Sylhet.it

Sylhet.it Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Sylhet.it, Giornale, Via Vitruvio, 46, Milano MI, Milan.

মিলানে  তালা ভেঙে একরাতে ২ দোকানে চুরি। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইনডেক্স ...
28/04/2023

মিলানে তালা ভেঙে একরাতে ২ দোকানে চুরি। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইনডেক্স মিনি মার্কেটের স্বত্বাধিকারী মামুন আহমেদ সাচ্চু ও ওবায়দুর রহমান এবং নেহা মিনি মার্কেটের স্বত্বাধিকারী জুনেদ আহমেদ। ২৮ এপ্রিলে শুক্রবার রাত ৩ টা থেকে ৩:৩০ মিনিট এর ভিতরে নেহা মিনি মার্কেট Via Angelo Brofferio, ৪, মিলান ও ইনডেক্স মিনি মার্কেট VIA GIOVANNI BATTISTA VARE, ২৮ মিলান চুরির ঘটনা ঘটেছে। কমিউনিটি নেতা ও মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাত ৩টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে পুলিশ ইনডেক্স মিনি মার্কেটের স্বত্বাধিকারী মামুন আহমেদ সাচ্চু কে টেলিফোনে চুরি হওয়ার ঘটনাটি জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।সিলেট জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইটালির সভাপতি জাছিম আহমেদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং কমিউনিটির সকল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন।মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ কমিউনিটির সকলকে বিষয়টি অবগত করার জন্য সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকদের নিউজ করার জন্য আহ্বান জানিয়েছেন।ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে মামলা করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে চোরদের শনাক্ত করে সুষ্ঠু বিচার হবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি বাংলাদেশি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে চুরি হয়েছে বলে জানা গেছে।

ইতালির মিলানে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত।গত রবিবার ইতালির মিলানে স্থানীয় একটি রেস্টুরেন্টে সি...
07/12/2021

ইতালির মিলানে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত।

গত রবিবার ইতালির মিলানে স্থানীয় একটি রেস্টুরেন্টে সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এরগঠনতন্ত্র মোতাবেক ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।উল্লেখ্য গত ১৮ জুলাই ২০২১ ইং রবিবার মিলানের স্থানীয় একটি রেস্টুরেন্ট সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহবায়ক কমিটির আয়োজনে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় ।আহবায়ক মতিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এ জি এম জয়নালের পরিচালনায় আলোচনা সভা শেষে ৭সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি জাছিম আহমেদ কে সভাপতি করে, সিনিয়র সহ সভাপতি ফরহাদ মিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ,প্রচার সম্পাদক জুবায়ের আহমদ শিশু কে ঘোষণা করা হয়।এবং নবগঠিত কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য দায়িত্ব দেয়া হয়, এরই ধারাবাহিকতায় গত ৭ই নভেম্বর ২০২১ইং রোজ রবিবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মিলানে বসবাসরত সিলেট জেলার সকল প্রবাসীদের নিয়ে এক জরুরি সভায় সকল প্রবাসীদের মতামতের ভিত্তিতে এবং কার্যকরী কমিটির সিদ্ধান্তে গত রবিবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে অন্যান্য পদে মনোনীত হয়েছেন যারা সহ-সভাপতি ফয়ছল খান, সহ-সভাপতি এমরান আহমেদ, সহ-সভাপতি সুফিয়ান আহমদ,
সহ-সাধারণ সম্পাদক তাজুল খান,সহ-সাধারণ সম্পাদক অহিদুর রহমান মাছুম, সহ-সাধারণ সম্পাদক কামরানুর রহমান,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,সাংগঠনিক সম্পাদক লাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহনুর আহমেদ ,সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ,সহ-প্রচার সম্পাদক ইমরান আহমেদ ইমন, সহ-প্রচার সম্পাদক ছামাদ আহমদ,দপ্তর সম্পাদক কয়েছ আহমদ ,সহ-দপ্তর সম্পাদক জাকির আহমদ,অর্থ সম্পাদক সানুয়ার আলী,
সহ-অর্থ সম্পাদক সুয়েব আহমদ,ধর্ম ও শিক্ষা সম্পাদক আলী হায়দার,সহ-ধর্ম ও শিক্ষা সম্পাদক সাব্বির আহমদ,
সহ-ধর্ম ও শিক্ষা সম্পাদক আবু বক্কর,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুনেদ মিয়া, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান আহমদ,সমাজকল্যাণ সম্পাদক ফেরদুস আলম,সহ-সমাজকল্যাণ সম্পাদক জাহিদ হক,আইন ও আন্তর্জাতিক সম্পাদক শিপলু আহমেদ, সহ-আইন ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুল আহাদ,সম্মানিত সদস্য সাহেল আহমদ ,সম্মানিত সদস্য শাহ আলম,সম্মানিত সদস্য আহাদ খান,সদস্য মালেক তুফায়েল রুমেল ,সদস্য রাসেল আহমেদ নুভেল, সদস্য জাহাঙ্গির আলম,সদস্য আমিনুর রহমান জয়েদ,সদস্য আহাদ মিয়া,সদস্য আতিকুর রহমান ।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, শীঘ্রই কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নবগঠিত সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর অভিষেক অনুষ্ঠান আয়োজন করে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এ জন্য তারা সকলের সহযোগীতা চেয়েছেন।

17/11/2021

"প্রবাসী ট্রাইবুনাল"
বাংলাদেশে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার পাশাপাশি প্রবাসীদের হয়রানী ও মামলার দীর্ঘসূত্রিতা কমাতে "বিশেষ প্রবাসী ট্রাইবুনাল" গঠনের যৌক্তিকতা নিয়ে চ্যানেল এস এর বিশেষ প্রতিবেদন।

Indirizzo

Via Vitruvio, 46, Milano MI
Milan
20124

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sylhet.it pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Video

Condividi

Digitare


Altro Giornali Milan

Vedi Tutte

Potrebbe piacerti anche