Ahil Studio

Ahil Studio Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahil Studio, Media/News Company, Medinipur.
(3)

আমাদের গণতন্ত্র মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা ও খবর প্রচারের বস্তুনিষ্ঠতার ওপর অনেকটা নির্ভর করে থাকে। যে রাজনৈতিক নেতারা যদি মিথ্যা খবর প্রচারে নিরুৎসাহিত করেন, জানবেন সেই আপনাদের আসল নেতা।
( মার্কোস লেমন)

ইন্ডিয়ান সেকুলার ফন্টের প্রেস বার্তা।মিথ্যাচার করে আমাদের নামে সাম্প্রদায়িক অথবা মৌলবাদী তকমা দাগিয়ে কোনঠাসা করলে মান...
23/04/2024

ইন্ডিয়ান সেকুলার ফন্টের প্রেস বার্তা।

মিথ্যাচার করে আমাদের নামে সাম্প্রদায়িক অথবা মৌলবাদী তকমা দাগিয়ে কোনঠাসা করলে মানুষ তার যোগ্য জবাব দেবে। আইএসএফ দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষের প্রতিনিধিত্ব করে। ২০২১ সালে ব্রিগেডের মাঠে আমরা "ভিক্ষা নয়, অধিকার চাই" দাবিকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে নেমেছিলাম। সেই অধিকারের লড়াই জোরদার করতে সংসদে প্রতিনিধিত্ব বাড়াতে হবে। আজ ভাঙড়ের কাশিপুরে এক নির্বাচনী কর্মীসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, কারুর তল্পিবাহক হয়ে আইএসএফ রাজনীতি করবে না। কোন ধাপ্পাবাজ, কোন দালাল, কোন পরামর্শদাতার কথায় বিভ্রান্ত না হয়ে বুথ স্তর থে‌কে মানুষকে সংগঠিত করার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মীদের কাছে আহ্বান জানান তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুর আলম খানের সমর্থনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সভাপতি আবদুল মালেক মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব।

সন্ধ্যায় মথুরাপুর লোকসভার অন্তর্গত ঘোড়াদলে এক সুবিশাল জনসভায় ভাষণ দেন আইএসএফ চেয়ারম্যান। তিনি বলেন, এই জনসভা প্রমাণ করে দিচ্ছে অধিকার বুঝে নিতে মানুষ মরিয়া। পাঁচশো-হাজার টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়া যাবে না। তিনি বলেন, বাইনারি তৈরি করে নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির খেলা আইএসএফ খতম করে দেবে। বামপন্থী কিংবা দক্ষিণপন্থী সব দলই পিছড়ে বর্গের মানুষদের এতদিন নিজস্ব ভোটব্যাঙ্ক ভেবে এসেছে। কিন্তু সেই পিছড়ে বর্গের প্রতিনিধি হিসেবে আমরা ভাগিদারীর রাজনীতি করতে নেমেছি। একদিকে বিজেমূল, অন্যদিকে মনুবাদী সংস্কৃতিকে ভেঙে চুরমার করে নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করতে আইএসএফ দৃঢ়প্রতিজ্ঞ। এই সমাবেশে এই কেন্দ্রের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ভাষণ দেন।

উল্লেখ্য, ডায়ামন্ড হারবার লোকসভা কেন্দ্রের মৌরিগাছিতেও আইএসএফের একটি জনসভা হওয়ার কথা ছিল। প্রধান বক্তা ছিলেন নওসাদ সিদ্দিকী। কিন্তু শাসকের তল্পিবাহক পুলিশ এই জনসভার অনুমতি দেয়নি। পরবর্তী সময়ে এই জনসভা হবে।

২৩/৪/২৪

আপনার প্রিয় নেতা কে?Abhishek Banerjee Suvendu Adhikari
23/04/2024

আপনার প্রিয় নেতা কে?
Abhishek Banerjee
Suvendu Adhikari

Nawsad Siddique
22/04/2024

Nawsad Siddique

21/04/2024

19/04/2024

দীঘা সমুদ্র সৈকতে কি হচ্ছে নিজের চোখে দেখুন।

শাসকের দুই যুব নেত্রী।
19/04/2024

শাসকের দুই যুব নেত্রী।

16/04/2024

পর্যটকদের ঠাসা ভিড়ে উত্তপ্ত দিঘা স্টেশন।

15/04/2024

যেকোনো বিষয়বস্তু নিয়ে গায়ের জোরে লড়াই তো সকলেই করতে পারে কিন্তু ঐ লড়াইটিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যেদিন আপনার মধ্যে এসে যাবে সেদিন বুঝে যাবেন আপনি একজন সামাজিক ভালো লিডার।

