20/07/2024
সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ঘেরাও, যায়গায় যায়গায় বিক্ষোভ, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ, আন্তর্জাতিক ব্যাক্তিত্বদের সাথে যোগাযোগ ও অনলাইনে অব্যাহত ক্যাম্পেইনের ফলে অভূতপূর্ব সাড়া মিলেছে।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশের সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব, জাকির নায়েক, ওমর সোলায়মান, ইয়াসির কাদিসহ বিভিন্ন ইসলামিক স্কলার, অনেক মিডিয়া ব্যাক্তিত্ব ও সেলিব্রিটিরা বাংলাদেশের অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। সরকারের দমন পীড়ন, হত্যা ও ইন্টারনেট বন্ধ করে বিচ্ছিন্ন করে দেওয়ার সমালোচনা করেছে।
আন্তর্জাতিক মিডিয়া তো আছেই, এমনকি আঞ্চলিক মিডিয়াগুলোও নিজেদের দেশের ভাষায় বাংলাদেশের অবস্থা নিয়ে নিউজ করছে।
বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে মিডিয়ার এত নজর ও আলোচনায় কখনোই আসে নি বাংলাদেশ।
অনলাইন অফলাইন যে যেভাবে পারেন চলুক প্রতিবাদ।
সাথে সাথে যে সকল দালালেরা এখনো দালালি করে যাচ্ছে, তাদের বয়কটের উপরে রাখেন, সম্পর্ক ছিন্ন করেন পুরোপুরি তাদের সাথে। গণহত্যার সমর্থকদের সাথে কিসের সম্পর্ক!
বুয়েটিয়ান - BUETianBUETian অর্ধাঙ্গিনী