01/01/2024
বিগত বছরের চাওয়া পাওয়ার হিসাব আমার কাছে নেই! ও যারা হিসাবরক্ষক তারাই করে বেড়াক। তবুও বলি নতুন বছরটা সবার হোক খুশি ও আনন্দময় ,
আর বড়কথা হলো মধ্যোবিত্বেদের আবার নববর্ষের উদযাপন কিসের! তিনশত পয়ষট্টি দিন পার হয় সাল একটা পরিবর্তন হয়ে নতুন একটা যোগ হয় এই আর কি। প্রতিদিনই উদযাপিত হয় একটা আশার শেষ লগ্ন। থেকে যায় পেন্ডিংএর খাতায় শুরু আর একটা আশার ক্ষন! যদি পূর্ণ হয় যা চাই তা। এভাবেই চলে মধ্যবিত্বের উদযাপন আমারণ।