SA Rubel Official

SA Rubel Official Digital Content Creator Guidelines
YouTube Channel
https://youtube.co/
(12)

30/06/2024

ফেইসবুকের Ads on reels কিভাবে পাবেন দেখে নিন।

30/06/2024

ফেইসবুকের Profile /Page মধ্যে bonass Programme কিভাবে চালু করবেন।

29/06/2024

রিলস ভিডিওতে কপিরাইট কিভাবে চেক করবেন।

26/06/2024

সারা বিশ্বকে মাএ ১ মিনিট ৫৬ সেকেন্ডের তুর্কি নাটকের ভিডিওটি কাঁদিয়েছে।এই পর্যন্ত ২৭টি পুরস্কার পেয়েছে।
゚viralシ

22/06/2024

⏲️সাল ২০৬০🕛
বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি । বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনীর ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি, ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি ! বসো বসো। আমি টিউশনে যাবো। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যাস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৮৬৭৮ টা ম্যাসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না। সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন। কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়ত ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের ম্যাসেজ। বন্ধু শরীরটা ভালো নেই। বেশিদিন হয়ত বাঁচব না। ম্যাসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিং গুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা এ সবই পড়ে আছে। ওদের অধিকাংশইই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার ম্যাসেজ। হ্যা আমার সেই পুরোনো "একতরফা" ভালোবাসা। ওর কোন খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি । আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে। তার নাতনীর সাথে ছবি। আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতী- নাতনী। খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম - চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পড়নে লাল শাড়ী ছিল , ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবি গুলোতে সাদা শাড়ি পড়া, চুলগুলো সব সাদা। কিছু কিছু আবার মেহেদী দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রীনে নিজের ছবিটা দেখলাম। হ্যা আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলত, বুড়ো দাদু। আচ্ছা ও কি আজও বেচে আছে ? জানি না ! ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রীনশট দিয়ে লিখেছে, এই দাদী গতকাল আনুমানিক বিকেল ৫ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন , উনি যেনো সর্গ লাভ করেন এই আমার পার্থনা। পোস্ট পড়েই থমকে গেলাম। পাঁচ বছর আগের পোস্ট। ও মারা গেছে তাহলে ? হায়রে !. কোথায় সেই একসাথে বাঁচবো বলে কথা দেওয়া দিনগুলো। অজান্তেই চোখের কোনে পানি এলো। এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম। ওদের আইডিটা এখনো প্রানবন্ত। কিন্তু ওরা প্রানবন্ত না। অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলিফি আপলোড দিত ও ২০ বছর আগে ক্যান্সারে মারা গেছে। খবর শুনে দেখতে গেছিলাম। মজার মজার জোক্স পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না। লেখক ফ্রেন্ডটা ৮ বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে ওকে বৃদ্ধা আশ্রমে ফেলে এসেছে এই নিয়ে। ওর সাথে যোগাযোগ নেই। এরপর আমার আইডিটায় গেলাম। এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না। এইতো অনেক কষ্ট খুঁজে পেয়েছি ৩৩ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। সেই খানকার কয়েকটা পিক। আরো প্রিভিয়াস পোস্টগুলো পড়ে কখনো হাসলাম। কখনো কাঁদলাম।
হঠাৎ নাতনী ডাক দিল দাদু আমি রেডি। টিউশনে যাব। ল্যাপটপ দাও।
আমি: ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি?
নাতনী: আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না? আমরা তো ভার্চুয়াল ক্লাস করি।
আমি: ওহ! তা বই খাতা লাগে না?
নাতনী: ধূর! কি বল? ক্লাস করতে বই খাতা লাগে?
আমি: ওহ! লাগে না?
নাতনী: তোমাদের সময় লাগতো?
আমি: হ্যা লাগতো তো। তবে তখন আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে।
নাতনী: হা হা হা। টিউশনে খাতা - কলম লাগতো! দারুন ফানি! আচ্ছা আমি যাই টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনবো।
হ্যা এখনকার আধুনিক আমরা ২০৬০ সালের আদিম আমরা। আমাদেরও ওই যুগের ছেলে মেয়েরা আদি কালের মানুষ বলবে।

"জানিনাা ২০৬০ সাল পর্যন্ত বাঁচবো কি না !
যদি বেঁচে থাকি তাহলে টাইমলাইন এ এসে লেখাটা আরো একবারের জন্য পড়বো আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করবো"।

22/06/2024

সৌদিআরবে ইন্ডিয়ান কেরেলারা কিভাবে পার্টি করে (ব্লগ ২)
゚viralシ

21/06/2024

সৌদিআরবে ফুড ডেলিভারি কাজ কিভাবে করবেন।

21/06/2024

প্রবাসীদেরকে কখনো অসম্মান করবেন না, অনেক কষ্ট করে পরিবার ও দেশের জন্য টাকা পাঠায়।

21/06/2024
21/06/2024

ফ্রিতে ব্যায়াম করা যায় সৌদি আরবে।

20/06/2024

দেখুন কুয়াশার অবস্থা

20/06/2024

Thanks All Friends ❤️
I gained 1,218 followers, created 230 posts and received 1,943 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

