Dhaka News Times

  • Home
  • Dhaka News Times

Dhaka News Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka News Times, News & Media Website, .

অর্থনৈতিক ও সামাজিক সূচক গুলোতে প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ।বিগত তিন দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচক গুলোতে প্রত্য...
02/12/2021

অর্থনৈতিক ও সামাজিক সূচক গুলোতে প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশ।

বিগত তিন দশকে অর্থনৈতিক ও সামাজিক সূচক গুলোতে প্রত্যাশার থেকেও ভালো করেছে বাংলাদেশ।

ছাড়িয়ে গেছে ভারত ও পাকিস্তানকে। গবেষকরা বলছেন উৎপাদনখাত ও নারী কর্মসনস্থান নগরায়ন ভূমিকা রেখেছে এই অগ্রগতিতে। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে দরিদ্র ও বৈষম্য কমানো সুশাসন জোরদার এর মতো বিষয় গুলোতে। বুধবার রাজধানী একটি হোটেল এ গবেষণা প্রতিষ্টান বিএইডএস বার্ষিক আলোচনা সভায় এই সব কথা উঠে আসে।

স্বাধীনতার পর বাংলাদেশকে তলবিহীন ঝুরির তকমা দেয়া হলেও পঞ্চাশ বছর এ এসে পরিসংখ্যান বলছে উন্নয়ন এর বিস্ময়কর গল্প। নব্বয়ের দশকে পাকিস্তান এর চেয়ে বাংলাদেশ মাথা পিছু জাতীয় আয় এ ৪৫ শতাংশ পিছিয়ে থাকলেও গত দশকের শেষ এ দশ শতাংশ এগিয়েছে। বাংলাদেশ এর আয় এর প্রবিদ্ধি দিগুন হলেও কমেছে ভারত ও পাকিস্তান এর।

একই ভাবে গত দুই দশকে জিডিপিতে উৎপাদনখাত এর ভূমিকা বেড়েছে বাংলাদেশ এর। দেশ নারীর কর্মসনস্থান বাড়লেও কমেছে ভারত ও পাকিস্তান এ। গেলো পঞ্চাশ বছরে শস্য উৎপাদনে নির্ভর কৃষক খাত এর বাহিরেও আত্মকর্মসংস্থানে জোর দিয়েছে গ্রামীণ জনগুস্টি।

সরকারি বেসরকারি আর্থিক প্রতিষ্টানের ঋণে সম্প্রসারিত হয়েছে বেসরকারি খাত। তবে অনিয়ম ও অপশাসন এ অনেক কিছুই ব্ল্যান হয়ে যায় বলে মনে করেন অর্থনিতিবিধরা।

করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন এর জন্য সতর্কতা জারি করা হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে।করোনা ভাইরাস অমি...
01/12/2021

করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রন এর জন্য সতর্কতা জারি করা হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে।
করোনা ভাইরাস অমিক্রন সংক্রম রোধে সতর্কতা জারি করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জার্তিক বিমানবন্দর হিলি ও বেনাপোল স্থলবন্দরে। সিলেট এর সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন আফ্ৰিকা ফেরত সকল যাত্রীকে বাধ্যতামূলক চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে। এছাড়া বিমানবন্দর সহ সব কয়টি ইমিগ্রেশন পয়েন্ট এ স্বাস্থবিধে মেনে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এই দিকে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেক পোস্ট এ অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ভারত থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ এবং রক্ত পরীক্ষা সহ নান তথ্য সংগ্রহ করা হয়েছে। স্থলবন্দর দিয়ে আসা পণ্যবাহী ট্রাক চালকদের সরিল এর তাপমাত্রা মাপা হয়েছে। এছাড়া আমদানিক্রিত ট্রাকে জীবাণু নাশক স্প্রে করা হইতেছে। এছাড়া বেনাপোল বন্দরেও অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

মারা গেছেন ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করি অধ্যাপক রফিকুল ইসলাম।ভাষা দাবি আদায় ছিল বাঙালির ঘোষিত স্বাধীনতা। বায়ান্নর...
30/11/2021

মারা গেছেন ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করি অধ্যাপক রফিকুল ইসলাম।
ভাষা দাবি আদায় ছিল বাঙালির ঘোষিত স্বাধীনতা। বায়ান্নর সেই সাহসী ভূমিকা এনে দিয়েছিলো মাতৃভাষার অধিকার। অধ্যাপক রফিকুল ইসলাম তাদেরই অগ্রসেনা। ক্যামেরা হাতে বায়ান্নর সেই উত্তাল দিন গুলুতে তুলেছিলেন আলোকচিত্র। সেই দুর্লভ ছবি গুলো আজও কথা বলে। তার নিবিড় পথচলায় দেশ মাটি মাতৃভাষায় নজরুল ও বঙ্গবুন্ধুর ঘুরেফিরে এসেছে বারবার। পেটের ব্যাথা নিয়ে ৭ অক্টোবর বঙ্গবুন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল এ ভর্তি হন অধ্যাপক রফিকুল ইসলাম। পরীক্ষা নিরিক্ষার পর তার ফুসফুস এ পানি ধরা পরে। হাসপাতাল এ বক্ষবাদী বক্ষব্যাধি বিভাগে তিনি চেকিৎসা নিচ্ছেলেন। ২১ এ নভেম্বর তাকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতাল এ। সেখানে নিয়ে যাওয়ার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে তাকে ক্রিত্তিম ভাবে তাকে শ্বাসপ্রশ্বাস দেয়া হয়। মঙ্গোল বার দপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নাল্লাল্লাহি ওয়াইন্নাইলি রাজেঊন।

30/11/2021
দক্ষিন আফ্রিকা সাত প্রবাসীর বাড়ি সনাক্ত করতে ব্যর্থ প্রশাসন।করোনা নতুন ধরণ অমিক্রন রোধে বিশ্বে যখন তোড়জোড় চলছে তখন দক্ষি...
30/11/2021

দক্ষিন আফ্রিকা সাত প্রবাসীর বাড়ি সনাক্ত করতে ব্যর্থ প্রশাসন।
করোনা নতুন ধরণ অমিক্রন রোধে বিশ্বে যখন তোড়জোড় চলছে তখন দক্ষিন আফ্রিকা ফেরৎ সাত জন প্রবাসির কোনো খোঁজ নেই। তাদের বাড়িও সনাক্ত করতে পারে নি প্রশাসন। সম্প্রতি সাত জন প্রবাসী আফ্রিকা থেকে ব্রাম্মণবাড়িয়ায় ফেরেছেন। এর মধ্যে বাচারামপূর এক জন কসবায় উপজেলায় তিনজন ,সদর উপজেলায় দুই জন। নবীনগর উপজেলায় একজন। এদের মধ্যে কারো সরিলে অমিক্রন সনাক্ত হলে লাল নিশান টাঙিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আফ্রিকা এই নতুন ভেরিয়েন্ট যাতে কোনো ভাবে না ছড়ায় সে বিষয় নিচ্ছৎ করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Dhaka News Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka News Times:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share