Bangla Analysis

Bangla Analysis Basically we will work with news. However, background stories & impact of the news will also be here.
(1)

04/28/2023

আমেরিকায় গোলাপের বাড়ি বিলাস!

04/23/2023

ঈদের দিনেও উত্তাল সুদান। দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যকার লড়াইয়ে নিহতের সংখ্যা ৪শ' ছাড়ালো

04/23/2023

আয়মন্দার অজুহাত দেখিয়ে সম্প্রতি ১২ হাজার কর্মী ছাটাই করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাভেট। কিন্তু এরই মধ্যে কোম্পানী থেকে নেয়া তার বেতনভাতার তথ্য বেরিয়েছে, যা রীতিমত চমকে দিয়েছে বিশ্ববাসীকে। গত বছর তিনি ২৩৭৫ কোটি ডলার বেতন নিয়েছেন , যা তার অ্যালফাভেট কর্মীদের মোট বেতনের ৮০০ গুণ।

04/23/2023

আগামী এক বছর তুরষ্কের ঘরে ঘরে বিনামূল্যে গ্যাস দেবেন এরদোগান। নির্বাচনের আগে এ ঘোষনা দিলেন এরদোগান। এটা কি শেখ হাসিনার দশ টাকায় চাল আর ঘরে ঘরে চাকরি দেয়ার ঘোষনার মতই? কি মনে হয় আপনার?

03/26/2023

রাজনীতি, অর্থনীতি ,সমসাময়িক ঘটনা পরম্পরা নিয়ে নির্মোহ বিশ্লেষণ পাবেন এই প্ল্যাটফরমে।

08/10/2022

আয় আর ব্যায়ের বিস্তর ফারাকে মানুষের যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন সরকার তাদের মাথার ওপর চাবুক নাচিয়ে বলছে "বল ভালো আছি, বল দেশ এগিয়ে যাচ্ছে "।

06/22/2022
08/14/2021

বাংলাদেশের নাস্তিক!
সারাজীবন গৌরবের সাথে নিজেকে নাস্তিক প্রচার করেন, কিন্তু মা-বাবা কিংবা আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে কেন আবেগের সাথে ধর্মীয় আচার উদযাপন করেন? বিপদে, অসুস্থতায় লুকিয়ে লুকিয়ে আল্লাহ/ইশ্বরকে ডাকেন।
মানবপ্রেমই আসল ধর্ম, এমন বুলি যাদের ঠোঁটের আগায় নিত্যখেলা করে, সময় সময় তাদের আত্মপ্রবঞ্চনা দেখে বেশ হাসি পায়। মৃত্যুর পর তার নিজের জানাযা/ শেষকৃত্য এভয়েড করতে বলে যান না কেন সন্তানদের?
ধর্ম বিশ্বাস ও সংস্কারকে সুযোগ পেলেই তুলোধুনো করেন, অথচ নিজের বিয়ের আচার অনুষ্ঠান সারেন মসজিদে কিংবা মন্দিরে। ইমাম, পুরোহিত এর পড়ানো দোয়া, মন্ত্র জপে কলমা ক্ববুল করেন।
বাংলাদেশের নাস্তিকদের এমন দ্বিচারিতা দেখেই কি কবি লিখেছিলেন -
'দুদিল বান্দা কালেমা চোর
না পায় শ্মশান, না পায় গোর।'

'পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায়' এবার যদি তোরা মানুষ হতে!
08/06/2021

'পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায়' এবার যদি তোরা মানুষ হতে!

সিলেটে করোনা চিকিৎসায় ভয়াবহ চিত্র এবং মন্ত্রী বন্দনাবিশ্ব ব্যাংক এর অর্থায়নে ইউনিসেফ এর মাধ্যমে দেশের ৩০ জেলায় ৩০টি অক্স...
08/04/2021

