Boycott India

Boycott India সত্যের পক্ষে, মজলুমের পক্ষে।

দেশী পণ্য ব্যবহার করি দেশকে শক্তিশালী করি॥
14/04/2024

দেশী পণ্য ব্যবহার করি দেশকে শক্তিশালী করি॥

উপস,সরি।
14/04/2024

উপস,সরি।

14/03/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কুরআন তেলাওয়াত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় বটবৃক্ষ নাকি লজ্জা পেয়ে গেছিল!

তা ঐ দিন যে একই বিশ্ববিদ্যালয়ের সিনেট এ তাদের আব্বুদের জাতীয় সঙ্গীত গাইল এই ব্যাপারে বটবৃক্ষ কিছু বলে নাই? 😕

বাঙ্গু এলিট সমাজ : আইলা! হিতে বিপরীত হয়ে গেলো। 😶‍🌫️
12/03/2024

বাঙ্গু এলিট সমাজ : আইলা! হিতে বিপরীত হয়ে গেলো। 😶‍🌫️

ঈমান-কুফরের আদি-দ্বন্দ্বটাই অঞ্চল-ভূগোল-সমাজ ভেদে নানারূপে হাজির হয়। পাক-ভারত-বাংলায় এর রূপ গরুর মাংস। গৌরগোবিন্দ বুরহান...
09/03/2024

ঈমান-কুফরের আদি-দ্বন্দ্বটাই অঞ্চল-ভূগোল-সমাজ ভেদে নানারূপে হাজির হয়। পাক-ভারত-বাংলায় এর রূপ গরুর মাংস।

গৌরগোবিন্দ বুরহানুদ্দিনের শিশুপুত্রকে হত্যা করে গরু আকিকার দেবার অপরাধে। বল্লালসেন একজন মুসলমানকে গরু কুরবানির জন্য নির্যাতন করে, যার জন্য যুদ্ধ হয়, প্রাণ দেন বাবা আদম শহীদ রহ.। গরুর মাংস খাওয়া 'মুসলিমবঙ্গের' জন্য কেবল একটা রেসিপি বা আইটেম না। বরং তাগুত অস্বীকারের ঈমানী চিহ্ন, তওহীদী আত্মপরিচয়, কুসংস্কারের বিরুদ্ধে দ্রোহ। এটাকে একটা রেসিপি মনে করলেন তো ভুল করলেন। এ অঞ্চলের রাজনীতিটা আর আপনি ধরতে পারলেন না। রাবি'র ঘটনাটা একই বস্তু। ঢাবি' র ক্যান্টিনে বছরখানেক আগেও গরুর গোশতের আইটেম ছিল বলে ভাংচুর করেছে। এই সিম্বোলিজমগুলো না বুঝলে রাজনীতি হবে না। এই অঞ্চলে গত তিন হাজার বছরের ইতিহাসে পক্ষ এই দুইটাই। গরুখোর পক্ষ। আর গরু-উপাসক ও সিম্প পক্ষ। আজ অব্দি একচুল এদিক-ওদিক হয়নি।

দ্বিতীয় সিম্বল হল, লম্বা দাড়ি। আমরা ইতিহাস থেকে জানি, হি.ন্দু জমিদাররা মুসলমান প্রজাদের দাড়ির দৈর্ঘ্যের উপর ট্যাক্স বসাতো। যতবড় দাড়ি, ততবেশি ট্যাক্স। আজও ডিজিটাল জমিদার ও সিম্প গং ক্যাম্পাসে ক্যাম্পাসে লম্বা দাড়িওয়ালাদের 'জঙ্গি' বলে হ্যারাস করে। জমিদারদের মুখপত্র 'জঙ্গিবাদ' শনাক্তের চিহ্ন হিসেবে দাড়িকে উল্লেখ করে।

তৃতীয় সিম্বল হল, মেয়েদের পোশাক। এই ভারত উপদ্বীপে এমন সময়ও গেছে, জমিদার-ব্রাহ্মণ গং নিম্নজাতের নারীদের স্তন ঢাকতে দেয়নি। যারা স্তন-আবরণ পরবে, তাদেরকে স্তনকর দিতে হবে। বিশেষত দক্ষিণ ভারতে এর প্রকোপ ছিল অসহনীয়। আজও দেখবেন, নারীর শালীন পোশাক, নিকাব, হিজাবের বিরুদ্ধে এদের আস্ফালন, চুলকানি। জমিদার-সিম্প গং আজ ফিরে পেয়েছে হারানো জমিদারি। সকল অফিস-আদালতের বড় পোস্টগুলো দখল করে চাবুক ঘোরাচ্ছে মুসলমান প্রজাদের উপর।

