সমাজ কল্যাণ নিউজ

সমাজ কল্যাণ নিউজ News & Media Website Silchar

27/11/2023

সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে,অসম সরকার,অসম আরক্ষী দ্বারা যে নতুন কর নির্ধারণ করছে সেই করের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিক্ষোভ ধর্ণা কার্যসূচি।

আলগপুর বাজারে স্থানীয় সুপারি চাষী-ব্যবসায়ীদের পাশে ডা: সামসুর রাহমান লস্কর।
02/11/2023

আলগপুর বাজারে স্থানীয় সুপারি চাষী-ব্যবসায়ীদের পাশে ডা: সামসুর রাহমান লস্কর।

02/11/2023

সিআরপিসির আয়োজিত হাইলাকান্দিতে নাগরিক সভায় বক্তব্য রাখছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের মুখপাত্র বিশীষ্ট আইনজীবী রুকন উদ্দিন বড়ভূইয়া।

21/10/2023

বরাক সফরে এসে হিমন্তের মুখে ফের মিয়া শব্দ

আলগপুরের এআইইউডিএফ বিধায়কের গালে ঘুষি মেরে মিয়া তকমা দিলেন মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

20/10/2023

সনাতন ধমাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয় দূর্গা পূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্যিক আহ্বায়ক বুরহান উদ্দিন বড়ভূইয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভারতবর্ষ হচ্ছে শান্তি সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে । তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এবারের শারদীয় দুর্গা পূ্ঁজায় আমরা সকলেই মিলে একসাথে আনন্দের সাথে দুর্গাপূজা উদযাপন করবো বলে আশা করেন বিজেপির সংখ্যালঘু নেতা বুরহান উদ্দিন বড়ভূইয়া।

Breaking news
18/10/2023

Breaking news

16/10/2023

তান্ত্রিক সাধক বাবা ছালি মুল্লা।

14/10/2023

হাইলাকান্দি শহরের সিরাজপট্টী রেলস্টেশনের পাশে কিছুক্ষণ আগে রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

14/10/2023

সুলতানিতে মডেল ডিগ্রী কলেজ স্থাপনের দাবিতে প্রতিবাদে সরব ডিমান্ড কমিটি।

বিধায়ক সুজামের বিরুদ্ধে চরম হুশিয়ারি বিধায়ক নিজাম - জহিরের।

12/10/2023

ঘরের ছেলে ঘরে ফিরলেন,
অগপ ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করলেন হাইলাকান্দি জেলা পরিষদের উপসভাপতি হিলাল উদ্দিন বড়ভূইয়া।
গতকাল গুয়াহাটি রাজীব ভবনে AICC-র সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস দলে যোগদান করেন হাইলাকান্দির ভাটিরকুপা-বোয়ালিপারের অগপ দলের জেলা পরিষদ সদস্য হিলাল উদ্দিন বড়ভূইয়া।
উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের নেতৃ বৃন্দ।

12/10/2023

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বুধবার হাইলাকান্দিতে এক অনুষ্ঠানে অসাধারণ বক্তব্য রাখেন সাল্মী আক্তার চৌধুরী।

09/10/2023

রাইজর দলের বর্ণিব্রীজ জিপির মোহনপুর গ্ৰান্ট আঞ্চলিক কমিটি গঠিত

এলাকার বিভিন্ন ধরনের দূর্ণীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্ৰহণ।

উৎকোচ নিয়ে ধরা পড়লেন আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ির ASI হিতোষ নাথ।
03/10/2023

উৎকোচ নিয়ে ধরা পড়লেন আব্দুল্লাপুর পুলিশ ফাঁড়ির ASI হিতোষ নাথ।

01/10/2023
ধর্মীয় ভাবগাম্ভীর্যে হাইলাকান্দিতেও নানা কার্যসূচির মধ্যে দিয়ে পবিত্র  #ঈদে_মিলাদুন্নবী পালিত, #জুলুসে_মোহাম্মদী শান্ত...
29/09/2023

