Tufanganj speaking

Tufanganj speaking its a page about our small Town "Tufanganj" �
(1)

03/09/2024

৪ সেপ্টেম্বর রাত ৯-১০ টা পর্যন্ত বাড়িতে রাস্তায় আলো নিভিয়ে মানব বন্ধন করার যে কর্মসূচি জুনিয়র ডাক্তারদের এটা তার ভিডিও আবেদন। সবাই ব্যাপক শেয়ার করুন

26/08/2024

তুফানগঞ্জ প্রবীণ নাগরিক মঞ্চ এর উদ্যোগে মিছিল

14/08/2024
আজকে এন এম হাই স্কুলের সামনে প্রতিবাদ সভার সময় সবার সুবিধার্থে সময় এগিয়ে আনা হয়েছে রাত্রি 9 টা সহপরিবারে আপনারাও আসু...
14/08/2024

আজকে এন এম হাই স্কুলের সামনে প্রতিবাদ সভার সময় সবার সুবিধার্থে সময় এগিয়ে আনা হয়েছে রাত্রি 9 টা সহপরিবারে আপনারাও আসুন ।

আসুন , আগামীকাল ১৪ই আগস্ট রাত ১১ টা ৪৫ মিনিটে সকলে তুফানগঞ্জ এন এন এম হাই স্কুলের সম্মুখ প্রাঙ্গনে সমবেত হই lহোক প্রতিবা...
13/08/2024

আসুন , আগামীকাল ১৪ই আগস্ট রাত ১১ টা ৪৫ মিনিটে সকলে তুফানগঞ্জ এন এন এম হাই স্কুলের সম্মুখ প্রাঙ্গনে সমবেত হই l
হোক প্রতিবাদ , হোক কলরব l

16/08/2022
04/02/2022

𝐇𝐚𝐩𝐩𝐢𝐞𝐬𝐭 𝟑𝟕𝐭𝐡 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 𝐊𝐢𝐧𝐠👑♥️
Cristiano Ronaldo ❤️🎂🍰❤️🎉

17/12/2021

ছেলেটার পড়াশোনার ভার কেউ নিতে পারেন না!

এই লোকটি ATM কার্ড জালিয়াতির সঙ্গে যুক্ত এবং একাধিক ATM জালিয়াতি করেছে বিশেষত বয়স্ক মানুষদের সাথে। বর্তমানে উত্তরবঙ্গ...
07/10/2021

এই লোকটি ATM কার্ড জালিয়াতির সঙ্গে যুক্ত এবং একাধিক ATM জালিয়াতি করেছে বিশেষত বয়স্ক মানুষদের সাথে। বর্তমানে উত্তরবঙ্গ বিশেষত কোচবিহার জেলা এবং তুফানগঞ্জ মহকুমায় একাধিক এটিএম জালিয়াতি করেছে। তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে কাছের SBI ATM এ এক বয়স্ক ভদ্রলোকের কার্ড পরিবর্তন করে এবং পেছন থেকে গোপন নম্বর লক্ষ্য করে জালিয়াতি করেছে ৩রা অক্টোবর দুপুরবেলা।

এই প্রতারক ব্যক্তিটির কালো-লাল রঙের হিরো সুপার স্প্লেন্ডার বাইক রয়েছে এবং প্রায়ই তুফানগঞ্জ শহরে ঘুরে বেড়ায়৷ ব্যক্তিটির বিরুদ্ধে তুফানগঞ্জ পুলিশ স্টেশনে ডায়েরি করা হয়েছে। কেউ যদি খোঁজ পেয়ে থাকেন তবে অবশ্যই নিকটবর্তী থানায় অথবা আমাদের পেজে মেসেজ করে জানাবেন।
সবাই দয়া করে যতটা সম্ভব নিজের তরফ থেকে পোস্টটি শেয়ার করবেন।

This person is associated with ATM card fraud and has committed several ATM frauds, especially with elderly and old-aged people. He is doing ATM frauds in North Bengal especially in the Coochbehar district and in the Tufanganj subdivision. Recently an elderly person got scammed in the SBI ATM kiosk near Tufanganj Hospital at 12:30 pm on 3rd October 2021. The fraudster bamboozled the old man by looking at the ATM PIN from behind and exchanging his ATM card with the old man.