চতুর্থ সিম্বল, লম্বা-পোশাক-টুপি। একটা সময় এদের পোশাক ছিল সেলাই ছাড়া দু'টুকরো কাপড়। পুরুষ পরত ধুতি, আরেকটা কাপড় গায়ে জড়াতো, ব্রাহ্মণদেরটাকে বলে নামাবলী। আর মেয়েরা পরত শাড়ি, ব্লাউজ ছাড়া। মুসলমান এসে শিখিয়েছে সেলাই করা কাপড় পরতে। মুসলমান শাসনে লম্বা পোশাক পরতে শিখেছে, মেয়েরা শিখেছে পর্দা-আব্রু-অন্দরমহল বিষয়গুলো। এই পোশাকও এ অঞ্চলের আরেক রাজনৈতিক সিম্বলিজম।

আরেকটা বিষয় হল, হি.ন্দু পূজাপার্বণ উপলক্ষে মুসলমান প্রজাদের থেকে জোরপূর্বক কর-চাঁদা নেয়া। আজও ক্যাম্পাসে সরস্বতীপূজা উপলক্ষে মুসলমান থেকে জোর করে চাঁদা নেয়া থেমে নেই। সাথে আছে জমিদারের লাঠিয়াল লীগ।

এটাই এ অঞ্চলের হাজার বছরের ইতিহাস। সিম্বলিজম অবচেতন মনে কী গভীর প্রভাব ফেলে, তা সচেতন পাঠক মাত্রই জানে। অথচ ইসলাম নিয়ে যাদের রাজনীতি, তারাই এ সকল সিম্বল পরিহার করার শতেক অজুহাত খুঁজে বের করে। আর দিবারাত্র জিগির করে 'পোশাকের মধ্যে ইসলাম নাই'। আরে ভাই, ইসলাম থাকুক আর না থাকুক, রাজনীতি যে আছে, এটুকু বুঝলেও তো হতো।

আজ যে গরুর গোশত মুসলমানের নাগালের বাইরে
আজ যে মুসলমানের হজ নাগালের বাইরে
আজ ইফতারের খেজুর নাগালের বাইরে
আজ সন্তানের মুসলমানি করানো যে এক আতঙ্কের নাম
আজ বোরকা-টুপি-দাড়ি যে উপর্যুপরি টার্গেট
আজ যে ৯৫% মুসলমান সন্তানকে মুখস্ত করতে হচ্ছে হিন্দু-উপাসনা পদ্ধতি নৃত্যের গ্রামার।
আজ যে মুসলমান সন্তানকে শেখানো হচ্ছে পয়লা বৈশাখ, বর্ষাউৎসব, শারদ উৎসব পালন করতে।

এসব বিচ্ছিন্ন কিছু না। এসবই হাজার বছর ধরে হয়ে এসেছে। এটাই এ অঞ্চলের ক্ষমতার টানাপোড়েন। এটাই এ এলাকার হাজার বছরের রাজনীতি।

হে আল্লাহ ,ঢাকার গরুর গোস্তের ঘ্রাণ দিল্লীর ঘরে ঘরে পৌছে দিন।
09/03/2024

হে আল্লাহ ,ঢাকার গরুর গোস্তের ঘ্রাণ দিল্লীর ঘরে ঘরে পৌছে দিন।

জাতীয় ভা-বী ও এখন মাঠে 🫡
07/03/2024

জাতীয় ভা-বী ও এখন মাঠে 🫡

03/03/2024

অনেকটাই সফল ,
আলহামদুলিল্লাহ

03/03/2024
03/03/2024

এক রাজা নাকি চাচ্ছিলো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে,যেন সে আজীবন ক্ষমতায় থাকতে পারে। রাজার বিচক্ষণ মন্ত্রী বললো মহারাজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে জনগণ ফুঁসে ওঠে আপনাকে ক্ষমতাচ্যুত করবে। রাজা আক্ষেপের সুরে বললো জনগণ শিক্ষিত হলে তো আমি আকাম কুকাম করে ক্ষমতায় থাকতে পারবনা! মন্ত্রী বললো মহারাজ আপনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন যদি আমার পরামর্শে কাজ করেন। রাজা জিজ্ঞাসা করলো কি কাজ করতে হবে? মন্ত্রী বললো শিক্ষা এবং অশিক্ষা যদি সমান করে ফেলেন তাহলে আপনার ক্ষমতার বাধা হয়ে কেউ দাঁড়াবে না। রাজা জিজ্ঞাসিলো সেটা কিভাবে? মন্ত্রী বললো এমন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করবেন যে, ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আসবে যাবে এবং শুধু পাশ করে সার্টিফিকেটের মালিক হবে। কিন্তু রাষ্ট্র এবং সরকারের কোনকিছু তারা বুঝবেওনা, এবং রাষ্ট্র এবং রাজা নিয়ে তারা মাথাও ঘামাবে না। আপনি নাকে তেল দিয়ে ক্ষমতায় বসে বসে আকাম কুকাম করেই যাবেন। রাজা বললো ঐ পাইলাম ঠিক।
(collected)

রেন্ডিয়ান দের দয়ার শরীর
03/03/2024

রেন্ডিয়ান দের দয়ার শরীর

অ°খণ্ড  রা°ম রাজ্য প্রতিষ্ঠায় বিভোর উপমহাদেশের মূ'র্তি°পূ'জারীরা। এরা বিশ্বের ৪ র্থ বৃহত্তম সে°নাবাহিনী তৈরী করেছে৷ বিশ্...
03/03/2024

অ°খণ্ড রা°ম রাজ্য প্রতিষ্ঠায় বিভোর উপমহাদেশের মূ'র্তি°পূ'জারীরা।
এরা বিশ্বের ৪ র্থ বৃহত্তম সে°নাবাহিনী তৈরী করেছে৷
বিশ্বের ২য় বৃহত্তম চৌ°কস গো'য়েন্দা সংস্থা "র" গঠন করেছে।

VHP ( বিশ্ব হি°ন্দু পরি'ষদ), R°S°S ( রাষ্ট্রীয় স্বয়ং সেবক), শি°বসেনা,যু'গী সেনা ইত্যাদি সুবিশাল প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ লক্ষ বাহিনী প্রস্তুত।

এরা আবেগের হুঙ্কারে বিশ্বাসী না। এরা প্রতিটি সেক্টর ক'ট্টর হি°ন্দুত্ববাদী দিয়ে পরিপূর্ণ করেছে৷

আপনি কয় ঘন্টা দৌড়াতে পারেন?
কয় ঘন্টা ভারি কাজ করতে পারেন?
কয় কেজি ওজন নিতে পারেন?
কুড়াল নিয়ে কয়টা গাছ কাটতে পারেন?
কোদাল দিয়ে কতটুকু মাটি খনন করতে পারেন?
টানা কত শত ঢিল ছুড়তে পারেন?

ইত্যাদি ইত্যাদি।

দে'ওবন্দের ইট খুলে ফেললে আপনি হ্যান করবেন ত্যান করবেন। এসব বাচ্চা সূলভ আবেগ পরিহার করুন। ই'দাদে প্রোডাক্টিভ হোন৷।

শরীর কে সহনশীল বানান৷ যুবকদের উদ্ধুদ্ধ করেন৷ আগে নিজের সক্ষমতা যাচাই করেন।
--(শেষ পথি'ক)

ভারত যাদের মামা বাড়ি ,বাংলা ছাড় তাড়াতাড়ি।
02/03/2024

ভারত যাদের মামা বাড়ি ,
বাংলা ছাড় তাড়াতাড়ি।

দেশী পণ্য কিনুন।
28/02/2024

দেশী পণ্য কিনুন।

এই ইভ্যালি বাটপার টা কে ও তালিকায় ফেলতে হবে দেখা যাচ্ছে।
28/02/2024

এই ইভ্যালি বাটপার টা কে ও তালিকায় ফেলতে হবে দেখা যাচ্ছে।

28/02/2024

গত পরশু অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নোয়াখালীর আলমগীর হোসেন সাহেব কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার ৭/৮ বছরের ছেলে আল নাহিয়ান তাজবীরকে খতনা করানোর জন্য নিয়ে যান।

