তোমার জন্য

তোমার জন্য নিজের ভাবনা গুলিকে বাঁচিয়ে রাখা।

অনেক দিন বাদে ফিরে আসা,তোমার জন্য।। ❤️
21/11/2024

অনেক দিন বাদে ফিরে আসা,
তোমার জন্য।। ❤️

তখন সময়কে থামিয়ে দিতে ইচ্ছা করে,যখন আসে পাশের কোলাহলও মিষ্টি মনে হয়।এই শহরে বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা নামে,আমি তখন তো...
04/08/2024

তখন সময়কে থামিয়ে দিতে ইচ্ছা করে,
যখন আসে পাশের কোলাহলও মিষ্টি মনে হয়।
এই শহরে বিকেল পেরিয়ে যখন সন্ধ্যা নামে,
আমি তখন তোমাকে খুঁজি, শুধুই তোমাকে খুঁজি।।

ঠিক যখন শহরে ঝড় বৃষ্টি আসবে মনে হয়, এই আকাশ তখন শূন্যতায় ভোরে ওঠে, পাখিরা অনেক আগেই ফিরে যায় বাসায়। মাঝিরা এক এক কর...
31/03/2024

ঠিক যখন শহরে ঝড় বৃষ্টি আসবে মনে হয়,
এই আকাশ তখন শূন্যতায় ভোরে ওঠে,
পাখিরা অনেক আগেই ফিরে যায় বাসায়।
মাঝিরা এক এক করে নদীর পাড়ে আসতে শুরু করে,
বুঝতে পারে বদলানো শহরের আবহাওয়া।
আমি তুমি ঠাই দাড়িয়ে দেখি
দূরের ওই সুন্দর কালচে নীল আকাশ,
দাড়িয়ে দেখি দূরের ওই ব্রিজ,
বাড়ি ফেরার তাড়া নিয়ে
গতি বাড়িয়ে চলতে থাকা একটার পর একটা গাড়ি।
ঠিক সেই সময় তোমার হাত ধরে,
চোখে চোখ রেখে বলতে ইচ্ছা করে,
এই সুন্দর বিকেল তোমায় দিলাম,
এই বৃষ্টি তোমায় দিলাম,
এই মুহূর্তটাকে তোমায় দিলাম,
ভালোবাসি এই মুহূর্তটাকে,
ভালোবাসি তোমাকে।। ❤️

"যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।"স্বামী বিবেকানন্দ এর জন্মবার্ষিকী উপলক...
12/01/2024

"যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।"

স্বামী বিবেকানন্দ এর জন্মবার্ষিকী উপলক্ষে। 🖌️ 🎨

ঠিক কি ভুল ?
22/12/2023

ঠিক কি ভুল ?

তোমার জন্য। 🖤
17/12/2023

তোমার জন্য। 🖤

জয় শ্রী গণেশ 🙏ভালো থাকবেন সবাই।।
19/09/2023

জয় শ্রী গণেশ 🙏
ভালো থাকবেন সবাই।।

তোমার জন্য 🖤
26/08/2023

তোমার জন্য 🖤

শুধু একটু সময় দিলে হয়, প্রাণ ভোরে দেখবো তারে।।~ তোমার জন্য
09/07/2023

শুধু একটু সময় দিলে হয়, প্রাণ ভোরে দেখবো তারে।।

~ তোমার জন্য

05/07/2023

একা মনে ডেকে যাওয়া, কিছু চাওয়া কিছু পাওয়া।
একা সে নিরুপায়, দিন শেষে বাড়ি যায়।।

তোমার জন্য

01/07/2023

জন্ম নিয়ে মানুষ মৃত্যুর অপেক্ষাতেই থাকে,
কে বেচেঁ ছিলো! আর কেই বা বেচেঁ আছে ?

~ তোমার জন্য

যা গেছে তা গেছে হারিয়ে, এখন ভালোথাকা অবশিষ্ট নিয়ে।তবু এমনই দিনে ফিরে আসে সব স্মৃতি, বৃষ্টির জলে চোখের জল মিলে।। তোমার ...
25/06/2023

যা গেছে তা গেছে হারিয়ে, এখন ভালোথাকা অবশিষ্ট নিয়ে।
তবু এমনই দিনে ফিরে আসে সব স্মৃতি, বৃষ্টির জলে চোখের জল মিলে।।

তোমার জন্য 🖤

10/06/2023

আরেকটু যদি বেচেঁ থাকা যেতো,
নিয়ে যেতাম নিজেকে সেই নিরিবিলি ঝিলের ধারে।
গাছের নিচে দাড়িয়ে ঝিরি ঝিরি বৃষ্টিতে তোমায় নিয়ে লেখা কবিতা গুলো উচ্চস্বরে পাঠ করতাম আর দেখতাম কি সুন্দর ভাবে আমার আওয়াজ মিলিয়ে যাচ্ছে জলের স্রোতের সাথে, আবার হয়তো তোমার কাছে হওয়ায় ভেসে যাচ্ছে, কোনও এক সময় শুনতে পাবে ঠিক।
প্রতিদিনের সেই জীবন যুদ্ধের লড়াইয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আমি,ইস আরেকটু যদি বেচেঁ থাকতাম।।

তোমার জন্য।❤️

11/05/2023

আবহাওয়াই জানান দিচ্ছে তোমার আমার দূরত্বের কথা,
কোথাও দূরে ঝড় হচ্ছে খুব।
বৃষ্টি নামার আগে চারিদিকের নীরবতাও, আমাদের চুপ থাকার কাছে হার মানছে।
ফাঁকা বাইপাসের ধার ধরে যখন হেটে চলেছি, দমকা হাওয়া তখন আমাদের
আরও অনেকেটা কাছে নিয়ে আসলো।
এই বৃষ্টিই আমাদের বারবার কাছে নিয়ে আসে, ভালোবাসতে শেখায়, আর অভিমান গুলো বৃষ্টির জলে কোথায় যেন উধাও হয়ে যায়।
বড় কিছু মনে রাখতে গিয়ে আমরা ছোট ছোট মুহূর্ত গুলোকে প্রতিনিয়ত ভুলে যেতে থাকি কিন্তু এই ছোট সময়ের ছোট সাক্ষাৎকার গুলো আমাদের অনেকটা খুশি দিয়ে থাকে, আমাদের শক্ত করে আকড়ে রাখে, একটা একটা ধাপ করে সিড়ির মতন আমাদের সম্পর্কের সিড়িটাকেও চূড়ায় উঠতে সাহায্য করে।

ঝড় আসলেই তাই হাতটা শক্ত করে এগিয়ে যেতে হয় কারণ ভালোবাসা লড়তে শিখায় শিরদাঁড়া সোজা রেখে।।

- তোমার জন্য ✍🏻

স্মৃতি টুকু শুধু থেকে যায়...🖤
14/03/2023

স্মৃতি টুকু শুধু থেকে যায়...🖤

হঠাৎ সে দিন রাস্তায়...🖤
13/03/2023

হঠাৎ সে দিন রাস্তায়...🖤

এইবারও যাদের হলো না দেওয়া....🖤
07/02/2023

এইবারও যাদের হলো না দেওয়া....🖤

যার জন্য এই পেজ তৈরি, যার জন্য লেখা শুরু।আজ সেই ভালোবাসার মানুষটির জন্মদিন।এই লেখা শুধু তোমার জন্য। ❤️
04/02/2023

যার জন্য এই পেজ তৈরি, যার জন্য লেখা শুরু।
আজ সেই ভালোবাসার মানুষটির জন্মদিন।

এই লেখা শুধু তোমার জন্য। ❤️

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when তোমার জন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies