Hi NXT

Hi NXT Hi NXT an entertainment & news related OTT platform

আগামী সপ্তাহে বড়দিন। প্রতি বছর পার্ক স্ট্রিট সাজিয়ে বড়দিনের উৎসব পালন করে রাজ্য সরকারের পর্যটন দফতর। বৃস্পতিবার সন্ধ্য...
19/12/2024

আগামী সপ্তাহে বড়দিন। প্রতি বছর পার্ক স্ট্রিট সাজিয়ে বড়দিনের উৎসব পালন করে রাজ্য সরকারের পর্যটন দফতর। বৃস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল’-এর সূচনা করবেন। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম,রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, কলকাতার পুর কমিশনার ধবল জৈন-সহ অন্যেরা। ১৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত পার্ক স্ট্রিটে হবে ‘ফেস্টিভ্যাল’।

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করলেন সেই সুখবর। মহ...
14/12/2024

দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেই ভাগ করলেন সেই সুখবর। মহালয়ার দিন অভিনেত্রী পরিবারে নতুন অতিথি আগমনের খবর নিজেই ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। বছর শেষে কোলজুড়ে এলো সন্তান। আনন্দে আত্মহারা অভিনেত্রীর ভক্তরা। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা আশীর্বাদধন্য আমাদের কন্যাকে পেয়ে।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভরে যায় একের পর এক শুভেচ্ছা বার্তায়।

জয়ের হ্যাটট্রিক হল না। উল্টে হারতে হল ঘরের মাঠে। ২২ অক্টোবর আইএসএলে শেষ বার এই ওড়িশার কাছেই হেরেছিল ইস্টবেঙ্গল। বৃহস্পত...
13/12/2024

জয়ের হ্যাটট্রিক হল না। উল্টে হারতে হল ঘরের মাঠে। ২২ অক্টোবর আইএসএলে শেষ বার এই ওড়িশার কাছেই হেরেছিল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে একই প্রতিপক্ষের কাছে হারল ১-২ গোলে। গোটা দ্বিতীয়ার্ধ ইস্টবেঙ্গলকে খেলতে হয়েছে দশ জনে। তার মধ্যেই লালচুংনুঙ্গার গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে জেরি এবং হুগো বুমোসের গোলে তিন পয়েন্ট নিয়ে ফিরছে ওড়িশা। হেরে আইএসএলে ১১ নম্বরেই থেকে গেল ইস্টবেঙ্গল। ওড়িশা উঠে এল তিন নম্বর স্থানে।

২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব একক ভাবে দেওয়া হল সৌদি আরবকে। নানা দেশ বিশ্বকাপ আয়োজনের দাবি জানালেও সুযোগ পেল সৌদ...
12/12/2024

২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব একক ভাবে দেওয়া হল সৌদি আরবকে। নানা দেশ বিশ্বকাপ আয়োজনের দাবি জানালেও সুযোগ পেল সৌদি। এর অন্যতম কারণ প্রিন্স মহম্মদ বিন সলমন। আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ঢালাও বিনিয়োগ করেছেন তিনি। কাতার বিশ্বকাপের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলার খেলতে গিয়েছেন সৌদি আরবের ক্লাবে। যদিও সৌদি আরবকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া নিয়ে অনেকে বিতর্কের গন্ধও পাচ্ছেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দারুণ সম্পর্ক প্রিন্স আলি বিন মহম্মদ সলমনের। অনেকে মনে করছেন, এ ক্ষেত্রে স্বচ্ছতার চেয়ে সু-সম্পর্কের দিক থেকেই অগ্রাধিকার পেয়েছে সৌদি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কিছুতেই থামছে না। এখনও পর্যন্ত টালবাহানা অব্যাহত আইসিসির এই প্রতিযোগিতা নিয়ে। কথা ছিল আইস...
12/12/2024

