Bastobik - বাস্তবিক

Bastobik - বাস্তবিক Real image of your soul..
(25)

“সুপ্ত অসুখ থেকে যায় তবু ফের নব প্রশ্বাসের টানে..”আরও লেখা পড়তে আমাদের পেজ অবশ্যই Like ও Follow করুন।  #বাস্তবিক      ...
09/05/2024

“সুপ্ত অসুখ থেকে যায় তবু
ফের নব প্রশ্বাসের টানে..”

আরও লেখা পড়তে আমাদের পেজ অবশ্যই Like ও Follow করুন। #বাস্তবিক

মানিকবাবুর জন্মদিনে.. ❤️👑Keep Following for more..    #বাস্তবিক
02/05/2024

মানিকবাবুর জন্মদিনে.. ❤️👑

Keep Following for more..
#বাস্তবিক

‘মে দিবস: এক ছুটির দিন’আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা, সভা, অনুষ্ঠানে বহুলাংশেই চাপা পড়ে যায় যেন আন্দোলন, গর্জন, সাম...
01/05/2024

‘মে দিবস: এক ছুটির দিন’
আন্তর্জাতিক শ্রমিক দিবসের আলোচনা, সভা, অনুষ্ঠানে বহুলাংশেই চাপা পড়ে যায় যেন আন্দোলন, গর্জন, সাম্যের চিৎকার ! অধিকার, মর্যাদা, সমাজ কিংবা মনুষ্যত্বের অংশীদারিটুকুও ..

"বেঁচে থাক ভোর, গানগুলো সব,একান্তই হোক লাবণ্য;ঊষরছন্দে জন্মায় কত,মান্না এর মত অনন্য।"কাকা এর কাছে থেকে শিক্ষা গ্রহন করে ...
01/05/2024

"বেঁচে থাক ভোর, গানগুলো সব,একান্তই হোক লাবণ্য;ঊষরছন্দে জন্মায় কত,মান্না এর মত অনন্য।"

কাকা এর কাছে থেকে শিক্ষা গ্রহন করে বাংলা তথা বলিউড এর সকলকে নিজের তাল এ মাতোয়ারা করেছেন যিনি,তিনি বাংলার সংগীত সাম্রাজ্যের অন্যতম নক্ষত্র পদ্মভূষণ প্রবোধ চন্দ্র দে ওরফে মান্না দের জন্মদিন উপলক্ষে #বাস্তবিক পরিবার এর পক্ষ থেকে জানাই প্রণাম।

ভালো লাগলে লাইক , কমেন্ট ও শেয়ার করবেন।

বইএ করে বইয়ে বেড়াইএইছাড়া আর করার কী?  বিশ্ব বই দিবসের শুভেচ্ছা সকলকে 📚❤️বই পড়ুন, বইতে থাকুন.. দূর হতে দূর, বহুদ দূর ...
23/04/2024

বইএ করে বইয়ে বেড়াই
এইছাড়া আর করার কী?

বিশ্ব বই দিবসের শুভেচ্ছা সকলকে 📚❤️

বই পড়ুন, বইতে থাকুন..
দূর হতে দূর, বহুদ দূর .. 😀❤️

Follow us for more ..

কাঁথা সেলাই করতে করতে রাত অনেক ঘন হয়ে আসে। ঝিম চোখ নেই তবু মন ধরা না দিলে ভুল হয়ে যায়। ভুল হয় কুসুমেরও, ছুঁচ ভেদে যা...
13/04/2024

কাঁথা সেলাই করতে করতে রাত অনেক ঘন হয়ে আসে। ঝিম চোখ নেই তবু মন ধরা না দিলে ভুল হয়ে যায়। ভুল হয় কুসুমেরও, ছুঁচ ভেদে যায় কাপড় ছাড়িয়ে ত্বকে। আঙুল মুখে পুরে রক্তহীনতা অনুভব করে কুসুম আর ভেজা চোখে দেখে দূরে মাঠে তখনও মেলা প্রাঙ্গণের আলো জ্বলজ্বল করছে। এদিকে কী শান্তিতেই না উঠোন জুড়ে শাল আর নিমের পাতাও যেন বিছানা পেতে শুয়ে আছে, মাটির শীতল মেঝেয়। কুপির আঁচটা খানিক কমিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে কুসুম। হাতপাখাটা টানার ক্ষমতাও যেন আর নেই তার শরীরে। চৈত্র রাতের হিমেল হাওয়ায় দপদপিয়ে ওঠে কুপির আলো। ছলছল চোখে আলোর ছটফটানি দেখে কুসুম আর মনে মনে ভাবে,
-- “এইবার এক ছেলেই দিও, ঠাকুর.. সংসারে খাটি খাওয়ার আর একটিও লোক নেই!”

