18/03/2023
মানুষ কেন জামায়াতকে ভোট দেয় না?
-----------------------------------------
মহিলা উপস্থাপিকা পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর সিনেটর সেরাজুল হককে প্রশ্ন করেন: জামায়াত এতো সেবামূলক কাজ করে এবং দল হিসেবেও একটি শক্তিশালী দল, কিন্তু মানুষ জামায়াতকে ভোট দেয়না কেন?
সেরাজুল হক: ফজরের সময় মুয়াজ্জিন আযানের মাধ্যমে আহ্বান করেন: "কল্যাণের দিকে আসুন, সাফল্যের পথে দৌড়ে আসুন!"
লক্ষ লক্ষ মানুষ এই আহ্বান শোনে, কিন্তু কল্যাণের পথে, সাফল্যের পথে দৌড়ে আসেন তো মাত্র কয়েক শ বা কয়েক হাজার মানুষ মাত্র। বাকিরা ঘুম, আলস্য ত্যাগ করে নামাজে আসেনা। এটা মুয়াজ্জিনের ত্রুটি নয়, আহ্বানেরও ত্রুটি নয়।
এ জন্য মুয়াজ্জিন দায়ী নন। মুয়াজ্জিনের দায়িত্ব যথাযথ ভাবে আযান দেওয়া। তিনি তাঁর দায়িত্ব পালন করেন। শ্রোতাদের সাড়া না দেয়ার জন্যে তিনি দায়ী নন।
জামায়াতের দায়িত্ব মানুষকে সত্যের পথে, কল্যাণের পথে, সাফল্যের দিকে আহ্বান জানানো, জবরদস্তি করে দীনের পথে আনা নয়। আহ্বান শোনার পর বাকি দায়িত্ব জনগণের।
#সংগৃহীত
------------------------