Jahid Sheikh

Jahid Sheikh Hi...
This is Jahid sheikh official Page

আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের বানিজ্যিক বিমান অন্য দেশের আকাশসীমা ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার ফী দিতে হয় ওই দেশকে। দক্...
02/05/2024

আন্তর্জাতিক নিয়মে কোনো দেশের বানিজ্যিক বিমান অন্য দেশের আকাশসীমা ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার ফী দিতে হয় ওই দেশকে।

দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যাবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যাবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয় তাই এসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহারের সকল অর্থ পায় ভারত।

মুল কারন হল দেশদ্রোহী(?) রাজাকার(?) বেইমান(?) খুনি(?) ভূয়া মুক্তিযোদ্ধা(?) ভূয়া সেক্টর কমান্ডার(?) ভূয়া স্বাধীনতার ভূয়া ঘোষক(?) জিয়াউর রহমানের আমলেই (১৯৮০ সালে) শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের একমাত্র বেসামরিক রাডারটি বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হচ্ছে ৪৪ বছর ধরে।

কিন্তু ৪৪ বছরের পুরাতন রাডারটি অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে, এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যাবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে মানে সাত বছর আগে চট্টগ্রাম বিমানবন্দরের জন্যে নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই।

ভারতের কারনেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যাবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারর উপরে।

এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ সাত বছর থেকে চট্টগ্রামের রাডারটি পড়ে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।

চট্টগ্রামের রাডারটি চালু হলে ভারতের আয়ে ঘাটতি দেখা দিবে এইটা আগে চিন্তা করলে অন্তত ছয় বছর আগে এত টাকা দিয়ে রাডারটি কেনার প্রয়োজন ছিল না৷ ভারত মন খারাপ করবে বা ভারতের সুই সমতুল্য স্বার্থে লাগে এমন কাজ তো আর আমাদের পক্ষে সম্ভব না। দেশ জাহান্নামে যাক, বান্দে মাতারামই আসল চেতনা বাংলাদেশের।

ডিজিটাল বাংলাদেশের অপর নাম হল - ভারাত মাতা কি জয় হো। ভারতের এক ডলার ব্যাবসা কম হওয়া মানে ডিজিটাল বাংলাদেশের চেতনা কম হওয়া।।

@কপি পোস্ট

Bengali then vs Now :,,)Please follow us   #জাহিদশেখ      #আত্মসমর্পণ
11/16/2023

Bengali then vs Now :,,)

Please follow us
#জাহিদশেখ #আত্মসমর্পণ

আমি নির্বাক মানব। আমি মনের ভাব বাংলায় প্রকাশ করতে পারি না।  তাহলে কি মূল্য আছে এই ভাষা আন্দোলনের? যে যত কথাই বলুক আমার ক...
10/22/2023

আমি নির্বাক মানব। আমি মনের ভাব বাংলায় প্রকাশ করতে পারি না। তাহলে কি মূল্য আছে এই ভাষা আন্দোলনের? যে যত কথাই বলুক আমার কাছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ৪টি পয়সার মূল্য রাখে না।
তাইতো আর আগের মতো ভাষা দিবসে খালি পায়ে প্রভাতফেরিতে যাই না, শহীদমিনারে ফুল দিয়ে সম্মান জানাই না ভাষা শহীদদের। স্বাধীনতা দিবস, বিজয় দিবসে হাতে ফুল নিয়ে স্মৃতিসৌধে গিয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ কারিনা।
শুধু নিরবে বাক বিহীন আফসোস করে বলি হে যুদ্ধা আপনাদের জীবনের বিনিময়ে যে বাক ও দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন তা রক্ষা করতে পারিনি।

10/20/2023

আজকে মাঠে মেসির ছোয়া পেতে এক জন না, বরং ৩ জন ঢুকেছিলো।🤯
কখনো দেখছেন এওয়ে ম্যাচে কোনো খেলোয়াড় এর জন্য এত পাগলামি? শুধুমাত্র সর্বকালের সেরা মেসির জন্যই এমন পাগলামি করে তার পাগলা ফ্যান রা।🐐🤩
Leo Messi FIFA World Cup AFA - Selección Argentina Inter Miami CF

Send a message to learn more

10/19/2023

Who is the driver of this car?