14/04/2024

সরাসরি দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি সম্প্রচার।

চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। -রচনা ব্যানার্জি।                   fans
14/04/2024

চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া।
-রচনা ব্যানার্জি।
fans

11/04/2024

11/04/2024

ভুলেছেন অভিমান! বরানগরে জয় নিয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
#সায়ন্তিকা

হুগলি লোকসভার মানুষ কাকে চাইছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।              fans
11/04/2024

হুগলি লোকসভার মানুষ কাকে চাইছে?
আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান।
fans

09/04/2024

মমতাদি মানুষের মনিকোঠায় আছে ওনাকে উৎখাত করা সম্ভব নয়- প্রিয়দর্শীনি ঘোষ।

09/04/2024

07/04/2024

ইলেক্টোরাল বন্ড ,খায় না মাথায় দেয় এটাই ৮০% মানুষ জানেন না,, কি সর্বনাশ একটু ভালো করে দেখুন, ৮০ টাকার ওষুধ ১২০ টাকা,দা...
04/04/2024

ইলেক্টোরাল বন্ড ,
খায় না মাথায় দেয় এটাই ৮০% মানুষ জানেন না,, কি সর্বনাশ একটু ভালো করে দেখুন, ৮০ টাকার ওষুধ ১২০ টাকা,
দামের দিকে তাকান।

নওশাদ কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে জিতবে ?ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর জেতার সম্ভাবনা প্রবল। এর পিছনে একাধিক য...
31/03/2024

নওশাদ কেন ডায়মন্ড হারবার কেন্দ্রে জিতবে ?
ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর জেতার সম্ভাবনা প্রবল। এর পিছনে একাধিক যুক্তি আছে -
1) ট্যাবু কেন্দ্রীক রাজনীতি নওশাদ সিদ্দিকীর জেতার অন্যতম হাতিয়ার। ট্যাবু হলো কোনো গোষ্ঠী কেন্দ্রীক জীবন যাপন। সেই গোষ্ঠীর বিধিনিষেধ মেনে চলে সেই গোষ্ঠীর মানুষ জন। এঁরা অন্য গোষ্ঠীর সঙ্গে মিশতে চায় না এবং অন্যদেরকে মিশতেও দেয় না। ট্যাবুর ফল গোষ্ঠীকে বাঁচাতে গোষ্ঠীর লোকেরা প্রাণ পর্যন্ত দিতে দ্বিধা করে না। মতুয়ারা যেমন ট্যাবু কেন্দ্রীক, ফুরফুরারাও ট্যাবু কেন্দ্রীক। এঁরা সর্বদা আগে নিজেদের লোককে সমর্থন করে। ট্যাবু যুক্তি বিজ্ঞান বোঝে না। সে তার দলের নেতাদের সর্বোচ্চ সমর্থন দিয়ে থাকে। ডায়মন্ড হারবার কেন্দ্রে বেশিরভাগ ফুরফুরা পন্থী মুসলিম বসবাস করে। এঁরা নওশাদ সিদ্দিকীকে ট্যাবুর মাতব্বর মনে করেন।
2) ডায়মন্ড হারবার কেন্দ্রে ফুরফুরা পন্থী মুসলিমদের পাশাপাশি যথেষ্ট পরিমানে তাবলীগ পন্থী মুসলিম আছে। এই তাবলীগ পন্থী মুসলিমদের বৈশিষ্ট সরকার অনুগামী। এঁরা ফুরফুরা ও আহলে হাদীস পন্থীদের মাঝামাঝি অবস্থান করে। যেদিকে জোর পায় সেদিকেই এঁরা ঝোঁকে। এঁরা দুর্নীতি পরায়ন তৃণমূল সরকারকে সমর্থন দেবে না। এঁরা এই কেন্দ্রে ফুরফুরা পন্থী মুসলিমদের দিকেই ঝুঁকবে। অর্থাৎ এঁরাও আই এস এফ-কে সমর্থন দেবে। এই কেন্দ্রে নীতিহীন আহালে হাদীস পন্থী মুসলিমদের সংখ্যা খুবই কম। এই আহালে হাদীস পন্থীরা ফুরফুরা বিরোধী অর্থাৎ আই এস এফ বিরোধী। অর্থাৎ ফুরফুরা ও তাবলীগ পন্থী মুসলিমদের ভোট আই এস এফ পাবে।
3) স্বাধীনতার পর থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে 20 জন এম পি নির্বাচিত হয়েছে যাদের একজনও মুসলিম নয়। সে কারণে মুসলিমরা ভোট দেওয়ার সুযোগ পেলে নওশাদকে ঢেলে ভোট দেবে।
4) তৃণমূল আর দুর্নীতি এখন প্রায় সমর্থক। সাধারণ মানুষ সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধেই ভোট দেবে।
5) এখন বাঙালি নিম্নবর্গের হিন্দুর রক্তে বিজেপি মিশে গেছে। এঁরা দুর্গা ঠাকুর বিসর্জনেও জয় শ্রীরাম স্লোগান দেয়। বেশিরভাগ হিন্দু ভোট বিজেপি পাবে। ফলত মুসলিম মেজরিটি ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীর আরও বেশি সুবিধা হবে। কারণ তৃণমূল যেমন হিন্দু ভোট থেকে বঞ্চিত হবে তেমনি মুসলিম ভোট থেকেও বঞ্চিত হবে।
6) এই কেন্দ্রের বেশিরভাগ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় না। বরাবরই শাসক বুথ দখল করে ছাপ্পা মারে। মানুষ সুযোগ পেলে নওশাদকে ভোট দিয়ে সেই ক্ষোভের প্রতিশোধ নেবে।
স্বচ্ছ ভোট হলে ডায়মন্ড হারবার কেন্দ্রে নওশাদ যে জিতবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নওশাদকে আটকাতে তৃণমূলের সামনে কতকগুলি পথ আছে। বিজেপি'র সঙ্গে সেটিং করে ওই কেন্দ্রে বিজেপি'র দুর্বল প্রার্থী দেওয়া এবং বিজেপি'র প্রচার কমানো। ভোট বুথ দখল করে অবাদ ছাপ্পা মারা। স্থানীয় তৃণমূল নেতাদের হাতে বিপুল পরিমান টাকা দিয়ে বুথ দখল এবং যেখানে এটা সম্ভব নয় সেখানে ভোট কেনা। নওশাদের প্লাস পয়েন্ট ফুরফুরা বিরোধী বেশিরভাগ ভন্ড আহালে হাদীস পন্থী মুসলিম এই ডায়মন্ড হারবার কেন্দ্রে নেই। ট্যাবু কেন্দ্রীক ফুরফুরা পন্থী মুসলিম ও দোদুল্য মান তাবলীগ পন্থী মুসলিম নওশাদের পক্ষে বড় আশীর্বাদ।

