Team Spy BD

Team Spy BD Thanks for Visit my Page.
⚠️সৌদি আরব থেকে যা দেখি🧐
⚠️তাই শেয়ার করি!😶
(সৌদি প্রাবাসী)

24/08/2023

ভিডিও তে মসজিদুল নববী দেখানো হয়েছে।
লাইক, কমেন্টস এবং শেয়ার করুন।

ইউটিউবে এই লিংকে দেখুন: https://youtu.be/8IVUjRkqcLY?feature=shared

৫৭৬। ইমরান ইবনু মাইসারা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (সালাতে সমবেত হওয়ার জন্য) সাহাবা-ই কিরাম (রাঃ) আগুন জ্বালানো অথবা নাকূস বাজানোর কথা আলোচনা করেন। আবার এগুলোকে (যথাক্রমে) ইয়াহূদী ও নাসারাদের প্রথা বলে উল্লেখ করা হয়। তারপর বেলাল (রাঃ) কে আযানের বাক্য দু’বার করে ও ইকামতের বাক্য বেজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়।

৫৭৭। মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু উমর (রাঃ) বলতেন যে, মুসলিমগন যখন মদিনায় আগমন করেন, তখন তাঁরা সালাতের সময় অনুমান করে সমবেত হতেন। এর জন্য কোন ঘোষণা দেওয়া হতো না। একদিন তাঁরা এ বিষয়ে আলোচনা করলেন। কয়েকজন সাহাবী বললেন, নাসারাদের ন্যায় নাকূস বাজানোর ব্যবস্থা করা হোক। আর কয়েকজন বললেন, ইয়াহূদীদের শিঙ্গার ন্যায় শিঙ্গা ফোকানোর ব্যবস্থা করা হোক। উমর (রাঃ) বললেন, সালাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পার না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বেলাল, উঠ এবং সালাত (নামায/নামাজ)-এর জন্য ঘোষণা দাও।

৫৭৮। সুলাইমান ইব্‌ন হারব্‌ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল (রাঃ) কে আযানের শব্দ দু’বার এবং قد قامت الصلاة ব্যতীত ইকামাতের শব্দগুলো বেজোড় করে বলার নির্দেশ দেওয়া হয়েছিল।






Team Spy BD

21/08/2023

সাফা ও মারওয়া (আরবি: الصفا‎‎ Aṣ-Ṣafā, المروة al-Marwah) সৌদি আরবের মক্কায় অবস্থিত বৃহত্তর আবু কুবাইস ও কাইকান পর্বতদ্বয়ের সাথে সংযুক্ত দুটি ছোট পাহাড়। এই পাহাড়দ্বয় হজ্জ ও উমরার সাথে সম্পর্কিত। হজ্জ ও উমরার অংশ হিসেবে এই দুই পাহাড়ের মাঝে সাত বার আসা যাওয়া করতে হয়, যা সায়ী নামে পরিচিত।

YouTube লিংক: https://youtu.be/0U1sRqkyLpo

Safa and Marwa are two small hills, connected to the larger Abu Qubais and Qaiqan mountains, respectively, in Mecca, Saudi Arabia, now made part of the Masjid al-Haram. Muslims travel back and forth between them seven times in what is known as Sa'ee ritual pilgrimages of Ḥajj and Umrah.


#সাফা #মারুয়া #তাওয়াফ #পবিত্র #হজ্জ #উমরাহ #কাবা


20/08/2023

💆‍♂️🎧

16/08/2023

রাতের পার্ক দাম্মাম সৌদি আরব।
সৌদিআরব প্রবাসী এবং মধ্যপ্রাচ্যে আমার যার,কাজ করি! এসব গরমে ভিতর দিয়ে কাজ করতে হয়। প্রায় ৪৬-৪৮ ড্রি সেলসিয়াস পর্যন্ত তাপ মাত্র গরম থাকে। কতো টা কষ্টে আমরা প্রাবাসীরা কাজ করে, যায়।
এটা ভেবে যে আমাদের পরিবার সুখে থাকবে।

YouTube: https://youtu.be/cDt0hEodtNg

ভালো থাকুন সকল প্রাবাসী
ভালো থাকুন সবাই,
এটুকু মধ্যে দিয়ে আমাদের সুখ খুঁজে নিতে হবে।
#ধন্যবাদ।
#বাংলাদেশি
#প্রবাসি
Team Spy BD

