Sabuj prithibi

Sabuj prithibi vedio creator

ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা🕋"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" অনেক দিনপরে আমার ভাগিনাকে সাথে নিয়ে ঈদুল আযহার নামা...
17/06/2024

ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা
🕋"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
অনেক দিনপরে আমার ভাগিনাকে সাথে নিয়ে ঈদুল আযহার নামাজের উদ্দেশ্যে ঈদগায়ে যাওয়া,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা...
16/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ্।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
🕋"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
অর্থঃ আল্লাহ আমাদের এবং তোমাদের সৎকর্মগুলো কবুল করুন।"

03/06/2024 আজকে,জীবনটাকে পরিবর্তন করার জন্য নতুন একটি উদ্যোগ,জীবনে প্রথম Business শুরু করলাম ২৯০ বস্তা 18305KG ভুটটা কিন...
03/06/2024

03/06/2024 আজকে,

জীবনটাকে পরিবর্তন করার জন্য নতুন একটি উদ্যোগ,
জীবনে প্রথম Business শুরু করলাম ২৯০ বস্তা 18305KG ভুটটা কিনে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ঠিকভাবে Business করার তৌফিক দেয়, এবং বিজনেসের মধ্যে বরকত দান করেন।
কৃষক এবং ব্যবসায়ীদের সাথে ভালো ব্যবহারের সহিত আন্তরিকতার সহিত আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করা তৌফিক দেয় আমিন 🤲🤲

দীর্ঘ পাঁচ বছর পরে দিনাজপুরে আসা,জানিনা আবার কবে আসা হবে,
22/05/2024

দীর্ঘ পাঁচ বছর পরে দিনাজপুরে আসা,জানিনা আবার কবে আসা হবে,

দীর্ঘ পাঁচ বছর পরে দেখা, এর আগে দেখা হয়েছিল সিঙ্গাপুরে ২০১৯ এবার ঢাকাই ২০২৪,
18/05/2024

দীর্ঘ পাঁচ বছর পরে দেখা, এর আগে দেখা হয়েছিল সিঙ্গাপুরে ২০১৯ এবার ঢাকাই ২০২৪,

Coming Home, Coming home New chapter, New bigining. Home sweet home,where dreams are designed.. Where heart melts...  ❤️...
16/05/2024

Coming Home, Coming home
New chapter, New bigining. Home sweet home,where dreams are designed.. Where heart melts... ❤️😍🫶🥰,
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। এতদিন আপনাদের সাথে সিঙ্গাপুরে ছিলাম। আজকে ১৬ তারিখে ৮:৩৫মিনিটে আমি বাংলাদেশর উদ্দেশ্য রউনা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন যাবত আপনাদের সাথে আছি, আমার ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন দয়াকরে আমাকে মাফ করে দিবেন, চলতে চলতে অনেক ভুল করেছি ভুল গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সবার কাছে দোয়ার জন্য দরখাস্ত যেন ভালোভাবে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারি আমিন🤲🤲 সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ

You Can’t  change the past but you can change the future if you try.
14/05/2024

You Can’t change the past but you can change the future if you try.

29/04/2024

স্বপ্নের সিঙ্গাপুর চলোনা ঘুরে আসি
jewel Changi airport Singapore.

MWCAF CHARITY  GOLF FUNDRAISING DINNER 2024. With jointing Tharman ShanmugaratnamPresident of Singapore
17/04/2024

MWCAF CHARITY GOLF FUNDRAISING DINNER 2024. With jointing
Tharman Shanmugaratnam
President of Singapore

Happy birthday  Tung YF🎉🎉🎉Happy birthday handsome men Chief Tung YF 🎉🎉 🌸 have a great day ✨ wishing you a very special b...
13/04/2024

Happy birthday Tung YF🎉🎉🎉

Happy birthday handsome men Chief Tung YF 🎉🎉 🌸 have a great day ✨ wishing you a very special birthday 💫 hope your birthday is full of love and happiness 🎉 enjoy your special day and success in all your endeavors 🌼 Enjoy your birthday to the fullest 👉🏻💕👈🏻
ACE Group Tung YF

ঈদ মোবারক,ঈদ মোবারক,স্বপ্নের সিঙ্গাপুর বলতে অনেকেই মনে করে যে এই দেশে আসলেই বুঝি স্বপ্নগুলো পূরণ হয়ে যায় আর সেজন্যই এদ...
12/04/2024

ঈদ মোবারক,ঈদ মোবারক,

স্বপ্নের সিঙ্গাপুর বলতে অনেকেই মনে করে যে এই দেশে আসলেই বুঝি স্বপ্নগুলো পূরণ হয়ে যায় আর সেজন্যই এদেশকে স্বপ্নের সিঙ্গাপুর বলে।

