Seba Binodon

Seba Binodon সেবা বিনোদন তুফানগঞ্জ মহকুমার একটি নির্ভীক নিউজ চ্যানেল।
(1)

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Jaya Puja Sarkar, Rajesh Sarkar
04/01/2024

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Jaya Puja Sarkar, Rajesh Sarkar

03/01/2024
03/01/2024

ছাটরামপুর 3'রা জানুয়ারি 24: ভোর কলি যুগে আরও কত কিছু দেখতে হবে তা বলার ইয়ত্তা রাখে না। বলতে গেলে বলতে হয় যে এক বড় তাজ্জব ঘটনা। বয়সে প্রায় ৬৩ বছরের বৃদ্ধ নাতনীর সমতুল্য বয়স্ক মাত্র ১৯ বছরের এক কন্যাকে নিয়ে উপর আসাম থেকে পালিয়ে নিয়ে এসে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত ছাট গেন্দুগুড়ি নামক এক মফ:স্বলে তারা মিয়ার বাড়িতে আশ্রয় নিয়ে সাত দিন ধরে আত্মগোপন করে থাকে। যা তুফানগঞ্জ মহকুমার ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম।

তারা মিয়ার স্ত্রীর বয়ান থেকে জানা যায় যে, যে ব্যক্তিটি আসাম থেকে উনিশ বছরের ঐ কন্যাকে নিয়ে তার বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি নাকি তার স্বামীর বন্ধু। এর আগেও একবার ওই ব্যক্তিটি ওই মেয়েটিকে নিয়ে তার বাড়িতে এসে একদিন থেকেছেন।

এবার থাকার সময়কাল সাত দিন অতিক্রান্ত হলে প্রতিবেশীদের মধ্যে সন্দেহর ডানা বাঁধলে তাদের মধ্যে একজন তুফানগঞ্জ থানার পুলিশকে খবর দিলে তুফানগঞ্জ থানার পুলিশ তারা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই বৃদ্ধ ও তরুণীকে নিয়ে আসে।

মেয়েটিকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে কিনা তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

বাকিটা ভিডিওয় দেখুন ----

01/01/2024

লোকে লোকারণ্য টাকোয়ামারির পূর্ণ কবিরাজের পার্ক থেকে সরাসরি সেবা বিনোদন।

Happy New Year (2024)
01/01/2024

Happy New Year (2024)

01/01/2024

লোকে লোকারণ্য টাকোয়ামারির পূর্ণ কবিরাজের পার্ক থেকে সরাসরি সেবা বিনোদন-----

31/12/2023

বক ফুলের ফল কি খাওয়া যায়?

29/12/2023

AIDSO' র ৭০ তম প্রতষ্ঠা দিবস উদযাপনে কমরেডসদের দ্বারা যৌথ সংগীত পরিবেশনা---

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Ratan Nil
28/12/2023

Happy follow-versary to my awesome followers. Thanks for all of your support! Ratan Nil

মোটর ভ্যান চালক ইউনিয়নের সদস্যদের মিছিলে আজ মুখরিত হবে তুফানগঞ্জের আকাশ বাতাস। চলছে তারেই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব।...
26/12/2023

মোটর ভ্যান চালক ইউনিয়নের সদস্যদের মিছিলে আজ মুখরিত হবে তুফানগঞ্জের আকাশ বাতাস। চলছে তারেই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। আজ সকাল 9 টা থেকেই তুফানগঞ্জ কমিউনিটি হলে জমায়েত হতে শুরু করবে মোটর ভ্যান চালকেরা।

22/12/2023

এস.এস.সি'র হলফনামা সম্পর্কে দু-চার কথা।

SSC নিয়ে সন্ধ্যা সাত টায় লাইভে আসছি। আপনারা মতামত দিন।
22/12/2023

SSC নিয়ে সন্ধ্যা সাত টায় লাইভে আসছি। আপনারা মতামত দিন।

20/12/2023

প্রকৃতি এ সময় বড়ই চমকপ্রদ----

20/12/2023

উত্তরবঙ্গের প্রখ্যাত কবিরাজ পূর্ণচন্দ্র বর্মন। তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট ব্লকের রসিক বিল পর্যটন কেন্দ্রের সন্নিকটে টাকোয়ামারি নামক এলাকায় তার বসতবাড়ি। বাংলা ও পার্শ্ববর্তী রাজ্য আসামের বহু রোগী সকাল সকাল তার বাড়িতে এসে ভিড় জমান। সারাদিন ধরে চলে রোগী দেখা।