সিলেটে করোনা চিকিৎসায় ভয়াবহ চিত্র এবং মন্ত্রী বন্দনা

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে ইউনিসেফ এর মাধ্যমে দেশের ৩০ জেলায় ৩০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। এই মূহুর্তে করোনায় দেশের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চলছে সিলেটে। এখানে অক্সিজেনের অভাবে রীতিমতো হাহাকার চলছে। আর কভিড মনিটরিং এর জন্য সিলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোদ স্বাস্থ্য সচিব লোকমান মিয়া। এরপরও এই ৩০ সৌভাগ্যবান জেলার তালিকায় নাম নেই সিলেটের।
গত মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সভায় কথাগুলো আক্ষেপের সুরে বলছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। "বিষয়টি নিয়ে আমি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এর সাথে বারবার আলাপ করেছি, চিঠি দিয়েছি৷ কিন্তু কোন ফল পাইনি"- যোগ করেন আরিফ।
সভায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দেয়া তথ্য আরো হতাশাব্যাঞ্জক।
এ হাসপাতালে নতুন ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ৪৫০টি নতুন শয্যা পাতা রয়েছে। গত বছরের ডিসেম্বরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় শয্যাগুলোকে শুধু করোনা ইউনিটে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করতে হবে। এক বছরে এ করোনা ইউনিট চালুর ব্যাপারে বহু আশার বাণী শুনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। অদ্যাবধি এর কোন সিদ্ধান্ত আসেনি মন্ত্রণালয় থেকে। যে কারণে ৪৫০ শয্যার করোনা ইউনিট ঝুলে আছে এক বছর ধরে। সাম্প্রতিককালে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সিলেট সিটি করপোরেশন তার নিজস্ব অর্থায়নে এ অক্সিজেন লাইন স্থাপণ করে দেয়ার প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব পাঠানো হলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে অনাপত্তিপত্র দিচ্ছে না।
সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তাকে উদ্দেশ্য করে বারবারই মেয়র বলছিলেন - আপনাকে বিষয়গুলো জানানো হলেও কোন অগ্রগতি আমরা পাচ্ছি না।' জবাবে পররাষ্ট্রমন্ত্রীর একটিই কথা ছিলো 'আমি চেষ্টা করছি।
সিলেটের করোনা চিকিৎসায় এমন বেহাল অবস্থায়ও কিছু আতেল উচ্ছিষ্টভোগী মিডিয়ার ভাঁড়ামো প্রচারণায় ঘেন্না লাগে। 'পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় সিলেটে দুধের নহর বইছে' এ জাতীয় প্রচারণা চালিয়ে তারা ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট মন্ত্রীর আশির্বাদ হয়তো পাচ্ছে, কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর প্রতি তারা কার্যতঃ নির্মম রসিকতা চালাচ্ছে। কোনকিছু হলেই তাতে পররাষ্ট্রমন্ত্রীর কৃতিত্ব প্রচারে তাদের উৎকট বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে যাচ্ছে। সেদিন দেখলাম ওই আতেল মিডিয়াগুলো নিউজ করেছে "পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় ওসমানীতে দুটি আইসিইউ সহ ৫৭টি করোনা বেড যুক্ত হয়েছে।" এই খবরের রহস্যও মিললো ওসমানী পরিচালকের বক্তব্যে। নতুন কোন বেড নয়। করোনা রোগির চাপ বেড়ে যাওয়ায় গাইনী ওয়ার্ড বন্ধ করে সেখানে করোনা রোগিদের জায়গা দেয়া হয়েছে। এই জোড়াতালির ব্যবস্থাপনাতেও পররাষ্ট্রমন্ত্রীর কৃতিত্ব প্রচার করে কারো লাভ না হলেও ওইসব আতেল সাংবাদিকদের হয়তো আরেকটি বিদেশ সফর নিশ্চিত হবে!
এভাবে মতলববাজ মোসাহেবরা মন্ত্রীর বন্দনা প্রচারে ব্যস্ত থাকলেও সিলেটের চিকিৎসা ব্যবস্থা যে একটি নাজুক অবস্থায় রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ওসমানীতে বর্তমানে ৩০ হাজার লিটারের অক্সিজেন রিজার্ভার রয়েছে, যদিও চাহিদা আরো বেশি। কিন্তু সেখানে ১৪/১৫ হাজার লিটারের বেশি অক্সিজেন সাপ্লাই পাওয়া যায় না। এ চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরবরাহ নিশ্চিত করতে কোন কার্যকর উদ্যোগ নেই। আর বেসরকারী হাসপাতালগুলোতে অক্সিজেন এর সরবরাহের চিত্র আরো ভয়াবহ। স্পেকট্রা ও লিন্ডে নামের দুটি কোম্পানি মিলে ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালে অক্সিজেন সরবরাহ দিতেই হিমসিম খাচ্ছে। বেসরকারি হাসপাতালগুলোর চাহিদা পূরণে তারা আগাগোড়াই অক্ষম। অথচ, একটি বিশাল জনগোষ্ঠীর চিকিৎসা বেসরকারি হাসপাতালগুলোর ওপর নির্ভরশীল।
এমনি বাস্তবতায় স্থানীয় সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সহ সিলেটের ৫ মন্ত্রীর নির্লজ্জ ব্যর্থতার প্রেক্ষাপটে নগরভবনের সভা থেকে সিলেটের সামগ্রিক চিত্র মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করার সিদ্ধান্ত নেয়া হয়। দেখা যাক এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় কি না।

Basically we will work with news. However, background stories & impact of the news will also be here.

Bangla Analysis is a social platform where the vivid picture of Bangladesh will be found. We will not be confined within...
08/04/2021

Bangla Analysis is a social platform where the vivid picture of Bangladesh will be found. We will not be confined within the narration of the current events, we are committed to provide the in-depth analysis of the contemporary issues. You will find the stories behind the incident and possible impact of the incident. We have no interest but honesty.
Keep touch .

