Usman Goni Jabed

Usman Goni Jabed Sportsperson | Digital Creator | Community Activists | Stay with me by following on social medias.
(1)

11/23/2024

খেলা শুরুর আগে নিশ্চিত হওয়া উচিত-আপনি দাবাড়ু, নাকি দাবার গুটি।

দাবার গুটিগুলো সারাক্ষণ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থেকে একে অপরকে বোর্ড থেকে সরানোর প্রাণান্ত চেষ্টা করে। তাদের এই প্রচেষ্টা দাবাড়ুকে জয়ী করে। খেলা শেষে দাবাড়ু গ্র্যান্ডমাস্টারে পরিণত হন; আর গুটিগুলো ফিরে যায় তাদের পুরোনো বাক্সে, থাকে বাক্সবন্দী হয়ে। অপেক্ষায় থাকে পরবর্তী খেলায় আবারও ব্যবহৃত হওয়ার।

আত্মনিয়ন্ত্রণের যোগ্যতার অভাব মানুষকে দাবার গুটির ন্যায় দাবাড়ু তথা স্বার্থান্বেষীদের স্বার্থ ও সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হতে বাধ্য করে।

11/11/2024

দেশে অনেক যোগ্যতাসম্পন্ন এবং তুলনামূলক কম বিতর্কিত মানুষ আছেন। সবার ই প্রশ্ন উনাদের কে না নিয়ে কেনো অন্যদেরকে নেওয়া হচ্ছে। এর কারণ টা হলো এই যোগ্যতাসম্পন্ন এবং কম বিতর্কিত মানুষগুলো হয়তো(সম্ভাবনা বেশি) কোনো অযৌক্তিক এবং বেমানান কাজকর্মে বাধা দিয়ে দিবে। আরেকটি হলো মামা-শশুরদের মন রক্ষা করা। আর, এজন্যেই এতো এতো উপদেষ্টা বা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কোনো হুজুর বা ধর্মীয় লোক নিয়োগ দেওয়া হয় না বা হয় নাই।

শুভ কামনা_বাংলাদেশের জন্যে।🇧🇩

11/02/2024

**وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّ يَعْمَلُ الظَّالِمُونَ*
إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ*

"যালিমরা যা করছে সে ব্যাপারে তোমরা আল্লাহকে কক্ষনো উদাসীন মনে কর না। তিনি তাদেরকে সেদিন পর্যন্ত ঢিল দিচ্ছেন যেদিন ভয়ে আতঙ্কে চক্ষু স্থির হয়ে যাবে।"

-সূরা ইব্রাহিম আয়াত ৪২-৪৩

10/25/2024

মানুষের আসলে লজ্জা শরম বলতে কিছু নেই.! একটা জিনিস প্রায় পুরো টাই কলংকিত অন্যায় আর পাপ দিয়ে। এরপরেও মানুষ কেমন জানি গর্বের সাথে সেটার স্বপক্ষ নিয়ে কথা বলতেছে।
আসলে এটা ওদের জন্যে স্বাভাবিক। কারণ, নূন খেলে গুণ গাইতে হয় যে। খারাপের সাথে খারাপ করেছেন সমর্থন দিয়েছেন এখন খারাপের বিপদে সাফাই তো গাওয়াই লাগবে।.!✍️

Always be aware about your Friends.! They might be a Ra**st and cheap minded people, They might be Dirty Waste , Their t...
10/16/2024

Always be aware about your Friends.! They might be a Ra**st and cheap minded people, They might be Dirty Waste , Their thinking level might be too much dirty. They might be not safe for Your Daughters and your Family. We make everything normalise by the name of Jokes and Fun. But, that's a big issue and a big Virus for us.. So, Be aware of them and scared about that and Them…

10/14/2024
09/17/2024

এই মুহুর্তে ২ ধরনের সমালোচনা হচ্ছে:-
১। গঠনমূলক সমালোচনা যা দেশ পুর্নগঠনে স্বচ্ছতা আনবে।
২। সমালোচনা করে ইনিয়ে বিনিয়ে বলা" আগেই ভাল ছিলাম"

