এটা মূলত "গল্প লেখা প্রতিযোগিতা" নামের গ্রুপের ফ্যানপেজ। গ্রুপে প্রকাশিত গল্পই এখানে দেওয়া হয়। ফেসবুকে প্রচুর লেখকের মধ্য থেকে সেরা লেখকদের খুজে পুরস্কৃত করাই আমাদের এই গ্রুপের লক্ষ্য । গল্প লিখুন, গ্রুপে পোস্ট করুন ।
গ্রুপের নীতিমালা :
একটা নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা থাকবে । ঐ সময়ের মাঝে গল্প পোস্ট করতে হবে । প্রতি পর্বে পোস্ট করা গল্প থেকে সেরা ৫ টি গল্প বাছাই করার পর বিশেষ ৫ জন নির্বাচকের
সাহায্যে সেরা তিনটি গল্প নির্বাচন করে সেই গল্পের লেখকদের ক্রমানুসারে সেই পর্বের সেরা লেখক হিসেবে ঘোষণা করা হবে ।
সেরা লেখকদের সম্মানসূচক পুরুস্কারে পুরস্কৃত (বই বা অর্থ, লেখকের চাহিদা এবং সুবিধা অনুসারে) করা হবে ।
গল্প লেখার নিয়ম :
১) অবশ্যই কোন অশ্লীল গল্প লেখা যাবে না, কেও যদি অশ্লীল লেখা পোস্ট করতে চেষ্টা করে তবে তাকে ব্যান দেওয়া হবে।
২) গল্পের নামকরণ আবশ্যিক । শিরোনামহীন গল্প এপ্রুভ করা হবে না।
৩) গল্প অবশ্যই ৩০০০(তিন হাজার) শব্দের মধ্যে হতে হবে ।
৪) যে কোন ধরনের গল্প লেখা যাবে ।
৫) বাংলা হরফে লিখতে হবে ।
৬) অবশ্যই প্রতিটি গল্পে কমপক্ষে ২০ টি বাক্য থাকতে হবে ।
৭) সর্বোচ্চ নিজের টাইমলাইনে প্রকাশ হওয়া গল্প দেওয়া যাবে।অন্য কোন পেজে বা গ্রুপে পোস্ট করা গল্প দেওয়া যাবে না।
৮)যে কোন বিষয়ে অ্যাডমিন এবং নির্বাচক প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হন তাদের একটা করে বই অথবা সমমূল্যের অর্থ দেওয়া হয়।
এখানে বইয়ের মূল্য ২৫% ছাড়ে ধরা,
১ম-৩০০ টাকার বই (মানে মলাট মূল্য ৩৭৫ টাকা )
২য়- ২২৫ টাকার বই (মানে মলাট মূল্য ২৮০ টাকা)
৩য়-১৭৫ টাকার বই (মানে মলাট মূল্য ২১৫ টাকা)