আসলে কি তাই?
না,আসলে এমনটি নয়...
স্বপ্নের সিঙ্গাপুর বলতে বুঝানো হয়েছে এই দেশটি স্বপ্নের মতই পরিপাটি গোছানো ও সুন্দর।

Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Happy Eid to all, I hope the day of Eid at the end of the holy month of Ramadan w...
09/04/2024

Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Happy Eid to all, I hope the day of Eid at the end of the holy month of Ramadan will bring you good news, I hope you will be very happy, stay healthy and may Allah give you long life Amen🤲🤲

09/04/2024

ঈদ করার জন্য সৌদি চেয়ে থাকে, আর মেয়ে বিয়ে দেওয়ার জন্য ইউরোপ🫣😲🤔

08/04/2024

সৌদি আরবে আজকে চাঁদ দেখা যায়নি তাই সৌদি আরবে বুধবারে ঈদ হবে ইনশাআল্লাহ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ...
05/04/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক,
মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। আগামী ১০ এপ্রিল বুধবার সকাল ৮ ঘটিকায় ঈদুল ফিতরের ঈদের জামাত সিডিপিএল ডরমেটরি বড় মাঠে অনুষ্ঠিত হবে।এবং ফজরের জামাত ৬ঃ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। নিজ জায়নামাজ সাথে নিয়ে এবং রুম থেকে অজু করে আসার জন্য অনুরোধ রইল। আপনাদের সকলের উপস্থিতি আমাদের কাম্য। জাযাকাল্লাহ খায়ের।

CDPL dormitory tuas EID a namaj a somoy suchi...

টাকা ইনকাম করতে গিয়ে পুরুষরা ক্লান্ত হলেও 🤗টাকা খরচ করতে নারীরা মোটেই ক্লান্ত হচ্ছে না 🤔
03/04/2024

টাকা ইনকাম করতে গিয়ে পুরুষরা ক্লান্ত হলেও 🤗
টাকা খরচ করতে নারীরা মোটেই ক্লান্ত হচ্ছে না 🤔

30/03/2024

সবার কাছে পৌঁছানোর জন্য এটিকে শেয়ার করুন।

যদি কারো স্বর্ণ ও নগদ টাকা মিলে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম না হয় তবে তাকে দেখতে হবে অন্তত সাড়ে ৫২ তোলা রূপার দাম হয় কিনা? হলে জাকাত দিতে হবে। আবার কারো যদি নিসাব পরিমাণ রূপার কম থাকে, সে রূপা ও নগদ টাকা মিলে অন্তত সাড়ে ৫২ তোলা রূপার দামও হয়, তবে তাকে জাকাত দিতে হবে।

ধরা যাক, কারো কাছে ২ ভরি/তোলা স্বর্ণ আছে আর নগদ ২০ হাজার টাকা আছে। স্বর্ণের দাম ভরি প্রতি ৭০ হাজার হলে মোট ১ লাখ ৪০ হাজার আর নগদ মিলে ১ লাখ ৫০ হাজার টাকা হয়। আর তা দিয়ে সাড়ে সাত তোলা স্বর্ণ কিনতে না পারলে দেখতে হবে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায় কিনা? যদি তা দিয়ে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায়, তবে তাকে এ টাকার আড়াই ভাগ জাকাত দিতে হবে। তোলা প্রতি ১৭০০ টাকা করে দরে সাড়ে ৫২ তোলা রূপার দাম দাঁড়ায় ৮৯ হাজার ২৫০ টাকা।

আবার কারো কাছে যদি ৪০ তোলা রূপা থাকে আর নগদ ২৫ হাজার টাকা থাকে তবে উভয়টি মিলে সাড়ে ৫২ তোলা রূপার সমমূল্য (৮৯ হাজার ২৫০ টাকা) হয় তবে তাকেও জাকাত দিতে হবে।

> নগদ টাকার ক্ষেত্রে হলে

কারো কাছে যদি শুধু টাকা থাকে। তবে তাকে দেখতে হবে সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ হয় কিনা? যদি (আনুমানিক ভরি প্রতি ৯০ হাজার করে ৬ লাখ ৭৫ হাজার টাকার বেশি) হয় তবে তাকে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে।

কারো কাছে যদি শুধু ৯০ হাজার টাকাও থাকে। তবে দেখতে হবে তা দিয়ে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায় কিনা? যদি কেনা যায় তবে তাকেও শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে।