This fraudster has a Hero super Splendor bike of black and red colour combination and is roaming in the Tufanganj town. A diary has been filed against the fraudster at Tufanganj police station. If anyone notices this person, please contact to our page or nearby police station.
Please share the post from your side as much as possible.

23/09/2021

Royal Bengal tiger was seen today at Kartika forest, alipurduar

সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।♥️
20/09/2021

সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।♥️

সত্য কঠিন হলেও বাস্তব.....
15/09/2021

সত্য কঠিন হলেও বাস্তব.....

গত কাল তুফানগঞ্জ পশু হাসপাতাল থেকে চিলাখানা পশু হাসপাতালে নিয়ে যাওয়ার সময়....... এই পোষা বেড়ালটি নিখোঁজ হয়ে যায়........
09/09/2021

গত কাল তুফানগঞ্জ পশু হাসপাতাল থেকে চিলাখানা পশু হাসপাতালে নিয়ে যাওয়ার সময়....... এই পোষা বেড়ালটি নিখোঁজ হয়ে যায়..... তার পেছনের ডান পা ক্ষত রয়েছে |

আপনারা কেউ যদি বেড়ালটি কে পেয়ে থাকেন বা দেখে থাকেন, দয়া করে 9434443384 এই ফোন নাম্বার টি তে যোগাযোগ করবেন |

02/09/2021

ভাই , আপনি কি মুসলমান ??
হ্যাঁ , মুসলমান ।
সুবানাল্লাহ , আমিও মুসলমান । আপনে শিয়া নাকি সুন্নি ??
সুন্নি ।
আলহামদুল্লিহ !! আমিও সুন্নি । কোন মাজহাবে আছেন ??
হানাফি ।
মাশাল্লাহ , আমিও হানাফি । আপনি সৌদি নাকি , উপমহাদেশীয় হানাফি ??
উপমহাদেশীয় ।
মারহাবা , আমিও উপমহাদেশীয় ।
আপনে শরিয়তি নাকি মারফতি ??
শরিয়তি ।
জাযাকাল্লাহু খায়রান । আমিও শরিয়তি । আপনি চরমোনাই নাকি আটরশি ??
চরমোনাই ।

[ এইভাবেই শ্রেণীবিভাগ চলতে থাকে ]

ভাই , আপনে কি হিন্দু ??
হ্যাঁ , ভাই সনাতনী হিন্দু ।
আমিও হিন্দু । আপনি বৈষ্ণব , নাকি শাক্ত ??
বৈষ্ণব ।
হরে কৃষ্ণ, আমিও বৈষ্ণব। আপনি গৌড়ীয়, নাকি চৈতন্য বৈষ্ণব ??
চৈতন্য বৈষ্ণব ।
হরে কৃষ্ণ । আমিও চৈতন্য বৈষ্ণব ।
তো আপনি কি ইস্কনে নাকি সাধারণে ??
ইস্কনে ।
হরে কৃষ্ণ , দেশের ইস্কন করেন , নাকি বিদেশি ইস্কন করেন ??
দেশি ।
হরে কৃষ্ণ , আমিও দেশি ।

[ এইভাবেই শ্রেণীবিভাগ চলতে থাকে ]

ভাই , আপনি কি বৌদ্ধ ??
হ্যাঁ , ভাই বৌদ্ধ ।
কোন যানে আছেন , হীনযান নাকি মহাযান ??
হীনযান বৌদ্ধ নিকায় ।
সাধু, সাধু । আমিও হীনযানি । আপনি শ্রীলঙ্কান , নাকি বঙ্গীয় ??
বঙ্গীয় ।
মেত্তা করুণা মুদিতা উপেক্ষা, আমিও বঙ্গীয় । আপনি বড়ুয়া নাকি মারমাগ্রী ??
বড়ুয়া ।
সব্বে সত্তা সুখীতা ভবন্তু । আমিও বড়ুয়া । আপনি সংঘরাজ নাকি সঙ্ঘনায়ক ??
সংঘরাজ ।
বলো , বুদ্ধ বলো । আমিও সংঘরাজ দলে ।
তো আপনে কি বনভান্তেবাদী , নাকি উছালা মার্মা ??
বনভান্তেবাদী ।
সাধু , সাধু । আমিও.......

