Roy - মনে রয়

Roy - মনে রয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Roy - মনে রয়, Digital creator, KOLKATA.
(2)

09/04/2020
৬টা মজার ধাঁধা। TOP 6 RIDDLES & PUZZLES | DHADHA | DHADHABAAJI EP 3

ধাঁধাবাজির এপিসোড ৩ - পরপর ৬টা ধাঁধা আছে, চেষ্টা করো সমাধান করার। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।

https://youtu.be/_N72R2kWEjA

Solve easy puzzles, riddles, logical and visual IQ challenges. Regular puzzle solving helps improve intelligence and IQ. Subscribe to our channel to solve pu...

08/04/2020

ভাবছি, এভাবে ডালগোনা কফি বানাব 😁😁😁😁

07/04/2020
Shabdabaaji - শব্দবাজি

শব্দবাজির খেলা ভিডিওতে। পুরো ভিডিও দেখে শেষের দুটো খেলার উত্তর দিতে হবে। তার আগের প্রশ্নগুলোর উত্তর মনে মনে খেলে সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে যাবে। দেখা যাক, কে কতগুলো পারো!!

https://m.facebook.com/story.php?story_fbid=2947838728614942&id=160256450706531?sfnsn=mo&extid=YKWYIVG41ajdp3hF

আসুন "লোপাট" খেলি, একটু আলাদা কায়দায়। এই ভিডিওতে পরপর ৬টা লোপাট আছে, প্রশ্নের পরে পরেই যাদের উত্তরও দেওয়া আছে। মনে মনে খেললেই উত্তর মিলিয়ে নিতে পারবেন। একদম শেষে আছে আরও দুটো লোপাট, যার উত্তর দেওয়া নেই। সেই দুটো উত্তর আপনাকে এখানে কমেন্টে লিখতে হবে। আমরা সেই কমেন্টে জানাব, আপনার উত্তর ঠিক না ভুল। পুরো ভিডিওটা দেখে উত্তর দেওয়া শুরু করুন...

07/04/2020

পাড়ার যে দোকানের দিকে গত দু বছরে একবারও যাইনি, কিচ্ছু কিনিনি, সেখান থেকে জিনিস কিনলাম। কিনতে বাধ্য হলাম, কারণ যে দোকান থেকে কিনি সেটা বন্ধ।

আর এটা থেকেই টের পেলাম, আমরা যারা বিগ বাজার, সুপারমার্কেট আর শপিং মল থেকেই সব জিনিস কিনি, পাত্তা দিই না এই পাড়ার দোকানগুলোকে, তারাই এখন এদের ভরসায় বেঁচে আছি।

অদ্ভুত সব উপলব্ধি হচ্ছে এই লকডাউনের সময়ে। সেসব গুছিয়ে লিখব একদিন, কিন্তু আমি একা নিশ্চয়ই এই জিনিসটা টের পাচ্ছি না - আরও অনেকেই পাচ্ছ। কে কীভাবে টের পাচ্ছ, বলবে?

06/04/2020
৫টা মজার ধাঁধা। TOP 5 RIDDLES & PUZZLES | DHADHA | DHADHABAAJI EP 2

ধাঁধা ভালোবাসো যারা, তাদের জন্য এই নতুন Dhadhabaaji শুরু করেছি আমি। ইউটিউবে গিয়ে পুরো ভিডিও দেখলে আরও কয়েকটা ধাঁধা পাবে। উত্তরে জানিও, কতগুলো পারলে!🤘

Solve easy puzzles, riddles, logical and visual IQ challenges. Regular puzzle solving helps improve intelligence and IQ. Subscribe to our channel to solve pu...

06/04/2020

এইরকম একটা দিন শুরুর অপেক্ষা করে যাচ্ছি, যেদিন মেঘ সরে গিয়ে ঠিক এভাবেই সূর্য ফুটে উঠবে। রোজ দিন শুরু হচ্ছে এখন একটা অদ্ভুত রুটিনে, যেখানে ঘরেই আটকে থাকছি সারাদিন। ঘরে বসে কাজ করে করে ক্লান্ত হয়ে যাচ্ছি। শারীরিকভাবে না হলেও, মানসিকভাবে অনেকেই ভেঙে পড়ছে - আর কতদিন এভাবে? উত্তর জানা নেই বলে অস্বস্তি বাড়ছে আরও বেশি। কিন্তু অধৈর্য্য হয়ে গেলে চলবে না, কারণ খারাপ সময় সমসময় থাকে না, থাকতে পারে না। খারাপ সময়টা যাতে তাড়াতাড়ি কেটে যায়, তাই খারাপ লাগলেও বাড়িতেই থাকতে হবে ভালো একটা ভোরের অপেক্ষায়...

সূর্যোদয়, শান্তিনিকেতনে তোলা, অতীতে কোনও একদিন...

29/03/2020

When রোব্বার = সোমবার 🙄

26/03/2020

নিজের জন্মদিন-মাস হিসেব করে দেখে নাও বন্ধুগণ, কে কী করো আর সেটা কমেন্টে লেখো 😜😜

19/03/2020
Visualizing the History of Pandemics

করোনা কত ভয়ানক? এর থেকেও বেশি মানুষ মারা যায় HIV/AIDS বা Swine Flu-তে। এই মুহূর্তে SARS আর MERSএর পরেই তৃতীয় ভয়ঙ্কর ভাইরাল আক্রমণ এই COVID19. সঙ্গে দেওয়া লিঙ্কটা একটু সময় নিয়ে পড়ুন সবাই। এর থেকেও ভয়ঙ্কর অবস্থা এসেছে গত দু'হাজার বছরে এই পৃথিবীতে, সুতরাং আতঙ্কিত না হয়ে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করলেই কাজ হবে।

https://www.visualcapitalist.com/history-of-pandemics-deadliest/

The history of pandemics, from the Antonine Plague to the ongoing COVID-19 event, ranked by their impact on human life.

18/03/2020

মুখোশ পরা লোক এমনিতেই চেনা দায়, এখন তো আরোই অবস্থা খারাপ!

17/03/2020

এটা একটা বাংলা প্রবাদের ছবি, Shabdabaaji - শব্দবাজি র জন্য আমরা বানিয়েছিলাম। কোন প্রবাদ বলো দেখি?

17/03/2020

Roy - মনে রয়

14/03/2020

আমাদের নিজেদের বানানো টিশার্ট ব্র্যান্ড-এর ৬টা টিশার্ট দিলাম এখানে, বাকি ৬টা ওয়েবসাইটে পাবে (www.sindook.in) । বছর শেষের sale শুরু হয়েছে, 40% discount দিয়ে দাম এখন মাত্র ২৯৯ টাকা। যারা কিনতে চাও, সাইটে গিয়ে অর্ডার দিয়ে দাও।

14/03/2020

বাইকে চেপে চাপ নিয়ে যারা পড়তে পড়তে পরীক্ষায় যায়, তাদের জন্য এই নস্টালজিক নষ্ট-লজিক ছবি 😀😀😀
কে কে এভাবে পড়েছ, হাত তোলো 🤘

12/03/2020

সস্তায় পুষ্টিকর। ৪০০ টাকার কেক মাত্র ৪ টাকায় পাওয়া যাবে। রঙিন জেরক্স হলে দাম একটু বেশি পড়বে। আসুন, আসুন, আসুন...

11/03/2020

আমার দুটো মা। একজনকে তো জন্ম থেকেই দেখছি। আরেকজনকে পেলাম বছর দেড়েক আগে, বিয়ের পরে। তাঁকে আমি বউ-মা বলে ডাকি। একটু আলাদা নাম, তাড়াতাড়ি বললে অবশ্য বৌমা-র মত শুনতে লাগে। আমার বাবা মারা যান আমার ৮ বছর বয়সে। ফলে বিয়ের পরে দ্বিতীয় বাবা পাওয়ার পরে বাবা বলেই ডাকতে পারতাম, কে সাড়া দেবে - সেই চাপটা আসতই না। তাও, আমি ডাকতে শুরু করলাম বাবামশাই বলে (তাড়াহুড়োয় সেটা শুধু বাবা হয়ে যায় মাঝে মাঝেই!)

বিয়ের পরে বাবা-মা, কাকু-কাকিমা, মামা-মামি এবং এইরকম আরও কত সম্পর্ক দুম করে বেড়ে যায়, অনেক ক্ষেত্রে হয়ত দ্বিগুণও হয়ে যায়। আমরা সামলানোর জন্য নিজের মত একটা নাম দিয়ে দিই, আত্মীয়তার সঙ্গে তার হয়ত সেভাবে সম্পর্ক নেই, কিন্তু সেই নামেই সম্পর্ক টিকে যায়। মজবুত হয় বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বা তিক্ততা বেড়ে যায় ক্রমশ, কিন্তু নামটা থেকেই যায়।

আত্মীয়তার এই নামগুলো বেশ অদ্ভুত, তাই না?