উল্লেখ্য, দেশের এমন অনেক মানুষ আছে, যাদের কাছে স্বর্ণ বা রূপা নিসাব পরিমাণ নাই, কিন্তু স্বর্ণ কিংবা রূপার নিসাব পরিমাণ অর্থ রয়েছে তাদের জন্য জাকাত আবশ্যক।

সবুজ পৃথিবী

জুম্মা মোবারক আজকে মাহে রমজানের  তৃতীয় জুম্মা আল্লাহ সুবহানাতায়ালা সবাইকে আদায় করার তৌফিক দান করুন আমীন🤲🤲🤲Sab MD Sabu...
29/03/2024

জুম্মা মোবারক আজকে মাহে রমজানের তৃতীয় জুম্মা আল্লাহ সুবহানাতায়ালা সবাইকে আদায় করার তৌফিক দান করুন আমীন🤲🤲🤲
Sab MD Sabuj

21/03/2024

আমাদের কাছ থেকে রমজানের রহমতের দশ দিন আজকে থেকে বিদায় নিচ্ছে জানিনা আমরা কতটুকু আল্লাহ সুবহানাল্লাহর কাছ থেকে রহমত নিতে পেরেছি

20/03/2024

"তুমি আমার নেশা নও যে কিছুখন পরে কেটে যাবে"
তুমি আমার মায়া যেটা
সারা জীবন রয়ে যাবে।🐼 😀
S🌍Pপৃথিবী

16/03/2024

Sab MD Sabuj

15/03/2024

আজকের জুম্মার নামাজের আগে রোজার গুরুত্ব নিয়ে যে কথাগুলা বলা হয়েছে আমরা যদি মন দিয়ে শুনি তাহলে বুঝতে পারবো রোজা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ তাই সবাইকে কথাগুলো শোনার অনুরোধ রইলো এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অপর ভাইকে শোনার সুযোগ করে দিবেন জাযাকাল্লাহ খায়ের।

13/03/2024

যেকোনো কাজের পরামর্শ অন্যের সাথে করলেও সিদ্ধান্তটা নিজেরই নেয়া উচিত।

সিঙ্গাপুর আগামীকাল মঙ্গলবার 12/03/2024 সেহরির শেষ সময় ৫:৪৫মি: এবং ইফতারের সময় ৭:১৯মি: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকল...
11/03/2024

সিঙ্গাপুর আগামীকাল মঙ্গলবার 12/03/2024 সেহরির শেষ সময় ৫:৪৫মি: এবং ইফতারের সময় ৭:১৯মি:
আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন আমীন।

01/03/2024

হোই হোই রোই রোই কুমিল্লা গেল কই🙈🙊🙉😭😭😭
হোই হোই রোই রোই নাফিজা আপা গেল কই🙉🙊🙈😭😭

24/02/2024

আজকে শনিবার সিঙ্গাপুরে শবে-বরাত।
"শবে বরাত" দুটি ফার্সি শব্দ।
শব মানে 'রাত্রি' আর বরাত মানে 'ভাগ্য' অর্থাৎ শবে বরাত মানে হলো ভাগ্য রজনী।

23/02/2024

আজকে শনিবার সিঙ্গাপুরে শবে বরাত রাত্রি
শবে বরাত -----
"শবে বরাত" দুটি ফার্সি শব্দ।

শব মানে 'রাত্রি' আর বরাত মানে 'ভাগ্য' অর্থাৎ শবে বরাত মানে হলো ভাগ্য রজনী।

হাদিসের ভাষায় এই রাত্রিকে "লাইলাতুন্ নিসফি মিন শা'বান" অর্থাৎ অর্ধ শা'বানের রাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

*এই রাত্রির গুরুত্ব --
শবে বরাত সম্পর্কে প্রথমে একটি নির্ভরযোগ্য হাদিস শুনি- হাদীসটি বর্ণনা করেছেন ইমাম আবু হাতিম মুহাম্মাদ ইবনে হিব্বান তার জগৎ বিখ্যাত হাদিসগ্রন্থ সহীহ ইবনে হিব্বানে; হজরত মু’য়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তায়ালা অর্ধ শাবানের রাতে (শবে বরাত) তাঁর সৃষ্টির প্রতি মনযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী (হিংসুক) ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।

সহীহ ইবনে হিব্বান হাদীস, হাদীস- ৫৬৬৫। শুধু তাই নয় এই এই হাদিসটি ইবনে মাযাহ, হাদীস-১৩৯০, মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদীস - ৩০৪৭৯, শুয়াবুল ঈমান, হাদীস- ৬২০৪ অনুরূপভাবে বর্ণিত রয়েছে।