[ এইভাবেই শ্রেণীবিভাগ চলতে থাকে ]

প্রকৃতির সব থেকে বুদ্ধিমান প্রাণীর নাম মানুষ ।
তবে মনে হয় এই মানুষ ছাড়া , আরও দু চারটা প্রাণী বুদ্ধিমান হওয়া উচিত ছিলো । তখন আলোচনাটা হতে পারতো..
ভাই , আপনে কোন প্রাণী ??
মানুষ ।
কি বলেন !!! আমিও মানুষ ।
আহা , অনেকদিন পর , আরেকজন মানুষ দেখে ভালো লাগলো ।

(সংগৃহিত)

♦️ নিউ কোচবিহার স্টেশন ট্রেনের মধ্যেই জন্ম হলো এক শিশুর ♦️   নিচে একযাত্রীর কথা তুলে ধরা হলো   20/08/2021তারিখ  এ হাওড়া...
22/08/2021

♦️ নিউ কোচবিহার স্টেশন ট্রেনের মধ্যেই জন্ম হলো এক শিশুর ♦️

নিচে একযাত্রীর কথা তুলে ধরা হলো
20/08/2021তারিখ এ হাওড়া রেলওয়ে স্টেশন থেকে গুয়াহাটি ভ্রমণ।
এবার নতুন অভিজ্ঞতা হল।
আমাদের আসনের পাশে একটি দম্পতি (গর্ভবতী স্ত্রী) ছিলো।
ভোর প্রায় 3:40 মিনিটে আমার স্ত্রী আমাকে ডেকে বললেন, ভদ্রমহিলা প্রসব ব্যাথায় ভুগছেন। তাদের আসন্ন স্টেশন নিউ কোচবিহারে নামার পরামর্শ দিলাম।ভদ্রমহিলা কোচবিহার স্টেশনে লুতে যেতে চেয়েছিলেন, যখন তিনি লু থেকে বেরিয়ে আসছিলেন তখন অনেক দেরি হয়ে গিয়েছিল তার মনে হয়েছিল বাচ্চা বেরিয়ে আসছে।
ট্রেনের মাধ্যমে সাহায্য চাওয়া এবং একজন মহিলা ডাক্তার সুচেতা সাহা পাওয়া গেল।
এই মুহূর্তে তার সাহায্য অবিস্মরণীয়।
অবশেষে পরিবার তাদের বাচ্চা ছেলে এবং মাকে নিরাপদ পেল।

ডাঃ সুচেতা সাহা কে বিশেষ ধন্যবাদ

ডাক্তার সুচেতা সাহা কে সাহায্যকারী দুই মহিলাকে বিশেষ ধন্যবাদ

RPF টিম নিউ কোচবিহার স্টেশনকে বিশেষ ধন্যবাদ

নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনের দলকে বিশেষ ধন্যবাদ

সারাইঘাট প্যান্ট্রি দলকে ধন্যবাদ তারাও তাদের সাধ্যমত সাহায্য করেছে

এবং সর্বশেষ কিন্তু মেডিকেল টিম এসে তাদের হাসপাতালে নিয়ে যায়।

একটি দরিদ্র গ্রামীণ মেয়ে ষ্টেশন মার্কেটে গন্ধপাতা শাক বেচছিল। দাম জিজ্ঞেস করাতে বললো ভাগা পাঁচ টাকা। আমি পলিপ্যাকে শাকটা...
19/08/2021

একটি দরিদ্র গ্রামীণ মেয়ে ষ্টেশন মার্কেটে গন্ধপাতা শাক বেচছিল। দাম জিজ্ঞেস করাতে বললো ভাগা পাঁচ টাকা। আমি পলিপ্যাকে শাকটা দিতে বললাম। মেয়েটা বলল পলিপ্যাকে নেবেন না। ওটা পরিবেশ দূষণ করে। আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে।
কথা ‌শুনে মনে হল লেখা পড়া জানে। জিজ্ঞাসা করলাম কতটুকু লেখাপড়া করেছিস? জানালো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে বি. এ করে এখন DLED করছি।
Tuition তো করতে পারিস। করতাম এখন গ্রামে কেউ টাকা দিতে চায় না। মুখে ব্যর্থতার মলিনতা।আমি তার একটি ছবি নিতে চাইলাম। সূর্যের প্রখর রোদে পুড়ে যাওয়া তামাটে মুখে সে ছবি দিতে অস্বীকার করে বলল আমাদের কিচ্ছু হবে না কাকু। চাকুরী চাই না আর। আমাদের এভাবেই চলবে। আমি জোর করেই ছবিটা নিলাম। মেয়েটি লজ্জায় মুখ ঢাকলো।
আসলে লজ্জা টা ওর নয়। আমাদের। ওর পরাজিত হতাশ মুখটা পশ্চিম বঙ্গ তথা ভারতবর্ষের মানচিত্র হয়ে উঠলো আমার কাছে। এক বুক হতাশা আর গ্লানি বোধ নিয়ে বাড়িতে আসলাম। ভাবছি আমাদের ভবিষ্যতের কি করুন ভবিষ্যত।
স্বাধীনতার 75 বছর পালন করতে চলেছি আমরা।
©বাসুদেব কর্মকার

 #আলিপুর_থেকে_কোচবিহার_যেতে কাকরিবাড়ি  #রেলওয়ে_ওভারব্রিজ ও রেল গেটের মাঝামাঝি রাস্তায় একটি বামের সামনে এতো বড় গর্ত হ...
17/08/2021

#আলিপুর_থেকে_কোচবিহার_যেতে কাকরিবাড়ি #রেলওয়ে_ওভারব্রিজ ও রেল গেটের মাঝামাঝি রাস্তায় একটি বামের সামনে এতো বড় গর্ত হয়েছিল যে ছোট ছোট যানবাহন ( #টোটো_অটো_মারুতি_বাইক_বিভিন্ন_ছোট #গাড়ি) চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছিল, তার উপর বৃষ্টি হলে সেই গর্ত ভয়ংকর আকার নেয়। একমাত্র তারাই বুঝবে যারা এই রোডে চলাচল করে।
্থায়_সবার_চোখে_পড়লেও_এমএলএ #এমপি_বা_কোনো_রাজনৈতিক_দলের_নেতৃত্বের_চোখে_পড়েনি_লজ্জা_হাওয়া_দরকার_এদের #কিন্তু_না_এদের_লজ্জাবোধটাই_তো_নেই.
#শেষ_পর্যন্ত_B_S_F_জওয়ান
( ) এসে #রাস্তাটি_নিজের_হাতে_মেরামত_করে। তারাও এই রাস্তার নিয়মিত সদস্য।
এই মহৎ কাজে সত্যি আমরা গর্বিত 🙏
জয় হিন্দ 🇮🇳 জয় জওয়ান 🇮🇳 🙏

Photography and post Courtesy - PRITAM Z SARKAR

16/08/2021

তুফানগঞ্জ রায়ডাক নদীর তীর 😘
mosaraf zaman

৪২.২১৪ কিমির দৌড় শেষে যখন ফিনিশিং লাইন পেরচ্ছেন, ভাষ্যকাররা বলছেন পেছনের প্রতিযোগীদের দেখতে কিপচোগের টেলিস্কোপ লাগবে। অল...
09/08/2021

