My dear, my dear, don't listen to me. I loved you for the first time in this world. I saw you leave me like this. I can never imagine. There will be many people in the world. You will never be forgotten. Why did you leave me like this?#my
যা হবে মেনে নিতে হবে এটাই জীবন!! ❤️
প্রিয় বেতন, তুমি বড় হচ্ছো না কেন? দেখো তোমার বন্ধুরা কত বড় হয়ে গেছে!!@followers Toufiqul Islam AkaSh Nursad Jahan REYAD Vai RJ Mahin
প্রিয় লেখক সাহেব,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!
এই যে মিষ্টি করল্লা শুনছো! আরে হ্যাঁ তোমাকেই বলছি!
তুমি কি জানো এই আমি খুব ভালোবাসি তোমাকে। পরিমাপ করে হয়তো বলতে পারবো না, কতোটা ভালোবাসি তোমায়। ভালোবাসার ট্র্যাজেডি কোনো গল্পে আমাকে বেকার বলতে পারো। আমার যে আর কোনো কাজ নেই, কিচ্ছু করার নেই। তাই তোমাকে ভালোবাসি, বেসে যাই প্রতিদিন নিয়ম করে। মাঝে মাঝে তোমাকে বিভিন্ন নামে ডাকি। বুঝেছো প্রিয়? তুমি কি জানো তোমাকে নিয়ে কত কি ভেবেছি, কতোটা ভালোবেসেছি তোমায়! বিশ্বাস করাতে পারবো না অবুঝ শিশুর মতো ছিল সেই ভাবনা গুলো। প্রিয় জানো তো ভালোবাসা ব্যপারটা ঠিক এমন নয় একজন পাগল হলে অপরজনকেও পাগল হতে হবে! প্রকৃত ভালোবাসা কখনোই একতরফা ভাবে হয় না। ভালোবাসা সেটাই যেখানে দু’জন মানুষের পাগলামি,পরস্পরের প্রতি পরস্পরের আসক্তি,পরস্পরের প্রতি পরস্
আল্লামা সাঈদীর মৃ-ত্যু-তে হাউমাউ করে কাঁদলেন তারেক রহমান !
#PhotoEditingChallenge
#photography
#alpha #missionalpha
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সংসার চলে না
সবই বুঝি আমরা কিছু বলতে পারিনা
#video #video #40million
#fish #video #mdreyad #Reyad #reyadvai
মানুষজন চেঞ্জ হবেই, খারাপ সময় আসবেই, চলে যেতে ইচ্ছে করবেই, দুনিয়া অশান্তির মনে হবেই, তবুও ভেঙ্গে পড়া যাবেনা! খারাপ সময়ের মতো ভালো সময় ও আসে! সবই মেনে নিতে হবে, আর মেনে নিতে পারলেই জীবনসুন্দর।
কিচ্ছু হবেনা,টেনশন করিস না।
আমি আছি।
'এইটুকু ভরসা দেয়ার মানুষ যার আছে,
সে একা না।
কোন কঠিন আঘাতই তাকে ভাঙতে পারেনা।
আমাদের জীবনে এমন দু
একটা মানুষ থাকা খুবই দরকার।
Nothing will happen, don't stress. I am. 'Whoever has people to trust, he is not alone. No hard blow can break him. There are two such things in our life
It is very important to have a person.