Azharul Islam Parvez

Azharul Islam Parvez On my page i will try explore different kinds of places in the world and make travel vlog. ফানি ভিডিও পেতে পেজটি ফলো করুন।

Morning exercise is a great way to start your day on a positive and energized note. Engaging in physical activity in the...
04/06/2023

Morning exercise is a great way to start your day on a positive and energized note. Engaging in physical activity in the morning has numerous benefits, such as boosting your metabolism, improving focus and productivity, enhancing mood, and promoting overall well-being. Whether it's a brisk walk, jogging, yoga, or any other form of exercise, dedicating some time in the morning for physical activity can set a positive tone for the rest of your day. Remember to listen to your body, start with activities you enjoy, and gradually increase intensity as your fitness level improves.

"Nature is my true friend, always there to inspire, heal, and remind me of the beauty in life. Grateful for the soothing...
01/06/2023

"Nature is my true friend, always there to inspire, heal, and remind me of the beauty in life. Grateful for the soothing embrace of the natural world. 🌿🌳

সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক 🥰
22/04/2023

সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক 🥰

18/04/2023

পৃথিবীর যেখানেই থাকি না কেন এই সময় গুলো মিস করতেই হবে 😭
দূরে থাকায় হয়তো সবাইকে অনেক মিস করি

09/04/2023

“সত্য ও সততাকে সবসময় ধারণ করবে। যেখানে দেখবে এতে তোমার ক্ষতি হচ্ছে, আসলে তাতে তোমার লাভ হবে। আর মিথ্যাকে সবসময় পরিহার করবে। কোথাও হয়ত দেখবে মিথ্যা বলাতে তোমার লাভ হচ্ছে, আসলে তা তোমার ক্ষতি করবে।”

— আমীর ইবন শুরাহীল আশ-শাবী (রাহিমাহুল্লাহ)

[আল বায়ান ওয়াত তাবিঈন, ২/১৯৯]

21/03/2023

By discovering nature, you discover yourself.

If you truly love nature, you will find beauty everywhere.

রাতের কাওরানবাজার। আমার সামনেই প্যান্টশার্ট পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক এসে মুরগির গিলা-কলিজা-গলা মিলিয়ে কেজিখানেক কিনলো, ...
05/03/2023

রাতের কাওরানবাজার। আমার সামনেই প্যান্টশার্ট পরা কেতাদুরস্ত এক ভদ্রলোক এসে মুরগির গিলা-কলিজা-গলা মিলিয়ে কেজিখানেক কিনলো, আর সাথে চেয়ে নিলো ওই ট্রের এক কোনায় রাখা দুইপিস ভালো মাংস। অভিযোগের সুরে বলতে লাগলো যেই টাকা বেতন পাই, তাতে করে এইদামে আস্ত মুরগি কেনা আর সম্ভব না। আগে সোনালি কিনতাম। ব্রয়লার ছুঁয়েও দেখতাম না, সেই ব্রয়লার এখন ২৫০ টাকা কেজি! ভাবতে পারেন?

এই গিলা-কলিজা দিয়েই কাজ চালাতে হচ্ছে। কিন্তু ঘরে তো ছোট ছেলে আছে, সে তো এসব বুঝেনা। তার তো গলা-গিলা ভালো লাগেনা, খাইতে চায়না এসব। তাই তার জন্য জাস্ট দুইপিস ভালো মাংস নিলাম।

নিশ্চয়ই ঘরে ফিরে ওইগুলো রান্না করার পর ছেলের পাতে
ওই দুইপিছ ভালো মাংস তুলে দিতে দিতে এই অসহায় বাবা বলতে থাকবে ওই মাংস তার ভালো লাগেনা, ছেলেকে হয়ত বুঝাতে থাকবে যে মুরগির গলার মাংসই তার সবচেয়ে প্রিয়!

আপনারা কাউয়ার মত কা কা করে উন্নয়নের পর উন্নয়নের ছবক শুনিয়ে দেশটারে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর বলে হাতেতালি দিতেই পারেন, কিন্তু আপনাদের ওইসব উন্নয়নের
গান শুনতে শুনতে আমার চোখে ভাসতে থাকবে ওই প্যান্টশার্ট পরা লোকটার কথা, যে একজন চাকরিজীবী হয়েও একটা সামান্য ব্রয়লার মুরগি কিনতে না পেরে রাতের বেলায় মুরগির জাস্ট গলা-গিলা কিনে একটা পোটলায় করে দীর্ঘশ্বাস ছাড়তে ছাড়তে বাড়ি যাচ্ছে!

এই দীর্ঘশ্বাসটাই কি আমাদের সাধের স্মার্ট বাংলাদেশ?

© Saiyed Abdullah

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্...
15/02/2023

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে।

মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কী করতেন? শেভ করা ছেড়ে দিয়ে, সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে কী লাভ!

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথীবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সাকসেস হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন।

নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে একবার জানান দেন সাকসেস না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না। ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন,এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মত লেগে থাকার। যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকেন। বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।

আলহামদুলিল্লাহ শুভ সকাল নিউজিল্যান্ড 🌿আরেকটা সুন্দর সকাল মহান রাব্বুল আলামিন দেখার সুযোগ করে দিয়েছেন 🥰🥰
09/02/2023

আলহামদুলিল্লাহ
শুভ সকাল নিউজিল্যান্ড 🌿
আরেকটা সুন্দর সকাল মহান রাব্বুল আলামিন দেখার সুযোগ করে দিয়েছেন 🥰🥰

02/02/2023

শুভ সকাল 🌿

আসসালামুলাইকুম শুভ সকাল সবাইকে 🌿"কারো অধঃপতনে আনন্দ প্রকাশকরো না, কেননা ভবিষ্যতে তোমারজন্য কী অপেক্ষা করছে,সে সম্পর্কে ত...
27/01/2023

আসসালামুলাইকুম
শুভ সকাল সবাইকে 🌿

"কারো অধঃপতনে আনন্দ প্রকাশ
করো না, কেননা ভবিষ্যতে তোমার
জন্য কী অপেক্ষা করছে,
সে সম্পর্কে তোমার কোন জ্ঞানই
নেই। হতে পারে, তার চেয়েও
খারাপ অবস্তা তোমার হতে পারে ”
– হযরত আলী (রা)

আগভেজা ঘাসে,পায়ে পলাশে�পাতা গেছে ভিজে, কি যে করি রে ?তোর হাটা চলা, তোর কথা বলা�ধরেছে আমাকে জড়িয়ে�তোর চারি ধারে, হয়ে গেছি...
26/01/2023

আগভেজা ঘাসে,পায়ে পলাশে�
পাতা গেছে ভিজে, কি যে করি রে ?
তোর হাটা চলা, তোর কথা বলা�
ধরেছে আমাকে জড়িয়ে�
তোর চারি ধারে, হয়ে গেছি ছায়া�
রেখেছি নিজেকে ছড়িয়ে।🥰🥰

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
26/01/2023

I've just reached 6K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

☘️যে মানুষটা একসময় আপনাকে বলেছিলো সে আপনাকে ছাড়া বাঁচবে না, এখন আপনি দেখতে পাচ্ছেন সে শুধু বেচে আছে এমন না, দিব্যি খাচ্ছ...
25/01/2023

☘️যে মানুষটা একসময় আপনাকে বলেছিলো সে আপনাকে ছাড়া বাঁচবে না, এখন আপনি দেখতে পাচ্ছেন সে শুধু বেচে আছে এমন না, দিব্যি খাচ্ছে, ঘুরছে আনন্দ করছে,

যে মানুষটা আপনাকে বলেছিলো আপনাকে ছাড়া তার জীবনের পরিপূর্ণ না, সে মানুষ এখন ঠিকই অন্য কাউকে নিয়ে জীবন উপভোগ করছে।

☘️আর আপনি? আপনার হয়ত কষ্টে নাওয়া খাওয়া বন্ধ। জীবনে বেচে আছেন কেনো সেটা নিয়ে ভাবা শুরু করেছেন।

কখনো ভেবে দেখেছেন? কি সহজে মানুষ ভুলে যায়। আপনি বসে বসে ভাবছেন, ওই মানুষ কিভাবে পারলো এমনটা করতে। ভেবে জীবন নিয়েই বিতৃষ্ণা অনুভব করছেন।

☘️প্রিয় ভাই,বোন আমার, আপনি ও কিন্তু আল্লাহ কে ভুলো গিয়েছেন, ভুলে গিয়েছেন কত অজস্র নিয়ামতে ডুবিয়ে রেখেছেন তিনি। ভুলে গেছেন আপনার মা বাবার কথা,যারা নটা মাস আপনাকে নিয়ে দিনরাত টেনশন করেছে। আজো করে।

🌼প্রিয়, কি দরকার যা নিজের তা নিজের ভেবে কষ্ট পাওয়ার? যে রব আপনার জন্মের আগে আপনাকে ভালোবাসার ঘোষণা দিয়েছে, তাকে ভালোবাসার সময় কি হয়নি?