বর্তমানে তার নিজের অর্থ ব্যয়ে নির্মিত ছোট্ট একটি পার্ক উত্তরবঙ্গে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন বিকেলে ঘটা করে বহু দূর থেকে বহু পর্যটক পার্কে এসে ভীড় জমান।

অত্র পার্কে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিমান ও হেলিকপ্টার। যা উত্তরবঙ্গ কেন, গোটা রাজ্যের কোনো পার্কেও নেই এই বিমান ও হেলিকপ্টার।

তদুপরি তার একমাত্র বড় পুত্রের পুত্র অর্থাৎ নাতি চৈতন্য বর্মনের বিবাহ বলে কথা ! একটু জৌলুস থাকবে না তা কখনও হয় ?

তাই একদিকে জৌলুস অপরদিকে আর্থিক প্রাচুর্য্য উভয়ের মেলবন্ধনে কবিরাজের নাতির বধূ বরণ অনুষ্ঠান যেন উৎসবের চেহারা নিয়েছে।

17/12/2023

উত্তরবঙ্গের প্রখ্যাত কবিরাজ পূর্ণচন্দ্র বর্মনের নাতির বধূবরণ অনুষ্ঠান থেকে সরাসরি------

17/12/2023
15/12/2023

কোচবিহার রাসমেলা ২০২৩' এ আগত রোলেক্স সার্কাসের এক দৃশ্য উপস্থাপনা।

15/12/2023

টোটো চালকদের কথা কে শুনবে ?

14/12/2023

রাজ্য জুড়ে আন্দোলনে মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন।

14/12/2023

পুরনো পটল ক্ষেত থেকে সংগৃহীত পটল পার্টি সেন্টারে প্রেরণ করা হচ্ছে---

Send a message to learn more

12/12/2023

কোচবিহারের রাস মেলায় আগত সর্বোচ্চ নাগরদোলায় উঠে মেলার অসাধারণ ভিউ।

12/12/2023

কোচবিহার রাসমেলা 2023'র সার্কাস থেকে সরাসরি সেবা বিনোদন

11/12/2023

তুফানগঞ্জ S S A ময়দান।

09/12/2023

আমার দৈনন্দিন জীবনযাত্রা।
পর্ব: 25

06/12/2023

ইতিমধ্যে শেষ হয়েছে বাংলার অধিকাংশ হাইস্কুলের উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা। আর হাতে গোনা কয়েকটা দিন বাদে শুরু হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পর্বের পরীক্ষা। পড়াশুনার প্রস্তুতি নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের মরণপণ লড়াই। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বাজিমাত করতে প্রত্যেকেই বদ্ধ পরিকর।


ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয়তার কথা ভেবে স্বল্প সময়ের অল্প প্রশ্নেই পরীক্ষায় বাজিমাত করতে তুফানগঞ্জ মহকুমার একমাত্র সুপরিচিত দর্শন বিভাগের শিক্ষক মুর্শেদ আলি নবরূপে দর্শন বিষয়ে "প্রশ্ন প্রশ্ন খেলা" নামে একটি প্রশ্নবিচিত্রা প্রকাশ করলেন। যাতে দশটি চ্যাপ্টার থেকে ঝেড়ে ঝেড়ে কিছু বাছাই বাছাই শর্ট কোয়েশ্চন নির্বাচন করা হয়েছে। 2023'র এটি দ্বিতীয় সংস্করণ। সকলের কথা ভেবে বইটির বিক্রয় মূল্য 45 টাকা ধার্য্য করা হয়েছে।

সংশ্লিষ্ট ওই প্রশ্ন বিচিত্রার হুবহু উত্তরপত্রও লোকনাথ প্রিন্টার্স থেকে সংগ্রহ করা যাচ্ছে।

04/12/2023

বাংলাদেশের এক অখ্যাত প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠানে এক ছাত্রীর সংগীত বাংলাদেশকে তোলপাড় করে তুলেছে। ইতিমধ্যে ছাত্রীটির ওই সংগীত কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

04/12/2023

আগামী দিনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছেন KPP'র সম্পাদক উত্তম কুমার রায়।

Address

Tufanganj
736160

Alerts

Be the first to know and let us send you an email when Seba Binodon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seba Binodon:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Tufanganj

Show All

You may also like