#Rnukolkata_BengaliBulletin #সংবাদ #সকাল৬টা২০মিনিট২৭_০৬_২০২৪
#Rnukolkata_BengaliBulletin #সংবাদ #সকাল৬টা২০মিনিট২৭_০৬_২০২৪
#সংবাদ #রাত্রি১০টা২৬_০৬_২০২৪
#সংবাদ #রাত্রি১০টা২৬_০৬_২০২৪
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
জম্মু কাশ্মীরের ডোডা জেলার জঙ্গল এলাকায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গী মারা পড়েছে। আকাশবানীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, পাহাড়ি জেলা ডোডার গান্দোহা এলাকার বাজাদ গ্রামে আজ সকালে জঙ্গীদের উপস্থিতির খবর পেয়ে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ দল অভিযান চালায়। শুরু হয় দু পক্ষের মধ্যে গুলি বিনিময়। মাটির কাঁচা বাড়ির মধ্যে থেকে গুলি চালাতে থাকে জঙ্গীরা। এক জঙ্গী বেরিয়ে আসলে তার গায়ে গুলি লাগে। বিকেলের দিকে আরো দুই জঙ্গীকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আমেরিকায় তৈরী ২টি এম ফোর রাইফেল এবং একটি কালাশনিকভ সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র।
#airnewsalerts #Akashvani
#খেলারখবর #রাত্রি৮টা১০মিনিট২৬_০৬_২০২৪
#খেলারখবর #রাত্রি৮টা১০মিনিট২৬_০৬_২০২৪
#স্থানীয়সংবাদ #সন্ধ্যা৭টা৫০মিনিট২৬_০৬_২০২৪
#স্থানীয়সংবাদ #সন্ধ্যা৭টা৫০মিনিট২৬_০৬_২০২৪
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#SayNoToDrug
নদিয়ার কৃষ্ণনগরে পুলিশের পক্ষ থেকে আজ মাদকের বিরুদ্ধে নানান কর্মসূচি চলে। এ উপলক্ষে কোতোয়ালি থানার উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন কৃষ্ণনগর শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী সহ বিশিষ্ট জনেরা। আজ বিকেলে কোতোয়ালি থানার সামনে থেকে পদযাত্রা শুরু হয়।শহরের রাস্তা পরিক্রমা করে শেষ হয় কৃষ্ণনগর সদর হাসপাতাল ট্রাফিক মোড়ে।
#অনুপম
#নদীয়া
#সংবাদ #সন্ধ্যা৭টা৩৫মিনিট২৬_০৬_২০২৪
#সংবাদ #সন্ধ্যা৭টা৩৫মিনিট২৬_০৬_২০২৪
#সমীক্ষা২৬_০৬_২০২৪ #শিরোনামঃ “ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩” #লিখেছেন: জয়ন্ত ঘোষ।
#গ্রামীণসংবাদ #সন্ধ্যা৬টা৩৫মিনিট২৬_০৬_২০২৪
#গ্রামীণসংবাদ #সন্ধ্যা৬টা৩৫মিনিট২৬_০৬_২০২৪
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
#SayNoToDrugs
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত হলো রতুয়াতে। এই উপলক্ষে বুধবার রতুয়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক র্যালির আয়োজন করা হয়। রতুয়া থানা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয় যা গোটা রতুয়া স্ট্যান্ড পরিক্রমা করে রতুয়া থানা প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রেজাউল করিম, সাব ইন্সপেক্টর বিমল কুমার দাস, সাব ইন্সপেক্টর ভাস্কর করিয়াল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মুকলেসুর রহমান সহ অন্যান্য পুলিশের কর্মী ও সিভিক ভলান্টিয়ার।
#সহেলি
#মালদা
#RnuKolkata_BengaliBulletin #সংবাদ #বিকেল৫টা১০মিনিট২৬_০৬_২০২৪
#RnuKolkata_BengaliBulletin #সংবাদ #বিকেল৫টা১০মিনিট২৬_০৬_২০২৪
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
একসময়ে মাওবাদী আতঙ্কে জর্জরিত লালগড় আজ মাও সন্ত্রাস মুক্ত। লালগড়ের অধিবাসীদের মধ্যে এসেছে জনসচেতনতা। সেই লক্ষ্যেই আজ "আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস" পালিতহল লালগড় থানা এলাকায়। এলাকার মানুষজনকে মাদকদ্রব্য থেকে দূরে থাকার বার্তা দেওয়ার জন্য এদিন সকালে লালগড় থানার পক্ষ থেকে লালগড় এলাকায় মাদক বিরোধী সচেতনতামূলক পদযাত্রা করা হয়। এদিনের এই পদযাত্রায় অংশগ্রহণ করেন লালগড় কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা, লালগড় থানার পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং লালগড় থানা এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা। লালগড় থানা থেকে পদযাত্রা শুরু হয়ে লালগড় বাজার পরিক্রমা করে পুনরায় লালগড় থানাতেই পদযাত্রা শেষ হয়। এদিনের সচেতনতামূলক পদযাত্রায় নেতৃত্বে ছিলেন, লালগড় থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায় সহ লালগড় থানার অন্যান্য পুলিশ
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
আজ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৬ তম জন্মদিন। এই উপলক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সাহিত্য আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ বঙ্কিমচন্দ্র ও ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের কাজ ও জীবনের উপর নতুন প্রদর্শনী কক্ষের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত পিনাকি রঞ্জন প্রধান। উপস্থিত ছিলেন, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী প্রমুখ। উপস্থিত সকলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত বঙ্গ দর্শন পত্
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
আজ সংসদের বাইরে বিক্ষোভ দেখান ক্ষমতাসীন এনডিএ সাংসদরা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির জন্য কংগ্রেসকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে স্লোগান দেন তাঁরা।
#Akashvani #Airnewsalerts All India Radio News
#RnuKolkata_RegionalBulletin #স্থানীয়সংবাদ #দুপুর১টা৪০মিনিট২৬_০৬_২০২৪
সংবাদ দুপুর ১টা৩০মিনিট ২৬-০৬-২০২৪
#RnuKolkata_NationalBengaliBulletin #সংবাদ #দুপুর১টা৩০মিনিট২৬_০৬_২০২৪
সংবাদ দুপুর ১২টা৫০মিনিট ২৬-০৬-২০২৪
#Rnukolkata_BengaliBulletin #সংবাদ #দুপুর১২টা৫০মিনিট২৬_০৬_২০২৪
গ্রামীণ সংবাদ দুপুর ১২টা৩০মিনিট ২৬-০৬-২০২৪
#RnuKolkata_RegionalBulletin #গ্রামীণসংবাদ #দুপুর১২টা৩০মিনিট২৬_০৬_২০২৪
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
বিরোধী দলনেতা রাহুল গান্ধী অধ্যক্ষ এবং হাউসের সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেছেন, "আমরা আত্মবিশ্বাসী যে বিরোধীদের কথা বলার অনুমতি দিয়ে, আমাদের ভারতের জনগণের প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়ে, আপনি (অধ্যক্ষ) ভারতের সংবিধান রক্ষার দায়িত্ব পালন করবেন।
#Akashvani #Airnewsalerts All India Radio News
#আকাশবাণী_সংবাদ_কলকাতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আমি সংসদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাতে চাই। অমৃতকালের সময় দ্বিতীয়বার এই পদে বসা আপনার পক্ষে বিশাল দায়িত্ব। আপনার অভিজ্ঞতা দিয়ে, আমরা আশা করি যে আপনি পরবর্তী ৫ বছরের জন্য আমাদের গাইড করবেন।
#Akashvani #Airnewsalerts All India Radio News Narendra Modi