19/06/2024

রেস্টুরেন্টে কিভাবে মাংস পুড়িয়ে সৌদিদেরকে খাওয়াই।

19/06/2024

কতটা কষ্ট পেলে একজন নারী আত্মহত্যা করতে পারে, লাইভে এসে আত্মহত্যা করলো রিমি।
#বাংলাদেশ

18/06/2024

বুঝে শুনে মানুষের উপকার করুন।
***************************
জীবনে এমন মানুষের উপকার করবেন না যে তা অস্বীকার তো বটেই আপনার জন্য দা কুড়াল নিয়ে দাঁড়িয়ে যেতে পারে। তবুও এটা ভেবে সান্ত্বনা খুঁজুন আপনি আল্লাহ্ রাব্বুল আলামিনকে খুশি রাজি করার নিয়তে তা করেছেন। আপনার কর্মকাণ্ড আসলেই লোক দেখানো বা রিয়া ছিল না। আল্লাহর ওয়াস্তে করেছেন। কতিপয় মানুষের জন্মগত এবং মজ্জাগত স্বভাব হচ্ছে স্বার্থপরতা, অকৃতজ্ঞতা। ওরা কোনো দিন নিজের স্বার্থ ছাড়া সামাজিক মানবিক নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধকে পাত্তা দেয়না। কারো অবদানকে স্বীকার করতে চায় না। খুব সহজে অতীত ভুলে যায়। পারিবারিক যে অবক্ষয়ের মধ্যে বেড়ে উঠেছে সেই বৃত্ত থেকে সহজে বেরিয়ে আসতে পারে না। একথা সত্য -- কয়লা ধুলে ময়লা যায় না। আপনি আস্তাকুঁড়ের থেকে টেনে তুলতে চাইলেও তাদের স্বভাব আচার আচরণ এবং কৃতজ্ঞতাবোধের আদৌও কোনো পরিবর্তন হবে না। আমরা আল্লাহ সুবাহানা তায়ালার কাছে এসব মানুষের হেদায়েতের জন্য শুধু দোয়াই করতে পারি।

18/06/2024

সৌদি সরকার ফ্রী ব্যায়াম করার জন্য পার্ক গুলোতে সুযোগ করে দিয়েছে

18/06/2024

দালালের খপ্পরে পড়ে এক প্রবাসীর করুন কাহিনী

17/06/2024

সৌদিআরবে ফুড ডেলিভারির ভিসায় আসলে মাসে ৯০.০০০ টাকা ইনকাম করতে পারবেন।

🎉 Facebook recognised me as a top rising creator this week!
17/06/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

17/06/2024

দেখুন সৌদি মহিলারা বিচে কি করে

17/06/2024

My First blog (1) Royal Commission Saudi Arabia.

17/06/2024

তিতা জিনিসটা খারাপ হলেও ক্ষতির আশংকা কম থাকে,অপর দিকে মধুর পরিমাণ বেশি হলে সবসময় ক্ষতির সম্ভাবনা বেশি থাকে।

17/06/2024

জীবন যুদ্ধে পরাজিত না হয়ে বরং নিশ্চিতে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ

17/06/2024

গরুর মাংসের গরম, রোদের গরম দুইটি যেন কি মিল😜

16/06/2024

আরব সাগরের ব্যানানা বিচ

ঈদ মোবারক সকলকে ❤️
16/06/2024

ঈদ মোবারক সকলকে ❤️

14/06/2024

❤️আলহামদুলিল্লাহ❤️
2.3K ফলোয়ার্স পূর্ণ হওয়াতে সকলকে আমার পক্ষ থেকে অগ্ৰিম ঈদুল আদহা মোবারক ও লাল 🌹 শুভেচ্ছা। এইভাবে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে আছি ❤️❤️❤️

11/06/2024

Special Thanks My New Followers.....
❤ 👇👇👇❤
Shout out to my newest followers! Excited to have you onboard! Sk Nasimuddin, মো শফিক ফেরাজী, Supriya Koley, Ayub Sarkar, Md Tohorul Islam, Abdul Mannan, Md Shoriful Islam Shorif, Helal Uddin, সাজিদুল ইসলাম সজীব শা, Dipali Raj, Hm Ashik Mahmud, Amzad Hossain, আরিফ চৌ-ধুরী, Antara Maiti, Kalpana Das, Uttam Roy, Mofijul Sk, MA Samad, Ability Anderson, Emran Khan, Abhro Jyoti Das, Janani Biltu, Mohammamd Alauddin, Hassan Ali, Tamanna Aktar Aktar, Ethika Faruk, MD Muzammil, Sayeda Tahmina, Waziha Shahran, Kushtia Dolna House, Colour Full, TA Mim

11/06/2024

বাস্তব জীবনে যদি জীবনসঙ্গী মনের মতন পেয়ে যান তাহলে রবের প্রতি আলহামদুলিল্লাহ বলাটা জরুরি কারণ অনেকের জীবন তেজপাতা ও ঊনিশ কুড়ির মধ্যে দিয়ে চলতেছে।😮‍💨😠

11/06/2024

সুখ ও দুঃখ কপালের লিখন যদি হয় থাকে তাহলে যত তাড়াতাড়ি মেনে নিবেন ততই শান্তি পাবেন।

Address

Al Jubail
Dammam
35513

Alerts

Be the first to know and let us send you an email when SA Rubel Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Rubel Official:

Videos

Share

Nearby media companies



You may also like