ধর্মীয় ভাবগাম্ভীর্যে হাইলাকান্দিতেও নানা কার্যসূচির মধ্যে দিয়ে পবিত্র #ঈদে_মিলাদুন্নবী পালিত,
#জুলুসে_মোহাম্মদী শান্তি মিছিলে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল।
#মোস্তাফা_আহমেদ_মজুমদার_হাইলাকান্দি,২৮ সেপ্টেম্বর : বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাঃ এর জন্মদিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র দিন। এই দিনটি ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত রয়েছে। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর কুরেইশ বংশের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সাঃ। তাঁর পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। মুহাম্মদের জন্মের পূর্বে তাঁর পিতা মৃত্যুবরণ করেন। তখন গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। মানুষ প্রভুকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান প্রভু হজরত মুহাম্মদ সাঃ কে প্রেরণ করেন এই ধরায়। মহানবী হজরত মুহাম্মদ সাঃ অতি অল্প বয়সেই সৃষ্টিকর্তার প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি আরবের হেরা নামক পর্বতের গুহায় গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। ৪০ বছর বয়সে তিনি নবুওয়ত হাছিল করে প্রভুর নৈকট্য লাভ করেন। মাত্র ৬৩ বছরের এক বর্ণময় জীবন বিশ্ববাসীকে উপহার দিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। ইসলাম ধর্মে তিনি সর্বশেষ নবী হিসেবে পরিচিত। তাঁর আগে এই পৃথিবীতে অনেক নবী রাসূলদের আগমন ঘটে। সবার থেকে সর্বগুণে শ্রেষ্ঠ হিসেবে ছিলেন হজরত মুহাম্মদ সাঃ। আজও গোটা বিশ্বে তাঁর জন্মদিন অর্থাৎ ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বৃহস্পতিবার হাইলাকান্দিতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই দিবসটি পালিত হয়। জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি সহ অন্যান্য শাখা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে জুলুসে মোহাম্মদী শান্তির শুভযাত্রা বের হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা জুলুসে মোহাম্মদীর বিশাল শোভযাত্রায় অংশ গ্ৰহণ‌‌‌ করেন। হাতে হাতে ধর্মীয় পতাকা নিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেন তারা। হাইলাকান্দি জেলা সদরের কাটলিছড়া বাসটেন্ড থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আট ঘটিকায় পতাকা উত্তোলন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা মওলানা সারিমুল হক লস্করের নেতৃত্বে এক বিশাল শান্তির শোভযাত্রা বের হয়ে শহর প্ররিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে গিয়ে সমাপ্ত হয়। শুভযাত্রা শেষে এই দিনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর। একই সময়ে জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে ব্রজপুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা থেকে পৃথক ভাবে জুলুসে মোহাম্মদী শান্তির এক বিশাল শুভযাত্রা বের হয়ে শহরের সিরাজপট্টী কমুনিটি এণ্ড কালচারাল হলে এসে সমাপ্ত হয়। এরপর দিনব্যাপী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় কমিটির স্থায়ী সভাপতি মওলানা আখতার হোসেন লস্করের সভাপতিত্বে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সকাল দশ ঘটিকায় পতাকা উত্তোলন করে বিভিন্ন মাদ্রাসা এবং মক্তবের ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান, মিলাদ শরীফ, মোনাজাত, শিরীন বিতরণ ও কমিটির মুখপাত্র "তোহফা এ ঈদে মিলাদুন্নবী" ম্যাগাজিনের দশম সংখ্যার বিশীষ্টজনের হাত ধরে আবরণ উম্মোচন। এরপর শিক্ষাবিদ, জ্ঞানী, গুণী ও বুদ্ধিজীবীরা হজরত মুহাম্মদ সাঃ এর জীবন আদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। মূখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা করিমগঞ্জ লোকসভা আসনের ইণ্ডিয়া জোটের মনোনয়ন প্রত্যাশী আমিনুর রশীদ চৌধুরী (শামীম)। তিনি তাঁর বক্তব্যে হজরত মুহাম্মদ সাঃ এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কংগ্রেস নেতা আমিনুর রশীদ চৌধুরী জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির হাতে কিছু আর্থিক সহায়তা প্রদান করে পরবর্তীতে সাংসদ নির্বাচিত হলে জেলা কমিটির একটি স্থায়ী কার্যালয় নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাছাড়াও ভবিষ্যতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি সামসুদ্দিন বড়লস্কর, সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, সেবাদলের চেয়ারম্যান গুলে আহমদ লস্কর,জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উপদেষ্টা হজরত মওলানা নাজমুল আলম লস্কর, সহসভাপতি ক্বারী নূর আহমদ লস্কর, সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম বড়ভূইয়া, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন লস্কর, প্রাক্তন সাধারণ সম্পাদক এস এম এম হাসান আহমদ কবির, সহসম্পাদক রবিজূল রাহমান বড়ভূইয়া,কার্যালয় সম্পাদক ইসলাম উদ্দিন মাঝারভূইয়া, সালেহ আহমদ চৌধুরী, জয়নাল হোসেন লস্কর,পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা শামীম হোসেন প্রমুখ। এদিন আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে জেলার টান্টু দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব আব্দুল বাছিত চৌধুরীর নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তির বার্তা ছড়িয়ে দক্ষিণ হাইলাকান্দি ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুসে মোহাম্মদীর বিশাল শুভযাত্রা বের হয়। এতে কাটলিছড়া এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা অংশ গ্ৰহণ‌‌‌ করেন।
তাছাড়া আলগপুর বিধানসভা সমষ্টির জানকী বাজারে ৩০ মহল্লার যৌথ উদ্যোগে উত্তর হাইলাকান্দি ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির তত্ত্বাবধানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়। বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মাওলানা আহমদ আলী সাহেবের নেতৃত্বে জুলুসে মোহাম্মদী শান্তির শুভযাত্রা বের হয়। এতে হাজার হাজার আবাল বৃদ্ধ ও মাদ্রাসা, মক্তবের পড়ুয়া সহ রাজনীতিবিদ, সমাজসেবী এবং বুদ্ধিজীবীরা অংশ গ্ৰহণ‌‌‌ করেন।

