দল হাতি রামরামার জঙ্গলে প্রবেশ করার সময়। মানিকপাড়া রেঞ্জ।
ঢড়রাশোলে রামলাল ফুটবল খেলছে..... চাঁদড়া রেঞ্জ ।
11:30am একটি হাতি।কুসুমবান্ধি গ্রামে আছে | *সাঁকরাইল বিট কলাইকুন্ডা রেঞ্জ*
পলাশিয়া, গুড়গুড়িপাল বীট, চাঁদড়া রেঞ্জ, অভিমুখ সুকনাখালি দিকে।
আজকে সকালে রামলালের তান্ডব *কলশিভাঙ্গা FCI গোডাউন ..!!*
বর্তমানে ৬০-৭০টি দল হাতি গুলো খড়্গপুর ডিভিশনের কেশররেখা রেঞ্জের বালিগাড়িয়া বিটের মুরগাপাহাড়িতে রয়েছে।🙏🙏
🐘🐘🐘🐘🐘কেশিয়াড়ি বিট বেলদা রেঞ্জ হাতিগেড়িয়া রাস্তা ক্রসিং করার সময় অনুমান 70 কাছাকাছি হাতি🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
জোড়াশাল প্রদীপ দাস এর বয়লার ফাম এর পেছনে 35-40 টি হাতি আছে, সাঁকরাইল বীট কলাইকুণডা রেঞ্জ
তুঙ্গাধুয়া কারখানা পিছনে এই মুহূর্তে দল হাতি
1 টি 🐘 নোনাশোল জঙ্গলে অবস্থান করছে মৌপাল বীট ভাদুতলা রেঞ্জে
৮নং কেনেল গেট,কড়াসাই,( গোয়ালতোড়ে) CRPF,Camp সামনের লাটা জঙ্গলে ২৮-৩০টি, হাতির একটি দল বর্তমান অবস্থান কোরছে,,
সাঁকরাইল বিট কলাইকুন্ডা রেঞ্জ সকাল বেলা
হাতির অবস্থান তাং-২০.০২.২০২৪
মোট হাতি-২৯টি,বড়জোড়া রেঞ্জে মনোহর-১১টি,বনশোল-২টি,বেলিয়াতোড় রেঞ্জে আমলাবাদ-২টি,জি.ঘাঁটি রেঞ্জে বাঁকদাহ-২টি,বাঁকুড়া উত্তর রেঞ্জে কাঁটাপেসিয়া-১টি,সোনামুখী রেঞ্জে করঞ্চমনি খয়রাসোল-১১টি, বাঁকুড়া (উত্তর) বনবিভাগ।
নদী পেরিয়ে দাড়ি আছে শালডাঙরা দিকে মুখ করে বিট গড়বেতা