৪২.২১৪ কিমির দৌড় শেষে যখন ফিনিশিং লাইন পেরচ্ছেন, ভাষ্যকাররা বলছেন পেছনের প্রতিযোগীদের দেখতে কিপচোগের টেলিস্কোপ লাগবে। অলিম্পিক, যেখানে কেউ কাউকে এক ইঞ্চিও ছেড়ে কথা বলে না, এই পারফরম্যান্স বুঝিয়ে দিয়েছে কেন ইলিয়াড কিপচোগেকে সর্বকালের সেরা ম্যারাথনার বলা হয়।
কেনিয়ার এই লংডিসট্যান্স রানার এখন কয়েক মিলিয়ন ডলারের মালিক, হবে নাই বা কেন? পৃথিবীর একমাত্র মানুষ হিসেবে এখনো অব্দি ২ ঘন্টার কম সময়ে ফুল ম্যারাথন শেষ করেছেন, চাইলেই ফাইভ স্টার ফেসিলিটিতে বসে ট্রেনিং করতে পারেন। কিন্তু বছরের অধিকাংশ সময় তিনি ন্যাশনাল ট্রেনিং হোস্টেলের ডরমিটরিতেই কাটান, নিজের হাতেই কমন টয়লেট পরিষ্কার করেন। সিম্পল লিভিং তিনি নিজের ট্রেনিং এর অংশ বলে মনে করেন। তিনি বলেন, নিজের ৯৯% এফর্ট গ্রুপ এফর্টের ১% এর তুলনায় কিছুই নয়। তিনি দলবেঁধে ট্রেনিং চালানোয় বিশ্বাসী।
ম্যারাথন দৌড়, অলিম্পিকের শো স্টপার, এন্ডুরেন্স এর অন্তিম পরীক্ষা, প্রতিটি স্টেপে শরীর থামতে চায়, থামার অজুহাত খুজতে চায়। বিশেষত ৩০ কিমির পর থেকে সমস্ত রানারেরই গতি কমতে থাকে, একমাত্র ব্যতিক্রম এই কালিঞ্জিয়ান সিংহের। এবারের অলিম্পিকে নামার আগে অনেকেই তাকে বুড়ো দাদু বলছিলেন, মেডেল জেতা নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন। করবেই না বা কেন, ২০০৪ থেকে অলিম্পিকে মেডেল জিতছেন, ১৮ বছর ধরে ফর্ম ধরে রাখা সহজ নয়।
কিন্তু তিনি ইলিয়াড কিপচোগে, যিনি বিশ্বাস করেন
'No Human is Limited'
'মানুষের কোনো সীমাবদ্ধতা নেই'।

এবারের অলিম্পিকে ভারতের পদক জয়ে বিদেশী কোচদের একটা বড়ো ভূমিকা দেখা গেছে । আজকে নীরাজের সোনা জয়ের পেছনে যিনি ছিলেন তিনি হ...
08/08/2021

এবারের অলিম্পিকে ভারতের পদক জয়ে বিদেশী কোচদের একটা বড়ো ভূমিকা দেখা গেছে । আজকে নীরাজের সোনা জয়ের পেছনে যিনি ছিলেন তিনি হলেন Uwe Hohn । তাঁর ছাত্র আজকে 87.58 মিটার জ্যাভলিন থ্রো করলেও তাঁর তৈরী ওয়ার্ল্ড রেকর্ড আজকেও ভাঙতে পারেনি কেউ । তিনি পৃথিবীর একমাত্র জ্যাভলীন থ্রোয়ার যিনি 100 মিটারের থেকেও বেশী দূরে ছুঁড়েছেন । তাঁর ওয়ার্ল্ড রেকর্ড 104.৪ মিটার । উনি নিজে এবং উনার ছাত্রও আজকে সফল ।
আশা রাখি কোনো একদিন তাঁর ছাত্রই তাঁর এই রেকর্ড ভাঙতে পারে ।

সোনার ছেলে নীরাজ ❤️এই মুহূর্তে দেশজুড়ে একটাই নাম , দ্য নীরাজ চোপড়া। টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল আমার দেশ। অলিম্পিকের ১...
07/08/2021