18/01/2023

শুভ সকাল 🌿🌿
ভালো কাটুক সবার সারাটাদিন সেই প্রত্যাশা

Success always hugs you in private, but failure always slaps you in the public and that's a life.If you are not afraid o...
17/01/2023

Success always hugs you in private, but failure always slaps you in the public and that's a life.
If you are not afraid of losing, nobody can ever beat you. Stay positive and do what you are good for.

17/01/2023

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না।

কাউকে গায়ের রং দেন নি।
কিন্তু মায়াকাড়া চেহারা দিয়েছেন।

কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেন নি,
কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দিয়েছেন।

কাউকে মেধা দিয়েছেন,
আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ।

কাউকে টাকা-পয়সা দেননি,
কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা।

কাউকে কিছুই দেননি,
কিন্তু সুন্দর মন মানসিকতা দিয়েছেন।

কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য্য।

আবার কাউকে দিয়েছেন,অগাধ দুঃখ নিয়ে ও
সব পরিস্থিতি হাসিমুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা।

আবার কাউকে কিছু না দিয়ে,দিয়েছেন মানসিক শান্তি।

সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না,কাউকেই নিরাশ করেন না।

একদিক না একদিকে ঠিকই পূর্ণ করে দেন।
তাই আপনি যেমনই হন না কেনো,আফসোস না করে।

অবশ্যই রবের প্রতি সর্বাস্থায় শুকরিয়া আদায় করুন।❤️

আলহামদুলিল্লাহ।🌸🥰

আলহামদুলিল্লাহ আরেকটা সুন্দর দিনের প্রথম শুভ সকাল 🌿
12/01/2023

আলহামদুলিল্লাহ
আরেকটা সুন্দর দিনের প্রথম
শুভ সকাল 🌿

অকৃতজ্ঞতা বনাম কৃতজ্ঞতা  আমার পরিচিত এক ভাই ছিলেন যিনি কিনা কেউ হেল্প চাইলে ঠিকই করতেন কিন্তু করার পর উনি যাওয়ার সময় একট...
12/01/2023

অকৃতজ্ঞতা বনাম কৃতজ্ঞতা

আমার পরিচিত এক ভাই ছিলেন যিনি কিনা কেউ হেল্প চাইলে ঠিকই করতেন কিন্তু করার পর উনি যাওয়ার সময় একটা ছোট বাশ সাথে দিয়ে দিতেন!
তো জিজ্ঞাসা করলে বলতেন যে আজকে তোমাকে আমি হয়তো তোমার কোন উপকারে এসেছি কিন্তু তুমি আমাকে যখন বাশ দিবা তাহলে অন্য বাশ দেয়ার দরকার নাই তখন আমার দেয়া বাশ টাই আমাকে দিও তাইলে কমপক্ষে নিজের মধ্যে কিছুটা হলেও সান্তনা থাকবে!

যদিও এটা অনেক আগের বেপার কিন্তু ,
বর্তমান সমাজের অবস্থা তা এমনি হয়ে গেছে ! সম্প্রতি আমার পরিচিত অনেকের সাথে এমন হৈছে যেটা আমি জানি তখন আসলে নিজের কাছেই খারাপ লাগে যে ওই মানুষটা তাদের জন্য এত করলো সময়ের ব্যবধানে তারাই কিনা ওনাকে মিথ্যা ব্ল্যাম দেয় বা ওনাকে কোন ভাবে ছোট করার অথবা পেছনে কাজ করতেছে ..

আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতে বিশাল মনের বেপার যদি তাই না হতো তাহলে দুনিয়ার সব মানুষ এই কৃতজ্ঞ হতো

যাই হোক দিনশেষে এটাই চাওয়া যে আল্লাহ যাতে কখনো আমাকে অকৃতজ্ঞ না করেন কমপক্ষে যে মানুষ আমাকে একটা কথা,জ্ঞান বা যেকোনো ভাবে হোক আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন বা আমার শুভাকাঙ্খী . ভালো থাকুক পৃথিবীর প্রতিটা মানুষ 🥰🥰

বিঃ দ্রঃ- কাউকে আঘাত করার জন্য এই পোস্ট না জাস্ট মনে হলো তাই লেখা একটু যে দিন দিন আমরা কোথায় যাচ্ছি

Address

14 Cairongorm Place
Auckland
2010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azharul Islam Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azharul Islam Parvez:

Videos

Share


Other Auckland media companies

Show All