Basically we will work with news. However, background stories & impact of the news will also be here.

08/03/2021

সিলেটের সাংবাদিকতায় খারাপ দৃষ্টান্ত!

মঙ্গলবার সিলেট নগর ভবনে একটি অনুষ্ঠান চলাকালে জনৈক অনলাইন গণমাধ্যম কর্মীর ওপর আক্রমণ, মারধরশেষে তাকে ২ ঘন্টা আটকে রাখেন কতিপয় মূলধারার গণমাধ্যম কর্মী। খবরটি আপত্তিকর, অশোভন এবং লজ্জাজনক। ফেসবুকভিত্তিক সাংবাদিকতা নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে। কিন্তু স্যোসাল এ প্লাটফর্মে খবর পরিবেশন কোন অন্যায় বা অপরাধ নয়। বরং বাংলাদেশসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো এখন স্যোসাল প্লাটফর্মে নিজেদের কন্টেন্ট প্রচারে অধিক মনোযোগী। প্রশ্ন হচ্ছে এসব প্লাটফর্মে সাংবাদিকতার মান নিয়ে। মানহীন, অপেশাদার সাংবাদিকতা শুধু স্যোসাল মিডিয়ায় কেন মূল ধারায়ও উপদ্রব হিসেবে পরিচিত। কিন্তু স্যোসাল মিডিয়ায় মানসম্মত সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস রয়েছে। ফলে তারাও সমাজে সাংবাদিকতার স্বীকৃতি পাচ্ছে, মূলধারার সাংবাদিকদের কাছে তা যতই মনোকষ্টের কারণ হোক।
প্রশ্ন হচ্ছে স্যোসাল মিডিয়ায় খবর পরিবশনকারীরা অপ-সাংবাদিকতা করলে তা দেখার জন্য রাষ্ট্রের সুনির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। এসব কর্তৃপক্ষের কিছু তৎপরতাও আমরা সময় সময় দেখি। কিন্তু তাদের ওপর হামলা চালানো, মারধর করা, অনুষ্ঠান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়ার দায়িত্ব কি সাংবাদিকদের দিয়েছে এই রাষ্ট্র? 'মানহীন' সাংবাদিকতা নিয়ন্ত্রণের নামে কথিত সাংবাদিকরা যে ফৌজদারি অপরাধ করলেন তা কি আইনসিদ্ধ?
সবচেয়ে পরিতাপের বিষয় হলো এ অন্যায়, সন্ত্রাসী কান্ডের নেতৃত্বে ছিলেন কতিপয় পরিচিত সিনিয়র সাংবাদিক। তাদের অপরিনামদর্শী কার্যকলাপে সেদিন নগরভবনে সিলেটের সাংবাদিকতা দীর্ঘদিনের গৌরব হারিয়েছে। মানুষের উপহাস, বিদ্রুপের পাত্র হয়েছে। "সাংবাদিকে- সাংবাদিকে মাইর" মানুষের এমন তির্যক মন্তবে সাংবাদিকরা হাস্যরসের পাত্র হয়েছেন। নগরীর গণ্যমান্য ব্যক্তিদের এ সভায় এমন হট্টগোল করে কথিত সাংবাদিকরা প্রমান করেছেন - তারা এসব ফোরামের যোগ্য নন।
তবে, ঘটনার রহস্য বিশ্লেষণে পাওয়া ভিন্ন তথ্যও বেশ প্রাসঙ্গিক মনে হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনকে বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় এক বছর ধরে ঘোষণা দিয়ে বয়কট করে যাচ্ছে সাংবাদিকদের একটি এসোসিয়েশন। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গে এ নির্লজ্জ ঘটনার অবতারনা করে সেই কথিত এসোসিয়েশনভুক্ত কয়েকজন সাংবাদিক। এ হেতু ধরে তারা হুড়মুড় করে অনুষ্ঠান বয়কট করে বাইরে চলে যায়। প্রায় দুই ঘন্টা পর অনুষ্ঠান শেষ হলে তারা আবার হলে প্রবেশ করে মেয়র আরিফুল হক চৌধুরীর ব্রিফিং কাভার করে। এ ঘটনার অবতারনা করে তারা মূলত এক ঢিলে দুই পাখি শিকার করেছেন। একদিকে মোবাইল জার্নালিস্টদের প্রতি তাদের হিংসা প্রসূত আক্রোশ মিটিয়েছেন, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রদানের পর্বটি সুকৌশলে বয়কট করেছেন। তবে, এর মাধ্যমে তাদের অর্জন যাই হোক, সিলেটের সাংবাদিকতার জন্য একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করা হলো।

Address

New York, NY

Telephone

+19294725914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in New York

Show All