10/04/2024
ফুটপাতের মানুষেরা
কবি দিনেশ দাস
ফুটপাতের ধার দিয়ে হাঁটি,
আমার পিছনে এরা শুয়ে থাকে ঘাসের জমির মত:
এদের অস্পষ্ট কথা গুলো ধুলোর মত ছড়িয়ে পড়ে l
আমি কখনও চুপ করে দাঁড়াই,
চামড়ার উপর কি যেন জ্বালা অনুভব করি l
মানুষগুলোর একমাত্র চিন্তা
কেমন করে ক্ষুধার নেকড়েকে তাড়াবে :
এদের জীবনে একমাত্র আনন্দ সন্তান-প্রজননে,
এদের একমাত্র দুঃখ তাদের মৃত্যুতে l
এরা প্রতিদিন আমাদের বিদ্রুপ করে,
আমাদের বিশ্বাসকে পোকার মত কুরে খায় l
মনে হয়, পৃথিবীটাও, একটা বড় পোকা
যেটা সূর্য-প্রদীপের চারপাশে মিছিমিছি ঘুরছে l