08/03/2020

বাংলা ভাষার স্বার্থে, এবং উৎসবের স্বার্থে শব্দবাজির জ্ঞানবাজি 😁

07/03/2020

শহরটা এবার লন্ডন হয়েই গেছে। মেঘ, বৃষ্টি, ছাতা - এই নিয়েই তো কলকাতা😍🙄

06/03/2020

রবীন্দ্রনাথ লেখেননি যে অমল রোদ্দুর হতে চেয়েছিল কিনা। নীরেন্দ্রনাথ অবশ্য লিখেছিলেন যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। তখন না হতে পারলেও, এই সময়ে অন্তত সে রোদ্দুর হতে পেরেছে। আবার নীরেন্দ্রনাথই জিজ্ঞেস করতে শিখিয়েছেন, "রাজা, তোর কাপড় কোথায়?"

সুতরাং যে উলঙ্গ, তাকে সরাসরি জিজ্ঞেস করতেই হবে। যে ভুল - তার দিকে আঙুল তুলতেই হবে। গানটা প্রথম ভাইরাল হওয়ার সময় অনেকেই আপত্তি করেনি, প্রশ্ন করেনি - সেই দলে আমিও ছিলাম। এরপরে আবার যদি এইরকম কিছু বিকৃত জিনিসকে আমরা আমল না দিই, আরও কিছু অমলকান্তি রোদ্দুর হয়ে যাবে ভবিষ্যতে।

প্রসঙ্গত, রিমেক-রিমিক্স হোক, আপত্তি নেই। প্যারোডিও হোক। কিন্তু কিছু রোদ্দুরের হাত থেকে দূরে থাকাই ভালো।

06/03/2020

এক্কেবারে ঠিক কাজ করেছে বাঁ..। গগনে চাঁদ আর মাথায় বাঁই করে বাঁ.. উঠে গেলেই তো এইরকম রাপচিক ইফেক্ট হয় কাক্কা। রোবিন্দনাথের গান তো কী হয়েছে, ওটার রোদ্দুর রায় ভার্সন হল আসল এক্সপ্রেশন, বাঁ..। সবে তো রবির গানের গাঁ..মারা গেছে, এপ্পর তো অসলি খেল শুরু হবে। ঝানু কবিতার পানু ভার্সন অসলি হিট মাল হবে মার্কেটে। যৌনানন্দ দাস c**s নেক্সট উইথ "থাকে শুধু অন্ধকার, মুখামুখি চু... নাটোরের বনলতা সেন" ভার্সন, and what not, yo ব্রো! ছবির বাঁ..(এখানে .. = দিকের) দাঁত বের করা ছেলেটার মত আমরা সবাই হেব্বি খিল্লি নেব, গব্ব করব আমাদের সংস্কিতি নিয়ে। বাঁ.., রবি তো ছবি হয়েই গেছে, এবার বাকি চারআনার বাঙালিয়ানারও গাঁ.. মেরে দেওয়া যাক। আসছে ২৫শে বৈশাখ, আরেকটা ভার্সন চাই মামা : "গাঁ.. ভেঙে দাও, গাঁ.. ভেঙে দাও, গাঁ.. ভেঙে দাও, ভাঙও ও ও ও"। জয় বাংলা, জয় রোবিন্দনাথ। লাবিউ ব্রো😘

17/02/2020

আমি, আর আমার জানু
দেখতে যাবই গোয়েন্দা ঝানু😁

16/02/2020

প্রাণীটার নাম মারখোর। শুনলেই কেমন একটা মার-ধোর মার্কা নাম মনে হয়। এটা কলকাতা মিউজিয়ামে থাকে। বেঁচে নেই অবশ্য, মরেও দাঁড়িয়ে আছে। আর, পাকানো শিং উঁচিয়ে ভয় দেখায় 😁

15/02/2020

অদ্য TKC (Thash Kore Chaar) দিবসের (Slap Day) শুভেচ্ছা সহ "প্রেমের চেয়ে থাপ্পড় ভালো" প্রবাদটি আরেকবার মনে করাই 😝😝😝

11/02/2020

যাহা করিয়া পরে miss করিয়া যাওয়াই ট্যাকটিক্স, তাহারই নাম promise😁😁

29/01/2020

বৃষ্টি দিল caseটি 😜

28/01/2020

সরস অতি সরস্বতী 😉

25/01/2020

২০২০-র জন্য দুটো ফালতু বাক্সের গল্প...

