Raihan for human

Raihan for human don't stop see your dream. always do to hard work success the your dream. focus your future
(1)

বয়কট করলাম 🚫 এবং আনফলো করলাম 🚫 এখন আপনার পালা আপনি বয়কট করছেন তো 🚫
14/06/2024

বয়কট করলাম 🚫 এবং আনফলো করলাম 🚫
এখন আপনার পালা আপনি বয়কট করছেন তো 🚫

চিনতে পেরেছেন এই ভদ্রলোক টি কে..!!  এটি কোন কাল্পনিক গল্প নয়, যদি চিনে থাকেন তাহলে আপনি চাইলেই তাঁর গল্পের সত্যতা যাচাই ...
24/05/2024

চিনতে পেরেছেন এই ভদ্রলোক টি কে..!!

এটি কোন কাল্পনিক গল্প নয়, যদি চিনে থাকেন তাহলে আপনি চাইলেই তাঁর গল্পের সত্যতা যাচাই করতে পারবেন!!

বিশ্বের অন্যতম শক্তিধর এবং সম্পদশালী একটি দেশের দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন! বর্তমানে তিনি স্বেচ্ছায় মেষ পালন করেন। সাবেক প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য ভাতা (প্রতি মাসে) তিনি গ্রহণ না করে দান করে দিয়েছেন! প্রেসিডেন্সীর মেয়াদ শেষ হবার সাথে সাথে ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতায় ফিরে যান। তখন তার মাসিক বেতন ছিলো বর্তমান সময়ে আনুমানিক ২৫০ ডলার! এর বাইরে আর কোন আর্থিক সুবিধা পেতেন না, যেহেতু অস্থায়ী টিচার ছিলেন।

ব্যক্তি জীবনে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর সেই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ডক্টরেট করেন সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড ট্র্যাফিক ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ে। দেশের নগর জীবনের উন্নয়নের জন্য রাজধানীর মেয়র হন। এরপর ব্যাক টু ব্যাক দুই মেয়াদে প্রেসিডেন্ট হয়ে দেশের মৌলিক বিজ্ঞান গবেষণায় বিপ্লব ঘটান তিনি! পরমাণু এবং ধাতব শিল্পে তার দেশ এখন এক্সাম্পল।

এই ব্যাক্তি কোথাও কাজে বা বেড়াতে গেলে সবচেয়ে কমদামী হোটেলের কমদামী রুমে উঠেন। খাট পালঙ্ক ছাড়া রুমে থাকার চেষ্টা করেন। কারণ তাঁর বিশ্বাস যত কম ভোগ বিলাস করবেন তত কম হিসেব দিতে হবে পরকালে! চলাচল করেন বাসে কারণ তাঁর ব্যাক্তিগত পিউজিয়ট গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে টাকার জন্য। তাঁর স্ত্রী একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দুই ছেলে এক মেয়ে! সন্তানদের তিনি কোন রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে দেননি!

পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকার সুবাধে তিনি চাইলেই, তাঁর দেশের আইনানুযায়ী বৈধভাবে, তাঁর অর্থনৈতিক অবস্থার অনেক অনেক উন্নতি করতে পারতেন। তাঁর দেশের আইনে প্রেসিডেন্ট এবং তাঁর পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য এই টুকু ছাড় জনগণের সম্মতি নিয়েই করা হয়েছে। তবুও তিনি সেটা নেননি! এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছিলেন "একজন নেতার জীবনযাপন এমন হওয়া যেমন তাঁর জনগণ যাপন করেন!"
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ।

লিখা:-সাহিদ খোকন।
সংগৃহীত।।

ভারতীয় কিছু পণ্যেরর তালিকা প্রকাশ করা হল :১. রূপচাঁদা সয়াবিন তেল ( Adani গ্রুপের পণ্য এটি)২. Lucy Olive Oil৩.Meizan সয়াব...
01/02/2024