14/08/2023

পিছিয়ে নেই, সৌদিআরব ও ধুম-ধাম করে বিয়ে করছেন। নাচে গানে মেতে আনন্দে ফুর্তি'তে উল্লাসে হাতে-তালি ঢোল-বাজনা! বাজিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে। প্রায় বহু বছর আগে থেকে এই রতি-মালা এবং সংস্কৃতি হয়ে, আসছে। এসব বিয়ের অনুষ্ঠানে। দেখুন আর মজা নিন।

YouTube এই লিংকে দেখতে পারবেন:
https://youtu.be/aULIQptdaGg












Team Spy BD
#حريمي
#صالةافراحالسعودية
#سعودي

12/08/2023

কাবা, কাবাঘর, কাবা শরীফ (আরবি: الكعبة‎‎ al-Ka‘bah; আরও যে নামে পরিচিত al-Kaʿbatu l-Mušarrafah (الكعبة المشرًّفة), al-Baytu l-ʿAtīq (البيت العتيق "আদিম বাড়ি"), অথবা al-Baytu l-Ḥarām (البيت الحرام "পবিত্র বাড়ি"), একটি বড় ঘন আকৃতির ইমারত, যা সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের মধ্যখানে অবস্থিত। প্রকৃতপক্ষে মসজিদটিকে কাবাকে ঘিরেই তৈরি করা হয়েছে।
কাবাস্থানাঙ্ক: ২১.৪২২৫° উত্তর ৩৯.৮২৬১৮১° পূর্বঅবস্থান মক্কা, সৌদি আরবশাখা/ঐতিহ্যইসলাম
ইসলাম ধর্ম মতে কাবা কে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়।[১] এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ তারা যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে। পৃথিবীর যে স্থান থেকে কাবা যে দিকে মুসলমানগণ ঠিক সে দিকে মুখ করে নামাজ পরেন। হজ্জ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ পদক্ষিণ করেন ।