১ নাম্বারের পক্ষে আছি তবে ২ নাম্বারের পক্ষে নেই।

🫡
09/13/2024

🫡

শিল্পকলা একাডেমির ডিজি হিশেবে নিয়োগ পাওয়া জামিল আহমেদের একটা বক্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে৷ তিনি বলেছেন—‘শিল্পকলা একাডেমিতে ...
09/11/2024

শিল্পকলা একাডেমির ডিজি হিশেবে নিয়োগ পাওয়া জামিল আহমেদের একটা বক্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে৷ তিনি বলেছেন—

‘শিল্পকলা একাডেমিতে যদি আমি নিয়োগ পাই, আমি চাইবো ওখানে জামায়াত যেন আসে। এইজন্য যে, জামায়াত বলুক, কেন ২০২৪ সালে এসেও মেয়েদের বোরকা পরতে হবে? তারা আমাদের নিশ্চিত করবে যে, কেন এই ২০২৪ সালে এসেও শরিয়তী রাষ্ট্রব্যবস্থা দরকার? কারণ, কুরআনেই বলা আছে, কোনো নারীর দিকে দৃষ্টি পড়লে দৃষ্টি নামাও। আমি যদি দৃষ্টি নামাই, আমি যদি সংযত হই, তাহলে নারীকে কেন মাথায় ঘোমটা দিতে হবে?’

শুরুতেই জামিল আহমেদ একটা ধন্যবাদ পেতে পারেন এই কারণে যে—ইসলামকে রিপ্রেজেন্ট করে এমন একটা দল বা গোষ্ঠীর কাছে তিনি একটা বিষয় জানতে চেয়েছেন। তার এই আগ্রহ এবং কৌতূহলকে স্বাগত জানাই।

তবে, তিনি মোটাদাগে একটা ভুল প্রশ্ন করেছেন এবং সেটা যে ইসলাম সম্পর্কে তার অজ্ঞতা থেকে উদ্ভূত, তা বলার অপেক্ষা রাখে না।

খেয়াল করুন, তিনি বলতে চেয়েছেন—কুরআন যেহেতু পুরুষদের দৃষ্টি নামিয়ে রাখতে বলেছে, তাহলে আপনারা যদি নিজেদের দৃষ্টিকে নামিয়ে রাখেন, যদি নিজেদের সংযত করে চলেন, তাহলে তো নারীদের আর বোরকা পরতে হয় না।

আচ্ছা। যদি সকল পুরুষ দৃষ্টি নামিয়ে চলতো আর দৃষ্টিকে সংযত করে চলতো, বাইরে বের হলে নারীরা তাহলে কী পরতো?

জামিল আহমেদকে এই প্রশ্ন যদি করা হয়, হয়তো তিনি উত্তরে বলবেন—‘স্বাধীন পোশাক, যেমন শাড়ি বা থ্রি-পিছ বা অন্যান্য কাপড়চোপড়’।

এখানে জামিল আহমেদরা যে ফিলোসফিটা দাঁড় করাতে চান তা হলো—বোরকা একটা স্বাধীন পোশাক নয়, ঠিক যেরকমভাবে শাড়ি বা থ্রি-পিছ বা শার্ট প্যান্ট পরাটা স্বাধীন পোশাক৷ বোরকা হলো অনিচ্ছাকৃত, জোরপূর্বক এবং চাপিয়ে দেওয়া একটা পোশাক’।

আর, এই অনিচ্ছাকৃত, জোরপূর্বক এবং চাপিয়ে দেওয়া পোশাক মেয়েরা কেন পরে?

কারণ—পুরুষের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে।

তো, জামিল আহমেদ বলতে চাচ্ছেন— ‘জামায়াত এতোদিন করলোটা কী? এতো দ্বীনের দাওয়াত, এতো নাসীহা, ওয়াজ মাহফিল, এতো বড় বড় কুরআনের মজলিস, এখন পর্যন্ত পুরুষদেরকে নিজেদের দৃষ্টি সংযত করতে কনভিন্স করতে পারল না কেন? তারা যদি কনভিন্স করতে পারতো, আজকে, ২০২৪ সালে এসেও নারীদেরকে বোরকা পরতে হতো না৷ তারা শাড়ি পরে, সেজেগুজে, খোঁপায় ফুল দিয়ে, পায়ে আলতা পরে বাইরে আসবে। অথবা—তারা হাতকাটা ব্লাউজ পরে আসতে পারবে রমনার বটমূলে কিংবা শিল্পকলা একাডেমিতে। কিন্তু, জামায়াত কী করলো এতোদিন?’

জামিল আহমেদরা যেটা বরাবরই ভুল করেন সেটা হলো—তারা নিজেদের জন্য যে সংস্কৃতি, যে পোশাক, যে লাইফস্টাইল পছন্দ করেন, সেটাকেই সত্য, সহজাত আর সকলের পছন্দ বলে মনে করেন।

তারা ভাবেন যে—সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত চর্চা করাটাই হলো বাঙালিয়ানা৷ কিন্তু, ভোরবেলা উঠে ফযরের নামায পড়া, তারপর কুরআন তিলাওয়াত করাটা তাদের কাছে বাঙালিয়ানা না, সেটা আরবের সংস্কৃতি।

তারা ভাবেন, শাড়ি পরে, কপালে বড়সড় লাল টিপ দিয়ে, খোঁপায় ফুল গুঁজে সেজেগুজে যে রমনী বাইরে আসে, সে হলো প্রকৃত স্বাধীন নারী। তার ভেতরে আছে খাঁটি দেশ আর সংস্কৃতিপ্রেম।

কিন্তু, যে মেয়েটা বোরকা পরে, যে কপালে টিপ দেয় না কিংবা যে ছেলেটা মুখে দাড়ি রাখে, সে কোনোভাবেই প্রকৃত বাঙালি নয়।

জামিল আহমেদরা খুব স্বাধীনতা স্বাধীনতা করলেও, তারা এটা বিশ্বাস করতে চান না যে—একজন নারী স্রেফ নিজের ভালো লাগা থেকেও, নিজের পছন্দ থেকেও বোরকা পরতে পারে। তারা মানতে চান না যে—দুনিয়ার সকল নারী পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শনে স্বঃস্তিবোধ করে না। তারা কল্পনাও করতে পারেন না যে—অন্য সবার কাছ থেকে লুকিয়ে, শুধুমাত্র স্বামীর সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করাটাও ‘লয়ালিটি’ হতে পারে।

সকালবেলা রবীন্দ্রনাথ চর্চা করা, ছবির হাটে গিয়ে এলিটিজম করা, গান বাজনা, আর্ট কালচার করাটাকে জামিল আহমেদরা ‘ব্যক্তিস্বাধীনতা’, ‘প্রগতিশীলতা’, ‘সংস্কৃতিমনা’ হিশেবে ভাবতে পারেন।

তবে, কেউ তাদের বিশ্বাসের ওপর ভর করে, আল্লাহর দেওয়া বিধানকে ভালোবেসে বোরকা পরছে কিংবা দাড়ি রাখছে, সেটাকে তারা ‘ব্যক্তিস্বাধীনতা’ বা ‘প্রগতিশীলতা’ বলে ভাবতে পারেন না৷

তারা ভাবেন, ধর্ম সবসময় ‘চাপিয়ে দেওয়া’ কোনো বস্তু।

জামিল আহমেদদের আর দোষ কী! এই দেশে প্রগতিশীলতা জিনিসটাই তো দাঁড়িয়ে আছে ইসলাম নিয়ে অজ্ঞতা আর বিদ্বেষের ওপর ভর করে।
©আরিফ আজাদ

Got this precious gift(Key-Ring) from my beloved Wife.🥨✨
08/30/2024

Got this precious gift(Key-Ring) from my beloved Wife.🥨✨

আব্বা এবং আম্মা...!  দুইজন ই পাশাপাশি শুয়ে আছেন।আম্মা বিদায় হওয়ার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আমি মনস্থির করি যে পরের দি...
08/27/2024

