Live in USA

Live in USA ইসলামী সংগীত শুনতে সাবস্ক্রাইব করুন 👇
https://youtube.com/?si=hskiXIkaD
(1)

04/05/2024

[আসসালামু আলাইকুম ]

"নির্যাতনের ফাঁকে ফাঁকে তারা আমাকে একটি হত্যা মামলার দায় স্বীকার করার জন্য চাপ দিচ্ছিল। আমি রাজি হচ্ছিলাম না। আমাকে নিয়ে...
02/28/2024

"নির্যাতনের ফাঁকে ফাঁকে তারা আমাকে একটি হত্যা মামলার দায় স্বীকার করার জন্য চাপ দিচ্ছিল। আমি রাজি হচ্ছিলাম না। আমাকে নিয়ে যাওয়ার দ্বিতীয় দিন রাতে নির্যাতনের এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

একজন ডাক্তার আনা হলো, আমাকে ইঞ্জেকশান দেয়া হলো। একটি ট্যবলেট খাওয়ানো হলো। আর কি যেন একটা স্প্রে করা হলো। ডাক্তার বললেন, যমটুপিটা একটু খুলে রাখার জন্য। ব্যথা কিছুটা কমলেও আমার শরীরে কোনো শক্তি ছিলো না। উঠে দাঁড়াবার মতো অবস্থাও ছিলো না। তাদেরই দু’জনের কাঁধে ভর করে আমি টয়লেটে গেলাম। এর কিছুক্ষন পর হঠাৎই আবার ডেকে পাঠালো। জমটুপি পরানো হলো। কিছুই দেখছি না।

প্রচন্ড জোরে আমার পায়ে, কোমরে, হাতের বাহুতে পেটানো শুরু করলো। হাত, পা সবই বাঁধা। তাদের অন্তত ৫-৬ জনের নির্যাতনে আমি চেয়ারসহ মাটিতে পড়েগেলাম। অনেকটাই অচেতন। কিন্তু টের পাচ্ছিলাম, তারা বলা বলি করছিল; আমার নখ তুলে ফেলা হবে।"

স্মার্ট বাংলাদেশে মেডিকেল ভিসাতে আসা প্রথম বিদেশী..ভুটানের তরুণী কারমা দেমা (২৩)। ক্যানসারে নাকে পচন ধরেছিল তার। ভারতের ...
02/11/2024

স্মার্ট বাংলাদেশে মেডিকেল ভিসাতে আসা প্রথম বিদেশী..

ভুটানের তরুণী কারমা দেমা (২৩)। ক্যানসারে নাকে পচন ধরেছিল তার। ভারতের টাটা মেমোরিয়ালে দুবার অস্ত্রোপচার করেও সুফল পাননি।

শেষ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ নাক ফিরে পেলেন বাংলাদেশে এসে। সম্প্রতি তার নাক রিকনস্ট্রাকশন সার্জারি সফল হয়েছে।

তাহলে এ থেকে বোঝা গেলো যে ভারতের চেয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত ও ভালো।

শুধুমাত্র নেই সুস্ঠ ব্যবস্থাপনা, দালাল মুক্ত চিকিৎসা, নেই বাজেট। রিসার্সের জন্য নেই কোনো সহযোগিতা। বাজেট যা আসে তা সবটাই লুটপাট হয়ে যায়।

"যে গ্রামের লোকেরা কখনও আদালতে যায় না"নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রাম। এই গ্রামে দুশো বছরের ইতিহাসে কখনো পুলিশ ঢোক...
02/10/2024

"যে গ্রামের লোকেরা কখনও আদালতে যায় না"

নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রাম। এই গ্রামে দুশো বছরের ইতিহাসে কখনো পুলিশ ঢোকেনি। কোন মামলা আদালয়ে যায়নি। এ গ্রামে আলাদা একটা গণতান্ত্রিক প্রথা চালু আছে। গ্রামের নিজেস্ব সংসদ ভবন আছে, আদালত আছে। ১৯৫৭ সালে গঠিত তাদের নিজেস্ব সংবিধান আছে। ১১ টা পাড়া নিয়ে এ গ্রাম গঠিত। তারা নিজেদের উন্নয়ন নিজেরা করে। নিজেস্ব সংসদীয় কমিটি আছে যারা গ্রামকে নিয়ন্ত্রণ করে। অসাধারণ সভ্য একটা গ্রাম। এ গ্রামের একটা রাজধানি আছে। এখানে বাল্য বিবাহ নেই, যৌতুক নেই।

