Nazia Akter

Nazia Akter I am a digital creator.
(13)

12/07/2024
ফেসবুকে ইদানিং একটা কথা খুব দেখতেছি-'যে মেয়ের মা যত চালাক, সেই মেয়ের তত তালাক' না কি যেনো একটা কথা।মেয়ের মায়েদের নাক...
06/06/2024

ফেসবুকে ইদানিং একটা কথা খুব দেখতেছি-
'যে মেয়ের মা যত চালাক, সেই মেয়ের তত তালাক' না কি যেনো একটা কথা।

মেয়ের মায়েদের নাকি মেয়ের সংসারে বেশি নাক গলাতে হয় না। আমি ১০০% একমত। মেয়ের সংসার স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিবে এইখানে মেয়ের মা কেনো নাক গলাবে? কিন্তু ছেলেরা যে বউয়ের সাথে ঘুরতে যাইতে হইলেও বলবে আমার মায়ের থেকে জিজ্ঞাসা করি, বউ কিছু বললেই বলে আগে মাকে জিজ্ঞাসা করো, বউ ঘরের কিছু কিনতে গেলেও মায়ের থেকে জিজ্ঞাসা করো, কিছু রান্না করতে গেলেও অনুমতি নিয়ে করো, ঘুমাতে গেলেও বলে কয়ে গিয়ে ঘুমানো, তখন কি ছেলের মা নাক গলাচ্ছে না? মেয়ের মা নাক গলালে সমস্যা, ছেলের মা নাক গলালে মা আমাদের ভালো চায়? আপনারা মেয়েকে অত্যাচার করবেন আর মেয়ের মা চুপ করে থাকবে? কেনো মেয়ে সে কষ্ট করে জন্ম দেয় নাই? নাকি মেলা থেকে কুড়ায় পাইছে? নাকি দুনিয়াতে জন্ম দিয়েই জাস্ট একটা তুরি মেরে ২৫ বছরের করে ফেলছে? সব কিছুরই লিমিট আছে।
সেটা মেয়ের মা হোক আর ছেলের মা কারোই কারো জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই, নাক গলানোর অধিকার নাই।

After 4 years ♥️♥️🥰🥰
05/06/2024

After 4 years ♥️♥️🥰🥰

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফি...
30/05/2024

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফিরে আসেনা। প্ল্যান করতে হয়। ট্যুর পোস্টপোন করতে হয়। মিটিং ক্যান্সেল করতে হয়। সবকিছু ছেড়েছুড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো, সেদিন আমায় বলতে এসো " Accept me as I am".

মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়ত সবার জীবনে সেরকম মানুষ থাকে না। আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বুঝার প্রয়োজনীয়তাও মনে করে না।

অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না। যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিধারুণ অভিনয়। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিকই চলে।

তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোন ছবি হতে পারত। হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায়, অনাগ্রহে।

অবহেলায় মানুষ ভিতর থেকে ম*রে যায়, অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়। অভিমান- অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়। ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘস্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত!

লেখক- মেহেদী হাসান শুভ্র

🤔🤔🤔🤔
02/05/2024

🤔🤔🤔🤔

Good morning
29/01/2024

Good morning

Good morning
22/01/2024

Good morning

Good morning  🥶🥶🥶
12/01/2024

Good morning 🥶🥶🥶

Good morning   🥰🥰
08/01/2024

Good morning 🥰🥰

Good morning   ❤️❤️❤️ beautiful morning!!!
20/12/2023

Good morning ❤️❤️❤️ beautiful morning!!!

17/12/2023

সুরা ইউসুফ কতো সুন্দর!

এটা আমাদের শেখায়; কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করতে পারে, ভাঙা হৃদয় ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে পারে, কষ্টের পর সচ্ছলতা আসে, দুঃখী হওয়া আর অকৃতজ্ঞ হওয়া সমান নয় এবং ধৈর্যশীল মানুষদের শেষ পরিনতি সুন্দর হয়!

সুবহানআল্লাহ!🤍

16/12/2023

Happy victory
day 🇧🇩🇧🇩

Indirizzo

Vicenza
36100

Sito Web

http://www.linkedin.in/naziaakter, http://www.linkedin.in/naziaakter

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Nazia Akter pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a Nazia Akter:

Video

Condividi

Società Di Media nelle vicinanze



Potrebbe piacerti anche