ভারতীয় কিছু পণ্যেরর তালিকা প্রকাশ করা হল :
১. রূপচাঁদা সয়াবিন তেল ( Adani গ্রুপের পণ্য এটি)
২. Lucy Olive Oil
৩.Meizan সয়াবিন তেল
৪. Fortune Oil
৫. King Sunflower Oil
বিকল্প:
১. তীর সয়াবিন তেল
২. Ambassador Olive Oil
৩. Imperial Olive Oil
৪.Olitalia Olive Oil
এখানে আরও ২৬ টিরও বেশি ভারতীয় পণ্যের তালিকা এখানে দেওয়া হয়েছে।কারও PDf/Word ফাইল লাগলে বলতে পারেন।
(1) Dabur
(2) Vatika
(3) Himaloya
4) Veet
(5) Indian Colgate
(6) Meswak Tooth paste
(7) zatak perfume
(😎 Set Wet perfume
(9) Nataraj Pencil
(10) Asian Paints
(11) Fevicol
(12) Raymond
(13) Amul
(14) Ultra tech cement
(15) Perfect Plus cement
(16) Ujala
(17) Saffola Gold Oil
(18) Dala Vanaspati
(19) Parachute Coconut oil
(20) Hero Bike ,Cycle
(21) Hawkins pressure cooker, Prestige Pressure cooker
(22) Kurkure Chips, Lays Chips
(23) Indian Sharee, Dress etc
(24) Sun Pharma Medicine
(25) Indian Tv, Youtube Chanel,Fb Page
(26) ভরতীয় পেঁয়াজ,রসুন


@🕺ভারত খেদাও-Go Back India🕺

🤔🤔🤔শরিফার গল্পের বাহিরে আরও ভয়াবহ তথ্য রয়েছে এবছরের পাঠ্যবইয়ে। ব্যাপক প্রচার করে ফিতনা মুকাবেলায় অংশ নিন। নবম শ্রেণীর ইস...
31/01/2024

🤔🤔🤔শরিফার গল্পের বাহিরে আরও ভয়াবহ তথ্য রয়েছে এবছরের পাঠ্যবইয়ে। ব্যাপক প্রচার করে ফিতনা মুকাবেলায় অংশ নিন।
নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে ইসলামের অকাট্য ফরজ বিধান জিহাদ পুরাই ডিলিট (বিলুপ্ত) করে দেয়া হয়েছে।
বিশ্ব মানচিত্রের ছবি থেকে ফিলিস্তিনের নাম ডিলিট। সেই জায়গায় অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল এর নাম সংযুক্ত করা হয়েছে।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী।
ছেলেমেয়েদের বয়:সন্ধিকালীন স্পর্শকাতর বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যাতে স্বভাবজাত লজ্জ্বা শরম কারো মাঝে থাকে না। দেখুন, স্বাস্থ্য ও সুরক্ষা বই। ষষ্ঠ, সপ্তম শ্রেণী।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। শ্লোগান টি দৃশ্যত ভালো মনে হলেও, এর উদ্দেশ্য পুরোটাই খারাপ।
এক কথায় এটি একটি কুফুরি শ্লোগান। এর মাধ্যমে ধর্মীয় পরিচয় কে বর্জন করা হয়েছে।
ইতিহাস এ সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১০০
পহেলা বৈশাখ, গায়ে হলুদ, জন্মদিন পালন, মুখেভাত অনুষ্ঠান ইত্যাদিকে আমাদের ঐতিহ্য ও সংষ্কৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অথচ এগুলোর ইতিহাস খুবই অল্পদিনের।
দেখুন শিল্প ও সংষ্কৃতি বই। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী।
মানুষের আত্মপরিচয়ের ক্ষেত্রে নাম, লিঙ্গ, বয়স, পছন্দের খাবার, পোশাক, খেলা, শখ উল্লেখ থাকলেও ধর্মের পরিচয় সেখানে নেই।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ৭ম শ্রেণী পৃষ্ঠা ১৮
একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে।
স্বাস্থ্য ও সুরক্ষা ষষ্ঠ শ্রেণি, পৃষ্ঠা ৯৬।
একটি পাঠের শিরোনাম, চলো বন্ধু হই।
ছেলে ও মেয়ের ছবি দিয়ে বলা হয়েছে প্রয়োজনে না বলি, কী চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি।
পুরো পাঠ পড়লে বুঝা যাবে, বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কের দিকেই ইঙ্গি দিচ্ছে।
ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা, পৃষ্ঠা ৮৯
ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোন অবদান নেই। শুধুমাত্র হিন্দুদের অবদান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১১০
ছেলেমেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ালে শাসন করা উচিৎ নয়। স্বাস্থ্য ও সুরক্ষা, সপ্তম শ্রেণী।
তাছাড়া মাদরাসার বই সহ সকল বইয়ের প্রচ্ছদে বাদ্য-বাজনার ছবি, ভেতরে হিজাব বিহীন ছবি, কখনো মহিলাদের অশ্লীল ছবি তো আছেই।
সময় নিয়ে খুঁজলে আরও তথ্য বেরিয়ে আসবে।
আসুন, নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই। প্রতিবাদ করি। সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানাই।

26/01/2024

ব্রাক মুসলিম বিশ্বের জন্য কতটা হুমকি স্বরূপ, জানতে হলে পুরো ভিডিও টা দেখুন।

মীর জাফর "নামের অর্থ জানি না!  কিন্তু যাঁরা বাংলার ইতিহাস ও সাহিত্য অধ্যয়ন করেছেন, তাঁরা একটা ব্যাপার ভালো করে জানেন যে...
24/11/2023

মীর জাফর "নামের অর্থ জানি না! কিন্তু যাঁরা বাংলার ইতিহাস ও সাহিত্য অধ্যয়ন করেছেন, তাঁরা একটা ব্যাপার ভালো করে জানেন যে, বাংলা সাহিত্যে এই নামের অর্থ হলো "বিশ্বাসঘাতক"!
জনাব ইব্রাহীম সাহেব বিনা পয়সায় এই উপাধী'টা পেয়ে গেলেন! ১৯৭১ সালের যুদ্ধের সময় পাকিস্তানের হয়ে যারা কাজ করেছে তাদেরকে রাজাকার বলা হয়। আর এই ইব্রাহিমরা হলো বর্তমান সময়ের রাজাকার।

24/11/2023

স্যালুট বীর বিক্রম ❤️

24/11/2023

মা-র্কিন স্টেইট ডিপার্টমেন্ট ব্রিফিং এ অংশ নিয়ে যে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন জ্যাকব মিল্টন!

টাকলায় কামডা করলো কি?পেজটি ফলো দিয়ে সাপোর্ট করবেন সবাই।  #টাকলা  #মুরাদ  #মাহিয়া  #মাহি
24/11/2023

টাকলায় কামডা করলো কি?

পেজটি ফলো দিয়ে সাপোর্ট করবেন সবাই।

#টাকলা #মুরাদ #মাহিয়া #মাহি

12/11/2023

১৯৭১ সা‌লের যুবকরা কত স্মার্ট ছি‌লো ।
হে তরুন সমাজ , ১৯৭১ সা‌লে তোমা‌দের বয়সে , এদেশের তরুণরা কি ছিল দেখে নাও...
কি স্মার্ট, কি দারুণ ইংরেজিতে কথা বলে...
আমরা শিক্ষায় অন্তত ১০০ বছর পিছিয়েছি, নৈ‌তিকতায় পিছিয়েছি অন্তত হাজার বছর...

সম্প্রতি পোল্যান্ডের মাকোভিস্কা নামক এক গ্রামে স্থপতি মাসিয়েজ চেসিয়াক একটি চায়ের কেটলির আকারের বাড়ি নির্মাণ করেছেন। পরি...
07/11/2023

সম্প্রতি পোল্যান্ডের মাকোভিস্কা নামক এক গ্রামে স্থপতি মাসিয়েজ চেসিয়াক একটি চায়ের কেটলির আকারের বাড়ি নির্মাণ করেছেন। পরিবারের সাথে তিনি এ বাড়িতে থাকেন।

07/11/2023

আল্লাহ আকবার আল্লাহ আকবার
এমন ভিডিও দেখলে মনে একটু শান্তি পায়।

This is Hasina government's fair election.  I want freedom of democracy.  Let the dictator দিয়ে
06/11/2023

This is Hasina government's fair election. I want freedom of democracy. Let the dictator দিয়ে


হযরত ইবরাহীম আ. এ-ভূমিতে বসবাস করেছেন। নবী ইসহাক ও ইয়াকুব আ.-ও ফিলিস্তিনের মাটিতে ঘুরেছেন, থেকেছেন। ইউসুফ আ.-এর জন্ম তো ...
24/10/2023

হযরত ইবরাহীম আ. এ-ভূমিতে বসবাস করেছেন। নবী ইসহাক ও ইয়াকুব আ.-ও ফিলিস্তিনের মাটিতে ঘুরেছেন, থেকেছেন। ইউসুফ আ.-এর জন্ম তো এখানেই। তারপর না মিশরে গেলেন ভিন্ন পরিস্থিতির শিকার হয়ে। হযরত লূত আ. ফিলিস্তিনের একটা অংশের মানুষ। নবী দাউদ আ.-এর জীবন অতিবাহিত হয়েছে এ-ভূমিতে। তাঁর ছেলে সুলাইমান আ.-এক রোমাঞ্চকর জীবন অতিবাহিত করলেন বায়তুল আকসাকে ঘিরে। হযরত সালিহ আ.-কতো ঘুরেছেন এই দেশের অলিগলি! হযরত যাকারিয়া আ. কোথায় থাকতেন? বায়তুল আকসার মূল কেন্দ্রে। তাঁর কাছেই বড় হয়েছেন হযরত মারইয়াম আ.। হযরত ঈসা আ.-এর জন্ম তো সেখানেই। আমাদের নবী ﷺ-এর ঐতিহাসিক ভ্রমণ ছিল সেখানে। মসজিদুল আকসায় ইমামুল আম্বিয়ার দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেখান থেকে সোজা চলে যান আরশুল আযীমের দিকে—রবের সাথে একান্ত সান্নিধ্যের উদ্দেশ্যে।

আল-আকসার প্রতি ভালবাসা স্থাপন আমাদের ইমানের অংশ, আমাদের ইবাদাতের অংশ ।আল-আকসা দখলদারদের হাতে ছেড়ে দেয়া আল্লাহ, রাসুল সা. ও পবিত্র ধর্ম ইসলামের সঙ্গে প্রতারণা।

দোয়ায় বলতে থাকুন, হে আল্লাহ!
ফিলিস্তিনে আপনার দুর্বল বান্দাদের বিজয় দান করুন। আমিন।

22/10/2023

জায়গা টা চিনতে পারছেন। 😭😭😭

Sanku Das  #ভারত ও বাংলাদেশ এর মধ্যে পার্থক্য - #ভারত টেস্ট স্বীকৃতি পায় ১৯৩২ সালে।আর প্রথম টেস্ট জয় পায় ১৯৫২ সালে।অর্থা...
22/09/2023

Sanku Das #ভারত ও বাংলাদেশ এর মধ্যে পার্থক্য -

#ভারত টেস্ট স্বীকৃতি পায় ১৯৩২ সালে।
আর প্রথম টেস্ট জয় পায় ১৯৫২ সালে।
অর্থাৎ ভারতের প্রথম টেষ্ট জয় পেতে সময়
লাগে ২০ বছর।
#বাংলাদেশ টেস্ট স্বীকৃতি পায় ২০০০ সালে।
প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে। অর্থাৎ
বাংলাদেশের প্রথম টেষ্ট জয় পেতে সময় লাগে মাত্র ৫ বছর।
#ভারতের টেষ্টে প্রথম ডাবল সেঞ্চুরি আসে ৩২ বছর পর।
#বাংলাদেশে টেষ্টে প্রথম ডাবল সেঞ্চুরি আসে ১২ বছর পর।
#ওয়ানডে স্বীকৃতি পায় ১৯৭১ সালে।
প্রথম ওয়ানডে জয় পায় ৮ বছর পর ১৯৭৯ সালে।
বাংলাদেশ ওয়ানডে স্বীকৃতি পায় ১৯৯৭ সালে।
প্রথম ওয়ানডে জয় পায় মাত্র ১ বছর পর ১৯৯৮ সালে ভারত তাদের প্রথম ওয়ার্ল্ড কাপে সবগুলো ম্যাচ হারে।
#বাংলাদেশ প্রথম ওয়ার্ল্ড কাপে স্কটল্যান্ড এর পাশাপাশি পাকিস্তানের মতো পরাশক্তির বিরুদ্ধে জয় লাভ করে।
ভারত তাদের ১১ জন প্লেয়ার বের করে ১২১ কোটি লোকের মধ্যে থেকে।
#বাংলাদেশ তাদের ১১ জন প্লেয়ার বের
করে মাত্র ১৬ কোটি লোকের মধ্যে থেকে।
ভারতের ক্রিকেট আজকের অবস্থায় তৈরী হয়েছে ৮৬ বছর খেলে।
#বাংলাদেশ ক্রিকেট খেলে মাত্র ২১বছর ধরে।
আমাদের এই অল্প সময়ে যা অর্জন সেই তুলনায় ভারত অনেক অনেক পিছিয়ে।
#হে ভারতমাতা, তবে কিসের এত স্তম্ভ তোমার? কিসের এত অহংকার?
#তোমাদের মতো আমাদের ৮৬বছর খেলতে হবে না,
আমাদের কে আর মাত্র কয়েকটা বছর খেলতে দাও।
বিশ্ব ক্রিকেটের রাজদন্ড নিয়ে ছিনিমিনি খেলব আমরা।
সেই দিন খুব বেশি দুরে নেই।
#সেদিন তোমরা টাইগারদের সাথে কথা বলবে শুধু মাথা নিচু করে।

মা কাঁকড়া বিছার মৃত্যু অত্যন্ত ধীরে ধীরে বেদনাদায়ক ভাবে ঘটে। ভাবলে অবাক লাগে যে এই বিষধর ভয়াল কীটটি তার সন্তানের জন্য নি...
07/09/2023

মা কাঁকড়া বিছার মৃত্যু অত্যন্ত ধীরে ধীরে বেদনাদায়ক ভাবে ঘটে। ভাবলে অবাক লাগে যে এই বিষধর ভয়াল কীটটি তার সন্তানের জন্য নিজেকে আত্মবলিদান দেয়। বিষধর এই কাঁকড়া বিছার মধ্যে ও যে সন্তানের জন্য এতখানি মায়া মমতা থাকতে পারে তা না জানলে বিশ্বাস করা কঠিন।একটু একটু করে ধীরে ধীরে সন্তানের খাদ্য হিসেবে নিজেকে উৎসর্গ করে। মাতৃত্বের স্বভাবই যে সে তার সন্তানকে যে ভাবেই হোক রক্ষা করবে।
এটা সমস্ত জীবজগতের মধ্যেই দেখা যায় । সমস্ত মা চায় যেন তার সন্তান এই সুজলা সুফলা পৃথিবীতে বংশপরম্পরায় চিরজীবী হয়ে বেঁচে থাকে।
এই পৃথিবীর প্রতিটি মায়ের এ এক অমোঘ কামনা।
কাঁকড়া বিছার সন্তানেরা সরাসরি জন্ম নেয় মাতৃগর্ভ থেকে অর্থাৎ মানুষের মতই সন্তান প্রসব করে। অন্যান্য পতঙ্গদের মতো ডিম ফুটে বের হয় না। জন্মের সময় এদের বাহিরের কৃত্তিকাবরণী খুবই নরম থাকে। ফলে বাইরের বিপদসঙ্কুল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা জন্মের পরেই মায়ের পিঠে এসে আশ্রয় নেয় । মা তার পিঠখানাকে তার সদ্যজাত সন্তানদের রক্ষা করার জন্য এগিয়ে দেয় । ওখানে দশ থেকে কুড়ি দিন পর্যন্ত থাকে যতদিন না পর্যন্ত তাদের বহিঃ আবরণী শক্ত হয়ে ওঠে এবং তারা বাইরের বিরুদ্ধ পরিবেশে লড়াই করার উপযুক্ত না হয়ে ওঠে।
এবারে বাচ্চা গুলো খাদ্যের অভাবে ধীরে ধীরে তাদের মাকে পিঠ থেকে কুরে কুরে খেতে শুরু করে , মাও তার পিঠের মধ্যের অংশগুলি বাচ্চাদের শরীরের সাথে ঠেসে ধরতে থাকে যাতে তার বাচ্চা গুলোর খেতে সুবিধে হয়। বাচ্চা গুলোও অল্প অল্প বিষ inject করতে শুরু করে যাতে বিষের প্রভাবে ভেতরের অরগ্যান গুলি নরম হয়ে উঠে ও চুষে চুষে খেতে সুবিধে হয়। বিষধর কাঁকড়া বিছা এই সময় তার নড়াচড়ার গতিও শ্লথ করে দেয় যাতে তার আত্মজ সন্তানদের তার শরীরের আভ্যন্তরীণ অংশ খেতে অসুবিধে না হয়। তিল তিল করে এই অসহ্য যন্ত্রণা সে সহ্য করতে থাকে যাতে তার সন্তানেরা ভবিষ্যতে এই পৃথিবীতে টিকে থাকার উপযুক্ত হয়ে গড়ে উঠে।
দু একদিনের মধ্যেই মায়ের মৃত্যু ঘটে কিন্তু ঐ মায়ের মৃতদেহটি কয়েক সপ্তাহ ধরে বাচ্চা গুলোর খাদ্যের জোগান দিয়ে যায় যাতে তারা প্রাকৃতিক নির্বাচনে জয়লাভ করে।

সামান্য বিষাক্ত ভয়াল কাঁকড়া বিছাও চায় যেন তার সন্তান এই পৃথিবীতে বেঁচে বর্তে থাকে তাতে তার নিজের প্রাণ বিসর্জন দিয়েই হোক না কেন।

👕 ইউরোপ চেয়েছিল রোনালদোর ক্যারিয়ার ধ্বংস করে দিতে।কিন্তু রোনালদোর একটা সাইনিং এখন পুরো ইউরোপকে কাঁপিয়ে দিচ্ছে।  👑🇵🇹
23/08/2023

👕 ইউরোপ চেয়েছিল রোনালদোর ক্যারিয়ার ধ্বংস করে দিতে।
কিন্তু রোনালদোর একটা সাইনিং এখন পুরো ইউরোপকে কাঁপিয়ে দিচ্ছে।

👑🇵🇹

23/08/2023

Breaking news

15/08/2023

কুরআনের পাখি চির বিদায় 😭😭😭 কিভাবে ভুলবো আপনাকে। কিভাবে ভুলবো আপনার সমধুর দরাজ কণ্ঠ। 😭😭😭

15/08/2023

আল্লামা সাঈদী ছিলেন,থাকবেন হৃদয়ে চিরদিন ❤️
কথা: নাঈম নাওয়াদ এবং Mahmud Faysal
কন্ঠ: Ibrahim Bin Ansary Official ....





#আল্লামা_সাঈদী
#মাওলানা_দেলওয়ার_হোসাইন_সাঈদী
#কোরানের_পাখি

13/08/2023

পোল্যান্ড থেকে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান।

পেনাল্টি ছাড়া আর্জেন্টিনা 😂😂😂
11/08/2023

পেনাল্টি ছাড়া আর্জেন্টিনা 😂😂😂

কথা কিন্তু সত্য🤣🤣🐸
05/08/2023

কথা কিন্তু সত্য🤣🤣🐸

Adres

Platynowa
Gdynia
811454

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy Raihan for human umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Widea

Udostępnij

Kategoria