10/18/2023

বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের জয় সাথে জয় পেলো আর্জেন্টিনা হেরে গেলো ব্রাজিল | Jahid Sheikh
#ফুটবল #আর্জেন্টিনা #বাংলাদেশ #ব্রাজিল #পেরু #মালদ্বীপ #উরুগুয়ে #জাহিদ #শেখ #৭আপ #প্রিয়দল

10/17/2023

attending you amazing video for you. Jamuna Television somoynews.tv Al Jazeera English Leo Messi
#খেলা #বাংলাদেশ #গ্রামবাংলা #ক্রিকেট #ফুটবল #বাংলাদেশীখাবার

10/08/2023

'কাটাতার ভেঙে ইসরায়েলে ঢুকেছে হামাসের সেনারা'

10/05/2023

একবার না পাড়িলে দেখো শতবার...

প্রেম নিবেদন পত্রের জন্য পাসপোর্ট সাইজের ছবি তোলা আছে শুধুমাত্র তুমার সার্কুলারের অপেক্ষায়।
08/13/2023

প্রেম নিবেদন পত্রের জন্য পাসপোর্ট সাইজের ছবি তোলা আছে শুধুমাত্র তুমার সার্কুলারের অপেক্ষায়।

তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা❤️
08/11/2023

তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা❤️

তোমায় পেলে আমি জোছনা দেখা ছেড়ে দেব।কারণ প্রতি রাতে আমার ঘর আলোকিত করে রাখা চাঁদ দেখার পর আমার আর নতুন করে জোছনা দেখার সা...
07/20/2023

তোমায় পেলে আমি জোছনা দেখা ছেড়ে দেব।
কারণ প্রতি রাতে আমার ঘর আলোকিত করে রাখা চাঁদ দেখার পর আমার আর নতুন করে জোছনা দেখার সাধ জাগবে না!😘🤩😍🥰

06/29/2023

Pahar Bilash | পাহাড় বিলাস | বিশম্ভরপুর উপজেলা | Jahid Sheikh
#পাহাড়বিলাস

05/20/2023

আমি চিন্তা করেছি, আপনাদের কাছে নাম চাবো যে বেস্ট ইলেভেন তৈরি করে দেন: পাপন

05/15/2023

- ভালোবাসা ছাড়াও..!!🙂
- মানুষের বহু ব‍্যক্তিগত দুঃখ থাকে..!!🤗

05/06/2023

Facebook Account Warning Problem Solved | ফেইসবুকের ওয়ার্নিং রিমুভ করার উপায় | Jahid Sheikh

আমার সিঙ্গেল বন্ধুকে যখন মেয়ে ভুত ভয় দেখাতে আসে..🤣
05/04/2023

আমার সিঙ্গেল বন্ধুকে যখন মেয়ে ভুত ভয় দেখাতে আসে..🤣

05/04/2023

ভ্রমণ করা উচিত কারণ স্থান পরিবর্তন মনকে নতুন শক্তি যোগায়।🥰
#জাহিদ #শেখ

Hi...
This is Jahid sheikh official Page

05/01/2023

ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল, রিয়াদ যাচ্ছেন হজ পালনে
Jahid Sheikh | জাহিদ শেখ
#জাহিদ #শেখ

04/29/2023

#জাহিদ #শেখ #জাহিদশেখ #শেখজাহিদ

04/29/2023

পেঁয়াজ🤔
Onion Cut🤔

চিটিংবাজি!প্রাণ কোম্পানির পটাটা স্পাইসি বিস্কুটটি আমার পছন্দের। তাই প্রায় সময় কিনে খাই। আজকেও কিনলাম ২০ টাকায়। প্যাকে...
04/29/2023

চিটিংবাজি!

প্রাণ কোম্পানির পটাটা স্পাইসি বিস্কুটটি আমার পছন্দের। তাই প্রায় সময় কিনে খাই। আজকেও কিনলাম ২০ টাকায়।
প্যাকেট খুলতেই দেখি মধ্যখানে ফাঁকা। এক তৃতীয়াংশ বিস্কুট নাই। আশ্চর্য!
এমন চিটিংবাজি আগে ছিল না। হয়তো "ঊর্ধ্বগতি"র প্রভাব পড়েছে বিস্কুটে!
👉তবে প্রশ্ন রয়ে গেল,
১. দাম বাড়ালেন
২. বিস্কুট কমালেন
কেন❓
দুই ধারায় জনগণকে কাটছেন কেন?
📣 প্রতিবাদ না করতে না করতে ভোঁতা হয়ে যাচ্ছি।
সুন্দর ভাবে বাঁচতে চান তাহলে প্রতিবাদী হোন।

Address

Gold Street
New York, NY

Telephone

+8801641787687

Website

http://bdnews1.com/

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies