প্রবাসীর কথা sg

প্রবাসীর কথা sg আমাদের চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করে থাকি

আজকে থেকে সেনাবাহিনী নামার নিদেশ দিয়েছে। সেনাবাহিনী দেখলে ভয় পাবেন না, কারন সেনাবাহিনী কোনো শিক্ষার্থীর উপর হা'ম'লা করতে...
18/07/2024

আজকে থেকে সেনাবাহিনী নামার নিদেশ দিয়েছে।

সেনাবাহিনী দেখলে ভয় পাবেন না, কারন সেনাবাহিনী কোনো শিক্ষার্থীর উপর হা'ম'লা করতে পারবে না। যদি হা'ম'লা করে তাহলে sanction(নিষেধাজ্ঞা) খাবে। আর যদি সেনাবাহিনী sanction(নিষেধাজ্ঞা) খায় তাহলে ওদের UN mission (জাতিসংঘ শান্তিরক্ষা মি'শ'ন) বন্ধ হয়ে যাবে, যার ফলে দেশে সেনাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে।
প্লিজ সবাই শেয়ার দেন এ নিউজ টা বা কপি করে বিভিন্ন গ্রুপে দেন অনেক এর মনে ভয় ঢুকে গেছে এ নিউজ দেখার পরে তারা আবার তাদের মনের ভয় দূর করে রাজপথে থাকবে ইনশাআল্লাহ।

চিনে রাখুনশহীদ আবু সাইদ ভাইয়ের খুনি! কি দারুণ ভয়ংকর ফুটফুটে সুন্দর।
17/07/2024

চিনে রাখুন
শহীদ আবু সাইদ ভাইয়ের খুনি!

কি দারুণ ভয়ংকর ফুটফুটে সুন্দর।

স্বাধীন দেশে এ অবস্থার জন্য কে দায়ী? আমরা কি চেয়েছিলাম এমন স্বাধীনতা?
15/07/2024

স্বাধীন দেশে এ অবস্থার জন্য কে দায়ী?
আমরা কি চেয়েছিলাম এমন স্বাধীনতা?

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বা...
13/07/2024

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!
হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি।

রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল।

ভালোই চলছিল দিন....... হঠাৎ একদিন হলো বিপত্তি...!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল...!

ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকে ধিরে ধিরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগার।

এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো.... ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার।

বাংলার সাধারণ মানুষের উপর এভাবেই দানবগুলো বসে আছে।এটাই যেন বাংলাদেশের বাস্তব রূপ।
11/07/2024

বাংলার সাধারণ মানুষের উপর এভাবেই দানবগুলো বসে আছে।এটাই যেন বাংলাদেশের বাস্তব রূপ।

 #পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ...
11/07/2024

#পা চাটা লোকেরা সব জায়গায় সুবিধা পায়। সামাজিক ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন আর কর্মক্ষেত্রেই বলেন, এরা সর্বোচ্চ সুবিধা পেয়ে থাকে।

বলতে গেলে পা চাটাদের একটা কোটা ই থাকে আলাদা। অথচ এরা না কারো বিশ্বস্ত, না কারো নিজস্ব লোক, এরা হলো সুবিধাবাদী এবং মেরুদণ্ডহীন টাইপের লোক। এদের ব্যক্তিত্ব বলতে কিছুই নেই৷

এদের মাঝে নিজস্ব বিবেক, বুদ্ধি, মানবতা বলতে কিছুই নেই, কিন্তু কুবুদ্ধি ভালো থাকে। তবুও এরাই অনেকের কাছে প্রিয় হয়ে থাকে।

03/07/2024

সিঙ্গাপুর জুয়েল

When I saw facebook using tik tok youtube getting out of control.  Then try to withdraw yourself a little.  I don't know...
30/06/2024

When I saw facebook using tik tok youtube getting out of control. Then try to withdraw yourself a little. I don't know how much I can do. But I will try to use it as little as possible.

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মা+রবে - তারপর ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে 😎
25/06/2024

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মা+রবে - তারপর ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে 😎

23/06/2024
প্রিয় দেশবাসী,  রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়ে চলেছে,, সবাই সর্তক হোন, বাড়ির পাশের ঝোপঝাড় পরিস্কার রাখুন সেই সাথে ছোট বা...
21/06/2024

প্রিয় দেশবাসী, রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়ে চলেছে,, সবাই সর্তক হোন, বাড়ির পাশের ঝোপঝাড় পরিস্কার রাখুন সেই সাথে ছোট বাচ্চাদের খেয়াল রাখুন,এই সাপের এক ছোবলে মৃত্যু নিশ্চিত,আল্লাহ আমাদের সবাইকে হেপাজত করুন।।।

ঈদ মুবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।
16/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাংলাদেশের জয়ের দুরুত্ব শুধু এতটুকু। তবে এই ম্যাচ যদি জিতে যেতাম তবে চাপা পড়ে যেত কয়ে...
12/06/2024

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচে বাংলাদেশের জয়ের দুরুত্ব শুধু এতটুকু। তবে এই ম্যাচ যদি জিতে যেতাম তবে চাপা পড়ে যেত কয়েকটি প্রশ্ন?

১। লাস্ট ১৮ বলে ২০ রান হাতে ৬ উইকেট কিন্তু ৯ জন ব্যাটসম্যান নিয়ে ও কেন চেজ সম্ভব নয়?

২। বাংলাদেশের ফিনিশার রা কী শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই ম্যাচ ফিনিশ করতে পারে (যেমন : শামীম, আফিফ বা আজকোর জাকির)

৩। আম্পায়ারিং নিয়ে কি এখনো মুখ খুলবে না ক্রিকেট বোর্ড আজকে যতগুলো আবেদন হয়েছে সবগুলোতে আম্পায়ার রা হাত তুলে দিয়েছেন৷

ঐ একটা বাই ৪ যদি হতো ফলাফলটা ভিন্ন রকম হতে পারতো।

তা ছাড়া কয়েকটি ওয়াইড বল ও ওয়াইডদেয় নাই হৃদয়ের আউটা বাদ ই দিলাম।

09/06/2024

অগ্রণী ব্যাংকে ৫% প্রণোদনা চালু আছে না বন্ধ আছে কারো জানা থাকলে জানাবেন

সিঙ্গাপুর প্রবাসীদের কিছু প্রিয় মুখ💚🇸🇬 খালি ঘরে আমি একটি ছবি বসিয়ে দিয়েছি, এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, আমরা সক...
04/06/2024

সিঙ্গাপুর প্রবাসীদের কিছু প্রিয় মুখ💚🇸🇬 খালি ঘরে আমি একটি ছবি বসিয়ে দিয়েছি, এখানে কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, আমরা সকলেই ভাই ভাই 🇸🇬🇧🇩💚🤝
এই কজন ব্যতীত আরো অনেক বাংলাদেশী আছে তারা সিঙ্গাপুর প্রবাসীদের সেবায় নিয়োজিত, অনেকে আছেন যারা মিডিয়ার সামনেও আসে না, পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন, তাদের ছবি দিতে গেলে ব্যানারটা অনেক লম্বা হয়ে যাবে, তাই তাদের জন্য রইল ভালোবাসা ও অভিনন্দন 🇸🇬💚🤝🇧🇩

03/06/2024
সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামক...
02/06/2024

সাব্বাশ বাংলাদেশ - আরো বেশী ভ্যাট আর ট্যাক্স বাড়ানো দরকার,এদেশের মানুষের টাকার অভাব নেই।

পৃথিবীর সবচাইতে ব্যায়বহুল ও নামকরা এয়ারলাইনস এর নাম -- Bangladesh Biman.

এটি এতই ব্যায়বহুল যে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের দামে অন্যান্য ফ্লাইটে আপনি ২/৩ বার আসা যাওয়া করতে পারবেন।
এটি এতই নাম করা ও ভালো সার্ভিস দেয় যে,যাত্রীগন অন্য ফ্লাইট বাদ দিয়ে এই ফ্লাইটে সহজে চড়তে চান না।

শুনেছি এই বিমানগুলো মাটি থেকে আকাশে উড়ার সময় ৩ গুন তেল বেশী খেয়ে ফেলে তাই মনে হয় ভাড়াটাও সেঅনুযায়ী নেওয়া হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার নমুনা রেট খেয়াল করুন!!!!

Kualalumpur To Dhaka ~ 12,000৳
Dhaka To Kualalumpur ~ 1,20,000৳

Dubai To Dhaka ~28,000/-
Dhaka to Dubai ~1,12,000/-

Oman to Dhaka ~30,000/-
Dhaka to Oman ~ 80,000/-

Qatar to Dhaka ~24,000/-
Dhaka to Qatar ~92,000/-

South Korea to Dhaka ~1,18,000/-
Dhaka to South Korea ~2,15000/-

02/06/2024

হজ্বের বিমান ভাড়া - ১,৯৬,০০০/=
উমরায় বিমান ভাড়া - ১,০০,০০০/=
ভিজিটে বিমান ভাড়া - ৬০,০০০/=

ভিজিটে ভাড়া ৬০,০০০।
এখন আল্লাহ, রাসুলকে ভালবেসে উমরাহ করতে যাবেন কেনো? এজন্য অতিরিক্ত ৪০,০০০ টাকা দিতে হবে।

ফরয ইবাদত হজ্ব করতে চাইলে অতিরিক্ত ১,৩৬,০০০ টাকা দিতে হবে।

যাদের কারণে এদেশ থেকে আমরা অনেকে হজ্বে যেতে পারবো না, আল্লাহ যেন হাশরের ময়দানে, তাঁদের বিচার আমাদেরকে দেখার সুযোগ করে দেন, আমীন।
যদি লেখাটা ভালো লাগে অবশ্যই সবার কাছে যেন একটাই কথা এবং দাবি যারাই পড়বেন তারা একটা করে শেয়ার দিবেন সবার কাছে কৃতজ্ঞ থাকব

23/05/2024

বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান যে অবস্থা যদি উগান্ডার সাথে তিন ম্যাচ সিরিজ দেওয়া হয় তাহলে উগান্ডা সিরিজ জিতে নিবে। আপনাদের কি মতামত জানাবেন

22/05/2024
20/05/2024

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন.!!😭😭
একজন বীরের বিদায় 🤲🤲🤲🤲🤲

আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক'কে হারালাম।😰😰যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেননি। আজকের দিনটা মুসলমানদের জন্য একটা মর্মান্তিক দিন মুসলিম বিশ্ব আরেক বীরযোদ্ধাকে হারিয়েছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন আমীন। 🤲

সংবাদটা কতটুকু সত্য আপনারাই বলুন।
15/05/2024

সংবাদটা কতটুকু সত্য আপনারাই বলুন।

আপনাদের মন্তব্য শুনতে চাই।
04/05/2024

আপনাদের মন্তব্য শুনতে চাই।

03/05/2024

Address

Singapore

Telephone

+6593432331

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসীর কথা sg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসীর কথা sg:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Singapore

Show All