02/02/2024
ইসলাম আবেগে চলে না,ইসলাম চলে আল্লাহ ও তাঁর রাসূলের আইন অনুসারে।
ইবাদত হতে হবে অবশ্যই রাসুল (সা) এর দেখানো পদ্ধতিতে!..
বাসায় জামাত করতে হলে বা স্বামী স্ত্রী একত্রে সালাত আদায় করলে স্ত্রী অবশ্যই স্বামীর পেছনে দাঁড়াবে এভাবে পাশাপাশি নয়।
ইবাদত রোমান্টিকতা করার জায়গা নয়!.
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘আমি নবী করিম (সা.)-এর সঙ্গে ঘরে জামাতে নামাজ পড়েছি, একবার আমি নবী করিম (সা.)-এর পাশে দাঁড়িয়েছি, আর আয়েশা (রা.) আমাদের পেছনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে জামাতে শরিক হয়েছিলেন। (নাসাঈ, হাদিস নং : ৮০৩)
মুক্তাদী দুই বা ততোধিক পুরুষ হলে এবং একজন মহিলা হলে, ইমামের পিছনে পুরুষরা কাতার বাঁধবে এবং মহিলা সবশেষে একা দাঁড়াবে।
একদা হযরত আনাস (রাঃ)-এর ঘরে আল্লাহর রসূল (ﷺ) ইমামতি করেন। আনাস (রাঃ) ও তাঁর ঘরের এক এতীম দাঁড়ান নবী (ﷺ)-এর পিছে এবং তাঁর আম্মা দাঁড়ান তাঁদের পিছে (একা)। (বুখারী, মুসলিম, মিশকাত ১১০৮-১১০৯নং)