REYAD Vai

REYAD Vai একবার না পাড়ি'লে দেখো শতবার। 🙂
(1)

19/01/2025

- একটা মানুষ তিলে তিলে শেষ হওয়ার পিছনে একটা মানুষের মায়াই যথেষ্ট..!🙃🤫😊

16/01/2025

কপালে কি আছে যানি না, তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে, তিনি হয়তো কোন একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন। ইন'শা'আল্লাহ..!

09/01/2025

আজ তুমি কতটা পরিবর্তন হয়ে গেলে তাই না,
দেখে মনে হচ্ছে সুখেই আছো। সুখ জিনিসটা কেমন যেনো, নিষ্টুর আর স্বার্থপর লোকদের কাছেই ধরা দেয়..!

সুখে নেই আমি, আমি নিজেকে পরিবর্তন করতে পারি নি, পারিনি স্বার্থপর হতে। চেষ্টা আমি করি নি তা বলবো না, চেষ্টা আমি অনেক করেছি কিন্তু পারি নি। জোর করে কি আর মানুষ ভুলা যায়.?

এই যে নদীর ঘাট, চিরোচেনা পথ, আকাশ-বাতাস, তারা কানে কানে এসে তোমার নাম বলে যায়।
তাদের কত করে বললাম তুমি এখন আর আমার নেই- কিছুতেই শুনছে না, বলে নাকি আমি মিথ্যাবাদি। আচ্ছা আমাকে কি মন্ত্রটা শিখাবে.?
সেই মন্ত্রটা। যে মন্ত্রের কারণে তুমি আজ সুখে আছো..!
R❤️R
REYAD Vai
MD Reyad Miah

04/01/2025

🌿 আলহামদুলিল্লাহ! জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করুন। 🌿
“যে ব্যক্তি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ তাকে আরও অধিক দান করবেন। আর যে অকৃতজ্ঞ, তার জন্য আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর।”
- (সূরা ইব্রাহিম: ৭)
আমাদের জীবনের প্রতিটি ছোট-বড় নিয়ামতই আল্লাহর অপার দয়া। সময় হয়েছে, আমরা নিজেদের ভুলত্রুটি থেকে ফিরে এসে আল্লাহর পথে চলি। তিনি ক্ষমাশীল, দয়ালু।
🌟 আসুন, আমরা নামাজের প্রতি যত্নবান হই, কুরআন তিলাওয়াত করি এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন গড়ি। 🌟

31/12/2024

Happy New Year
রাত 12 টার পর
ওই কথাটা বলার তোমার প্রিয়জন আছে,,,
আমার নাই মনে হই থাকলে তো আমার ্্্্্্্্্্্্্,,,😔🥀

31/12/2024

"ব্রেকিং নিউজ"

➤আগামীকাল সকাল থেকে
রাত ১২ টা পর্যন্ত
সারাবিশ্বে ফেসবুক... See more

17/12/2024

তুমি হাতটা শুধু ধরো আমি হবো না আর কারো ❤️

14/12/2024

It's really nice to be alone in every way! 💔😅

12/12/2024

Dear 2025

আর মন ভেঙে দিও না , ইচ্ছেপূরণের বছর হয়ে ধরা দিও , সবচেয়ে প্রিয় একটা বছর হয়ে এসো লাইফে, খুব বেশি কিছু চাই নাহ নতুন বছরে , একটু শান্তি চাই , মানসিক শান্তি ..🖤

02/12/2024

তারা একবার মরার আগে হাজার বা বেঁচে থাকার
চেষ্টা করে। আ'ত্ম'হ'ত্যা কোনো সমাধান না এই কথা
জানেন সবাই তবু এই পথে যারা হাটে তারা জানে
কতখানি ক'ষ্ট তারে রোজ গিলে খে'য়েছে।

02/12/2024

মানুষের থেকে তুমি যে শিক্ষাটা অর্জন করবে,
বিদ্যালয়ের শিক্ষা তার ধারে কাছেও নেই।

27/11/2024

কোনো কিছুর শুরু দেখে খুশি হয়ো না।
শেষটার জন্য আ'পেক্ষা করো।
হয়তো শেষটা তোমাকে কাঁ'দিয়ে ছা'ড়বে!

27/11/2024

প্রজাপতির পিছনে ঘুরে সময় নষ্ট করো না ফুলের বাগান বানাও প্রজাপতি নিজে নিজেই আসবে🖤

26/11/2024

মানুষ বলে,
জীবন কারো জন্য থেমে থাকে না।

আমার মনে হয়,
জীবন নয়,,
বরং সময় কারো জন্য থামে না’

মানুষ খা'রা'প থাক বা ভালো
সময় ঠিকই চলে যায়।

লেখাঃ রিয়াদ ভাই

10/11/2024

কবিতা নাম :শূন্যতা
লেখা : রিয়াদ ভাই

শূন্যতা এখন ঋষি...

বানিয়ে বলিনি

চুপচাপ নিশ্বাস ফেলে চলে যায়

অগুনতি আষাঢ় ফ'লে আছে এই মেঘে সর্বনাশ আকাশে ঘনায়

আমার বিশ্বাস ছিল

প্রতিটি স্টেশনে

জন্মান্তর নেমে যায় রোজ...

দু'চোখের রক্ত মুছে

ফের ছুটে যাই...

জন্ম থেকে আমিও নিখোঁজ...

10/11/2024

কবিতা নাম :নিঃস্ব
লেখা : রিয়াদ ভাই

কোথায় নিরিবিলি একটু বিষ পাই? কোথায় গর্জন? কোথায় মৃদু ঠোঁট? আজকে চুম্বন কেবল কাটাকুটি! আমাকে নিয়ে যাও দূরের বড় ঢেউ...

আমার কালোদিন...কবিতাশূন্যতা কৃষ্ণমেঘে-মেঘে গুমরি রাধাডাক বৃষ্টি হবে খুব? শিরায়-মজ্জায় একটু নিরিবিলি বিষের দরকার

আমাকে নির্জন গোপনে বলে যায় আত্মহননের একটু আগে কেউ মিষ্টি লণ্ঠন... অন্ধ দুটো গান

20/10/2024

পৃথিবীতে কতো সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মু'খো'শ সেটা চেনা বড়ই কঠিন !

Indirizzo

Turin

Telefono

+393201518267

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando REYAD Vai pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a REYAD Vai:

Video

Condividi