Collection of Satyajit Ray

Collection of Satyajit Ray Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Collection of Satyajit Ray, Media/News Company, KOLKATA.
(1)

Sandesh, cover art, by Satyajit Ray...
17/07/2024

Sandesh, cover art, by Satyajit Ray...

08/05/2024

'একটা ছেলে, গ্রামের ছেলে, দরিদ্র, কিন্তু সেনসিটিভ। বাপ পুরুত, মারা গেল। ছেলেটি শহরে এলো। সে পুরুতগিরি করবে না, পড়বে। অ্যাম্বিশাস। পড়ল। শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগল এর ভেতর দিয়ে, আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনও কিছু মানতে চাইছে না। কিন্তু তার কল্পনাশক্তি আছে, তার অনুভূতি আছে, ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, আনন্দ দিচ্ছে। হয়ত তার ভিতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে। কিন্তু করছে না। কিন্তু সেটিই শেষ কথা না, সেটি ট্রাজেডিও না। সে মহত কিছু করছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, তার অভাব মিটছে না। কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এস্কেপ করছে না , সে বাঁচতে চাইছে, সে বলছে বাঁচার মধ্যেই সার্থকতা, তার মধ্যেই আনন্দ, he wants to live!'

02/05/2024

বাংলা চলচ্চিত্রের ম্যাটিনি আইডল অরিন্দম মুখোপাধ্যায় (উত্তম কুমার) একটি সম্মানজনক জাতীয় পুরস্কার গ্রহণের জন্য দিল্লি যাচ্ছিলেন। কিন্তু বিমানের টিকিট না পাওয়ায় তিনি রেলপথে যাত্রা করতে বাধ্য হন। ট্রেনের রেস্তোরাঁ কারে অরিন্দমের সঙ্গে অদিতি সেনগুপ্ত (শর্মিলা ঠাকুর) নামে এক অল্পবয়সী সাংবাদিকের আলাপ হয়। অদিতি আধুনিকা নামে মেয়েদের একটি পত্রিকা সম্পাদনা করতেন।যাত্রার দিন সকালে সংবাদপত্রে অরিন্দম সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনে এমন একটি অপ্রীতিকর ঘটনার উল্লেখ ছিল, যেটির সঙ্গে অরিন্দম বিশ্রীভাবে জড়িয়ে পড়েছিলেন। অদিতি অরিন্দমকে ঠিক পছন্দ করতেন না। তাই অরিন্দমের জীবনের অজ্ঞাত দিকগুলি তুলে ধরার জন্য এবং পাঠকদের কাছে নিজের পত্রিকাটিকে জনপ্রিয় করে তোলার জন্য অদিতি গোপনে তার একটি সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করেন। ধীরে ধীরে অরিন্দমের কথার মধ্যে দিয়ে তার ব্যক্তিসত্তাটি অদিতির কাছে ধরা পড়ে যায়।
প্রথম জীবনে অরিন্দম পাড়ার নাটকে অভিনয় করতেন। চলচ্চিত্র জগৎ থেকে ডাক পাওয়ার পর অরিন্দমের রক্ষণশীল নাট্যশিক্ষক তার প্রবল বিরোধিতা করেন। কিন্তু শঙ্করদার মৃত্যুর পর অরিন্দম তার মতকে ভুল মনে করে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। অরিন্দম তার প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা, তার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য অপ্রীতিকর নানা ঘটনার কথা অদিতিকে বলেন। এই ঘটনাগুলি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ছবিতে তুলে ধরা হয়। এর সঙ্গে যাত্রাপথে তিনি যে দু’টি স্বপ্ন দেখেন, সেগুলির মাধ্যমে তার মনের গভীরে লুকিয়ে থাকা নিরাপত্তাহীনতা, সীমাবদ্ধতা ও অপরাধবোধটিও প্রকাশিত হয়ে পড়ে।
অদিতি প্রথম দিকে অরিন্দমের কথা নোট করতে শুরু করেছিলেন। কিন্তু পরে অরিন্দমের প্রতি সহানুভূতিশীল হয়ে সেই লেখা বন্ধ করে দেন। তবে খানিকটা সমালোচনা-মূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি অরিন্দমের সঙ্গে কথা বলতে থাকেন। এর ফলে অরিন্দমের মানসিক অবস্থাটি সম্পূর্ণ অদিতির কাছে ধরা পড়ে যায়।
ছবির শেষ পর্যায়ে দেখা যায়, অরিন্দম মদ্যপ অবস্থায় অনুভব করেন অদিতির কাছে তার দুষ্কর্মগুলি প্রকাশ করা প্রয়োজন। কিন্তু অদিতি তার মানসিক অবস্থাটি আগেই বুঝতে পেরেছিলেন। তাই তিনি তাকে থামিয়ে দেন। অদিতির ভয় হয়, পাছে অরিন্দম আত্মহত্যা করে বসে। তাই নিজের কিউবিকলে ফিরে যাওয়ার আগে অদিতি অরিন্দমকে তার কিউবিকলে পাঠিয়ে দেন।
পরদিন সকালে দিল্লি পৌঁছানোর ঠিক আগে অরিন্দম বুঝতে পারেন, অদিতির সঙ্গে তার একটি বন্ধন গড়ে উঠেছে। তিনি মনে শান্তি পান। অদিতিও অরিন্দমের খ্যাতি ও সাফল্যের আড়ালে লুকায়িত একাকিত্বটি অনুভব করে তার সহানুভূতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। অরিন্দমের সাক্ষাৎকার তিনি নষ্ট করে দেন। জনসাধারণের কাছে অরিন্দমের নায়ক-সুলভ ভাবমূর্তি বজায় রাখতে দেন।
তিনি যা লিখেছিলেন, তা তিনি ছিঁড়ে ফেললেন। তিনি এভাবেই অরিন্দমকে জনসাধারণের কাছে তার নায়ক-সুলভ ভাবমূর্তি বজায় রাখতে সাহায্য করেন।

