শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিলে পুলিশের বাঁধা। ধাক্কাধাক্কি সহ স্লোগানের মাধ্যম সড়কের মাঝখানে বসে প্রতিবাদ সাব্যস্ত করল শিলচর কংগ্রেস।
হাইলাকান্দি শহরের মাটিজুরি পয়েন্টে
ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। মাটিজুরিতে তেমাথায় সন্ধ্যা ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে। ডেইলি বরাকের পর্দায় আরেকটি চাঞ্চল্য খবর । হাইলাকান্দির মাটিজুরিতে আগুনে
পুড়ে ছাই হল দুটি বাসগৃহ। এলাকার দেবতোষ সরকার ও রাজীব সরকারের ঘর পুড়ে ছাই হয়ে যায় । শর্ট সার্কিট এর ফলে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এদিকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসতে দেরি হওয়ায় এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ঘর দুটি । ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।
মোল্লা -মৌলভী, মুসলিমদের কথার কোনও গুরুত্ব নেই , বরাক পৃথকীকরণ নিয়ে শেষ কথা বলবেন এখানকার হিন্দুরাই। বদরপুরে, শনিবার মৌলানাদের ডাকা সভা নিয়ে বৃহস্পতিবার, শিলচরে এক সাংবাদিক সম্মেলনে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বকুল মালাকার ।
ডিলিমিটেশনের বিরুদ্ধে কংগ্রেসের মশাল মিছিলে পুলিশের বাঁধা প্রদান শিলচরে।
ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাছাড় জেলা কংগ্রেসের তরফে মঙ্গলবার এক মশাল মিছিল শিলচরে বের করা হয়। মিছিলে বিভিন্ন দল ও সংগঠনের শতাধিক কর্মী অংশগ্রহণ করলেও, মিছিল বের হওয়ার আগে জেলা পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের সামনে বাঁধার সৃষ্টি করে।এই পরিস্থিতিতে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বিষয়টি নিয়ে এদিন জেলা পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, ভিলিমিটেশনের বিরুদ্ধে গোটা উপত্যকাজুড়ে যখন আগুন জলছে তখন বিভিন্ন দল-সংগঠনের প্রতিবাদী কন্ঠকে চাঁপিয়ে রাখতে বর্তমান রাজ্য সরকার প্রশাসনিক বল প্রয়োগ করে গনতান
ডিলিমিটেশন খসড়া তালিকার প্রতিবাদ জানিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের তরফে শিলচর নরসিংটোলা ময়দানে সোমবার অনশন ধর্মঘটের ডাক দেয় হয়। এদিন বিভিন্ন দল-সংগঠনের কর্মকর্তারাও অনশন ধর্মঘটে অংশগ্রহণ করেন। ভিলিমিটেশনের বিরোধীতা করে জনসংখ্যার অনুপাতে বরাক উপত্যকায় আরও একটি সিট বৃদ্ধি করার জোরালো দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানান, ভিলিমিটেশনের খসরা তালিকা কোনভাবেই মেনে নিতে পারছেনা তৃণমূল কংগ্রেস।উপত্যকায় যেখানে আসন সংখ্যা বাড়ানোর কথা ছিল,সেক্ষেত্রে দুটি আসন কর্তন করা হয়েছে। বরাককে বঞ্চনা করার প্রতিরোধ গড়ে তুলতে দল মত নির্বিশেষে সকলের উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সাব্যস্ত করার এদিন আহ্বান জানিয়েছেন তিনি। সুস্মিতা জানান,মুখ্যমন্ত্র
সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে উপত্যকার কাছাড় জেলায়ও জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হলো মঙ্গলবার। এদিন ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে শিলচর ইসকোন মন্দিরে পুরোদিনব্যাপী মনমুগ্ধকর বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরে পূজার্চনা, ভোজন কীর্তন মঙ্গলারতি সহ অন্যান্য অনুষ্ঠান শেষে জগন্নাথ, সুভদ্রা ও বরভদ্রকে নিয়ে রথযাত্রার আয়োজন করেন শিলচর ইসকোন মন্দিরের কর্মকর্তারা। এদিন শিলচরের সাংসদ ডঃ রাজদীপ রায় ও বিধায়ক দিপায়ন চক্রবর্তী সোনার ঝাড়ু দিয়ে রথের সামনে পরিষ্কার করে যাত্রার শূচনা করেন।এরপর জগন্নাথ দেবের রথ নিয়ে ভক্তরা রশি টেনে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জগন্নাথ দেবকে উনার মাসির বাড়িতে নিয়ে যান। রথযাত্রাকে ঘিরে গোটা শহর এদিন উৎসব মুখর পরিবেশে মেতে উঠতে দেখা গেছে। বৃষ্টিকে উপেক্ষা করে হাজারের অধিক ভক্তরা উৎস
#newsbarak Doloo Tea Estate Eviction
মোদী সরকারের শাসনকালে অসমের কাছাড় জেলায় গ্রীণ ফিল্ড বিমানবন্দর নির্মাণে ত্রিশ লক্ষের অধিক চা গাছ উপড়ে ফেলার জোরদার অভিযান শুরু হল।এদিন কাকভোরে বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে কয়েক শতাধিক ড্রজার চা গাছ উপড়ে ফেলার কাজ শুরু করে।প্রতিবাদী বাগান শ্রমিকরা পুলিশের পায়ে ধরে বাগান ধ্বংস না করার আর্জি জানানো সত্ত্বেও অব্যাহত রয়েছে অভিযান।
পাঁচগ্রাম পুলিশের জালে জব্দ তিন কোটি টাকার ড্রাগস (নেশাজাতীয় সামগ্রী)*
পাঁচগ্রাম পুলিশের জালে জব্দ তিন কোটি টাকার ড্রাগস (নেশাজাতীয় সামগ্রী)*