সোনার ছেলে নীরাজ ❤️

এই মুহূর্তে দেশজুড়ে একটাই নাম , দ্য নীরাজ চোপড়া। টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল আমার দেশ। অলিম্পিকের ১০০ বছরের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরাজের হাত ধরে প্রথম সোনার পদক ভারতের।

৮৭.৫৮ মিটার সর্বাধিক থ্রো সোনার ছেলের।

সারা ভারতের জন্য উৎসবের দিন আজ।

জলপরীতার কোনও দেশ নেই। সে রিফিউজি।এবারের অলিম্পিকের অন্যতম চমক দেশহীন মানুষদের প্রতিনিধি দলটি। রিফিউজি অলিম্পিক টিম। এই ...
28/07/2021

জলপরী

তার কোনও দেশ নেই। সে রিফিউজি।

এবারের অলিম্পিকের অন্যতম চমক দেশহীন মানুষদের প্রতিনিধি দলটি। রিফিউজি অলিম্পিক টিম। এই টিমেরই অন্যতম এক অলিম্পিয়ান হলেন ইউস্রা মারদিনি। বছর ২৪ এর এই তরুণীর রুদ্ধশ্বাস জীবন সংগ্রাম স্তম্ভিত করার মতন। ইউস্রার বাড়ি ছিল যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায়। সিরিয় গৃহ যুদ্ধে ইউস্রাদের বাড়িটি ভাঙা পড়ে। বেঘর ইউস্রা এবং তার বোন দুজনে মিলে ঠিক করেন তারা সিরিয়া ছেড়ে পালাবেন। সেই মতন তারা চলে যান লেবানন, সেখান থেকে তুর্কি। সেখানে আরও ১৮ জন উদ্বাস্তু অভিবাসীর সঙ্গে তারা একটি নৌকোয় চেপে পাড়ি জমান গ্রীসের দিকে। কিন্তু বিপত্তি বাঁধলো মাঝ সমুদ্রে!

যে নৌকোটিতে চেপে তারা ১৮ জন মিলে চলেছিলেন আসলে সেই নৌকোর বহন ক্ষমতা ছিল ৭ বা ৮ জন যাত্রীর। স্বাভাবিক ভাবেই আজিয়ান সমুদ্রের মাঝে অতিরিক্ত ভারের কারণে মোটর বন্ধ হয়ে নৌকো ডুবতে বসে! যাত্রী ১৮ জনের মধ্যে সাঁতার জানতেন মোটে চারজন। ইউস্রা, তার বোন এবং আরও দুজন। অতঃপর ইউস্রার পরামর্শে এই চারজন নেমে পড়েন জলে। এবং পরবর্তী তিন ঘন্টা ধরে সাঁতরে সাঁতরে ঠেলে নিয়ে চলেন নৌকোটিকে। যতক্ষণ না তার মোটর আবার চালু হয় এবং তারা এসে পৌঁছন লেসবসে। তবে এখানেই শেষ নয়। লেসবস থেকে স্রেফ পায়ে হেঁটে তারপর ইউস্রারা পৌঁছন ইউরোপ এবং তারপর জার্মানী!

আপাতত জার্মানীতেই থাকেন ইউস্রা। ইউস্রা এবারের টোকিও অলিম্পিকের ১০০ মিটার বাটারফ্লাই সন্তরণের প্রতিযোগিনী। আশা করা যাক জীবন যুদ্ধের মতন অলিম্পিক যুদ্ধেও সফল হয়ে নজির গড়বেন দেশহীন মানুষদের প্রতিনিধি ইউস্রা মারদিনি। :)

✒ - Rajdip Biswas Rudra

"Roz taaron ko numaaish mein khalal padta hai,Chand paagal hai andhere mein nikal padta hai…" – Rahat Indori
24/07/2021

"Roz taaron ko numaaish mein khalal padta hai,
Chand paagal hai andhere mein nikal padta hai…"
– Rahat Indori

🙂
12/07/2021

🙂

Address

Tufanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tufanganj speaking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tufanganj speaking:

Videos

Share

Nearby media companies


Other Tufanganj media companies

Show All