RANA অন্যায়ের বিরুদ্ধে খবরের অন্তরালের থাকা মানুষ আমি Hi my dear friends. My name is Mohammad Ullah RANA. My Channel name is RANA. I am a video creator.

I like to video about travel in different places...
welcome to my page RANA.

রিলেশন টিকানোর জন্য বিয়ের আগেই সেক্স করা উচিত?একটা সম্পর্ক কত বছর টিকলে সেটাকে “সিরিয়াস” বলা যায়? পাঁচ বছর? দশ বছর? নাকি...
10/02/2025

রিলেশন টিকানোর জন্য বিয়ের আগেই সেক্স করা উচিত?

একটা সম্পর্ক কত বছর টিকলে সেটাকে “সিরিয়াস” বলা যায়? পাঁচ বছর? দশ বছর? নাকি শারীরিক সম্পর্ক হলেই সেটা গভীর হয়ে যায়?

রিলেশন হওয়ার পর সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের আবেগ বাড়ে, আবেগ থেকে চাহিদা আসে, চাহিদা মেটাতে গিয়ে শরীরের সীমা ভাঙে।

এখন প্রশ্ন হলো—বিয়ের আগেই যদি শরীর দেওয়া-নেওয়া হয়ে যায়, তাহলে বিয়েটা কতটা জরুরি থাকে?

বিয়ের আগে শারীরিক সম্পর্ক—এটা কি সত্যিই রিলেশন টিকিয়ে রাখে?

একবার এক মেয়ে জানালো, সে পাঁচ বছর ধরে সম্পর্কে আছে। ছেলেটিকে সে ভালোবাসে, ছেলেটিও তাকে ভালোবাসে (মেয়েটার তাই ধারণা)। শারিরীক সম্পর্ক হয়েছে বেশ কয়েকবার।

এখন পরিবার থেকে বিয়ের চাপ আসছে, কিন্তু ছেলেটা বিয়ে নিয়ে সিরিয়াস না। মেয়েটি যখনই বিয়ের প্রসঙ্গ তোলে, ছেলেটি বলে—
- সময় লাগবে
- সিচুয়েশন ভালো না
- ক্যারিয়ার সেট হোক, তারপর

মেয়েটি এতদিন ভাবছে, সম্পর্ক গভীর বলেই তো তারা একসঙ্গে রাত কাটিয়েছে, মাসে কয়েকবার অন্তরঙ্গ হয়েছে।

মেয়েটির ধারণা, তারা স্বামী-স্ত্রীর মতোই, শুধু কাগজের সিলমোহরটা বাকি।

কিন্তু ছেলেটি কি আসলেই সেভাবে ভাবে?

মোটেই না।

কারণ?

১. যা বিনামূল্যে পাওয়া যায়, তার দাম থাকে না

যে কোনো কিছু সহজলভ্য হলে, তার প্রতি মানুষের আগ্রহ কমে যায়।

একটা ছেলে জানে, বিয়ে ছাড়াই সে তার শারীরিক চাহিদা পূরণ করতে পারছে। তাহলে সে কেন বিয়ে করে দায়িত্ব নেবে?

২. শারীরিক সম্পর্ক সহজলভ্য হলে, কমিটমেন্ট কঠিন হয়ে যায়

যখন কোনো কিছু পেতে কষ্ট করতে হয়, তখন সেটার কদর বাড়ে।

কিন্তু যদি কাউকে সহজে পাওয়া যায়, তাহলে তাকে পাওয়ার জন্য লড়াই করার দরকার পড়ে না।

৩.বিয়ে মানেই দায়িত্ব, আর দায়িত্ব নিতে সবাই চায় না

প্রেম মানে আনন্দ, ঘোরাঘুরি, কফিশপে সময় কাটানো। কিন্তু বিয়ে মানে সংসার, দায়িত্ব, পরিবার।

ছেলেটা জানে, বিয়ে মানেই—
• অর্থনৈতিক চাপ
• পারিবারিক দায়বদ্ধতা
• সামাজিক দায়িত্ব

সে যদি এগুলোর জন্য প্রস্তুত না থাকে, তাহলে সম্পর্ক চালিয়ে যাবে, কিন্তু বিয়ের কথা এড়িয়ে যাবে।

তাহলে করণীয় কী?

- সেক্স করাকে সম্পর্কের গভীরতার মাপকাঠি ভাববেন না।
- যদি দেখেন ছেলেটি বিয়ে নিয়ে সিরিয়াস না, তবে সম্পর্ক থেকে দ্রুত সরে আসার ট্রাই করুন।
- দূরত্ব তৈরি করুন, তার প্রতিক্রিয়া দেখুন।
- যদি সে সত্যিই আপনাকে চায়, তাহলে আপনাকে হারানোর ভয় কাজ করবে এবং সে কমিটমেন্টের দিকে এগোবে।
- যদি সে দূরে সরে যায়, বুঝবেন—সে আপনাকে কখনোই বিয়ে করার পরিকল্পনায় ছিল না।

একটা কথা মনে রাখবেন…

রিলেশন মানেই শরীর না, আর শরীর মানেই ভালোবাসা না।

দুনিয়ার হিসাব-নিকাশ খুবই জটিল।

আপনি কাউকে মাগনা কিছু দিতে থাকলে সে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেবে। আপনাকে ভাববে মাগনা মাল।

সুতরাং, সময় থাকতে সিদ্ধান্ত নিন—

আপনি কি মাগনা মাল হতে চান, নাকি হাই ভ্যালুর মানুষ হতে চান?

তোমার মুখ তোমার জীবনের প্রথম শত্রু, যদি তুমি দীর্ঘজীবী হতে চাও, তাহলে এটির সঠিক প্রয়োগ করো🤐👌
09/02/2025

তোমার মুখ তোমার জীবনের প্রথম শত্রু,
যদি তুমি দীর্ঘজীবী হতে চাও,
তাহলে এটির সঠিক প্রয়োগ করো🤐👌

09/02/2025

চো/র মূর্খ হলে অল্পকিছু মানুষের সম্পদ চু*রি করে। আর চো/র যদি শিক্ষিত ও নেতা হয়, তাহলে পুরো জাতির সম্পদ চু*রি করে।

যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা জাল মেরামত করে।সমুদ্র যখন উত্তাল হয় এবং নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ে, তখন দূর...
09/01/2025

যখন জেলেরা সমুদ্রে যেতে পারে না, তখন তারা জাল মেরামত করে।

সমুদ্র যখন উত্তাল হয় এবং নৌকা চালানো অসম্ভব হয়ে পড়ে, তখন দূরদর্শীরা অপেক্ষায় বসে থাকে না। তারা তাদের কাজ শুরু করে—জাল মেরামত করে, সরঞ্জাম ধারালো করে এবং ঝড় থামার পরবর্তী সুযোগের জন্য প্রস্তুতি নেয়। কারণ স্থবিরতা মানেই থেমে থাকা নয়; এটি ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার সময়। এটি অলস সময় কাটানোর বিষয় নয়, বরং সাফল্যের ভিত্তি নির্মাণের প্রশ্ন !!

02/01/2025

যে যতটুকু তোমার, তুমিও ঠিক ততটুকুই তার হও। বেশি আন্তরিকতা দেখাতে গেলে মানুষের কাছে নিজের আত্মসম্মান নিলামে উঠে..

29/12/2024
11/12/2024

বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে আজকে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ❤️

10/12/2024

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯৷ জেলে - নাবিকসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড।

09/12/2024

আপনি কোনো পরিকল্পনা করার সাথে সাথে নিজে ঢোল পিটানো শুরু করবেন না। পরে যদি পরিকল্পনা সফল না হয় তবে মানুষ আপনাকে নিয়ে ঢোল পিটানো শুরু করবে।

08/12/2024

‘থার্টি ফার্স্ট নাইটে সকল বার বন্ধ থাকবে, ফানুস-আতশবাজি নিষিদ্ধ’- স্বরাষ্ট্র উপদেষ্টা

07/12/2024

ব্রেকিং নিউজ
২০২৫ সাল থেকে শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে, শুক্রবার হবে সাপ্তাহিক ছুটি !

~~সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে, জুমার দিন শুক্রবার ~~আর এই দিনের শ্রেষ্ঠ ফজিলত হচ্ছে,, রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি জুমা...
06/12/2024

~~সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে, জুমার দিন শুক্রবার ~~
আর এই দিনের শ্রেষ্ঠ ফজিলত হচ্ছে,,
রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উওমরুপে গোসল করবে, অতঃপর কোন রকম যানবাহনে না চড়ে পায়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে,চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে মহান আল্লাহ তাকে বাড়ি থেকে মসজিস পর্যন্ত প্রতি কদমে এক বছরের নফল রোজা ও এক বছরের তাহাজ্জুদ সালাতের সওয়াব দান করবেন।

[আবু দাউদ -৩৪৫ / মুসনাদে-আহমাদ ৫৮১]





#জুমমামোবারক

প্রধান উপদেষ্টার ডাকে সারা দিয়ে জাতীয় ঐক্যমতের সভায় সব পক্ষ।
04/12/2024

প্রধান উপদেষ্টার ডাকে সারা দিয়ে জাতীয় ঐক্যমতের সভায় সব পক্ষ।

04/12/2024

আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার! এমনিই বললাম আরকি,
বাকীটা আপনারা যা ভালো মনে করেন।

03/12/2024

বিসিএস ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বার;

আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা।

যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চ...
02/12/2024

যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ।
- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

01/12/2024

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য সুখবর!
যারা হুরুব প্রাপ্ত অবস্থায় আছেন তারা আগামি ৬০ দিনের মধ্যে বৈধ হতে পারবেন।

01/12/2024

Atif Aslam এর নামাজের ছবি মানুষ এমন ভাবে শেয়ার দিচ্ছে মনে হচ্ছে সে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছে।

Address

Al Taquwq
Jubail
2141

Telephone

+966500856769

Website

https://about.me/mohammad.ullah, https://amaderlaksam.com/author/M

Alerts

Be the first to know and let us send you an email when RANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RANA:

Videos

Share

Category