এ গ্রামের ইতিহাসে কখনো মারামারি হয়নি। জমি নিয়ে বিরোধ বা কোন কিছু নিয়ে বিরোধ হলে তারা নিয়মতান্ত্রিক নিজেস্ব আদালতের মাধ্যমে নিস্পত্তি করে। তারা বাংলাদেশ সরকারকে আলাদা কর্ম চাপে ফেলে দেয়না। প্রতিটা জমির খাজনাপাতি ঠিক সময়ে পরিশোধ করে।। এ গ্রামে কখনো হত্যাকান্ড ঘটেনি। সবাই শিক্ষিত। তারা কেউ কেউ ফসল ফলায়, বিদেশে থাকে, অথবা চাকুরী করে। এ গ্রামে শিক্ষিতর হার ১০০%।

এটা ভাবতেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর মানুষ আছে এ দেশে! এত সুন্দর গ্রাম আছে! গ্রামের চারপাশে চলনবিল এর ভেতর দিয়েই একটা সভ্য জাতী গড়ে উঠেছে কেউ তা টের পায়নি!!!
(সংগৃহীত)

02/01/2024

শরিফার গল্পের বাহিরে আরও ভ*য়াবহ তথ্য রয়েছে এবছরের পাঠ্যবইয়ে। ব্যাপক প্রচার করে ফি*ত*না মুকাবেলায় অংশ নিন।

#নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে ইসলামের অকাট্য ফরজ বিধান জি*হা*দ পুরাই ডিলিট (বিলুপ্ত) করে দেয়া হয়েছে।

#বিশ্ব মানচিত্রের ছবি থেকে ফি*লি*স্তি*নের নাম ডিলিট। সেই জায়গায় অবৈধ ও স*ন্ত্রা*সী রাষ্ট্র ই*স*রাইল এর নাম সংযুক্ত করা হয়েছে।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী।

#ছেলেমেয়েদের বয়:সন্ধিকালীন স্পর্শকাতর বিষয়গুলোকে এমনভাবে তোলে ধরা হয়েছে, যাতে স্বভাবজাত লজ্জ্বা শরম কারো মাঝে থাকে না। দেখুন, স্বাস্থ্য ও সুরক্ষা বই। ষষ্ঠ, সপ্তম শ্রেণী।

#সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। শ্লোগান টি দৃশ্যত ভালো মনে হলেও, এর উদ্দেশ্য পুরোটাই খা*রাপ।

এক কথায় এটি একটি কু*ফু*রি শ্লোগান। এর মাধ্যমে ধর্মীয় পরিচয় কে বর্জন করা হয়েছে।
ইতিহাস এ সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১০০

#পহেলা বৈশাখ, গায়ে হলুদ, জন্মদিন পালন, মুখেভাত অনুষ্ঠান ইত্যাদিকে আমাদের ঐতিহ্য ও সংষ্কৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

অথচ এগুলোর ইতিহাস খুবই অল্পদিনের।
দেখুন শিল্প ও সংষ্কৃতি বই। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী।

#মানুষের আত্মপরিচয়ের ক্ষেত্রে নাম, লিঙ্গ, বয়স, পছন্দের খাবার, পোশাক, খেলা শখ উল্লেখ থাকলেও ধর্মের পরিচয় সেখানে নেই।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ৭ম শ্রেণী পৃষ্ঠা ১৮

#একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে।
স্বাস্থ্য ও সুরক্ষা ষষ্ঠ শ্রেণি, পৃষ্ঠা ৯৬।

#একটি পাঠের শিরোনাম, চলো বন্ধু হই।
ছেলে ও মেয়ের ছবি দিয়ে বলা হয়েছে প্রয়োজনে না বলি, কী চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি।
পুরো পাঠ পড়লে বুঝা যাবে, বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কের দিকেই ইঙ্গিত দিচ্ছে।
ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা, পৃষ্ঠা ৮৯

#ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোন অবদান নেই। শুধুমাত্র হিন্দুদের অবদান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১১০

#ছেলেমেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ালে শা*সন করা উচিৎ নয়। স্বাস্থ্য ও সুরক্ষা, সপ্তম শ্রেণী।

#তাছাড়া মাদরাসার বই সহ সকল বইয়ের প্রচ্ছদে বাদ্য-বাজনার ছবি, ভেতরে হিজাব বিহীন ছবি, কখনো মহিলাদের অ*শ্লীল ছবি তো আছেই।

সময় নিয়ে খুঁজলে আরও তথ্য বেরিয়ে আসবে।

আসুন, নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই। প্র*তিবাদ করি। সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানাই।

#কপি_পোষ্ট

কষ্টে বুক ফাইট্টা যায় গো ফাইট্টা যায় 😎এখন আমরা কার কাছে গিয়া সিয়া সিত্তা, বোখারি শরিফ, তিরমিজি শরিফ এবং জাতীয় সংসদে উ...
01/10/2024

