ও নারী কর্মসনস্থান নগরায়ন ভূমিকা রেখেছে এই অগ্রগতিতে। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে দরিদ্র ও বৈষম্য কমানো সুশাসন জোরদার এর মতো বিষয় গুলোতে। বুধবার রাজধানী একটি হোটেল এ গবেষণা প্রতিষ্টান বিএইডএস বার্ষিক আলোচনা সভায় এই সব কথা উঠে আসে।
স্বাধীনতার পর বাংলাদেশকে তলবিহীন ঝুরির তকমা দেয়া হলেও পঞ্চাশ বছর এ এসে পরিসংখ্যান বলছে উন্নয়ন এর বিস্ময়কর গল্প। নব্বয়ের দশকে পাকিস্তান এর চেয়ে বাংলাদেশ মাথা পিছু জাতীয় আয় এ ৪৫ শতাংশ পিছিয়ে থাকলেও গত দশকের শেষ এ দশ শতাংশ এগিয়েছে। বাংলাদেশ এর আয় এর প্রবিদ্ধি দিগুন হলেও কমেছে ভারত ও পাকিস্তান এর।
একই ভাবে গত দুই দশকে জিডিপিতে উৎপাদনখাত এর ভূমিকা বেড়েছে বাংলাদেশ এর। দেশ নারীর কর্মসনস্থান বাড়লেও কমেছে ভারত ও পাকিস্তান এ। গেলো পঞ্চাশ বছরে শস্য উৎপাদনে নির্ভর কৃষক খাত এর বাহিরেও আত্মকর্মসংস্থানে জোর দিয়েছে গ্রামীণ জনগুস্টি।
সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্টানের ঋণে সম্প্রসারিত হয়েছে বেসরকারি খাত। তবে অনিয়ম ও অপশাসন এ অনেক কিছুই ব্ল্যান হয়ে যায় বলে মনে করেন অর্থনিতিবিধরা।