12/01/2024
ইসলামের ইতিহাসে সবচেয়ে ছোট খুতবা!
ইসলামের ইতিহাসে সম্ভবত সবচেয়ে ছোট ও সংক্ষিপ্ত জুম'আর খুতবাটি হয়েছিলো তিউনিসিয়ায়। মাসজিদটি ছিলো আয-যাইতূনাহ মাসজিদ, যা একইসঙ্গে বিশ্ববিদ্যালয়। খ্যাতনামা এই বিশ্ববিদ্যালয় জামি আয-যাইতূনাহ নামে প্রসিদ্ধ।
ঐতিহাসিক সেই জুম'আর দিনে সম্মানিত খতীব মিম্বরে আরোহণ করে বললেন,
“বাজারের মহিলারা কারা?”
মুসল্লীরা নিশ্চুপ!
তিনি পুনরাবৃত্তি করলেন,
“কার মহিলারা বাজারে?”
মুসল্লীরা নিরুত্তর হয়ে গেলো!
তিনি শেষবারের মতো জিজ্ঞেস করলেন,
“কার মহিলারা বাজারে?”
মুসল্লীরা চুপ রইলেন!
তিনি বসলেন, এরপর আবারও দাঁড়িয়ে বললেন, “তোমাদের সলাত কোনো কল্যাণ বয়ে আনবে না, যতদিন তোমাদের নারীরা পর্দাহীনভাবে চলাচল করবে।
ওহে ইমাম, সলাত আরম্ভ করো!” [১]
পাঠক জানেন, এই খতীব কে? তিনি হলেন গত শতাব্দির খ্যাতনামা আলিমে দীন মুফাসসিরে কুরআন শাইখুল আল্লামা তাহির ইবনু আশূর (১৮৭৯-১৯৭৩ খ্রি) রহিমাহুল্লাহ। শাইখ ইবনু আশূর তাঁর জগদ্বিখ্যাত তাফসীর ‘আত-তাহরীর ওয়াত-তানবীর’ লিখতে সময় নিয়েছিলেন সুদীর্ঘ ৪০ বছর, অথচ সেই শাইখ ইবনু আশূর খুতবায় যা বললেন তা বলতে সর্বসাকুল্যে হয়তো চল্লিশ সেকেন্ডও ব্যয় হয়নি।
আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ
তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেনঃ
১) মদ প্রস্তুতকারী,
২) মাতা-পিতার নাফরমানকারী,
৩) এবং ঐ চরিত্রহীন ব্যক্তি (দাইয়ুস) যে নিজ স্ত্রীকে নোংরামি করার সুযোগ দেয়। [২]
[১] আরবী উইকিপিডিয়া, محمد الطاهر بن عاشور
[২] মিশকাতুল মাসাবীহ, তিবরীযি, ৩৬৫৫; সহীহুল জামি, আলবানী, ৩০৫২; আলবানীর মতে সহীহ