25/09/2024
#শারদ_উৎসব_উপলক্ষ্যে_বস্ত্র_বিতরণ
বিগত বছরগুলির গুলির ন্যায়, এবছরও পিছিয়ে পড়া প্রান্তিক গ্রামগুলোতে হতদরিদ্র শিশুদের দূর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়ার শপথ গ্রহণ করেছি।
আমরা *হালিসহর ইচ্ছেডানার* পক্ষ থেকে সকল সহৃদয় মানুষের কাছে সাহায্য আবেদন করছি।
এগিয়ে আসুন আপনিও বাড়িয়ে দিন আপনার সাহায্যের হাত। আপনার ইচ্ছে অনুযায়ী যেটা হয় সেটা, ১ টা হোক বা ১০ টা জামা। হোক বা ৫০/১০০/৫০০ টাকা। আপনার যা মনের ইচ্ছে হয়। সত্যিই যাদের ওই একটা নতুন জামা বিলাসিতা, আসুননা সেই কচিকাঁচা গুলোর মুখে একটু হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি।
আমরা অপেক্ষায় থাকলাম আর আমাদের সাথে অপেক্ষায় থাকলো, সেই সব কচিকাঁচা গুলোও।
যোগাযোগ:-7003116658 / 8777858768
*হালিসহর ইচ্ছেডানা*
আজ যাদের ওরা বারণ
কাল তারাও উড়ুক...
www.halisaharichhedana.org