কষ্টে বুক ফাইট্টা যায় গো ফাইট্টা যায় 😎
এখন আমরা কার কাছে গিয়া সিয়া সিত্তা, বোখারি শরিফ, তিরমিজি শরিফ এবং জাতীয় সংসদে উন্নয়নের গান শুনবো?
কষ্টে বুক ফাইট্টা যায় গো ফাইট্টা যায় 😎

আপনাকে আপনি বিজয়ী করার জন্য আপনাকে অভিনন্দন 😆😆
01/09/2024

আপনাকে আপনি বিজয়ী করার জন্য আপনাকে অভিনন্দন 😆😆

জাষ্ট ওয়াও 🥰🥰
01/07/2024

জাষ্ট ওয়াও 🥰🥰

01/07/2024

এইমাত্র পাওয়া...
মাফিয়া সরকারের পাতানো ফোর টুয়েন্টি ম্যাচে কোন রান সংগ্রহ ছাড়াই ৫০ উইকেটের পতন হয়েছে।
মারাত্মক ইনজুরি নিয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি ৯ শতাধিক। দেশের বিভিন্ন জায়গায় খেলা এখনও চলমান আছে...
আমরা সেঞ্চুরির অপেক্ষায় আছি।

😍😍😍
01/06/2024

😍😍😍

গরীব ঘরে জন্ম নিলে বুঝা যায় অভাব কি জিনিস 😭😭
11/27/2023

গরীব ঘরে জন্ম নিলে বুঝা যায় অভাব কি জিনিস 😭😭

চঞ্চল চৌধুরীরা খায় এদেশে গান গায় বাবুদের 📌চঞ্চল চৌধুরীরা (Chanchal Chowdhury) ভুলে যান বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রা...
11/26/2023

চঞ্চল চৌধুরীরা খায় এদেশে গান গায় বাবুদের

📌চঞ্চল চৌধুরীরা (Chanchal Chowdhury) ভুলে যান বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের মানুষেরা স্বাধীন। খেলায় প্রতিবেশী দেশকে সমর্থন করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইন্ডিয়ানরা কি বাংলাদেশ দলকে সমর্থন করে? নাহ। আমি তো দেখেছি বাংলাদেশ-পাকিস্তান খেলায় বাঙালির ইডেন গার্ডেনে ভারতীয়রা পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। যে যেই দলকে সমর্থন করে, সেই দল জিতলে উল্লাস করবেই। ক্রিকেটে ভারত, পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার সাপোর্টারই বেশি।

জানি, ব্যাপারটা এরকম সরল নয়। বাংলাদেশের মানুষ এখন ভারতকে পছন্দ করে না। এর পেছনে অনেক অনেক কারণ, ক্রিকেটীয় কারণ খুব সামান্য। ক্রিকেট খেলাটাকে নিজেদের জিম্মায় রাখা, আইসিসি ও এসিসিকে কব্জা করে রাখার কারণে কেবল বাংলাদেশ না সারা দুনিয়াতেই ক্রিকেটপ্রেমীরা ভারতকে পছন্দ করে না। বাংলাদেশ দলের বাইরে বাংলাদেশে ইন্ডিয়া ক্রিকেট দলের সমর্থকই বেশি--এই সমর্থকরাও এখন ইন্ডিয়া হারাতে উল্লাস করে। ক্যানো এমনটা হলো? কারণটা রাজনৈতিক, কারণটা স্বদেশপ্রেম। সারাক্ষণ বাংলাদেশের ওপর খবরদারি, খরানের সময় তিস্তার ন্যায্য পানি না দেওয়া এবং বর্ষায় অতিরিক্ত পানি ছেড়ে বন্যা উপহার দেওয়া, সীমান্ত-সন্ত্রাস, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে যথেষ্ট সম্মান না দেওয়া, বাংলাদেশ রাষ্ট্রের মানুষের ওপর ১৫ বছর ধরে জুলুমকারী স্বৈ*রশাসককে টিকিয়ে রাখা, বিজেপি সরকারের বাংলাদেশনীতি ইত্যাদি কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে পছন্দ করে না। রাগ-ক্ষোভগুলি মেটায় ইন্ডিয়া ক্রিকেট দল হারলে, উল্লাস করে। এর পেছনে ধর্ম, সাম্প্রদায়িকতা তেমন নাই।