29/09/2023

উত্তর হাইলাকান্দি ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী মাহফিলে বক্তব্য রাখছেন মওলানা আহমদ আলী সাহেব।

28/09/2023

বৃহস্পতিবার টান্টু দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব আব্দুল বাছিত চৌধুরীর নেতৃত্বে শান্তির বার্তা ছড়িয়ে দক্ষিণ হাইলাকান্দি ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে জশনে জুলুসে মোহাম্মদীর বিশাল শোভযাত্রা বের হয়

এতে কাটলিছড়া এলাকার হাজারের অধিক ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা হাতে হাতে ধর্মীয় পতাকা নিয়ে জুলুসের শুভযাত্রায় অংশ গ্ৰহণ‌‌‌ করেন।

27/09/2023

আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা তথা হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ,যুগশ্রেষ্ট ওলী আল্লামা সারিমুল হক লস্কর সাহেবকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান বরাকের অন্যতম প্রতিবাদী কণ্ঠ তথা AJYCP-র কেন্দ্রীয় নেতা কবির উদ্দিন লস্কর।

দল প্রজেক্ট করলে বারাণসী কিংবা ধুবড়ীতে নির্বাচনে লড়তে প্রস্তুত বন বিভাগের অবসরপ্রাপ্ত সিসিএফ ডক্টর সালমান উদ্দিন চৌধুর...
27/09/2023

দল প্রজেক্ট করলে বারাণসী কিংবা ধুবড়ীতে নির্বাচনে লড়তে প্রস্তুত বন বিভাগের অবসরপ্রাপ্ত সিসিএফ ডক্টর সালমান উদ্দিন চৌধুরী।

26/09/2023

হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালের দুরবস্থা নিয়ে সরব হলেন মাটিজুরী-পাইকান জিপির সভাপতি রাজেশ।

25/09/2023

আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক সাবেক নিয়ে সোসিয়াল মিডিয়ায় অপপ্রচার কারীদের বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় মামলা

21/09/2023

সাংবাদিক রাহাতুল আখতার বড়ভূইয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। রাহাতুলের উন্নত চিকিৎসার ক্ষেত্রে সবাইকে সহযোগীতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর।

20/09/2023

আগামী ২৮ শে সেপ্টেম্বর হাইলাকান্দিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জৌলুসে মোহাম্মদী শান্তির মহামিছিল বের হবে। এনিয়ে বুধবার হাইলাকান্দিতে সংবাদ মাধ্যমে কার্যসূচি বিস্তারিত তুলে ধরেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মূখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামী পণ্ডিত মওলানা সারিমুল হক লস্কর। পাশে রয়েছেন অন্যান্যরা।