চিঠি লেখা হয় না, আজ কত বছর হয়ে গেল কে জানে! চিঠি লিখেই বা কী লাভ - অত কথা লেখার সময় নেই, পড়ারও সময় নেই। তার চেয়ে whatsapp বা মেসেজে ছোট্ট করে লিখে দিলেই হল। দরকার পড়লে নাহয় একটা ফোন করেই বলে দেওয়া যাবে। ফলে, এসব থাকতে চিঠি লেখার দরকারই নেই। চিঠি যায় না, চিঠি আসে না। তাই, চিঠি জমিয়ে রাখার দরকারও পড়ে না।

কিন্তু এককালে তো চিঠিই সবকিছু ছিল। যে নিজে আসতে পারবে না, দেখা দিতে পারবে না, সে নিজের হাতের লেখায় মনের কথা, দরকারি কথা লিখে পাঠাত। সেই সময়, যখন হাপিত্যেশ করে বসে থাকা - কখন তোমার আসবে চিঠি গো... এই বাক্স দুটো সেই সময়ের, যখন চিঠি লেখা হত, পড়া হত, জমিয়ে রাখা হত। এই বাক্স দুটো চিঠি রাখার বাক্স - আজকের দিনে যার কোনও মূল্য নেই।

কলকাতা মিউজিয়ামে সযত্নে রাখা অনেক ফসিল-এর মধ্যে এটাও একটা...

19/01/2020

আজ ১৯.১.২০...

18/01/2020

বিভিন্ন গাড়িতে আমাদের জাতীয় পতাকা বহুবার দেখেছি, কিন্তু তিনটে গাড়ি পরপর সাজিয়ে জাতীয় পতাকা বানানো - আগে কখনও দেখিনি!

17/01/2020

তারিখ আর বার দেখে অটো চালান ইনি 😜😜 ইয়ার্কি মারলেও, মানতেই হবে ইনি একজন খাঁটি বাঙালি অটোচালক। অটোতে বাংলা ক্যালেন্ডার রেখেছেন👌👌 শাব্বাস বাঙালি 👏👏

16/01/2020

জীবনের রেখা আঁকাবাঁকাই ভালো...

15/01/2020

ছবিটার নাম দিলাম : চাকা
একদিকে দু-চাকা, অন্যদিকে তিন
মাঝখানে চার চাকার বিজ্ঞাপনী ঋণ।

14/01/2020

গতকাল দুবার লাইভ করার চেষ্টা করলাম। দুবারই এক মিনিটের মধ্যেই নেট কেটে গেল। তাই, গতকাল লাইভ করতেই পারিনি। লাইভ আবার করব অবশ্যই।

12/01/2020

মনে Roy মানে মনের কথা

তাহলে মনDAY তে একটা আড্ডা হোক? কাল রাত ১০টায় লাইভ আড্ডা।
থাকা চাই🤘🤘

31/12/2019

তোর কাছে পৌঁছানোর আমন্ত্রণ...

29/12/2019

শীতে "পুরুষ" হইতে সাবধান ;)

27/12/2019

গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা!!! এভাবে যে অনুষ্ঠান শুরু করা যায়, কেউ ভেবেছে কি আগে? আমি অন্তত দেখিনি-শুনিনি। "কালপুরুষ" পেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনায় এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হলাম। পরিবেশ রক্ষা নিয়ে এত কথা, এত কাজ চারদিকে - সেখানে এই ভাবনা অভিনব। সূচনায় গাছে জল দিলেন রূপা মজুমদার এবং কৃষ্ণা বসুও। এবং তারপরে অনুষ্ঠানে অংশ নেওয়া আরও অন্তত ৮-১০টা পেজের অ্যাডমিনরাও জল দিল গাছে। এই ভাবনা আর আয়োজনের জন্য টিম কালপুরুষের সদস্যদের অভিনন্দন 👏👏👏

24/12/2019

ঠাণ্ডায় জমে যাওয়া ঘিলু থেকে বেরোনো বুদ্ধি মিশিয়ে লেখা 😜

09/12/2019

নোনতা ঝগড়া...

02/12/2019

বাপি দা। গাছ-গাড়ি নিয়ে শহর জুড়ে ঘুরে বেড়ান। এটা বাপিদার দ্বিতীয় গাড়ি, যেটায় যত্ন করে কার্টুন এঁকেছে "কার্টুন দল" এর সদস্যরা : Uday Deb, Rituparno Basu ও অন্যান্যরা। এইরকম অক্সিজেনেশুনেসচেতনতা আরো বেশি চাই এই শহরে👏👏👏

Address

Kolkata

Telephone

9831333720

WhatsApp

919831333720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roy - মনে রয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Kolkata

Show All