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারার পর বাংলাদেশে অনেক মানুষ উল্লাস করেছে। এদের একটা অংশ অস্ট্রেলিয়া সমর্থক, আরেকটা অংশ ভারতের হারাতেই খুশি। এই উল্লাসের জন্য অনেক ভারতীয় বাংলাদেশকে ভারতের এটাচড টয়লেট বলছেন, কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন তুলে দেওয়া হোক দাবি করেছেন, চিকিৎসা এবং বেড়ানোর জন্য বাংলাদেশিদের ভিসা না দেওয়ার দাবি তুলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তা করা উচিত হয়নি টাইপ কথাও বলছেন। তাদেরকে বলি, বাংলাদেশের প্রতি আপনাদের মনোভাব কেমন এই এটাচড বাথরুম, বাংলাদেশকে কাংলাদেশ বলায় বোঝা যায়। চিকিৎসা আর বেড়ানোর জন্য ভারত ভিসা দেওয়া বন্ধ করলে বাংলাদেশ রাষ্ট্রের বিরাট উপকার হবে, আর ভারতের অর্থনীতি ধসে পড়বে। ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় অর্ধেক উৎস বাংলাদেশ থেকে চিকিৎসা নিতে যাওয়া রোগী আর পর্যটকরা। ভিসা নিতেও টাকা দিতে হয়। ভিসা নিতে গিয়ে, ভিসা নিয়ে সীমান্ত পাড় হতে, সীমান্ত পাড় হয়ে ভারতে ঢুকে হোটেল পেতে সাধারণ বাংলাদেশিদের যেরকম হয়রানির শিকার হতে হয় তা সারা দুনিয়ায় নজিরবিহীন। এত ভালো ভালো মেডিকেল কলেজ যে দেশে, যে দেশের ডাক্তার-নার্সরা অত্যন্ত সম্মানের সাথে দুনিয়াব্যাপি কাজ করে, সেই দেশের মানুষদের চিকিৎসা করাতে কেন প্রতিবেশি দেশে যেতে হয়! কারণ বিরাট একটা সিন্ডিকেট বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে টালমাটাল করে রেখেছে। কার স্বার্থে? এ দেশের রোগীরা দেশেই সুচিকিৎসা পেলে বিরাট অঙ্কের টাকা দেশেই থাকবে। কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন না থাকলে তেমন কিছুই আসে যায় না, কিন্তু বাংলাদেশে বইয়ের দোকানদাররা কলকাতার বই বেচা বন্ধ করে দিলে পশ্চিমবঙ্গের অনেক প্রকাশকই হয়ত টিকতে পারবে না। আর স্বাধীনতা যুদ্ধে সহায়তা? সেজন্য আমরা কৃতজ্ঞ, সেই ঋণ শোধ করতে তো আমরা ভারতের গোলাম থাকবো না। কোনো রাষ্ট্রের গোলাম হতে আমরা স্বাধীন হইনি।

ভারতীয়রা ক্ষোভে অনেককিছুই বলছে, তা মেনে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে বসে অনেকে বলছে বলিউডের সিনেমা দেখা, ভারতের চাল-ডাল-পেঁয়াজ খেয়ে তাদের হারে উল্লাস করা কিভাবে সম্ভব! আরেহ চো*দনারা, সিনেমা ফ্রি দেখে? পেঁয়াজ, চাল-ডাল ভারত আমাদেরকে ফ্রি দেয়? টাকা দিয়ে আমদানি করা লাগে। এর সাথে মুক্তিযুদ্ধের চেতনা ঢেলে দিচ্ছে! চঞ্চল চৌধুরীর মতন অনেকেই বলছেন, ভারতের হারে যারা উল্লাস করে তারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী, পাকিস্তানীদের রেখে যাওয়া বংশধর! কিরকম অপমাজনক কথা! মানে কি হে, ভারতকে পছন্দ না করলে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী হয় কীভাবে? যাদেরকে আপনারা পাকিস্তানের রেখে যাওয়া বংশধর বলছেন, তারাই ভারতীয় আগ্রাসন থেকে দেশের স্বাধীনতা রক্ষা করার ব্যাপারে সচেতন এবং চিন্তিত। একটা অংশ যেমন বাংলাদেশে থেকেও পাকিস্তানের প্রতি প্রেম বেশি, তেমনি আপনাদের প্রেম বাংলাদেশের চেয়ে ভারতের প্রতি বেশি। এই দুইটা গোষ্ঠীর কেউই বাংলাদেশকে নিজেদের দেশ মনে করে না।

চঞ্চল চৌধুরী, আপনি ভারতীয় মিডিয়ায় বলছেন ভারতের পরাজয়ে উল্লাস করা বাংলাদেশিরা পাকিস্তানিদের রেখে যাওয়া জিন বহন করে, মানে দেশের নব্বই শতাংশ মানুষের রক্তই দূষিত! চঞ্চল চৌধুরী, আপনি রাতের ভোটের বা*কশা*লীদের পক্ষের লোক হিসাবে নিজেকে আগেই প্রমাণ করেছেন, এবার প্রমাণ করলেন আপনি বিজেপি এবং হিন্দুত্ববাদী জঙ্গিগোষ্ঠী আরএসএস-এরও লোক। আপনি ওদের ভাষাতেই কথা বলেছেন। যেন আপনি বাংলাদেশের না, ভারতের নাগরিক এবং আরএসএস-এর প্রতিনিধি।

জনবিরোধী এই অভিনেতাকে বয়কট করার সময় এসেছে।✅
✍️(সংগৃহীত)

আপনার আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে❓আমাদের ভোলায় কুডার চাউলি/কুডার কুইরা😎😎
11/26/2023

আপনার আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে❓
আমাদের ভোলায় কুডার চাউলি/কুডার কুইরা😎😎

শুভ সকাল 😎
11/24/2023

শুভ সকাল 😎

নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন এক মুসলিম নারী!এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফে...
11/23/2023

নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন এক মুসলিম নারী!

এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফেরত গিয়েছেন। কারন এয়ারপোর্টে তাঁকে নেকাব খুলার জন্যে বলা হয়, আর এই পর্দানশিল নারী নেকাব খুলতে অস্বী'কৃতি জানান। শুধু তাই নয়, ব্রাসেলস এয়ারপোর্ট কতৃপক্ষ এই নারীকে আলাদা কোন রুমে নিয়ে নারী কর্মকর্তা দিয়ে চেক করতে অস্বী'কৃতি জানান।

পর্দাশিল এই নারীও জনস'ম্মুখে এবং কোন পুরুষের সামনে নেকাব খুলতে ইচ্ছুক নন, তাই উনি বেলজিয়ামে প্রবেশ না করে ব্রাসেলস এয়ারপোর্ট থেকেই আবার তিউনিসিয়ায় ফিরে যান। সংখ্যাগ'রিষ্ট খৃস্টান দেশের একজন সংখ্যাল'ঘু মুসলিম নারী হওয়ার পরও পর্দার প্রতি তাঁর সম্মান ও ধর্মভীরুতায় সত্যি মুগ্ধ।

সুত্র: আল জাজিরা©

শুধু এই বাড়িটি নয়, সকল ক্ষেত্রেই ফাউন্ডেশন মজবুত করা প্রয়োজন।বার বার কেন ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন মজবুত করতে হবে এটা বলে। ...
11/23/2023

শুধু এই বাড়িটি নয়, সকল ক্ষেত্রেই ফাউন্ডেশন মজবুত করা প্রয়োজন।

বার বার কেন ইঞ্জিনিয়াররা ফাউন্ডেশন মজবুত করতে হবে এটা বলে। মনে রাখবেন আপনার ভবনের সকল ওজন/লোড ফাউন্ডেশন মাটিতে ছেড়ে দেয়। ফাউন্ডেশন মতবুত না করে উপরে যতই ডিজাইন করেন না কেন পরিনতি এমন ই হবে। সুতরাং সাবধান ডিজাইন কমপ্লিট ছাড়া বাড়ি করবেন না।

✅✅✅
11/23/2023

✅✅✅

11/23/2023

*পবিত্র কোরআনের ১০০ নির্দেশনাঃ*
*-------------------------------------------------------------------*
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
০৬. লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩) ১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০) ১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭)
১৮. আস্থা রাখুন (০২ঃ ২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২)
২০. ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫) ২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪ঃ ০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ ০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪.১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২.২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ ২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯ঃ ০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯ঃ ১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯ঃ ১২) ৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ ৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ ০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২ঃ ২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭ঃ ২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২ঃ ২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১ঃ ২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২ঃ৪৪)
৩৮. কাউকে গালাগালি করবেন না। (০২ঃ ৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ ১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২ঃ ১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২ঃ ১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮ঃ১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২ঃ ২৫৬)
৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২: ২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না। (০২ঃ ২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২ঃ ২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭ঃ ৩২)
৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২ঃ ২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২ঃ ২৮৬)
৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩ঃ ১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (৩: ১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন; তাই আমল করুন। (৩: ১৯৫)
৫৩. 'মাহরাম' আত্মীয়কে বিবাহ করবেন না। (০৪ঃ ২৩)
৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪ঃ ৩৪)
৫৫. কৃপণ হবেন না । (০৪ঃ ৩৭)
৫৬. অন্তরে পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪ঃ ৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪ঃ ৯২)
৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪ঃ ১০৫)
৫৯. পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫ঃ০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫ঃ ০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। ( ০৬ঃ ১১৬)
৬২. ন্যায়বিচার করুন। (০৫ঃ ০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫ঃ ৩৮)
৬৪. পাপ ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫ঃ ৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫ঃ ০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫ঃ ৯০)
৬৮. অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না। (০৬ঃ ১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে মাপে কম দিবেন না। (০৬ঃ ১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭ঃ ৩১)
৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭ঃ ৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯ঃ ০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯ঃ ১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২ঃ ৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। ( ১৬ঃ ১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬ঃ ১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন। (১৭ঃ ১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭ঃ ৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭ঃ ৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩ঃ ০৩)
৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪ঃ ২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫ঃ ৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮ঃ ৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮ঃ ৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না। (২৯ঃ ২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১ঃ ১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১ঃ ১৮) ৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩ঃ ৩৩)
৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯ঃ ৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯ঃ ৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১ঃ ৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২ঃ ১৩)
৯৪. সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯ঃ ১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। ( ৫৭ঃ ২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। ( ৫৮ঃ ১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০ঃ ০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪ঃ ১৬)
৯৯. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩ঃ ২০)
১০০. ভিক্ষুককে কখনো ফিরিয়ে দিবেন না। (৯৩ঃ ১০)

