23/04/2024
ইন্ডিয়ান সেকুলার ফন্টের প্রেস বার্তা।
মিথ্যাচার করে আমাদের নামে সাম্প্রদায়িক অথবা মৌলবাদী তকমা দাগিয়ে কোনঠাসা করলে মানুষ তার যোগ্য জবাব দেবে। আইএসএফ দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের মানুষের প্রতিনিধিত্ব করে। ২০২১ সালে ব্রিগেডের মাঠে আমরা "ভিক্ষা নয়, অধিকার চাই" দাবিকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে নেমেছিলাম। সেই অধিকারের লড়াই জোরদার করতে সংসদে প্রতিনিধিত্ব বাড়াতে হবে। আজ ভাঙড়ের কাশিপুরে এক নির্বাচনী কর্মীসভায় একথা বলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, কারুর তল্পিবাহক হয়ে আইএসএফ রাজনীতি করবে না। কোন ধাপ্পাবাজ, কোন দালাল, কোন পরামর্শদাতার কথায় বিভ্রান্ত না হয়ে বুথ স্তর থেকে মানুষকে সংগঠিত করার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মীদের কাছে আহ্বান জানান তিনি। যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুর আলম খানের সমর্থনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সভাপতি আবদুল মালেক মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব।
সন্ধ্যায় মথুরাপুর লোকসভার অন্তর্গত ঘোড়াদলে এক সুবিশাল জনসভায় ভাষণ দেন আইএসএফ চেয়ারম্যান। তিনি বলেন, এই জনসভা প্রমাণ করে দিচ্ছে অধিকার বুঝে নিতে মানুষ মরিয়া। পাঁচশো-হাজার টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়া যাবে না। তিনি বলেন, বাইনারি তৈরি করে নিজেদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির খেলা আইএসএফ খতম করে দেবে। বামপন্থী কিংবা দক্ষিণপন্থী সব দলই পিছড়ে বর্গের মানুষদের এতদিন নিজস্ব ভোটব্যাঙ্ক ভেবে এসেছে। কিন্তু সেই পিছড়ে বর্গের প্রতিনিধি হিসেবে আমরা ভাগিদারীর রাজনীতি করতে নেমেছি। একদিকে বিজেমূল, অন্যদিকে মনুবাদী সংস্কৃতিকে ভেঙে চুরমার করে নতুন রাজনৈতিক ভাষ্য তৈরি করতে আইএসএফ দৃঢ়প্রতিজ্ঞ। এই সমাবেশে এই কেন্দ্রের প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ভাষণ দেন।
উল্লেখ্য, ডায়ামন্ড হারবার লোকসভা কেন্দ্রের মৌরিগাছিতেও আইএসএফের একটি জনসভা হওয়ার কথা ছিল। প্রধান বক্তা ছিলেন নওসাদ সিদ্দিকী। কিন্তু শাসকের তল্পিবাহক পুলিশ এই জনসভার অনুমতি দেয়নি। পরবর্তী সময়ে এই জনসভা হবে।
২৩/৪/২৪