যখন জনপ্রতিনিধিরা ভাতঘুমে, ঠিক তখনই হাইলাকান্দির সংবাদকর্মীরা নিজ দায়িত্ব পালন করতে সক্রিয় হতে দেখা গিয়েছে।হাইলাকান্দির ...
08/09/2023

যখন জনপ্রতিনিধিরা ভাতঘুমে, ঠিক তখনই হাইলাকান্দির সংবাদকর্মীরা নিজ দায়িত্ব পালন করতে সক্রিয় হতে দেখা গিয়েছে।হাইলাকান্দির জ্বলন্ত সমস্যা নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মহোদয়কে। বিশেষ করে ঈশান নিউজের সাংবাদিক সন্তোষ দে যেভাবে স্থানীয় সুপারির সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন তাহা সত্যি প্রশংসনীয়। মুখ্যমন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন জেলা উপায়ুক্তের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান খুব শীগ্রই হবে এবং উনি জেলা উপায়ুক্তের সাথে এব্যাপারে সাক্ষাৎ করার কথা বলেছেন। সমাজ কল্যাণ নিউজ পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশান নিউজের সাংবাদিক সন্তোষ দেকে।

আজমল আগর কাট বিক্রি করে এখন মানুষ বিক্রি করছেন : প্রাক্তন বিধায়ক সেলিম বিজেপি থেকে আরও ভয়ঙ্কর সাম্প্রদায়িক বদর উদ্দিন...
05/09/2023

আজমল আগর কাট বিক্রি করে এখন মানুষ বিক্রি করছেন : প্রাক্তন বিধায়ক সেলিম
বিজেপি থেকে আরও ভয়ঙ্কর সাম্প্রদায়িক বদর উদ্দিন আজমল! তাই আজমল থেকে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান হাইলাকান্দির প্রাক্তন বিধায়ক হাজী সেলিম উদ্দিন বড়ভূইয়া।

শনিবার বিকেল তিন ঘটিকায় হাইলাকান্দি শহরের এক অভিজাত হোটেলে এক সভার মাধ্যমে রাইজর দলের জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে ...
03/09/2023

শনিবার বিকেল তিন ঘটিকায় হাইলাকান্দি শহরের এক অভিজাত হোটেলে এক সভার মাধ্যমে রাইজর দলের জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্ৰহন করেন প্রবীন রাজনীতিবিদ কমরুল ইসলাম বড়ভূইয়া (মানিক)। রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর আনুষ্ঠানিক ভাবে কামরুল ইসলাম বড়ভূইয়ার হাতে সভাপতির দায়িত্ব তুলে দেন। তাছাড়াও আরও পাঁচজনকে জেলা কমিটির বিভিন্ন পদে উন্নীত করা হয়েছে যথাক্রমে জেলা কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাকির হোসেন লস্কর, আজহারুল ইসলাম বড়ভূইয়া, আলগপুর সমষ্টি কমিটির সম্পাদক আনাম উদ্দিন লস্কর, জেলা কমিটির উপসভাপতি নৃপেন দাস ও ডালিম উদ্দিন বড়ভূইয়াকে নিযুক্তি দেওয়া হয়েছে।

হাইলাকান্দি জেলার রাজ্যশ্বপুর সপ্তম খন্ডের Bhatlarper PWSS Scheme এর ইউজার কমিটি রিফর্ম করা হবে আগামী ২ সেপ্টেম্বর রোজ শ...
01/09/2023