✍️✍️ সীমালঙ্ঘনকারী ব্যাক্তিরা ইহকাল ও হারায় পরকালও হারায়, যেমন নমরুদ সীমালঙ্ঘন করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে ছিলো, তা...
11/23/2023

✍️✍️ সীমালঙ্ঘনকারী ব্যাক্তিরা ইহকাল ও হারায় পরকালও হারায়, যেমন নমরুদ সীমালঙ্ঘন করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে ছিলো, তাই আল্লাহ সামান্য লেংড়া মশার মাধ্যমে তাকে লজ্জাজনক মৃত্যু দিয়েছেন। সাজ্জাদ সীমালঙ্ঘন করছিল, তাই নিজের বানানো দুনিয়াবী জান্নাতে প্রবেশ করতে পারেনি এবং তার সকল সম্পদ আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ফেরাউন সীমালঙঘন করে নিজেকে খোদা দাবী করেছিল, তাই আল্লাহ নীলন দীতে ফেরাউনের বাহিনী সহ পানিতে ডুবিয়ে মেরেছেন। দৃষ্টান্ত হিসেবে আল্লাহ আজও ফেরাউনের মৃতদেহ অক্ষত রেখে দিয়েছেন।

আল্লাহর এসব নিদর্শন মানুষকে বোঝানোর জন্য। আবু জাহেল সীমালঙ্ঘন করেছিল তাই আবুজাহেলের কবরকে প্রস্রাব পায়খানার জায়গা বানিয়েছেন। মানুষ ( হাজীগণ ) এখন আবু জাহেলের কবরে প্রস্রাব পায়খানা করেন। আল্লাহ সীমালঙ্ঘন কারিদের পছন্দ করেন না। যুগে যুগে যত সৈরাচার দুনিয়াতে সীমালঙ্ঘন করছে বা অত্যাচারী ব্যাক্তি আছে, তারা তাদের ধ্বংস নিজেই ডেকে এনেছে। মনে রাখবেন, অহংকার ও ক্ষমতার মোহে সবকিছুই করা যায়, তবে টিকে থাকা যায়না। ইতিহাস তার সাক্ষী দিয়ে এসেছে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী ধরে...!

"জান্নাত পানের দোকান"ছোট্ট এই টুকরির মধ্যে সর্বসাকুল্যে ৮শ থেকে ১ হাজার টাকার মালামাল আছে। হাফ প্যাকেট লাল বেনসন এবং কয়ে...
11/23/2023

"জান্নাত পানের দোকান"
ছোট্ট এই টুকরির মধ্যে সর্বসাকুল্যে ৮শ থেকে ১ হাজার টাকার মালামাল আছে। হাফ প্যাকেট লাল বেনসন এবং কয়েক প্যাকেট কমদামি সিগারেট। সঙ্গে কিছু পান-সুপারি।

বিক্রি শেষে আবার এক প্যাকেট করে সিগারেট আনেন। এতে লাভ কম হয়। কি করার ! পুঁজি যে কম।

কিন্তু এই ছোট্ট টুকরি একটি স্বপ্নের নাম। নিজ কন্যার নামে রাখা স্বপ্নের বীজটির নাম “জান্নাত পানের দোকান “।

দেশে যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, বলতে গেলে নব্বই ভাগ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মালিকের পুত্র-কন্যার নামে। সব বাবাদেরই ইচ্ছে জাগে নিজ স্বপ্নের নামটি প্রিয় সন্তানদের নামে হোক। স্বপ্নের বাগানে ফুল ফুটুক, আলো ছড়াক সন্তানেরা। সে ৮শ টাকার পুঁজির ব্যবসায়ী হোক বা ৮ হাজার কোটির হোক….

জান্নাতও আলো ছড়াচ্ছেন। ক্লাস নাইনে পড়ুয়া জান্নাত অসাধারণ মেধাবী। বাবার ভাষ্য- ও সব পারে। মাথাটা খুব ভালো। সন্তান মানুষ হোক- তাইতো এই প্রখর রোদে রাস্তায় স্বপ্ন ফেরি করছেন।

জান্নাতের জন্য প্রার্থনা, জান্নাত আলো ছড়াক।

(আজিমপুর মোড় থেকে তোলা)

11/22/2023

মঙ্গলবার পর্যন্ত পর্যবেক্ষকের জন্য আবেদন করা ৩১’বিদেশির মধ্যে ১১ জনই উগান্ডার’ 🥱

11/22/2023

একদা বাংলাদেশেও গনতন্ত্র ছিল...!!

