06/03/2023
আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় বন্ধু হয়ে উঠতে পারিনি... স্থায়ীভাবে কখনো কারো প্রিয় মানুষ হতে পারিনি, পারিনি কারো প্রিয় ভাই-বোন কিংবা স্বজন হয়ে উঠতে;
প্রয়োজন শেষে আমার গায়ে জড়িয়ে রাখা 'প্রিয়' নামক র্যাপিং পেপারটা... ছিঁ'ড়ে দু'মড়ে মু'চড়ে ডা'স্টবিনে ম'য়লা আ'বর্জনা হিসেবে ফেলে দিতে কেউ-ই দুই মিনিট সময় নেয়নি;
আমি এতোটাই আ'বেগী যে... দু-হাত ভরে করে, দু-হাত ভরেই শূ'ন্যতা কুড়িয়েছি, নিঃ'স্বার্থ ভাবে ভালোবেসে যথাসাধ্য সকলের পাশে দাঁড়িয়ে, দিন শেষে নীরবে বালিশ ভিজিয়েছি;
আমি সবার প্রয়োজন নামক অধ্যায় মাত্র... কখনো কারো প্রিয় পুরো বইটা হয়ে উঠতে পারিনি;
জীবনের যাতাকলে পি'ষে পি'ষে... নিয়তি বলে আজ সবই মেনে নিয়েছি;
জীবনের এই প্রান্তে এসে একটা কথাই স্পষ্ট ভাবে জানলাম...
অস্থায়ী এই জীবনে কেউ-ই স্থায়ী হতে আসে না;
আমরা কে কার জীবনে কত দিন স্থায়ী সেটা নির্ভর করবে
আমাদের করার উপরে... আমরা যতদিন যার জন্য করতে পারবো, ততদিন আমরা তার জীবনে স্থায়ী, যখন যার জন্য করতে পারবো না কিংবা করার ক্ষমতা থাকবে না তখন তার জীবনে অস্থায়ী হওয়ার ছাড় পত্র প্রাপ্ত হব;
এই পৃথিবীর ৯০% সম্পর্ক এখন স্বার্থের সাথে মিশে আছে, তাই প্রয়োজন মিটে যাওয়া মাত্রই সবাই মূল্য হারিয়ে অস্থায়ী হয়ে যাই, কেউ-ই আর স্থায়ী হতে পারি না।
"অস্থায়ী এই জীবনে কেউ-ই স্থায়ী হতে পারি না"
লেখা: আবির