Afran Sabuj

Afran Sabuj আল্লাহ এক তাহার কোন শরিক নেই

08/05/2024

08/06/2023
04/11/2022

হুম😢🥀

24/06/2022
22/06/2022
22/06/2022
22/06/2022
হায়রে পানি! কখনো মানুষরে হাসায়, কখনো কাঁদায়।। আজ সিলেটের কম্পানিগঞ্জ গিয়েছিলাম একজন অন্তসত্বা মহিলাকে উদ্ধার করার জন্যে।...
17/06/2022

হায়রে পানি!

কখনো মানুষরে হাসায়, কখনো কাঁদায়।।

আজ সিলেটের কম্পানিগঞ্জ গিয়েছিলাম একজন অন্তসত্বা মহিলাকে উদ্ধার করার জন্যে।

জানেন? এখানে কোন কোন নৌকা এক ঘন্টার জন্যে ৫০হাজার এক লাখ টকাও চাইছে। ওরাই বা কি করবে ওদের ত সব গেছে।

যাবার পথে দেখলাম সেনাবাহিনীও নৌকার খোঁজ করছে ঘাটে বসে। হেল্প চাইলাম , উনারাও নিরুপায়।

অনেক কষ্টে একজন মাঝির হাতে পায়ে ধরে রোগির কথা বলিয়ে রাজি করালাম। তবে মাঝি আস্তে আস্তে বলছিল " আমার ঘরের লোক গলা পানিতে ভাসতাসে আমি জাইতাম নায়" ।

গ্রামের মানুষের মনটা হয় আকাশের চেয়ে বড়। রাজি হয়ে ঠিকি নিয়ে গেলেন আমাদের। কোনরকমে শ্রোত পার করে পৌছালাম সেই অন্তসত্বা মহিলার ঘরের দরজায়।

কোন নেটওয়ার্ক বা যোগাযগের ব্যাবস্থা ছিলনা।। উনার ছোট বোন আমাদের সাথে গিয়েছিল বাড়িটা ও চিনিয়ে দিল আমাদের।মেয়েটা ওর বড় বোনের চিন্তায় অনেকটা দম আটকে ছিল পুরো রাস্তা।

গিয়ে শুনলাম অল্প কিছুখন আগেই উনারা অনেক কষ্টে আরেকটা নৌকা মেনেজ করে সিলেটের উদ্দ্যেশ্যে রউনা করেছেন।

পানিতে সব ডুবে যাওয়ায় ওদিকটা যোগাযোগ বিচ্ছিন তাই উনার খোঁজ ও নিতে পারছিলাম না । একদিকে উনাদের দুশ্চিতা আর অপর দিকে ভাবছিলাম এটা না মাত্র একটা কাহিনী । এরকম লক্ষ লক্ষ কাহিনীর উপর দীর্ঘশ্বাস ফেলে পার হচ্ছে সিলেট বাসীর দিন।

প্রায় ৩ঘন্টা পর জানতে পারলাম সেই অন্তসত্বা ভদ্রমহিলা পৌছেছেন সিলেটে। শান্তির নিশ্বাস ফেলতে ফেলতেই অস্থিরতা শুরু হলো মনে যে কাল কয়টা পরিবারের কাছে খাবার পৌছাতে পারব?

মোট দুই লক্ষের কিছু বেশি টাকা উঠেছে। যা দিয়ে ২০০ পরিবারের কাছে সামনের ৭দিনের খাবার ত পৌছে দিতে পারব অন্তত।

কিন্তু তারপর ?

নৌকা নিয়ে যাবার পথে ডানে বামে যাদের দেখলাম ক্ষুদার্ত কাকের মত আমাদের দিকে চেয়েছিল এই বুঝি নৌকা থামিয়ে কিছু খাবার দেব !! তাদের দিকে তাকাব কোন মুখে?

বিশ্বাস আছে হয়ত আরও কিছু অনুদান আসবে। এত তারাতারি সিলেট থেকে পালিয়ে যেতে চাই না আমি।

কথাগুলো পড়ে নেহাত গল্প মনে হলে একটা বার এসে স্বচোক্ষে দেখে যান কিভাবে পানিতে তলিয়ে যাচ্ছে সব । খাবার ত দূরে থাক পানির কলের উপরে পানি উঠে যাওয়ায় পানি না খেয়েও দিন পার করছে কতশত মানুষ ।

এদের রেখে পালাতে চাই না আমি ।

বাজার করা হচ্ছে । কাল কম্পানিগঞ্জ যাচ্ছি আমরা তাশরিফ স্কোয়াড । দোয়া কইরেন ।

সম্ভব হলে অনুদান পাঠিয়েন সাধ্যমত, কোন জোর নেই।

সাহায্য পাঠানোর মাধ্যম -
Bkash:
01764-260009 (Personal)
01301-085383 (Personal)

Nagad:
01764-260009 (Personal)
Rocket:
01301-0853832 (Personal)

Bank:
Dutch Bangla Bank Limited
A/C Name: Md. Tanjeeb Khan Saad
A/C No: 7017510061059
Branch: Mirpur,Dhaka

23/11/2021

ছয়হিস্যা গ্রামে "আপেল মার্কা" এর ভোটপ্রার্থনায়।
২৮ নভেম্বর সারাদিন আপেল মার্কায় ভোট দিন।

15/11/2021

"""শুভ সকাল
صباح الخير
Good Morning
🌷
আজ সোমবার
১৫ নভেম্বর, ২০২১ খ্রীস্টাব্দ
০৮ রবিউস সানি, ১৪৪৩ হিজরী
৩০ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
এখন হেমন্তকাল

☀️
আজকের সূর্যোদয় ০৬:১২
এবং সূর্যাস্ত ৫:১২ মিনিটে
সতর্ক থাকুন, নিরাপদে থাকুনে
আনন্দময় হোক আপনার সারাদিন"""

15/11/2021

যদি ও নাটক বাস্তবিকপক্ষে সত্য সবারই এই ভিডিওটা দেখা উচিত

13/11/2021

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন। ৪র্থ...

10/11/2021

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। যেসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

03/11/2021

নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের লক্ষীকরদী দড়িপাড়ার ৮নং ....

Address

Dammam

Telephone

+966572178044

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afran Sabuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afran Sabuj:

Videos

Share

Nearby media companies