YouTube এই লিংকে দেখতে পারবেন:
https://youtu.be/LPbt11ah7EY

#তাওয়াফ

তাওয়াফ হল ঘড়ির কাটার বিপরীতমুখী হয়ে কাবা ঘরের চারপাশে ৭ বার প্রদক্ষিণ করা। কাবার চারদিকে একত্রে ঘুরন্ত মুসলমানেরা এক আল্লাহ্‌র নামে একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ । তাওয়াফ শুরুর পূর্বে হাজারে আসওয়াদে চুমু দেয়ার নিয়ম। তবে ভিড়ের কারণে এর কাছে যাওয়া সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করে তাওয়াফ শুরু করতে হয়।
হজের গুরুত্বপূর্ণ রোকন তাওয়াফ। তাছাড়া হজ নির্দিষ্ট ৫ দিনে সম্পন্ন হয়। কিন্তু হজের সফরে হাজিগণ দীর্ঘ দিন মক্কায় অবস্থান করে। এ সময়ে প্রতিনিয়ত তাঁরা তাওয়াফ করবেন।
তাওয়াফের অনেক ফজিলত রয়েছে। সে কারণেই তাওয়াফ যেন সঠিক এবং সহিহ হয় সে জন্য তাওয়াফের নিয়ম-কানুন জানা জরুরি। তাই ধারাবাহিকভাবে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করার পদ্ধতি তুলে ধরা হলো-
তাওয়াফ শুরুর স্থান পবিত্র কাবা শরিফের যে কোনায় হাজরে আসওয়াদ স্থাপিত, সেই কোনা থেকে মাতআফের (তাওয়াফের জায়গার) ওপর দিয়ে মসজিদে হারামের দিকে একটা দাগ দিয়ে চিহ্নিত করে দেয়া আছে এবং কাবা শরিফের গিলাফের উপর থেকে নিচ পর্যন্ত আরবিতে ‘আল্লাহু আকবার’ শব্দের ক্যালিগ্রাফি খচিত লেখা রয়েছে। সে বরাবর দাগের ওপর দাঁড়ানো।
তাওয়াফ শুরু করার আগে হাজরে আসওয়াদকে চুম্বন করা অথবা স্পর্শ করা; সম্ভব না হলে দাগের ওপর দাঁড়িয়ে চলা শুরু করার সময় নামাজের নিয়ত বাঁধার মতো করে উভয় হাত কাঁধ পর্যন্ত হাত উঠিয়ে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে মুখে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার` বলে চক্কর দেয়া শুরু করা।
যেদিকে যাবে হাজরে আসওয়াদ থেকে পবিত্র কাবা শরিফের দরজার দিকে অগ্রসর হওয়া। এর পর হাতিমে কাবা বাহিরে দিয়ে রুকনে শামি ও ইরাকি অতিক্রম করে রুকনে ইয়ামেনি বরাবর এসে তা স্পর্শ করা। যদি সম্ভব না হয়ে তবে হাতে ইশারা করা।
রুকনে ইয়ামেনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত আসতে এই দোয়া পড়া-‘রাব্বানা আতিনা ফিদ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া ক্বিনা আ’জাবান নার।’ অর্থাৎ ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া এবং পরকালের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুণ থেকে মুক্তি দান করুন।’
হাজরে আসওয়াদের কোনায় এসে আগের মতো আবারো স্পর্শ বা ইশারার মাধ্যমে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চক্কর শুরু করা। এভাবে সাত চক্করের মাধ্যমে তাওয়াফ সম্পন্ন করা।
তাওয়াফ আদায়কালে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।
>> ইযতিবা করা যারা ইহরাম বেঁধে হজ ও ওমরার জন্য ফরজ তাওয়াফ করবেন, তাঁদেরকে তাওয়াফের সময় অবশ্যই ইযতিবা করতে হবে। আর তাহলো বীর-বাহাদুরিসূলভ চাদর পরিধান করা। চাদরের মধ্যভাগ থাকবে ডান বগলের নিচে।
আর ফরজ তাওয়াফ না হলে সাধারণ তাওয়াফের বেলায় যে কোনো পোশাকেই তাওয়াফ করা যাবে।
>> হাতিমে কাবাসহ তাওয়াফরোকনে শামি ও রোকনে ইরাকির মধ্যে অবস্থতি অর্ধবৃত্তাকার অংশটিকে হাতিমে কাবা বলা হয়। বাইতুল্লাহ তাওয়াফকালে হাতিমে কাবাকেও প্রদক্ষিণ করা।
>> হাজরে আসওয়াদ থেকে শুরু এবং শেষতাওয়াফ হাজরে আসওয়াদ থেকে শুরু হয়ে মুলতাযেম, কাবা শরিফের দরজা, হাতিমে কাবা হয়ে রুকনে শামি ও ইরাকি শেষ করে রুকনে ইয়েমেনি অতিক্রম করে আবার হাজরে আসওয়াদে এসে শেষ করা। বাইতুল্লাহ প্রদক্ষিণ করার সময় রুকনে ইয়েমেনি কোণ অতিক্রমকালে সম্ভব হলে চুম্বন করা বা হাতে স্পর্শ করা। ভিড় থাকলে ইশারা করাই যথেষ্ট।
>>বাইতুল্লাহকে সাতবার চক্করের মাধ্যমে তাওয়াফ শেষ হয়। এ সাত চক্করের প্রথম তিন চক্করে রমল করতে হবে। প্রথম তিন চক্বরকে রমল বলে। অর্থাৎ বীর দর্পে দ্রুততার সঙ্গে তাওয়াফ করা। পরবর্তী চার চক্কর স্বাভাবিকভাবে হেটে তাওয়াফ সম্পন্ন করা।

.
Team Spy BD

  7-2-2022
04/08/2023


7-2-2022

এই সকল টা যখন দেখি তখন মনে হচ্ছে প্রাইভেট যাচ্ছি, কিন্তু না এখন অফিসে যেতে হয়। This is Life 🌹 #শুভসকাল, সবার জীবনে আসুক।...
04/08/2023

এই সকল টা যখন দেখি তখন মনে হচ্ছে প্রাইভেট যাচ্ছি, কিন্তু না এখন অফিসে যেতে হয়।
This is Life 🌹
#শুভসকাল, সবার জীবনে আসুক।
Dammam, Saudi Arabia
#প্রাবাস #জীবন

পারফিউমের সুগন্ধি কার না! ভালো লাগে। আশ্চর্যজনক সুগন্ধ নিতে হলে, আপনাকে মধ্যপ্রাচ্যে আসতে হবে। আগর গাছের কাঠ দিয়ে বিভিন...
02/08/2023

পারফিউমের সুগন্ধি কার না! ভালো লাগে। আশ্চর্যজনক সুগন্ধ নিতে হলে, আপনাকে মধ্যপ্রাচ্যে আসতে হবে। আগর গাছের কাঠ দিয়ে বিভিন্ন নামিদামি সুগন্ধি ব্যবহার করা, হয়। এই মধ্যপ্রাচ্ছে। বিলাসিতা একটি মধ্যপ্রাচ্যের স্বভাব।
Team Spy BD

02/08/2023

সৌদি আরব দাম্মামে একটি কার্টুন কোম্পানির গোডাউনে আগুন লেগেছে বেশ কিছুদিন ধরে গোডাউন টি বন্ধ ছিল, প্রচন্ড তাপমাত্রায় এবং সিগারেটের আগুনে-আগুন ধরে যায়, সেই গোডাউনে। পরে পুলিশ ফায়ার সার্ভিস এসে আগুনটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় এক ঘণ্টা ধরে আগুনটি নেভানো সম্ভব হয়েছে। .