খতনা চলার সময়ে তাজবীর ক্রমাগত আর্তচিৎকার করলে তিনি এক পর্যায়ে ওটি রুমে ঢুকে পড়েন এবং দেখতে পান তাজবীরের অঙ্গ অস্বাভাবিক বেশি কেটে ফেলা হয়েছে ও অতিরিক্ত ব্লিডিংয়ে বিছানা ভিজে যাচ্ছে।

পরিস্থিতির অস্থিরতায় খতনা করতে থাকা সার্জন দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। তাকে খোঁজ করতে গিয়ে জানা যায় সেই ডাক্তার আসলে ছিল ট্রেইনী সার্জন, সে যেই ডাক্তারের সার্জারি করার কথা তার বদলি হিসেবে ওটি-তে এসেছিল। খুঁজতে গিয়ে জানা যায় সেই মূল সার্জনও পালিয়ে গেছে।

ইতমধ্যে তাজবীরের অবস্থা সিরিয়াস হয়ে গেলে মেডিকেল অফিসার এসে তাকে বিশেষ চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন। অতিরিক্ত ব্লিডিংয়ে বর্তমানে তাজবীরের অবস্থা আশংকাজনক।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেই কর্তব্যরত সার্জনের নাম ডা. বিজয় কুমার দে, ও তার বদলি দিতে যাওয়া ট্রেইনী সার্জনের নাম ডা. সৌরভ ভৌমিক।

08/12/2023

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’ কুরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এদেশের ধর্মপ্রাণ মানুষেরা যে ভীষণভাবে মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছে, বলার অপেক্ষা রাখে না।

আমরা অনেকেই ধর্মকে উন্নতি ও অগ্রগতির পথে বাধা মনে করছি। অথচ মালয়েশিয়া-সহ পৃথিবীর বহু মুসলিম দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বহাল থাকার পরও তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ডেনমার্ক-সহ অনেক খ্রিষ্টান প্রধান দেশের জাতীয় পতাকায় খোচিত আছে তাদের ধর্মীয় নিদর্শন ক্রুশের চিহ্ন। পৃথিবীর বহু দেশের জাতীয় সংগীতে উজ্জ্বল হয়ে আছে তাদের ধর্মের অনুষঙ্গ।

এমনকি যাদেরকে আমরা উন্নয়নের রোল মডেল মনে করি, যাদের উন্নতি দেখে আমরা দিবারাত্র ঈর্ষা করি, সেই তাদের ডলারের গায়ে লেখা আছে IN GOD WE TRUST।

ধর্ম তাদের উন্নতি ও অগ্রগতির পথে বাধা হলো না, অথচ উন্নতির দোহাই দিয়ে আমরা নানাভাবে ধর্মীয় অনুষঙ্গ ছাঁটাই করে চলেছি। এটা করে আমরা কতটুকু উন্নত হতে পেরেছি তা উল্লিখিত দেশগুলোর সাথে নিজেদের তুলনা করলেই স্পষ্ট হয়ে যায়।

পৃথিবীর প্রায় সকল সভ্যতা ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এ কারণে ধর্মের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যারা উন্নয়নের দোহাই দিয়ে ধর্ম ত্যাগ করছে, তারা মূলত বিশ্বসভ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করছে।

আজ একটি জাতীয় প্রতিষ্ঠানের লোগো থেকে কুরআনিক বাক্য সরিয়ে দেওয়া হলো। কাল অন্য জায়গা থেকে যে সরিয়ে দেওয়া হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে চলতে থাকলে একদিন মুসলিম নামটাই আমাদের কাছে লজ্জার কারণ হয়ে উঠবে।

শায়েখ আহমাদুল্লাহ

আলহামদুলিল্লাহ ....নিউজ কার্টেসি : Face the People-News
08/12/2023

আলহামদুলিল্লাহ ....

নিউজ কার্টেসি : Face the People-News

নিউজ কার্টেসি : 1A News
08/12/2023

নিউজ কার্টেসি : 1A News

住所

Ginza, Tokyo

ウェブサイト

アラート

Boycott Indiaがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

ビデオ

共有する

メディア会社付近


デジタルクリエイターのその他Ginza

すべて表示