11/21/2023

হ্যাকার চিনে রাখুন...✅
এরাই মূলত: আপনার গ্রুপ বা পেজের রিচ বেশী দেখলে হ্যাক করে থাকে।
জনস্বার্থে পোষ্টটি শেয়ার করুন।✅

হে প্রিয় কবি!আপনাকে ভালোবাসি, অনেক ভালবাসি। শুধু আমি নই ,এদেশের কোটি মানুষ আপনাকে ভালোবাসে। মনেপ্রাণে ভালবাসে। শিক্ষা-দ...
11/21/2023

হে প্রিয় কবি!
আপনাকে ভালোবাসি, অনেক ভালবাসি। শুধু আমি নই ,এদেশের কোটি মানুষ আপনাকে ভালোবাসে। মনেপ্রাণে ভালবাসে। শিক্ষা-দীক্ষা, ব্যক্তিত্ব, প্রতিভা ও বংশ পরম্পরা কোনো বিবেচনায় আপনাকে অপছন্দ করার সুযোগ নেই। আপনি বাঙালি জাতি ও মুসলিম উম্মাহকে যা দিয়েছেন, ভবিষ্যতে আর কিছু না দিলেও এই জাতি আপনাকে বহুকাল মনে রাখতো, শ্রদ্ধাভরে স্মরণ করতো, জীবদ্দশায় এবং মৃত্যুর পর। এটা একদম সুনিশ্চিত কথা। কিন্তু আপনার এই বয়সে এসে কী এমন প্রয়োজন দেখা দিলো যে, স্বশরীরে আপনাকে মিউজিক দিয়ে গান গাইতে হলো?

আপনার লেখা "সামরিক সংগীত" সামরিক বাহিনীর লোকেরা প্রয়োজনে মিউজিক দিয়েই গাইতো! তবুও কোনো সমস্যা ছিলো না। যেমনি ভাবে "সম্ভাবনার দেশ" সহ আরও দু-একটি গান অন্যরা গেয়েছেন। কিংবা "ইঞ্চি ইঞ্চি মাটি" টিভিতে আপনি নিজেই গেয়েছেন। কিন্তু সেটা ছিলো এখন থেকে এক যুগেরও বেশি সময় আগে। সেটা মানুষ ভুলে গেছে কিংবা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে। এখন দু'হাজার তেইশ।

আপনাকে এটা ভুলে গেলে চলবে না যে, আপনার বয়স ও ব্যক্তিত্বের মধ্যে যথেষ্ট ভারত্বো এসেছে। আপনি এখন পুর্ণাঙ্গ আল-কুরআনের কাব্যানুবাদকারী। আপনি এখন ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার এক মসজিদের খতীব। আপনি সংগীতের গন্ডি পেরিয়ে এখন ওয়াজের ময়দানে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। আপনি "হেফাজতে ইসলাম বাংলাদেশ" এর উল্লেখযোগ্য একটি পদে আসীন। আপনি ৪০ পেরিয়েছেন আরও আগেই। কীভাবে ভাবলেন? আপনি এখন মিউজিক দিয়ে গান করবেন আর এটা এদেশের ইসলাম পন্থীরা সহজেই মেনে নেবে?

এখন আসি চলমান সংকটের কথায়;

খেয়ালে কিংবা বেখেয়ালে যেভাবেই হোক আপনি এই সময়ে এসে মিউজিক দিয়ে একটা গান করেই ফেলেছেন। আপনার ঘরাণার মানুষই আপনাকে এটা নিয়ে তুলোধুনো করেছে, অজস্র কটুক্তি ও গালমন্দ করেছে। বুকের কোণে রাখা মানুষটাকে মুহূর্তে বুক থেকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করছে না। আমি মানছি, নিজ ঘরাণার লোকদের এটা এক ধরনের বাড়াবাড়ি।

কিন্তু আপনার জন্য উচিৎ ছিলো! হয়তো আপনি দ্রুত সময়ের মধ্যে আপন অবস্থান থেকে সরে এসে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করা কিংবা রাগ নিয়ন্ত্রণ করে একেবারে নীরবতা পালন করা। আপনি এ দু'য়ের কোনোটি না করে "ইন্নামাল আ'মালু বিন্নিয়্যাত" বলে যেই ওজাহাত পেশ করেছেন, এর দ্বারা আপনি আপনার পূর্বের অবস্থানকে আরও দৃঢ় করেছেন। উপরন্তু কবিতার মাধ্যমে আরও কিছু মানুষের মনে আঘাত দিয়ে ক্ষেপিয়া তুলেছেন। এটা ছিলো আপনার দ্বিতীয় ভুল। আর আলেমদের নিয়ে অবজ্ঞাপূর্ণ বক্তব্যের অডিও ক্লিপ আমি শুনিনি তাই এ ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না।