আব্বা এবং আম্মা...! দুইজন ই পাশাপাশি শুয়ে আছেন।
আম্মা বিদায় হওয়ার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আমি মনস্থির করি যে পরের দিন সকালে গ্রামের বাড়িতে যাবো আব্বা'র কবর জিয়ারত এর উদ্দেশ্যে। কিন্তু আল্লাহর হুকুমে পরের দিন সকালে আম্মা'কে ও নিয়ে যেতে হয়েছে খাটিয়া'য়/এম্বুলেন্সে করে (১৬ই আগষ্ট, ২০২৪)। এবং, দুজনের কবর জিয়ারত করতে হইছে একসাথে।

"রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা"
অর্থ: হে আমাদের মহান পালনকর্তা! আমার পিতা-মাতার প্রতি আপনি সেইভাবে দয়া করুন, যেভাবে তাঁরা শৈশবে আমাকে স্নেহ-মমতা, ভালবাসা দিয়ে লালন-পালন করেছেন।

08/10/2024

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ.!

08/06/2024

আসলে অরাজকতা আর নৃশংসতা যারা করে তারা তাদের ব্যাক্তি কিংবা প্রাতিষ্ঠানিক কিংবা গোত্রীয় আবেগ থেকে করে। আর, আমরা জাতে উৎসাহি প্রো-ম্যাক্স। কেউ যদি বলে চিল কান নিয়ে গেলো লে- তখন কানে হাত না দিয়ে চিলের পিছনেই দৌড়ানি শুরু করি।
আসুন.. আমরা যারা অন্ততপক্ষে অক্ষরজ্ঞান সম্পন্ন মানুষ- তারা, একটা কথা বলা কিংবা শেয়ার করার আগে একাধিকবার ভেবে নেই.!
আল্লাহ সবার মঙ্গল করুন.!

08/05/2024

জরুরী লাল সতর্ক (Emergency Red Alert: বার্তা...

শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী ২৪ ঘণ্টার (After 24 hours of Resignation of PM) মধ্যে দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন, সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে হাসিনার তৈরি করা একটি গোয়েন্দা বাহিনীর প্রধানমন্ত্রীর (হাসিনার) অধীনস্ত থাকা স্পেশাল ব্রাঞ্চ (পিমও) প্রায় ৫০০ সদস্য। তাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

Task 1. হাসিনার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে নারায়ে তাকবির স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করা। Goal: মূলত এই আন্দোলন জামাত-শিবির করেছে সেটা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে করা হবে।

Task 2. সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা-হত্যা-লুটপাট করা হবে। সেগুলো ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে প্রচার করা হবে। Goal: হাসিনা ছাড়া কারো কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় প্রমাণ করা এবং সংখ্যালঘু নিরাপত্তার অজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা।

Task 3. বিদ্যুৎকেন্দ্র, বড় সেতু, কারখানা বা এমন অনেক স্থাপনা ধ্বংস করে দেয়া। Goal: মেরামত করতে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরবর্তী সরকার যেন দেশ চালাতে ব্যর্থ হয়।

- দ্রুত দেশবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দেয়া দরকার। আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেয়া হয় সেই ব্যবস্থা করা দরকার। আন্দোলনের সমন্বয়কদের এই ২৪ ঘণ্টা সরকার গঠনসহ নানা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রাখা হবে। এর মধ্যে সব ঘটনা ঘটিয়ে ফেলা হবে।

07/26/2024

We have to be fearless.! We're not going to live life-long.
We'll die one day. So, try to grow up your kids like a Legend. Let them live like Legend. One Legend is better than hundreds of coward.

07/19/2024

বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে যা আজ রাত ১২টা থেকে কার্যকর হবে। এছাড়াও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

Address

Los Angeles, CA
90020

Alerts

Be the first to know and let us send you an email when Usman Goni Jabed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Usman Goni Jabed:

Videos

Share