✍️ গবেষক- আদিল হাসান।

নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি', বললেন অর্থমন্ত্রী নির্মলার স্বামী।
31/03/2024

নির্বাচনী বন্ড পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি', বললেন অর্থমন্ত্রী নির্মলার স্বামী।

রাজন্যা হালদার ♥️
31/03/2024

রাজন্যা হালদার ♥️

দুই দিদি একসাথে।
22/03/2024

দুই দিদি একসাথে।

লটারি সংস্থার ১৩৮৬ কোটির ৫৪২ কোটিই পেয়েছে তৃণমূল।
22/03/2024

লটারি সংস্থার ১৩৮৬ কোটির ৫৪২ কোটিই পেয়েছে তৃণমূল।

21/03/2024

পার্লামেন্টে গিয়ে কেউ টিক টক করবে, কেউ নাচগান করবে, কেউ ছক্কা মারবে, কেউ কমেডিয়ান করবে, কিন্তু সাধারণ মানুষের হয়ে কেউ কথা বলবেনা...???

দিদর দ্রুত সুস্থতা কামনা করি।
14/03/2024

দিদর দ্রুত সুস্থতা কামনা করি।

14/03/2024

আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪ জোটে
*ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট* যে আট টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

১. বসিরহাট
২. বারাসাত
৩. যাদবপুর
৪. মথুরাপুর
৫. শ্রীরামপুর
৬. উলুবেরিয়া
৭. মুর্শিদাবাদ
৮. মালদা দক্ষিণ

13/03/2024

লোকসভা ভোটের প্রচারের পদ যাত্রা করছেন সায়নী ঘোষ।
পোলেরহাট- ।, ভাঙর...

মহিলা ব্রিগেড 💚💚                    অসাধারণ মুহূর্ত.........💙Saayoni Ghosh
12/03/2024

মহিলা ব্রিগেড 💚💚
অসাধারণ মুহূর্ত.........💙
Saayoni Ghosh



21/02/2024

সকলকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

আমার ভাষা আমার অহংকার। ♥️

14/02/2024

সবথেকে বড় চক্রান্ত হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। চ্যালেঞ্জ ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের ভন্ডামী ফাঁস করল দিন কৃষ্ণ ঠাকুর।

Address

Medinipur
721131

Alerts

Be the first to know and let us send you an email when Ahil Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahil Studio:

Videos

Share


Other Media/News Companies in Medinipur

Show All

You may also like