যাইহোক, আমি ছোট্ট মানুষ, এ নিয়ে খুব বেশি লেখার দুঃসাহস করি না। শুধু এটুকু বলবো! প্রিয় কবি আপনি আপনার অবস্থান থেকে দুঃখ প্রকাশ করত: সরে আসুন, আজকের সমালোচনাকারীরাই আবার আপনাকে বুকে টেনে নিবে। কারণ দিন শেষে মুহিব খান কওমির সন্তান, কওমি ঘরাণার সম্পদ।
অতএব, কবি ও সমালোচনাকারী উভয়েরই সুবুদ্ধির উদয় হোক এই প্রত্যাশায়....

----- আবুল আবুল আজাদ (যুক্তরাষ্ট্র)

আমি কিছুই পাওয়ার যোগ্য নই, তবুও আমার রব না চাইতে আমাকে কত নেয়ামত, কত রহমত দান করেই যাচ্ছেন।  আলহামদুলিল্লাহ💕
11/20/2023

আমি কিছুই পাওয়ার যোগ্য নই, তবুও আমার রব না চাইতে আমাকে কত নেয়ামত, কত রহমত দান করেই যাচ্ছেন।
আলহামদুলিল্লাহ💕

শুকরিয়া, আলহামদুলিল্লাহ ❣️কয়েকদিন আগেও উনাকে নিয়ে খুব আপসোস করেছিলাম। কিন্তু আজ এ সংবাদটি শুনে খুশিতে অশ্রুশিক্ত হলাম। আ...
11/20/2023

শুকরিয়া, আলহামদুলিল্লাহ ❣️
কয়েকদিন আগেও উনাকে নিয়ে খুব আপসোস করেছিলাম। কিন্তু আজ এ সংবাদটি শুনে খুশিতে অশ্রুশিক্ত হলাম।

আলহামদুলিল্লাহ🍀
বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা "
প্রবীর মিত্র স্ব -পরিবারে নিজ ইচ্ছায় ই স লা ম ধ র্ম গ্র হ ণ করে মু স ল মা ন হয়েছেন...!
আলহামদুলিল্লাহ

এই কালো লোকটির ২৯ বছরের  দাওয়াতী মেহনতের বদৌলতে হতদরিদ্র ও অন্ধকারচ্ছন্ন আফ্রিকা মহাদেশের প্রায় সোয়া কোটি মানুষ  ইসলামের...
11/20/2023

এই কালো লোকটির ২৯ বছরের দাওয়াতী মেহনতের বদৌলতে হতদরিদ্র ও অন্ধকারচ্ছন্ন আফ্রিকা মহাদেশের প্রায় সোয়া কোটি মানুষ ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছে।
তার পরিশ্রমে ও দাওয়াতি মেহনতে আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গায় ৫৭০০ মসজিদ প্রতিষ্ঠা লাভ করেছে।

তিনি প্রায় পনের হাজার এতিমের দায়িত্ব নিয়ে তাদের কে প্রতিপালন করেছেন।

উষ্ণ ও মরুপ্রধাণ আফ্রিকায় প্রায় ৯৫০০ সুমিষ্ট পানির কূপ খনন করে ফ্রি পানি বিতরণের ব্যাবস্থা করেন।

কুসংস্কারচ্ছন্ন আফ্রিকা মহাদেশের মানুষগুলোকে জ্ঞানের আলোয় আলোকিত করতে ৮৬০ টি স্কুল, ৪টি বিশ্ববিদ্যালয় এবং ২০৪ টি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেছেন।

তিনি হলেন সুদানের প্রিন্স ইউনূস ওয়াদ আল-হাক্বীম। ১৯৩৫ সালে মৃত্যু বরণ করেন।

আল্লাহ উত্তম প্রতিদান দিক, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
সুত্র: ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কা...
11/17/2023

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ
কিভাবে পাইলট হতে হয় (ভলিউম ১)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইঞ্জিন চালু হবে।

তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন। তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউন্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।

তার আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে (ভলিউম ২) বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান।

সারমর্ম : অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে, কিন্তু একসময় ঠিক নিচে নামবে, জীবিত অথবা মৃত, না হয় কেটে ছিড়ে!!!

Address

161st Street Apt 10h
New York, NY
11432

Alerts

Be the first to know and let us send you an email when Live in USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live in USA:

Videos

Share



You may also like