হাইলাকান্দি জেলার রাজ্যশ্বপুর সপ্তম খন্ডের Bhatlarper PWSS Scheme এর ইউজার কমিটি রিফর্ম করা হবে আগামী ২ সেপ্টেম্বর রোজ শনিবার শনিবার। এদিন বেলা ১-৩০ মিনিটের সময় রাজ্যশ্বপুর সপ্তম Bhatlarper PWSS Scheme এর সম্মুখে বিভাগীয় কর্মকর্তাদের উপস্থিতিতে ওপেন ভাবে ইউজার কমিটি গঠন করা হবে বলে বিভাগীয় তরফে জানা গেছে। উল্লেখ্য, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীনে হাইলাকান্দি জেলার রাজ্যশ্বপুর সপ্তম খন্ডের Bhatlarper PWSS Scheme এ এলাকাবাসী জনসাধারণকে ঘুমন্ত অবস্থায় রেখে স্থানীয় পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে একটি দুষ্টচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে আভিযোগ রয়েছে। এই দুষ্টচক্র রাতের অন্ধকারে এলাকাবাসী জনসাধারণকে ঘুমন্ত অবস্থায় রেখে নিজের স্বার্থের জন্য কতিপয় ব্যক্তি দিয়ে একটি ইউজার কমিটি গঠন করে। এমনকি উক্ত জল সরবরাহ প্রকল্পের ভূমিদাতাকে পর্যন্ত এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি বা কোন ধরনের ইনফরমেশনও দেওয়া হয়নি বলে জানা যায়। বিষয়টি নিয়ে এলাকার সচেতন মহলের সম্মতিতে এবং জিপি সভাপতির এপ্রোভ নিয়ে উক্ত প্রকল্পের ইউজার কমিটি রিফর্ম করার দাবি বিভাগীয় কার্যালয়ে জমা দিয়েছেন ভূমিদাতা আলী হোসেন লস্কর। বিভাগীয় তরফ থেকে আগামী শনিবার বেলা ১-৩০ মিনিটের সময় রাজ্যশ্বপুর সপ্তম খন্ডের বেটলারপার জল সরবরাহ প্রকল্পের ইউজার কমিটি রিফর্ম করার জন্য জানানো হয়েছে। তাই উক্ত সভায় এলাকাবাসী জনসাধারণ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিনীত -
আলী হোসেন লস্কর।

হাইলাকান্দি জেলা বার সংস্থার নবনির্বাচিত সভাপতি আশুতোষ পাল ও সম্পাদক ফখরুল ইসলাম বড়ভূইয়া।
30/08/2023

হাইলাকান্দি জেলা বার সংস্থার নবনির্বাচিত সভাপতি আশুতোষ পাল ও সম্পাদক ফখরুল ইসলাম বড়ভূইয়া।

16/08/2023

নিতাইনগর সমবায় সমিতির আগস্ট মাসের চাউল কেলেঙ্কারির বিরুদ্ধে সরব এজেওয়াইসিপি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা,মুফাসসিরে কোরআন বাংলাদেশর হজরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী প্রয়াত হয়েছেন। শো...
14/08/2023

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা,মুফাসসিরে কোরআন বাংলাদেশর হজরত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী প্রয়াত হয়েছেন। শোকের ছায়া সর্বত্র ছড়িয়ে পড়েছে।

হাইলাকান্দি পুলিশের নাকা চেকিং।
06/08/2023

হাইলাকান্দি পুলিশের নাকা চেকিং।

02/08/2023

দুর্ণীতির খলনায়কের ভূমিকায় কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর

বিস্ফোরক মন্তব্য রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করের

সাহাবাদ বাজার মসজিদের শৌচাগার নির্মানের নামে ৮ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের বিরুদ্ধে।

30/07/2023

হাইলাকান্দিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত।

17/07/2023

পোনা মাছ ক্রয় বিক্রয় ও এলাকার মৎস উন্নয়নের স্বার্থে পোনা মাছের বাজারকে সুন্দর ও সক্রিয় করে তুলতে ছড়ারপার বাজার সেডে এক সভা অনুষ্ঠিত হয়।

15/07/2023

মোহনপুর বাজারে পকোড়া ভাজা করে জনগণের মধ্যে বিতরণ করেন বিধায়ক কমলাক্ষ দছ পুরকায়স্থ।

14/07/2023

বর্ণীব্রীজ কাণ্ডের মূল অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি বিজেপির সংখ্যালঘু নেতা বুরহানের।
ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ‍্যিক আহ্বায়ক বুরহান উদ্দিন বড়ভূইয়ার।

13/07/2023

বর্ণিব্রীজ কাণ্ডে নিহত নাবালিকা স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

Address

Silchar Or Hailakandi
Silchar
788815

Alerts

Be the first to know and let us send you an email when সমাজ কল্যাণ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সমাজ কল্যাণ নিউজ:

Videos

Share


Other Silchar media companies

Show All

You may also like