ItaliAmo বাংলা

ItaliAmo বাংলা Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di ItaliAmo বাংলা, Creator digitale, Turin.
(1)

02/08/2024
I'm speechless😞"I am a remittance warrior (those who work abroad and send money to Bangladesh). Today my country gave me...
02/08/2024

I'm speechless😞

"I am a remittance warrior (those who work abroad and send money to Bangladesh). Today my country gave me the dead body of my son."

⛔⛔শেষ হতে চলেছে ডলারের একাধিপত্য⛔⛔মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের পেট্রোডলার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সৌদি যু...
15/06/2024

⛔⛔শেষ হতে চলেছে ডলারের একাধিপত্য⛔⛔

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের পেট্রোডলার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছে যে সৌদি আরব 75 বছর বয়সী চুক্তিটি পুনরায় নবায়ন করবে না যা আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য রক্ষা করতে সহায়তা করেছিল।

এই পদক্ষেপের ফলে রিয়াদ একচেটিয়াভাবে ডলারের পরিবর্তে ইউয়ান, ইউরো, ইয়েন ইত্যাদি সহ একাধিক মুদ্রায় তেল বিক্রি করতে পারবে।

এই চুক্তির আংশিক বা পুর্নাঙ্গ বাস্তবায়ন করতে পারলেও তা আমেরিকার জন্য বড় মাথাব্যাথার কারন হবে। এই ইস্যুতে সবচেয়ে বেশি ফায়দা লুটবে চীন। চীনা ইউয়ানও বৈশ্বিক মুদ্রা হওয়ার দৌড়ে নি:সন্দেহে অনেকটাই এগিয়ে যাবে।

12/06/2024

বাংলাদেশীদের ভিসা কেনা বেচা নিয়ে ইতালির প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপ..

Vfs Update!
03/06/2024

Vfs Update!

অনলাইনে ভিসা চেক করার জন্য ৪২ দেশের ওয়েব এড্রেস নিম্নে প্রদান করা হলো।এবার নিজেই চেক করুন অনলাইনে ভিসার আপডেট। ১। -তানজা...
02/06/2024

অনলাইনে ভিসা চেক করার জন্য ৪২ দেশের ওয়েব এড্রেস নিম্নে প্রদান করা হলো।

এবার নিজেই চেক করুন অনলাইনে ভিসার আপডেট।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/.../05/online-visa-60.html...
২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions...
৩। -কুয়েত http://www.moi.gov.kw
৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। -সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae
৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd
৯।- সাইপ্রাস http://moi.gov.cy/
১০। -নেপাল http://www.moic.gov.np/
১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/
১৩। -জর্দান http://www.moi.gov.jo/
১৪। -ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। -কেনিয়া http://www.labour.go.ke/
১৬। -ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/
১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/
২১। -ইরান http://www.irimlsa.ir/en
২২। -ঘানা http://www.ghana.gov.gh/
২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th
২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।
২৫। -ভূটান http://www.molhr.gov.bt/
২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz
২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/
২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/
২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english
৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/
৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/
৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/
৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/
৩৭। -লেবানন http://www.labor.gov.lb/
৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en
৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk
৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। -স্পেন http://www.mtin.e

DOL

আবারও মিলান কনস্যুলেট জেনারেল-এর ওয়েবসাইট ডাউন!!! একদিকে VFS Global/Italian Embassy of Bangladesh ইতালি আসতে ইচ্ছুক বাংল...
30/05/2024

আবারও মিলান কনস্যুলেট জেনারেল-এর ওয়েবসাইট ডাউন!!!
একদিকে VFS Global/Italian Embassy of Bangladesh ইতালি আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিয়ে ছিনিমিনি খেলে...
অন্যদিকে Bangladesh Consulate General, Milan করে ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সাথে এপোয়েনমেন্ট নিয়ে ছিনিমিনি!
আমার পরিচিত কয়েকজন বিগত তিন চার মাস ধরে চেষ্টা করছে নিজে নিজে এপয়েন্টমেন্ট নিতে কিন্তু প্রতিবারই কোন না কোন টেকনিক্যাল সমস্যার কারণে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না মিলান কন্সুলেটের ওয়েবসাইট থেকে।

