নাহিদ ইসলাম

  • Home
  • নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম I don't any complain about my life Alhamdulillah for everything 🥰






.

🥰
(60)

06/09/2024

'বয়স যথেষ্ট হয়েছে, বাবা-মাকে বলো বিয়ে দিতে'; ফর্মে ফিরতে বাবরকে বিয়ের পরামর্শ বাসিত আলির,,,

24/08/2024

যারা দেশের টাকা আত্মসাৎ করেছে লুট করেছে সকলকে আইনের আওতায় এনে টাকা পরিশোধ করা দরকার অতি দ্রুত,,

23/08/2024
23/08/2024

উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যেকোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকা...
23/08/2024

বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ এবং যেকোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সংগ্রামী ছাত্র-জনতা এবং সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম করে যাচ্ছে বন্যাকবলিত এলাকায়। বিভিন্ন সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশী ও দেশপ্রেমিক ব্যবসায়ীরাও সহযোগিতা করছে। ইনশাআল্লাহ আমরা দ্রুত দুর্যোগকাল কাটিয়ে উঠতে পারবো।

সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিলেও আমরা ভারতের বন্যাকবলিত জনগণের প্রতি সমব্যাথী। বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বন্যাকবলিত জনগণের পাশে থাকবে।
প্রয়োজন হলে বাংলাদেশ থেকে সিকিম-ত্রিপুরায় ত্রাণ সহায়তা পাঠানো হবে,,,,

23/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কাজ করছে বন্যার্তদের সহযোগিতায়। সকলকে এগিয়ে আসার আহ্বান।

22/08/2024

১৬ বছরের জমা দাবি নিয়ে রাজপথ, সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে।
বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ: ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি ২ ঘন্টা রাস্তায়ই আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাঁধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কিভাবে?

সকলের সহযোগিতা কামনা করছি,

যুব উন্নয়ন অধিপ্তরে নিবন্ধিত প্রায় ১৮৫০০ যুব সংগঠনের প্রতি আহ্বান।
22/08/2024

যুব উন্নয়ন অধিপ্তরে নিবন্ধিত প্রায় ১৮৫০০ যুব সংগঠনের প্রতি আহ্বান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কাজ করছে বন্যার্তদের সহযোগিতায়। সকলকে এগিয়ে আসার আহ্বান,
22/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কাজ করছে বন্যার্তদের সহযোগিতায়। সকলকে এগিয়ে আসার আহ্বান,

ভারতের তিস্তা ব্যারেজের সামনে আমরাও যদি এমন একটা করি কেমন হবে আপনার মতামত চাই👋🗨️🫰
22/08/2024

ভারতের তিস্তা ব্যারেজের সামনে আমরাও যদি এমন একটা করি কেমন হবে আপনার মতামত চাই👋🗨️🫰

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের। মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায়...
22/08/2024

সময় এসে গেছে ফারাক্কার ৪০কিলোমিটার দুরে ৭৫০০ ফিট উচ্চতার দ্বিতীয় ফারাক্কা বাধ নির্মাণের।
মাঝ রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় বাধ ছেড়ে দিয়ে তারা আজীবনই পৈচাশিক আনন্দ পায়।
তারা বর্ষায় যা পানি দেবে এই ৪০ কিলোর মধ্যেই থাকবে আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তো তাদের দেশেই সেই পানি চলে যাবে কারন তাদের বাধের উচ্চতা ৭৩৫০।
আর গ্রীষ্মকালে তারা পানি দিতে চায়না এই পানি আমরা তখন আমাদের সুবিধা মতো নিয়ে নিবো।
তাই সময় এসেছে এখন আমাদের দ্বিতীয় বাধ নির্মাণের। আমরা চাইলেই সামনে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করতে পারি।
# বিদেশে পাচারকৃত টাকা গুলো এনে এই কাজ কার হোক।
পদ্মা সেতু যদি হইতে পারে তবে বাধঁও হইতে পারে।
এবার তাহলে বাধেঁর সামনে বাধঁই হউক বা স্থায়ী সমাধান হউক।
আওয়াজ উঠুক।👊✊✊✊

22/08/2024

মানবিকতার চরম বিপর্যয়ের মধ্যে আছে পুরো বাংলাদেশ।
ছাত্রলীগ, আওয়ামিলীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়। শুনানি-হাজিরায় ছোট্ট একটা খাঁচায় আমাদের ২৪ জনকে ঢোকাতো।

বাংলাদেশ থেকে সকল অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে,,

Address


Telephone

+8801778685375

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাহিদ ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share