ছাটরামপুর 3'রা জানুয়ারি 24: ভোর কলি যুগে আরও কত কিছু দেখতে হবে তা বলার ইয়ত্তা রাখে না। বলতে গেলে বলতে হয় যে এক বড় তাজ্জব ঘটনা। বয়সে প্রায় ৬৩ বছরের বৃদ্ধ নাতনীর সমতুল্য বয়স্ক মাত্র ১৯ বছরের এক কন্যাকে নিয়ে উপর আসাম থেকে পালিয়ে নিয়ে এসে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত ছাট গেন্দুগুড়ি নামক এক মফ:স্বলে তারা মিয়ার বাড়িতে আশ্রয় নিয়ে সাত দিন ধরে আত্মগোপন করে থাকে। যা তুফানগঞ্জ মহকুমার ধলপল ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম।
তারা মিয়ার স্ত্রীর বয়ান থেকে জানা যায় যে, যে ব্যক্তিটি আসাম থেকে উনিশ বছরের ঐ কন্যাকে নিয়ে তার বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি নাকি তার স্বামীর বন্ধু। এর আগেও একবার ওই ব্যক্তিটি ওই মেয়েটিকে নিয়ে তার বাড়িতে এসে একদিন থেকেছেন।
এবার থাকার সময়কাল সাত দিন অতিক্রান্ত হলে প্রতিবেশীদের মধ্যে সন্দেহর ডানা বাঁধলে তাদে
লোকে লোকারণ্য টাকোয়ামারির পূর্ণ কবিরাজের পার্ক থেকে সরাসরি সেবা বিনোদন।
লোকে লোকারণ্য টাকোয়ামারির পূর্ণ কবিরাজের পার্ক থেকে সরাসরি সেবা বিনোদন-----
বক ফুলের ফল কি খাওয়া যায়?
AIDSO' র ৭০ তম প্রতষ্ঠা দিবস উদযাপনে কমরেডসদের দ্বারা যৌথ সংগীত পরিবেশনা---
এস.এস.সি'র হলফনামা সম্পর্কে দু-চার কথা।
প্রকৃতি এ সময় বড়ই চমকপ্রদ----
উত্তরবঙ্গের প্রখ্যাত কবিরাজ পূর্ণচন্দ্র বর্মন। তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট ব্লকের রসিক বিল পর্যটন কেন্দ্রের সন্নিকটে টাকোয়ামারি নামক এলাকায় তার বসতবাড়ি। বাংলা ও পার্শ্ববর্তী রাজ্য আসামের বহু রোগী সকাল সকাল তার বাড়িতে এসে ভিড় জমান। সারাদিন ধরে চলে রোগী দেখা।
বর্তমানে তার নিজের অর্থ ব্যয়ে নির্মিত ছোট্ট একটি পার্ক উত্তরবঙ্গে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন বিকেলে ঘটা করে বহু দূর থেকে বহু পর্যটক পার্কে এসে ভীড় জমান।
অত্র পার্কে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিমান ও হেলিকপ্টার। যা উত্তরবঙ্গ কেন, গোটা রাজ্যের কোনো পার্কেও নেই এই বিমান ও হেলিকপ্টার।
তদুপরি তার একমাত্র বড় পুত্রের পুত্র অর্থাৎ নাতি চৈতন্য বর্মনের বিবাহ বলে কথা ! একটু জৌলুস থাকবে না তা কখনও হয় ?
তাই একদিকে জৌলুস অপরদিকে আর্থিক প্রাচুর্য্য উভয়ের মেলবন্ধন
উত্তরবঙ্গের প্রখ্যাত কবিরাজ পূর্ণচন্দ্র বর্মনের নাতির বধূবরণ অনুষ্ঠান থেকে সরাসরি------
উত্তরবঙ্গের প্রখ্যাত কবিরাজ পূর্ণচন্দ্র বর্মনের নাতির বধূবরণ অনুষ্ঠান থেকে সরাসরি------
কোচবিহার রাসমেলা ২০২৩' এ আগত রোলেক্স সার্কাসের এক দৃশ্য উপস্থাপনা।
টোটো চালকদের কথা কে শুনবে ?
রাজ্য জুড়ে আন্দোলনে মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন।