Akashvani Sangbad Kolkata

Akashvani Sangbad Kolkata Akashvani Sangbad Kolkata is the official page of Regional News Unit of Akashvani, Kolkata
(66)

27/06/2024

#সংবাদ #সকাল৬টা২০মিনিট২৭_০৬_২০২৪

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা #সংবাদ #রাত্রি১০টা২৬/০৬/২০২৪বিশেষ বিশেষ খবর :
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#সংবাদ
#রাত্রি১০টা
২৬/০৬/২০২৪
বিশেষ বিশেষ খবর :

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাটেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জন্য স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। ৮০০, ৯০০, ১৮০...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
টেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জন্য স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া আজ শেষ হয়েছে। ৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০, ২৫০০ ও ৩৩০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজ ব্যান্ডের জন্য এই নিলাম প্রক্রিয়া গতকাল সকাল ১০ টায় শুরু হয়। সাত রাউন্ডের পর তা শেষে হয় আজ বেলা ১১ টা ৪৫–এ। একই সঙ্গে মোবাইল পরিষেবার মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের পুনর্নবীকরণ পর্ব আজ শেষ হয়েছে। যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ২০২৪ এর স্পেকট্রাম নিলাম, স্পেকট্রাম বন্টনের স্বচ্ছ, জোরদার ও প্রগতিশীল প্রক্রিয়ার অঙ্গ। পরিষেবা চালিয়ে যাওয়া শুধু নয়, তা আরও প্রসারিত করতে টেলিকম সার্ভিস প্রোভাইডাররা স্পেকট্রাম নিলামে অংশ নিয়ে থাকেন।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা অর্থ তছরূপের অভিযোগ থেকে বাইজুস ক্লিনচিট পেয়েছে বলে সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে, কর্পোরেট বি...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা

অর্থ তছরূপের অভিযোগ থেকে বাইজুস ক্লিনচিট পেয়েছে বলে সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে, কর্পোরেট বিষয়ক মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। এ ধরনের রিপোর্ট সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর বলে মন্ত্রক জানায়। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, কোম্পানী আইনের অধীনে বাইজুসের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো মীমাংসা হয়নি।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাএক বিবাহিত মহিলাকেফক্সকন ইন্ডিয়া অ্যাপেল আইফোন প্ল্যান্টে কাজ করতে না দেওয়ার অভিযোগে, তামিলনাড়...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
এক বিবাহিত মহিলাকেফক্সকন ইন্ডিয়া অ্যাপেল আইফোন প্ল্যান্টে কাজ করতে না দেওয়ার অভিযোগে, তামিলনাড়ু সরকারের শ্রম দপ্তরের কাছ থেকেবিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই ঘটনা সম পারিশ্রমিক আইনের ৫ নম্বর ধারার পরিপন্থী। কাজেনিয়োগের সময় লিঙ্গো নির্বিশেষে পারিশ্রমিকের বিষয়ে কোনো রকম বৈষম্য করা যাবে নাবলে ঐ আইনে সংস্থান আছে।

26/06/2024

#সংবাদ #রাত্রি১০টা২৬_০৬_২০২৪

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা   ভারতকে মাদকমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। তিন...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা

ভারতকে মাদকমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারের সামগ্রিক প্রয়াসে এই লক্ষ্য পূরণের দিকে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, মাদকের নেশা সম্পূর্ণ নির্মূল করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের ব্যবহার সমাজের পাশাপাশি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাআবগারী নীতি কেলেঙ্কারী মামলায় এবার সি বি আইয়ের হাতে গ্রেপ্তার হলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ ক...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
আবগারী নীতি কেলেঙ্কারী মামলায় এবার সি বি আইয়ের হাতে গ্রেপ্তার হলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাউস অ্যাভেনিউ আদালত, তদন্তকারী সংস্থাকে এই অনুমতি দিয়ে বিশেষ আদালতে পেশ করতে বলে। এরপরই তাঁকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাবিদায়ী ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন NATO র পরবর্তী সেক্রেটারি জেন...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
বিদায়ী ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন NATO র পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আটলান্টিক পর্ষদ NAC। আজ এক বিবৃতিতে NATO জানিয়েছে, আগামী পয়লা অক্টোবর থেকে রুটে তার দায়িত্বভার গ্রহণ করবেন। ১৯ শে জুন, রোমানিয়ার রাষ্ট্রপতি ক্লাউস আয়োহানিস সরকারি ভাবে নাটোর সেক্রেটারি জেনারেল পদের নির্বাচনী লড়াই থেকে তার নাম প্রত্যাহার করে নেন। এরপরই রুটে ৩২ টি সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করেন।

নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে মার্ক রুটের মেয়াদ আর কয়েক সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে। সেদেশের নাগরিক হিসেবে এই নিয়ে চতুর্থ বার কোনো ব্যক্তি ন্যাটোকে নেতৃত্ব দেবে। মার্ক রুটে ১৪ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতারাজ্য সরকার বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে।  পুরনো পদ পূরণের পাশাপশি প্রকল্প ও...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
রাজ্য সরকার বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে। পুরনো পদ পূরণের পাশাপশি প্রকল্প ও পরিষেবায় গতি আনতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এরকম ৫০০র বেশি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, স্বরাষ্ট্রদফতর, প্রাণী সম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর মিলিয়ে মোট ৫৫২ টি নতুন পদ তৈরি করা হয়েছে। জানা গেছেস্বরাষ্ট্র দফতরে ১০০টি নতুন পদ তৈরির ব্যাপারে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রাণী সম্পদ বিকাশ দফতরের বিভিন্ন স্তরে ২৭০ টি পদ সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন সরকারি স্কুলে ৩৫ জন শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি অন্যান্য কয়েকটি দফতরে বেশ কিছু নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের পরে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরহিত্য প্রথমবার বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতানতুন তিনটি ফৌজদারি আইন - ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতী...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
নতুন তিনটি ফৌজদারি আইন - ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ আগামী মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হচ্ছে। বিচার ব্যবস্থা আরো সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে। এই নতুন আইনের ফলে, কোনো ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে ও যেকোনো থানায় FIR ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাবিদেশমন্ত্রী ডঃ. এস জয়শঙ্কর ভারতীয় সীমান্ত লাগোয়া মায়ানমারে লাগাতারহিংসা এবং অস্থিরতায় ভারতের গভী...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
বিদেশমন্ত্রী ডঃ. এস জয়শঙ্কর ভারতীয় সীমান্ত লাগোয়া মায়ানমারে লাগাতারহিংসা এবং অস্থিরতায় ভারতের গভীর উদ্বেগ নিয়ে সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথাবলেছেন। নতুন দিল্লীতে আজ শ্রী জয়শঙ্কর, মায়ানমারের উপপ্রধানমন্ত্রী এবংবিদেশমন্ত্রী ইউ থান শোয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরিস্থিতি সামাল দিতে ভারত সংশ্লিষ্ট সব পক্ষকে সেখানে নিযুক্ত করতে রাজী বলেও বিদেশমন্ত্রী জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডঃ জয়শঙ্কর বলেন, আলোচনায় মায়ানমারের বিদেশমন্ত্রী অগ্রাধিকারের ভিত্তিতে অবৈধ মাদক, অস্ত্র ও মানব পাচারের ওপর জোর দিয়েছেন। মেওয়াড্ডিতে বন্দী ভারতীয় নাগরিকদের দ্রুত ফেরত আনতে সহযোগিতা চান তিনি। ডঃ জয়শঙ্কর, মায়ানমারকে গনতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান।

26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
জম্মু কাশ্মীরের ডোডা জেলার জঙ্গল এলাকায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গী মারা পড়েছে। আকাশবানীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, পাহাড়ি জেলা ডোডার গান্দোহা এলাকার বাজাদ গ্রামে আজ সকালে জঙ্গীদের উপস্থিতির খবর পেয়ে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ দল অভিযান চালায়। শুরু হয় দু পক্ষের মধ্যে গুলি বিনিময়। মাটির কাঁচা বাড়ির মধ্যে থেকে গুলি চালাতে থাকে জঙ্গীরা। এক জঙ্গী বেরিয়ে আসলে তার গায়ে গুলি লাগে। বিকেলের দিকে আরো দুই জঙ্গীকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আমেরিকায় তৈরী ২টি এম ফোর রাইফেল এবং একটি কালাশনিকভ সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা বাম শ্রমিক সংগঠন CITU অমানবিক হকার উচ্ছেদের তীব্র নিন্দা করেছে পাশাপাশি অবিলম্বে রাজ্যের হকার ইউ...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
বাম শ্রমিক সংগঠন CITU অমানবিক হকার উচ্ছেদের তীব্র নিন্দা করেছে পাশাপাশি অবিলম্বে রাজ্যের হকার ইউনিয়ন গুলির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার দাবি জানিয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় ও রাজ্য সম্পাদক অনাদি সাহু আজ এক বিবৃতিতে এই দাবি জানানোর পাশাপাশি কেন্দ্রীয় হকার আইন ২০১৪ অবিলম্বে লাগু করার কথা বলেছেন । তবে কোনো ভাবেই বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না বলে তাঁরা স্পষ্ট জানিয়েছেন। কেন্দ্রীয় হকার্স আইন ২০১৪ কে বাস্তবায়িত না করে রাজ্য বেআইনিভাবে গায়ের জোরে হকার্স উচ্ছেদ গতকাল থেকে শুরু হয়েছে টা বন্ধ করার দাবি জানান তাঁরা।

#দীপঙ্কর

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা #খেলারখবর #রাত্রি৮টা১০মিনিট২৬/০৬/২০২৪বিশেষ বিশেষ খবর :
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#খেলারখবর
#রাত্রি৮টা১০মিনিট
২৬/০৬/২০২৪
বিশেষ বিশেষ খবর :

26/06/2024

#খেলারখবর #রাত্রি৮টা১০মিনিট২৬_০৬_২০২৪

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা #স্থানীয়সংবাদ #সন্ধ্যা৭টা৫০মিনিট২৬/০৬/২০২৪বিশেষ বিশেষ খবর :
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#স্থানীয়সংবাদ
#সন্ধ্যা৭টা৫০মিনিট
২৬/০৬/২০২৪
বিশেষ বিশেষ খবর :

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা #সংবাদ #সন্ধ্যা৭টা৩৫মিনিট২৬/০৬/২০২৪বিশেষ বিশেষ খবর :
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#সংবাদ
#সন্ধ্যা৭টা৩৫মিনিট
২৬/০৬/২০২৪
বিশেষ বিশেষ খবর :

26/06/2024

#স্থানীয়সংবাদ #সন্ধ্যা৭টা৫০মিনিট২৬_০৬_২০২৪

26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা

নদিয়ার কৃষ্ণনগরে পুলিশের পক্ষ থেকে আজ মাদকের বিরুদ্ধে নানান কর্মসূচি চলে। এ উপলক্ষে কোতোয়ালি থানার উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগর শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ বিশিষ্ট জনেরা। আজ বিকেলে কোতোয়ালি থানার সামনে থেকে পদযাত্রা শুরু হয়।শহরের রাস্তা পরিক্রমা করে শেষ হয় কৃষ্ণনগর সদর হাসপাতাল ট্রাফিক মোড়ে।

#অনুপম
#নদীয়া

26/06/2024

#সমীক্ষা২৬_০৬_২০২৪ #শিরোনামঃ “ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩” #লিখেছেন: জয়ন্ত ঘোষ। ...

26/06/2024

#সংবাদ #সন্ধ্যা৭টা৩৫মিনিট২৬_০৬_২০২৪

26/06/2024

#সমীক্ষা২৬_০৬_২০২৪ #শিরোনামঃ “ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩” #লিখেছেন: জয়ন্ত ঘোষ।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রাণী সর্বেক্ষণ দেশের সব প্রাণী প্রজাতিকে নিয়ে একটি...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রাণী সর্বেক্ষণ দেশের সব প্রাণী প্রজাতিকে নিয়ে একটি চেকলিস্ট পোর্টাল চালু করছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সংস্থার অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংস্থার ১০৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৩০শে জুন এক অনুষ্ঠানে ফনা অফ্ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টালের সূচনা করা হবে। কেন্দ্রীয় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব পোর্টালটির আনুষ্ঠানিক সূচনা করবেন। এছাড়া অনুষ্ঠানে অ্যানিম্যাল ডিসকভারিস২০২৩ এবং প্ল্যান্ট ডিসকভারিস২০২৩ নামে দুটি তথ্য সম্বলিত বইও মন্ত্রী প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রাণী বিষয়ক বিভিন্ন নথি প্রকাশ এবং জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দশটি মউ স্বাক্ষরিত হবে। এছাড়াও এই উপলক্ষে পয়লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট২০২৪ বা প্রাণী শ্রেণীবিন্যাস শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে বিশ্বের চারটি দেশের ৩৫০জন গবেষক অংশ নেবেন।
এদিকে ৩০শে জুন প্রধানমন্ত্রী 'এক পের মা কি নাম' শীর্ষক যে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করবেন,সেই উপলক্ষে অনুষ্ঠানে সবাইকে চারা গাছ প্রদান করা হবে বলে শ্রীমতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

#শ্রাবণী

 #আকাশবাণী_সংবাদ_কলকাতা   নেশা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে  রাজ্য গোয়েন্দা পুলিশ সি আই ডির ভবানী ভবন নার্কোটিকস সেল ও...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা

নেশা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাজ্য গোয়েন্দা পুলিশ সি আই ডির ভবানী ভবন নার্কোটিকস সেল ও বিধাননগর সিটি পুলিশের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। বিধাননগর সিটি সেন্টার ওয়ান চত্বরে এ উপলক্ষে এক পদযাত্রায় পা মেলান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তি কেন্দ্র ও স্কুল- কলেজের পড়ুয়ারা।

#অভিরূপ

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাঅধ্যক্ষ ওম বিড়লা ১৯৭৫ সালে দেশে জরুরী অবস্থা ঘোষণার তীব্র নিন্দা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
অধ্যক্ষ ওম বিড়লা ১৯৭৫ সালে দেশে জরুরী অবস্থা ঘোষণার তীব্র নিন্দা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ ব্যক্ত করেছেন। সে সময় সংগঠিত অপরাধগুলির উল্লেখ করে গণতন্ত্রকে কীভাবে শ্বাসরোধ করা হয়েছিল তাও তিনি তুলে ধরেন।

সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ৫০ বছর আগে জরুরী অবস্থা ঘোষনা করা হলেও তখন কি হয়েছিল তা আজকের তরুণ প্রজন্মের জানার দরকার আছে। কারণ কিভাবে জনগণের মতামতকে সরিয়ে রেখে সংবিধানকে হত্যা করা হয়েছিল তার প্রকৃষ্ট উদাহরন এটি। একনায়কতন্ত্র কী তাও জরুরী অবস্থার সময় অনুভূত হয়েছে বলে শ্রী মোদী তাঁর বার্তায় উল্লেখ করেন।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাসংবিধানের প্রতিলিপি হাতে সংসদ ভবন চত্বরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ার জন্য বিজেপি কংগ্রেসের তীব্...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
সংবিধানের প্রতিলিপি হাতে সংসদ ভবন চত্বরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হওয়ার জন্য বিজেপি কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লীতে দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, সংসদে এধরনের আচরণ কাঙ্খিত নয় এবং এতে সংবিধানের প্রকৃত মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। ক্ষমতার লোভে কংগ্রেস দেশে জরুরী অবস্থা জারী করেছিল বলেও তিনি অভিযোগ করেন।

 #আকাশবাণী_সংবাদ_কলকাতাশততম সদস্য হিসেবে প্যারাগুয়ে আজ আন্তর্জাতিক সৌর জোটে শামিল হল। বিদেশমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই...
26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা
শততম সদস্য হিসেবে প্যারাগুয়ে আজ আন্তর্জাতিক সৌর জোটে শামিল হল। বিদেশমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই ঐ দেশ ইন্সট্রুমেন্ট অফ ratification জমা দিয়েছে। নতুন দিল্লীতে, সৌর জোট সংক্রান্ত হেড অফ ডিপোজিটরির দায়িত্বে থাকা মন্ত্রকের যুগ্ম সচিব অভিষেক সিং এর সঙ্গে বৈঠকে প্যারাগুয়ের রাষ্ট্রদূত ফ্লেমিং রাউল দুয়ার্তে এই সংক্রান্ত নথি জমা দেন।

26/06/2024

#গ্রামীণসংবাদ #সন্ধ্যা৬টা৩৫মিনিট২৬_০৬_২০২৪

26/06/2024

#আকাশবাণী_সংবাদ_কলকাতা

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত হলো রতুয়াতে। এই উপলক্ষে বুধবার রতুয়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক র‍্যালির আয়োজন করা হয়। রতুয়া থানা প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয় যা গোটা রতুয়া স্ট্যান্ড পরিক্রমা করে রতুয়া থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।

উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রেজাউল করিম, সাব ইন্সপেক্টর বিমল কুমার দাস, সাব ইন্সপেক্টর ভাস্কর করিয়াল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মুকলেসুর রহমান সহ অন্যান্য পুলিশের কর্মী ও সিভিক ভলান্টিয়ার।

#সহেলি
#মালদা

Address

Eden Gardens
Kolkata
700001

Alerts

Be the first to know and let us send you an email when Akashvani Sangbad Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akashvani Sangbad Kolkata:

Videos

Share

Category

Nearby media companies


Other Radio Stations in Kolkata

Show All

You may also like