চলচ্চিত্রের এখন সাহিত্যের মতো বিস্তৃত একটি ক্ষেত্র রয়েছে , যা বলা যায় যে প্রায় যা কিছু লেখা যায় তা চিত্রায়িত করা যে...
02/05/2024

চলচ্চিত্রের এখন সাহিত্যের মতো বিস্তৃত একটি ক্ষেত্র রয়েছে , যা বলা যায় যে প্রায় যা কিছু লেখা যায় তা চিত্রায়িত করা যেতে পারে ।

02/05/2024
17/04/2023
জন-অরণ্য এর সেটে...বড়বাজার, কলকাতা (১৯৭৫)চিত্র সৌজন্যে: নিমাই ঘোষ
26/05/2022

জন-অরণ্য এর সেটে...
বড়বাজার, কলকাতা (১৯৭৫)
চিত্র সৌজন্যে: নিমাই ঘোষ

"জয় বাবা ফেলুনাথ' -এর একদিনের শুটিং  শেষে  বজরায় চেপে দশাশ্বমেধ ঘাটে ফেরা।
26/05/2022

"জয় বাবা ফেলুনাথ' -এর একদিনের শুটিং শেষে বজরায় চেপে দশাশ্বমেধ ঘাটে ফেরা।

অপুর সংসার (১৯৫৯)  #সত্যজিৎ রায়
23/05/2022

অপুর সংসার (১৯৫৯) #সত্যজিৎ রায়

Agantuk (সত্যজিৎ রায়)
23/05/2022

Agantuk (সত্যজিৎ রায়)

অরণ্যের দিনরাত্রি (১৯৭০ )  #সত্যজিৎ
22/05/2022

অরণ্যের দিনরাত্রি (১৯৭০ ) #সত্যজিৎ

The Big City (1963 ) Director
22/05/2022

The Big City (1963 ) Director

গুপী গাইন বাঘা বাইন।
21/05/2022

গুপী গাইন বাঘা বাইন।

সত্যজিৎ রায়  #সত্যজিৎ
20/05/2022

সত্যজিৎ রায় #সত্যজিৎ

চেষ্টার ত্রুটি রাখেননি পরিচালক 😍🙏অবশ্যই দেখুন  #অপরাজিত  সিনেমা টি.....
19/05/2022

চেষ্টার ত্রুটি রাখেননি পরিচালক 😍🙏

অবশ্যই দেখুন #অপরাজিত সিনেমা টি.....

02/05/2022

শুভ জন্মদিন সত্যজিৎ রায়!❤️🙇

Address

Kolkata
700084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Collection of Satyajit Ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Kolkata

Show All