31/07/2023

সৌদি আরবের সংস্কৃতি অনুযায়ী বিয়ের আয়োজন যেভাবে হয়, ডাক-ঢোল পিটিয়ে, হাতে তলোয়ার নিয়ে, হেলিয়ে-দুলিয়ে নাচা! তাদের পূর্বপুরুষ থেকে এটি চলমান ।
বিলাস বহুল বিয়েতে বাহারি রকমের খাবার-দাবার, আরবি কফি, চা- বিস্কুট, চকলেট ইত্যাদি।

সৌদিআরবে একটি কমিউনিটি সেন্টারে এই ভিডিও ধারণ করা হয়েছে শুধু মাত্র বিনোদনের জন্য।
ধন্যবাদ
Like Comment Share: Team Spy BD

Subscribe: TSB YouTube Channel
https://www.youtube.com/

🎶 Song:"Kabbalistic Village - Simplicity" is under a Creative Commons (CC BY-ND 3.0) license. / kvillage1

Music promoted by Breaking Copyright: https://youtu.be/8Dvwlg2iaZE



Team Spy BD

জুম্মা মুবারক 🙂দাম্মাম, সৌদি আরব।
28/07/2023

জুম্মা মুবারক 🙂
দাম্মাম, সৌদি আরব।

27/07/2023

Palestinian dance for beginners
in Saudia Arabia, Dammam
How to Dan's Palestinian.



#شیلشاهد #التنسيق #الذي #لا #مثيل #له

2023 #الطيارة #فرقة #شروق #الفنيةتعليم #دبكة #شيل الحلقة #الأولى #الدلعونا

হাতের নাগালে যখন এতগুলো ফ্রুট পেয়েছি,তখন আগে খেয়েই নেই,পরে দেখব ফরমালিন আছে কিনা।
25/07/2023

হাতের নাগালে যখন এতগুলো ফ্রুট পেয়েছি,
তখন আগে খেয়েই নেই,
পরে দেখব ফরমালিন আছে কিনা।

25/07/2023

পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয় ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় হায় হায় ডালা যে তার ...

তুমি মনে করো না! আমি পেপার কাপ।😁😊😂
25/07/2023

তুমি মনে করো না! আমি পেপার কাপ।😁😊😂

এটা সত্য যে এগুলো কেক!😶🌸🎂
25/07/2023

এটা সত্য যে এগুলো কেক!😶🌸🎂

24/07/2023

How to Married in Saudi Arabia (Dammam)
এটি একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম,সবাইকে সৌদি আরবে এখনকার সময়টা হচ্ছে খেজুরর মৌশম। অনেক গরম আর এই গরমে খেজুর পাঁকাতে শুরু হয়। অর্ধেক কাঁচ...
23/07/2023

আসসালামু আলাইকুম,সবাইকে
সৌদি আরবে এখনকার সময়টা হচ্ছে খেজুরর মৌশম। অনেক গরম আর এই গরমে খেজুর পাঁকাতে শুরু হয়। অর্ধেক কাঁচা- অর্ধেক পাঁকা এইরকম খেজুরগুলো খাইতে অনেক মিষ্টি এবং সুস্বাদু।

Bin Sultan HallDammam, Saudi Arabia
22/07/2023

Bin Sultan Hall
Dammam, Saudi Arabia

Sultan Hall 3 🌸
22/07/2023

Sultan Hall 3 🌸

সবাই চাই তার বিয়ে টা একটা ভালো কমিউনিটি সেন্টারে হোক! 😊🥀🥳
22/07/2023

সবাই চাই তার বিয়ে টা একটা ভালো কমিউনিটি সেন্টারে হোক! 😊🥀🥳

Dammam 91 Al Faisaliyah. Bin Sultan Hall 3
21/07/2023

Dammam 91 Al Faisaliyah.
Bin Sultan Hall 3

পছন্দের মতো ডিজাইন।🌷❤
20/07/2023

পছন্দের মতো ডিজাইন।🌷❤

19/07/2023

বিলাস বহুল কমিউনিটি সেন্টারে, ব্যয়বহুল বিয়ে।🌸💐

আপনার পছন্দে একটি।💐🌸
16/07/2023

আপনার পছন্দে একটি।💐🌸

Address

Dammam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Spy BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share