REYAD Vai

REYAD Vai একবার না পাড়ি'লে দেখো শতবার। 🙂
(1)

18/02/2025

কয়েকঘন্টা আগেও ফেসবুকে এক্টিভ থেকে পোস্ট করছে অথচ সেই কয়েক ঘন্টা পরে আর সে জীবিত নাই। মানুষের হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ 💔

14/02/2025

ইবনে আব্বাস ও ইমরান হুস্বাইন (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেছেনঃ

আমি বেহেস্তের মধ্যে তাকিয়ে দেখলাম, অধিকাংশ অধিবাসীরাই গরীব লোক । আর দোযখের দিকে তাকিয়ে দেখলাম, তার অধিকাংশ অধিবাসীরাই মহিলা ।

[সহীহুল বুখারীঃ ৩২৪১; মুসলিমঃ ২৭৩৮]

11/02/2025

"জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকবে, থাকবে দুশ্চিন্তা।"
এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো—এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে।
মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে, তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয়। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবিলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব।
যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা।
তাই, যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠছে—তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, "আমি পারব। আমার ভেতরের শক্তি অদম্য।"
সফলতা কেবল তাদেরই ধরা দেয়, যারা সাহস নিয়ে সবকিছু মোকাবিলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প লিখুন।
বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন সাহস নিয়ে।

11/02/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো।

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব।

পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

09/02/2025

আমার এই আইডিতে একটু সমস্যা হয়েছে মনিটাইজেশন সাস্পেন্ড করে দেয়া হয়েছে। কোন এক মাতাল আমার এক ভিডিওতে রিপোর্ট দিয়েছে এতে আইডির রিচ ডাউন হয়ে গিয়েছে। যাইহোক, ব্যপার না। কর্তৃপক্ষ রিপোর্টকারীর সাথে যোগাযোগ করতে বলেছে যাতে সে রিপোর্ট উঠিয়ে নেয়, আসলে ঐ মাতালের হাতে পায়ে ধরার কোন ইচ্ছে আমার নেই! ইনফেক্ট ফেইজবুক থেকেও আমার কোন আশা নেই। ☺️

08/02/2025

অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! তোমাকে বলা যায় না, ঠিক কেমন লাগে, কতটা অসহায়বোধ করি নিজেকে! এড়িয়ে যাও বোধহয়, নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দাও সব। তোমাকে বোঝাতে পারি না বলেই এত দুঃখ হয়!কতকিছু ঘটে যায়, কত ঝড় বয়ে যায়, অশান্ত করে দেয় হৃদয়! ঠিক কেমন লাগে, তোমাকে বোঝাতে পারি না। তুমি কখনো জানতেও চাইলে না, কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে যায়!শুধু তুমি বুঝো না বলেই এত আক্ষেপ হয়।নীরবতার ভাষা, অভিমানে দগ্ধ হওয়া কথাদের, বুকের বাম পাশে চিনচিন ব্যথাদের, কোনোকিছুই বোঝো না তুমি। এই যে এত আবেগ, এত ভালোবাসা, এত করে তোমায় চাওয়া, আকাঙ্খাদের তুমি কেমন অগ্রাহ্য করো! আমার যে তাতে দুঃখ হয়, যন্ত্রণা হয়, কোনোকিছুই ভালো লাগে না।তোমাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! কতভাবে, কত করে তোমায় বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার। এ যন্ত্রণা তোমাকে কিছুতেই বোঝাতে পারি না বলেই আরও বেশি যন্ত্রণা হয়!

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু। প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে আগামীকাল।
08/02/2025

আজ থেকে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু। প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে আগামীকাল।

বলেছিলাম তুমি ছাড়া হৃদয়ে ভিন্ন কেউ নেই, হৃদয় ভেঙেই তোমার তা দেখতে হলো!"😅💔
07/02/2025

বলেছিলাম তুমি ছাড়া হৃদয়ে ভিন্ন কেউ নেই, হৃদয় ভেঙেই তোমার তা দেখতে হলো!"😅💔

04/02/2025

প্রেমিকার সাথে অর্থনীতি, রাজ'নীতি, সমাজত'ন্ত্র, প্রজাত'ন্ত্র, গণত'ন্ত্র, মার্ক্স'বাদ, না'রী'বাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ্য, ঈ'শ্বরবাদ, মহাকাশ, সৌ'রজগত, প্রোগ্রামিং, ধর্ম, অ'ধর্ম, আ'স্তি'ক্যবাদ, না'স্তি'ক্যবাদ, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন, ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে, প্রেম করার দরকার নাই..!

শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে। মনোযোগ দিয়ে কথা শুনবার মানুষ পাওয়া কঠিন..!

02/02/2025

Power of Quran.

সূরা ইয়াসিনঃ সকল ইচ্ছা পূর্ণ করে!
সূরা আর রাহমানঃ মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে"
সূরা মুলকঃ কবরের আযাব থেকে রক্ষা করে'
সূরা ওয়াক্বিয়াহ্ঃ ক্ষুধা নিবারন করে'

সুবহানআল্লাহ ❤️‍🩹

01/02/2025

আসলেই তো আমি তো এলার্জি না, তাহলে মানুষের এত চুলকাই কেন?😁

01/02/2025

আজ আমার ভীষণ মন খারাপ!
নির্ঘুম রাত একলা একলা বসে বসে ভাবি,
যে মানুষটা আমাকে দুঃখ দিয়েছে
আসলে সেই মানুষটা ছিল ভীষণ মায়াবী।,

হয়তো তুমি দুঃখ চেনোনা
নিকোটিনে পুড়েনি কখনো ঠোঁট,
মাঝরাতে কখনোই উঠনি কেঁদে
তুমি শুধু চিনেছো টাকার নোট।

জীবনে তো অনেক দেখলাম
দেখবো আর কত লোক,
মুখোশধারী অমানুষ গুলোর
একবার হলেও শাস্তি হোক।

বহুদিন হলো তোমার নেই কোনো খোঁজ,
চিঠি দিলাম ; ভুল ঠিকানায় পৌঁছেগেছে খাম।
বুকের মাঝে ক্ষত! তুমি হয়েছো অপরিচিত,
আজ হৃদয় থেকে মুছে দিয়েছি তোমার নাম।
তুমি নিজেই নিজেকে অবহেলার পাত্র বানিয়েছো

25/01/2025

কপালে কি আছে জানি না
তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে
তিনি হয়তো কোন একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন। ইন'শা'আল্লাহ

24/01/2025

জীবনে সফল হওয়ার জন্য মায়ের দোয়াই যথেষ্ট !!🖤🌸

19/01/2025

- একটা মানুষ তিলে তিলে শেষ হওয়ার পিছনে একটা মানুষের মায়াই যথেষ্ট..!🙃🤫😊

16/01/2025

কপালে কি আছে যানি না, তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে, তিনি হয়তো কোন একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন। ইন'শা'আল্লাহ..!

09/01/2025

আজ তুমি কতটা পরিবর্তন হয়ে গেলে তাই না,
দেখে মনে হচ্ছে সুখেই আছো। সুখ জিনিসটা কেমন যেনো, নিষ্টুর আর স্বার্থপর লোকদের কাছেই ধরা দেয়..!

সুখে নেই আমি, আমি নিজেকে পরিবর্তন করতে পারি নি, পারিনি স্বার্থপর হতে। চেষ্টা আমি করি নি তা বলবো না, চেষ্টা আমি অনেক করেছি কিন্তু পারি নি। জোর করে কি আর মানুষ ভুলা যায়.?

এই যে নদীর ঘাট, চিরোচেনা পথ, আকাশ-বাতাস, তারা কানে কানে এসে তোমার নাম বলে যায়।
তাদের কত করে বললাম তুমি এখন আর আমার নেই- কিছুতেই শুনছে না, বলে নাকি আমি মিথ্যাবাদি। আচ্ছা আমাকে কি মন্ত্রটা শিখাবে.?
সেই মন্ত্রটা। যে মন্ত্রের কারণে তুমি আজ সুখে আছো..!
R❤️R
REYAD Vai
MD Reyad Miah

04/01/2025

🌿 আলহামদুলিল্লাহ! জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করুন। 🌿
“যে ব্যক্তি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আল্লাহ তাকে আরও অধিক দান করবেন। আর যে অকৃতজ্ঞ, তার জন্য আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর।”
- (সূরা ইব্রাহিম: ৭)
আমাদের জীবনের প্রতিটি ছোট-বড় নিয়ামতই আল্লাহর অপার দয়া। সময় হয়েছে, আমরা নিজেদের ভুলত্রুটি থেকে ফিরে এসে আল্লাহর পথে চলি। তিনি ক্ষমাশীল, দয়ালু।
🌟 আসুন, আমরা নামাজের প্রতি যত্নবান হই, কুরআন তিলাওয়াত করি এবং আল্লাহর নির্দেশিত পথে জীবন গড়ি। 🌟

Indirizzo

Turin

Telefono

+393201518267

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando REYAD Vai pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a REYAD Vai:

Video

Condividi