#পদ্মার নামে মায়ানমারের ইলিশ
জামাইষষ্ঠীর আগেই আলিপুরদুয়ারে ভেতো বাঙালিরা মেতেছে ইলিশে। তবে অভিযোগ বাংলাদেশের ইলিশ বলে বিক্রি হচ্ছে মায়ানমারের ইলিশ। একইভাবে এই ইলিশ ছেয়ে গেছে উত্তরবঙ্গের বাজারে যা দেদারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ বলে।
#ভারতীয় নোটসহ মাদক উদ্ধার
ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে, প্রায় ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ ৩২ লক্ষ ভারতীয় টাকা উদ্ধার করে গোলাপগঞ্জ ফাড়ির পুলিশ। ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
#ভয়াবহ পথ দুর্ঘটনা
শিলিগুড়ি মহাকুমা এলাকার ফাঁসিদেওয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যান উল্টে মৃত দুজনের, আহত বহু। বুধবার দুপুরে এই ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
#নগদ সহ গ্রেপ্তার
গোপন সূত্রে খবরের ভিত্তিতে ২৬ লক্ষ টাকা নগদ সহ পাঁচ জনকে গ্রেফতার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। বৈধ কাগজ না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়।
#নদীর চর দখলের অভিযোগ
নদীর চর দখল করে মন্দির বানানোর অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত হাতিয়াডাঙ্গার চন্দননগর এলাকায়। এদিন ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী এবং ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের প্রধান মিতালী মালাকার সহ অন্যান্যরা।
#আইপিএল ফ্যান পার্ক
জলপাইগুড়ি IPL ফ্যান পার্কে একদিনে ২০ হাজারের বেশি ফ্যানেদের ভিড়ে উচ্ছসিত BCCI কর্তা অভিষেক ডালমিয়া। IPL কে আরও জনপ্রিয় করতে দেশ জুড়ে ৫০ টি ফ্যান পার্ক বানানো হয়েছে। যার মধ্যে একটি রয়েছে জলপাইগুড়ি মিলন সংঘ ময়দানে।
#ডেঙ্গু মোকাবেলায় বৈঠক
শিলিগুড়ি শহরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব। বর্ষার সময় যাতে নদী প্লাবিত না হয় তার জন্য নদী থেকে পলি উত্তোলনের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
#আজ মাতৃ দিবস।
সকাল থেকে সোস্যাল মিডিয়ায় ঝড় উঠেছে মায়েদের নিয়ে নানান পোস্ট করাতে। কিন্তু ফুলবাড়িতে দেখা গেলো এক অন্য চিত্র। বৃদ্ধ মা তার অসুস্থ ছেলের চিকিৎসার জন্য আর্জি জানাচ্ছে মানুষের কাছে। কারণ একমাত্র ছেলে মধুমেহ রোগে আক্রান্ত। তাকে চিকিৎসা করানোর ক্ষমতা নেই মায়ের। যেটুকু বার্দ্ধক্য ভাতা পান তা দিয়েই দিন গুজরান হয়। তাই এখন হাত পেতেছেন সমাজের কাছে মীনা কুমারি ছেত্রী।
#সোনা উদ্ধারে গ্রেফতার এক
জলপাইগুড়িতে একের পর এক সোনার হার ছিনতাই এর ঘটনায় বিশ্বজিৎ চৌধুরী নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ধৃতের কাছ থেকে প্রায় ৩০ গ্রাম সোনা উদ্ধার করা হয়।
#সাসপেন্ড রেজিস্ট্রার
সো কজের উত্তর সন্তোষজনক না পাওয়ায় কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় রেজিস্টার আব্দুল কাদের সাফ্লিকে সাসপেন্ড করলো পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে চাননি আধিকারিকরা
#ফের একবার 'মানুষের কাছে চলো' কর্মসূচির শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শনিবার শিলিগুড়ির ৪২ নং ওয়ার্ডে এই কর্মসূচি সারেন তিনি।
#শহরে বোমাতঙ্ক
শিলিগুড়ির নিউ মিলনপল্লি এলাকার সুকান্ত বাইলেনে গোলাকার একটি বস্তুকে কেন্দ্র করে বোমাতঙ্ক এলাকায়। ওই বস্তুটি দেশি বোমার আকারের সাথেই রয়েছে পলতে। আর তাতেই আতঙ্ক ছড়িয়ে যায় পুরো এলাকায়।
#জল সংকটের সম্ভাবনা
#আগামী ১৫ দিন জলকষ্টে ভুগতে পারেন শিলিগুড়ি শহরবাসী। ফলে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুরনিগম। চালু করা হল হেল্পলাইন নম্বর।
#শ্মশান ঘাট পরিদর্শন
#শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহু ডাঙ্গী শ্মশান ঘাটের পরিচালনার দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। তবে, তার আগে সংস্কার করা হবে এই শ্মশানঘাটের। সেই লক্ষ্যেই জলপাইগুড়ি engineering college থেকে তিনজনের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে শ্মশান ঘাট পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।
#ট্র্যাক্টর সহ গ্রেপ্তার
#ফের অবৈধ বালি পাচারের ছক বানচাল করল বিধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমার জগন্নাথপুর থেকে অবৈধ বালি পাথর বোঝাই তিনটি ট্রাক্টর সহ তিনজনকে গ্রেফতার করা হয়।
#ভয়াবহ সড়ক দুর্ঘটনা
#মাথাভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বৃহস্পতিবার কোচবিহার রাজ্য সড়কের পচাগর এলাকায় একটি বেসরকারি বাসের সাথে একটি মা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় কুড়ি জন।
#সদ্যজাত শিশু উদ্ধার
#শিলিগুড়ির শিবমন্দির ১ নং সত্যেনবোস রোডের ঝোঁপ থেকে উদ্ধার এক সদ্যজাত শিশুকন্যা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।