অথচ কনস্যুলেটর আশে পাশে থাকা দোকানগুলোতে 20 থেকে 50 ইউরো দিয়ে আসলে, ঠিকই আপনি অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন।
আর কনস্যুলেটে কর্মরত কোন কর্মকর্তার সাথে যদি আপনার পরিচিতি থাকে তাহলে তো কোন কথাই নেই! টাকার বিনিময়ে সবই সম্ভব হয় মিলান কনস্যুলেট অফিসে।
আমার কথা হলো এদেরকে কি দেশ থেকে এখানে নিয়ে আসা হয়েছে দুই নাম্বারি-কালোবাজারী করে টাকা কামানোর জন্য নাকি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য??

Ministry of Foreign Affairs, Bangladesh
Ministry of Expatriates' Welfare and Overseas Employment

এপয়েন্টমেন্ট সিস্টেম এর পরীক্ষা চলাকালীন যারা বিকেল ৫:০০ টার আগে এম আর পি ও ই-পাসপোর্ট এর জন্য এপয়েন্টমেন্ট নিয়েছেন কর্ত...
30/05/2024

এপয়েন্টমেন্ট সিস্টেম এর পরীক্ষা চলাকালীন যারা বিকেল ৫:০০ টার আগে এম আর পি ও ই-পাসপোর্ট এর জন্য এপয়েন্টমেন্ট নিয়েছেন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সেসব আবেদন বাতিল করা হলো। বিকেল ৫:০০ টায় পুনরায় এপয়েন্টমেন্ট লিংক চালু করা হবে।
Bangladesh Consulate General, Milan

Shout out to my newest followers! Excited to have you onboard!Jawaria Hiba, Belal Hossain Mojumder, James Donna, শুভেচ্ছ...
29/05/2024

Shout out to my newest followers! Excited to have you onboard!

Jawaria Hiba, Belal Hossain Mojumder, James Donna, শুভেচ্ছা এন্টারপ্রাইজ

VFS Global-এর চমৎকার সিদ্ধান্ত!!!আজকে থেকে যারা ইতালি ওয়ার্ক ভিসার জন্য ফাইল জমা দিবেন তাদের পাসপোর্ট জমা রাখবে না, শুধু...
28/05/2024

VFS Global-এর চমৎকার সিদ্ধান্ত!!!
আজকে থেকে যারা ইতালি ওয়ার্ক ভিসার জন্য ফাইল জমা দিবেন তাদের পাসপোর্ট জমা রাখবে না, শুধুমাত্র স্ক্যান করে ফেরত দিয়ে দিবে। এম্বাসি ভিসা ডিশিসন যদি পজিটিভ নেয় তখন পাসপোর্টের ভিসা স্টিকার লাগানোর জন্য পাসপোর্ট জমা নিবে।

22/05/2024

ভিএফএস গ্লোবাল এর অনিয়ম-দুর্নীতির বিষয় আমাদের নজরে এসেছে।আমরা বিষয়টি তদন্ত করছি। খুব দ্রুত এগুলোর সমাধান হবে, বলেছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

20/05/2024

ভেনিস কনস্যুলার সার্ভিস (২৫-২৬ মে) সংক্রান্ত প্রশ্নোত্তর:

১. প্রশ্ন: আমি online appointment নিতে পারিনি। আমি কিভাবে ভেনিসে এপয়েন্টমেন্ট পাব?
উত্তর: ভেনিস কনস্যুলার ক্যাম্পে যারা অনলাইনে এম আর পি এপয়েন্টমেন্ট নিতে পারেন নি, তারা আগামী সোমবার ২০ মে ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত [email protected] এ ইমেইল করতে পারবেন। পুরাতন পাসপোর্টের ছবিসহ এখানে ইমেইল করতে হবে। এপয়েন্টমেন্ট এর চূড়ান্ত একটি তালিকা আমরা শিগগিরই প্রকাশ করব। তালিকাটি আমাদের ফেসবুক পেজে পাওয়া যাবে।

২. প্রশ্ন: ভেনিসে এপয়েন্টমেন্ট নেয়া থাকলেও কি ৬-২৫ বছর বয়সীদের ছবি তুলতে মিলানে আসতে হবে?
উত্তর: হ্যা। আপনারা ব্যাংকোম্যাট মেশিনে টাকা জমা দিয়ে মিলানে আসার সুযোগ পাবেন।

৩. প্রশ্ন: নতুন আবেদনের সাথে কি ছবি লাগবে?
উত্তর: নতুন বাচ্চাদের প্রথম পাসপোর্ট এর জন্য ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং বাবা মায়ের পাসপোর্ট সাইজ ছবি লাগবে। এছাড়া অনলাইন আবেদন ফর্ম আনতে হবে। অন্যান্যদের (প্রাপ্তবয়স্কদের) রিইস্যুর জন্য ছবি লাগবেনা।

৪. প্রশ্ন: হারানো পাসপোর্ট (Lost) হলে কি করব?
উত্তর: হারানো পাসপোর্ট এর আবেদনকারীগণ ভেনিসে আবেদন জমা দিতে পারবে। হারানো পাসপোর্ট এর জন্য মূল দিনুনশা ও ফটোকপি লাগবে, হারানো পাসপোর্ট এর ছবি পরিবর্তন হবেনা।

৫. প্রশ্ন: স্কুল পড়ুয়া এবং স্টুডেন্টদের জন্য কি কাগজ লাগবে?
উত্তর: স্টুডেন্টদের পাসপোর্ট এর ফি তে ডিসকাউন্ট থাকে। তাই স্টুডেন্ট সার্টিফিকেট লাগবে।

৬. প্রশ্ন: ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট কিভাবে নেব?
উত্তর: [email protected] এ আপনার পুরাতন পাসপোর্ট এর ছবিসহ ইমেইল করবেন। যাদের পুরাতন ই-পাসপোর্ট ছিল, ই-পাসপোর্ট হারানো গেছে বা মেয়াদ শেষ, তারা ই-পাসপোর্ট এর আবেদন করতে পারবেন। অবশ্যই ৪ পাতা আবেদন ফর্ম adobe pdf ফর্মে আনবেন, যাতে বারকোড সঠিক আসে।

৭. প্রশ্ন: নো-ভিসা/ ওয়েজ আর্নার্স / সার্টিফিকেট এর কি এপয়েন্টমেন্ট লাগবে?
উত্তর: লাগবেনা।

৮. প্রশ্ন: ভেনিসে কি আমার রেডি এম আরপি পাসপোর্ট, নো ভিসা, জন্ম নিবন্ধন তুলতে পারব?
উত্তর: হ্যা। 351 184 1230 এই নম্বরে মেসেজ করতে হবে। পাসপোর্ট এর জন্য (পুরাতন পাসপোর্ট নম্বর, ITA number যেমন ITA20000..., মোবাইল নম্বর) উল্লেখ করে মেসেজ করবেন। ওয়েজ আর্নার্স (বাংলাদেশি পাসপোর্ট নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর) এবং নো ভিসার জন্য (ইতালির পাসপোর্ট নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর)। মেসেজ রিসিভের শেষ সময় ২৩ মে ২০২৪ দুপুর ১ টা

৯. প্রশ্ন: ভেনিসে কি আমার রেডি ই-পাসপোর্ট নিতে পারব?
উত্তর: না। কারণ মেশিনে আপনার ফিংগার প্রিন্ট দিতে হবে।

১০. প্রশ্ন: পাসপোর্টের এবং সার্টিফিকেট এর ফর্ম কোথায় পাব?
উত্তর: কনস্যুলেট নমুনা ফর্ম সাথে আনবে এবং ভলুন্টিয়ার ভাইদের কাছ থেকে পাওয়া যাবে।

১১. প্রশ্ন: ভেনিসে কি এনআইডি ও জন্মনিবন্ধন এর আবেদন জমা নেয়া হবে?
উত্তর: জন্মনিবন্ধন নেয়া হবে, এন আইডি আবেদন নেয়া হবেনা।

Vfs Global আর ইটালিয়ান এম্বাসির গাফিলতিতে অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশী ভিসা প্রত্যাশী!!
20/05/2024

Vfs Global আর ইটালিয়ান এম্বাসির গাফিলতিতে অনিশ্চয়তায় হাজারো বাংলাদেশী ভিসা প্রত্যাশী!!

to the Official YouTube Channel of DeshTV»» One-Click Subscription Link: https://cutt.ly/DeshTV»» Read more news o...

ভোগান্তির নেপথ্যে ভিএফএস দালাল যোগসাজশঅ্যাপয়েন্টমেন্ট পেতে লাগে লাখ টাকা। মানসিক বিষণনতায় ভুগছেন ভিসা প্রত্যাশীরা।এর শে...
20/05/2024

ভোগান্তির নেপথ্যে ভিএফএস দালাল যোগসাজশ
অ্যাপয়েন্টমেন্ট পেতে লাগে লাখ টাকা। মানসিক বিষণনতায় ভুগছেন ভিসা প্রত্যাশীরা।
এর শেষ কোথায়? দেখার কেউ নেই?

অ্যাপয়েন্টমেন্ট পেতে লাগে লাখ টাকা

ভিএফএসে জিম্মি লাখো বাংলাদেশী ভিসাপ্রার্থী! পাসপোর্ট আটকে রেখেছে ১ বছরেরও বেশি সময় ধরে!
20/05/2024

ভিএফএসে জিম্মি লাখো বাংলাদেশী ভিসাপ্রার্থী! পাসপোর্ট আটকে রেখেছে ১ বছরেরও বেশি সময় ধরে!

ভিএফএসে জিম্মি লাখো ভিসাপ্রার্থী

ভিসার দীর্ঘসূত্রতায় বৈধ পথের কর্মীরা যান অবৈধ পথে!
20/05/2024

ভিসার দীর্ঘসূত্রতায় বৈধ পথের কর্মীরা যান অবৈধ পথে!

ভিসার দীর্ঘসূত্রতায় বৈধ পথের কর্মীরা যান অবৈধ পথে

ভিএফ এস গ্লোবালের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে ভিসার জন্য আবেদন করে পথে বসেছে হাজারো বাংলাদেশি তরুণ।
20/05/2024

ভিএফ এস গ্লোবালের মাধ্যমে ইতালিয়ান এম্বাসিতে ভিসার জন্য আবেদন করে পথে বসেছে হাজারো বাংলাদেশি তরুণ।

ভিএফএস-এর অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য, ছুটে যাচ্ছে ইতালির সোনার হরিণ | News24 up-to-date with the latest news and current event...

ভোগান্তির নাম ভিএফএস গ্লোবাল♦ জিম্মি ইউরোপের শ্রমবাজার ♦ লক্ষাধিক পাসপোর্ট আটকে আছে দেড় বছর ♦ এক বছরে দেশের ক্ষতি ৪১,২০০...
20/05/2024

ভোগান্তির নাম ভিএফএস গ্লোবাল
♦ জিম্মি ইউরোপের শ্রমবাজার ♦ লক্ষাধিক পাসপোর্ট আটকে আছে দেড় বছর ♦ এক বছরে দেশের ক্ষতি ৪১,২০০ কোটি টাকা।

ভোগান্তির নাম ভিএফএস গ্লোবাল

বাংলাদেশে ইতালির কাজের ভিসা আবেদনকারীদের জন্য আপডেট:2 মে 2024 সাল থেকে, মোট 10,029 অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ প্রক্রিয়া ...
20/05/2024

বাংলাদেশে ইতালির কাজের ভিসা আবেদনকারীদের জন্য আপডেট:

2 মে 2024 সাল থেকে, মোট 10,029 অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ প্রক্রিয়া করা হয়েছে, আমাদের নতুন ইমেল-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে 8,377টি অ্যাপয়েন্টমেন্ট সফলভাবে নির্ধারিত হয়েছে। সমস্ত প্রাপ্ত ইমেলগুলির প্রক্রিয়াকরণ অব্যাহত রয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তিগুলি পাঠানো অব্যাহত রয়েছে৷
সমস্ত আবেদনকারীদের ধৈর্য ধরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ এখন পর্যন্ত প্রাপ্ত ইমেলগুলি 30,000 ছাড়িয়ে গেছে এবং দূতাবাস দুটি চেক এবং নিয়ন্ত্রণ প্রয়োগ করে তাদের প্রক্রিয়া করছে৷ বিভিন্ন ইমেল আইডি ব্যবহার করে একই আবেদনকারীদের একাধিক জমা সহ উল্লেখযোগ্য সংখ্যক ইমেলের কারণে, পৃথকীকরণ প্রক্রিয়াটি প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছে, যার ফলে উত্তরে বিলম্ব হচ্ছে।
আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে নেভিগেট করার সময় আপনার ধৈর্য এবং সহযোগিতা আমাদের কাছে অমূল্য

যেহেতু আজকের নোটিশ ভিএফএস তাদের ফেইসবুক টাইমলাইনে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিয়েছে, হয়তো নতুন আপডেট আবার দিতে পারে। এমনটা ধ...
14/05/2024

যেহেতু আজকের নোটিশ ভিএফএস তাদের ফেইসবুক টাইমলাইনে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিয়েছে, হয়তো নতুন আপডেট আবার দিতে পারে। এমনটা ধারণা করা যাচ্ছে। শুভকামনা জানাচ্ছি সবাইকে।

বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আজকে নতুন আপডেট👇 অনুগ্রহ করে মনে রাখবেন যে ই-মেইলের মাধ্যমে ইতালি ওয়ার্ক...
14/05/2024

বাংলাদেশে ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আজকে নতুন আপডেট👇

অনুগ্রহ করে মনে রাখবেন যে ই-মেইলের মাধ্যমে ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগের প্রক্রিয়াটি 19 মে 2024 তারিখে 11:59 PM পরে বন্ধ হয়ে যাবে। 19 মে 2024 তারিখে 11:59 PM পর্যন্ত প্রাপ্ত সমস্ত আবেদন বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী প্রক্রিয়া করা হবে .

20 মে 2024 তারিখে 12 AM থেকে, ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের শুধুমাত্র একটি ওয়েবফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তাদের অনুরোধ জমা দিতে হবে, যা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ওয়েবফর্ম জমা দেওয়ার পরে, সমস্ত অ্যাপ্লিকেশনগুলি স্ট্যান্ডার্ড অনুমোদন প্রক্রিয়া এবং অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দের ভিত্তিতে প্রক্রিয়া করা হবে। অবশেষে, আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং তাদের আবেদন জমা দেওয়ার জন্য বরাদ্দকৃত সময়ে ইমেলের মাধ্যমে অবহিত করা হবে।

দয়া করে মনে রাখবেন যে একজন আবেদনকারীকে শুধুমাত্র একবার ওয়েবফর্ম পূরণ করতে হবে। যদি একজন আবেদনকারী তার নামে একাধিক ওয়েবফর্ম জমা দেন, তবে শুধুমাত্র প্রথম জমা দেওয়া অনুরোধ বিবেচনা করা হবে।

01/05/2024



We have an important update for Italy work visa applicants in Bangladesh. For more information, please visit www.vfsglob...
25/04/2024

We have an important update for Italy work visa applicants in Bangladesh.

For more information, please visit www.vfsglobal.com.

Indirizzo

Turin

Telefono

+393517045544

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando ItaliAmo বাংলা pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a ItaliAmo বাংলা:

Video

Condividi

Società Di Media nelle vicinanze