*দ্বিতীয় হাদীসটি ইমাম ইবনে মাযাহ (রহ.) তার কিতাবে এনেছেন। হজরত আলী (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাত যখন আসে তখন তোমরা এ রাতে ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। নিশ্চয় আল্লাহ তায়ালা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন যে, আছে কী কোনো ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। আছে কী কোনো রিযিকপ্রার্থী? আমি তাকে রিযিক দিব। আছে কী কোনো বিপদগ্রস্থ, আমি তাকে বিপদমুক্ত করে দিব। এমনি এভাবে সুবহে সাদিক পর্যন্ত বলতে থাকেন। হাদীসটি আছে- সুনানে ইবনে মাযাহ, হাদীস : ২৩৮৪, শুয়াবুল ঈমান, হাদীস : ৩৮২২। সনদের বিচারে হাদীসটির মান দুর্বল হলেও আমলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ সকল হাদীস বিশারদগণ এ ব্যাপারে একমত যে, হাদীস দুর্বল হলেও তার ওপর আমল করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

*শবে বরাতের রোজা নিয়ে একটি ভুল ধারণা :-
অনেকে মনে করেন শবে বরাতে দুটি রোজা রাখতে হয়!

হাদিস থেকে শুধুমাত্র আশুরার রোজা দুটি রাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শবে বরাতের রোজা একটি।

কেউ যদি চান তাহলে পুরো শা'বান মাসই রোজা রাখতে পারবেন কিন্তু শবে বরাতের রোজা দুটিই রাখতে হবে এরকম ধারণা করা সম্পূর্ণ ভুল।

আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস থেকে অর্ধ শা'বানের রাতের নামাজ এবং দিনের রোজার রাখার কথা উল্লেখিত।

অর্থাৎ শুধুমাত্র শা'বানের ১৫ তারিখ, এই দিনটির প্রতিই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

*অর্ধ শা'বানের রাত্রি কোন দিন? :-

অর্ধ শা'বান বলতে শা'বান মাসের ১৫ তারিখ ।
অর্থাৎ শাবান মাসের ১৪ তারিখ দিন গিয়ে যেই রাত শুরু হয় ঐ রাত্রিকেই অর্ধ শা'বান বা আমাদের প্রচলিত শব্দে
"শবে বরাত"বলা হয়।

যেহেতু ওই রাত্রিতে আল্লাহ তা'আলা তাঁর বিশেষ রহমতের দ্বারা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সকল বান্দাদের গুনাহ মাফ করে দেন এজন্য এই রাত্রিকে শবে বরাত বা ভাগ্য রজনী বলতে কোন বাধা নেই।

( অর্থাৎ আরবি হিসাবে ১৫ শাবানের রাত"সোমবার" রাত)

*এ রাত্রিতে করণীয়:-
অনেকে এভাবে প্রশ্ন করেন যে, "শবে বরাতের নামাজ কোন দিন?"

আসলে শবে বরাতের নামাজ বলতে কোন নামাজ নেই।
আপনি যত খুশি নামাজ পড়তে পারবেন শুধুমাত্র নফলের নিয়তে নির্দিষ্ট করে শবে বরাতের নিয়তে নয়।

১/ দুই রাখাত করে করে নফল নামাজ পড়ুন।

২/ ক্লান্তি আসলে সামান্য বিশ্রাম নিয়ে যতটুকু পারেন কুরআন তেলাওয়াত করুন।

৩/ জিকির-আজকার বিশেষ করে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করুন।

৪/ নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে হাত তুলে রুনাজারি করুন।

৫/ আমরা আজ এইসব নেয়ামত পূর্ণ সময়গুলোকে আনুষ্ঠানিকতার ভিড়ে ঘিরে ফেলেছি।
এ কারণেই এই রাত্রি গুলো থেকে আমরা কোন স্বাদ আস্বাদন করতে পারছি না।

আনুষ্ঠানিকভাবে মিলাদ মাহফিল দোয়া-দরুদ যাই করেন অন্তত শেষ রাত্রিতে একটু রবের সাথে একাকী সময় কাটানোর চেষ্টা করুন!

নিজের জীবনের হিসাব মিলান!

প্রকাশ্য- গোপনীয় সকল গুনাহের জন্য আল্লাহর দরবারে চোখের অশ্রু ফেলে ক্ষমা চাইতে থাকুন।

20/02/2024

সিঙ্গাপুর থেকে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে মালয়েশিয়া ঘুরে দেখতে পারি চলুন দেখে আসি এই ভিডিওটির মাধ্যমে

Address

Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabuj prithibi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabuj prithibi:

Videos

Share


Other Digital creator in Singapore

Show All