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা কিছুতেই থামছে না। এখনও পর্যন্ত টালবাহানা অব্যাহত আইসিসির এই প্রতিযোগিতা নিয়ে। কথা ছিল আইসিসির একটি বৈঠক হবে ডিসেম্বরের শুরুতে, যদিও পরে সেটা পিছিয়ে যায়। ভারত-পাকিস্তানের নিজেদের মধ্যে ঝামেলার জন্য আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিই কার্যত ফরম্যাট পরিবর্তন করতে বাধ্য হতে পারে। রিপোর্ট অনুযায়ী যদি পরিস্থিতি এরকমই থাকে, তাহলে আইসিসির সঙ্গে জড়িত এই প্রতিযোগিতার স্টেক হোল্ডাররা চ্যাম্পিয়ন্স ট্রফিকে ৫০ ওভারের ফরম্যাট থেকে টি২০ ফরম্যাটে পরিবর্তন করতে বলতে পারে। সেক্ষেত্রে সম্প্রচারকারী সংস্থার সুবিধা হবে প্রতিযোগিতার প্রচার পর্ব সাড়তে। কারণ এযাবৎকালে ওডিআইয়ের থেকে টি২০ ক্রিকেট মানুষের মধ্যে বেশি জনপ্রিয়তা পাওয়ায়, ঘরে ঘরে পৌঁছানোর ক্ষেত্রে এই ফরম্যাটই সম্প্রচারকারীদের বেশি পছন্দ।

দীপা মেহতার পরিচালনায় ১৯৯৬ সালে মুক্তি পায় ‘ফায়ার’। সময়ের চেয়ে অনেক এগিয়ে এই ছবি, এমনটাই বলেন সমালোচকরা। সমকামিতা তথা লে...
12/12/2024

দীপা মেহতার পরিচালনায় ১৯৯৬ সালে মুক্তি পায় ‘ফায়ার’। সময়ের চেয়ে অনেক এগিয়ে এই ছবি, এমনটাই বলেন সমালোচকরা। সমকামিতা তথা লেসবিয়ান সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল ফায়ার। দুই জা-এর মধ্যেকার প্রেম সম্পর্ক, যৌনতা এসেছিল নন্দিতা দাস ও শাবানা আজমি অভিনীত এই ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ফায়ার’-এ অভিনয় করা নিয়ে নিজের দ্বিধা-দ্বন্দ্বের কথা বললেন শাবানা। আজও সমকামিতা ভারতীয় সমাজব্যবস্থায় ট্যাবু হিসাবেই গণ্য করা হয়। ২৮ বছর আগে পর্দায় সেই ছবি তুলে ধরা মোটেই সহজ হবে না জানতেন শাবানা। প্রাথমিকভাবে এই ছবি মুক্তি পেলেও ব্যাপক রোষের মুখে পড়তে হয় সিনেমাহল মালিকদের। বেশ কিছু হিন্দু সংগঠন ভাঙচুর চালায় সিনেমা হলে। তথ্য-সম্প্রচার মন্ত্রকও আপত্তি জানানোর পর ফায়ার সমায়িকভাবে নিষিদ্ধ করা হয় ভারতে।

অর্ণব মিদ্যার নতুন ছবিতে প্রথমবারের জন্য চিরঞ্জিতের সঙ্গে পর্দায় দেখা যাবে রুক্মিণীকে। এই ছবিতে রুক্মিণীকে যে দেখা যাবে,...
12/12/2024

অর্ণব মিদ্যার নতুন ছবিতে প্রথমবারের জন্য চিরঞ্জিতের সঙ্গে পর্দায় দেখা যাবে রুক্মিণীকে। এই ছবিতে রুক্মিণীকে যে দেখা যাবে, সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। বৃহস্পতিবার ছবির দ্বিতীয় পোস্টার প্রকাশ্যে আসতেই জানা গিয়েছে ছবিতে থাকছেন চিরঞ্জিৎ চক্রবর্তীও।
ছবি খবর প্রকাশ্যে আসতে এই ছবি নিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘হাঁটি হাঁটি পাপা’র গল্প যখন শুনি তখন কেন জানি না, গল্পটা আমাকে ভীষণভাবে ছুঁয়ে যায়, তারপর চিত্রনাট্য, সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা, কাঁটাছেঁড়ার পরেআজ আমার সত্যিই খুব ভালো লাগছে যে দর্শকদের আমরা এইরকম একটা ছবি উপহার দিতে চলেছি।’ ছবির প্রথমদিনের শ্যুটিংয়ে চিরঞ্জিৎ হাজির না থাকলেও সেটে ছিলেন রুক্মিণী।

Address

Advantage Tower, EN-27, 1st Floor, Sector V/Salt Lake
Kolkata
700091

Telephone

+919593200669

Website

https://www.youtube.com/@hinxt

Alerts

Be the first to know and let us send you an email when Hi NXT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hi NXT:

Videos

Share