সময় গড়িয়ে কত হয় কে জানে ? গনাই ও আরও দু'জন এসে উপুড় করে শুইয়ে দিয়ে যায় পীরুকে। লোক দু'টিকে ঠিক আঁচ করতে পারলনা কুসুম অন্ধকারে। কুপির আঁচ বাড়াতেই পীরুর বিস্ফোরিত দুই চোখ দেখে আঁতকে উঠলো কুসুম।

-- “ভয় পেওনা ! বাঁচি আছি .. হেঃ” ( বলেই গলা খাঁকরিয়ে ওপাশে মুখ ঘুরিয়ে শুয়ে থাকলো পীরু )

কুপি হাতে পীরুর দিকে এগিয়ে যায় কুসুম। কুয়ো থেকে জল আর কিছু ছেঁড়া ন্যাকড়া নিয়ে আগে থেকেই ও প্রস্তুতি নিয়ে রেখেছিল। স্বামীর পিঠের দগদগে আঁচড় আর রক্তের চাপ ছোপ ও এইবারই প্রথম দেখছেনা। তবে একটা কিন্তু এঁটে বসেছে মনে.. স্বামীর জোরালো নিশ্বাস যেন ওর মনে শক্তি আর হতাশা দুইই এনে দিচ্ছে।

চূড়ান্ত অভিযোগ আসছে যেন কারও এক প্রতি .. রক্তের প্রতিচ্ছবিতে যেন ওর চোখেও কত গাঢ় লাল ছেয়ে আসছে ধীরে ধীরে .. পীরুর পিঠে দুটো বাঁধন দিয়েই উঠে গিয়ে কাঁথার থেকে ছাড়িয়ে নিল ছুঁচ হঠাৎই .. আর নিজের সমস্ত রাগ,শক্তি আর অভিযোগ উজাড় করে বিঁধে দিল নিজের হাতের তালুতে .. ঠিক যেখানে ভাগ্য রেখা বয় -- সেই স্থান বরাবর ..

ধীরে ধীরে রক্ত গড়িয়ে এলো তালু ছাড়িয়ে কব্জি আর কব্জি ছাড়িয়ে মাটির মেঝেয় .. নিশ্চুপে কাঠ হয়ে তাকিয়ে থাকল আকাশ বরাবর .. আর প্রার্থনায় থেকে গেলো ---

“এইবার এক ছেলেই দিও, ঠাকুর.. সংসারে খাটি খাওয়ার আর একটিও লোক নেই!”

| সলতে |
#চড়ক, ত্যাগ ও সংযম।

#কলমে - গোধূলি

--------------------------------------------------------------------
নতুন বছরের আগাম শুভেচ্ছা সকলকে। সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। সমৃদ্ধি ও সফলতায় ভরে উঠুক সকলের জীবন 😊

পাশে থাকুন এভাবেই ❤️ আরও লেখা পড়তে আমাদের পেজ অবশ্যই লাইক ও ফলো করুন।🙏🏻

#বাস্তবিক

আরও লেখা পড়তে পেজ ঘুরে আসুন। Keep Following for more.... ❤️    #বাস্তবিক
10/04/2024

আরও লেখা পড়তে পেজ ঘুরে আসুন।
Keep Following for more.... ❤️
#বাস্তবিক

এই পরিহাস কার ? থাকলো দু'টি উদাহরণ মাত্র। তবে.. Prank কিংবা স্রেফ মজার নামে ইদানিং কালে সোশ্যাল মিডিয়া অতিমাত্রায় জর্জ...
01/04/2024

এই পরিহাস কার ?
থাকলো দু'টি উদাহরণ মাত্র। তবে..
Prank কিংবা স্রেফ মজার নামে ইদানিং কালে সোশ্যাল মিডিয়া অতিমাত্রায় জর্জরিত। আপনার কেবল একটি ঠাট্টা যে কী পরিহাসের পরিণতি নিয়ে আনতে পারে তা কারোরই জানা নেই। তাই মজা চলুক, হাসি থাকুক, তবে সবটাই যেন সীমা মেনে।

সকলে ভালো থাকুন। হাসতে থাকুন। সুস্থ থাকুন।
সুপ্রভাত 😊

#বাস্তবিক

আমরা খুঁজছি lead Female Actress আমাদের আসন্ন project এর জন্য। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। গত post এ WhatsApp, ইনবক্সে ...
30/03/2024

আমরা খুঁজছি lead Female Actress আমাদের আসন্ন project এর জন্য। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন।

গত post এ WhatsApp, ইনবক্সে অনেক response পেয়েছি। আশা করছি আবার পাবো 😊 যারা response করেছেন, তাদের শীঘ্রই final reply করা হবে। Provisional selection is going ..

For more details WhatsApp us on :
8420637892 or 8981716785

With regards,
Team Bastobik - বাস্তবিক

আমাদের আসন্ন একটি প্রজেক্টের জন্য অভিনেতা/অভিনেত্রী প্রয়োজন। ✅1day shoot বিস্তারিত জানতে পেজ ইনবক্সে অথবা প্রদত্ত Whats...
24/03/2024

আমাদের আসন্ন একটি প্রজেক্টের জন্য অভিনেতা/অভিনেত্রী প্রয়োজন।
✅1day shoot
বিস্তারিত জানতে পেজ ইনবক্সে অথবা প্রদত্ত WhatsApp নম্বরে যোগাযোগ করুন।
WhatsApp on 8420637892 or 8981716785

Are you giving one hour for the Earth? Turn off the lights and engage yourself in the restoration campaign with us 🕣🫂🌏💡 ...
23/03/2024

Are you giving one hour for the Earth?
Turn off the lights and engage yourself in the restoration campaign with us 🕣🫂🌏

💡 EARTH HOUR 2024
🗓️ 23 March from 8:30 p.m. to 9:30 p.m.

#বাস্তবিক

আজ ২১শে মার্চ, ‘বিশ্ব কবিতা দিবস’ উপলক্ষে রইলো বাস্তবিক পেজ নিবেদিত বেশ কয়েকটি কবিতা পাঠ -- ১. কেউ কথা রাখেনি --- পাঠে ...
21/03/2024

আজ ২১শে মার্চ, ‘বিশ্ব কবিতা দিবস’ উপলক্ষে রইলো বাস্তবিক পেজ নিবেদিত বেশ কয়েকটি কবিতা পাঠ --

১. কেউ কথা রাখেনি --- পাঠে প্রাক্তন চক্রবর্তী ( https://youtu.be/_NaQpDT6JQI )
২. ছাড়পত্র -- পাঠে স্তুতি বিশ্বাস ( https://youtu.be/TMYpK_24zIg )
৩. বাংলাটা ঠিক আসেনা -- পাঠে অনিন্দিতা ভট্টাচার্য ( https://youtu.be/FYBqnTrBDsk )
৪. শঙ্খ -- পাঠে স্তুতি বিশ্বাস ( https://youtu.be/W1Ez3q4sM5c )

আপনার প্রিয় কবিতা কোনটি ? কমেন্টে জানান।

কবিতা পড়ুন, কবিতা শুনুন, কবিতায় থাকুন। ভাবনাশৈলী বেঁচে থাকুক।

এছাড়াও আরও কবিতা পড়তে ও শুনতে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল ঘুরে আসুন। Follow us for more ❤️

Bastobik - বাস্তবিক

#বাস্তবিক

কালো দীঘির রুপালি সিঁথির কোণে .. 🌙 #কলমে - গোধূলি আরও লেখা পড়তে আমাদের পেজ Like ও Follow করুন 😊  #বাস্তবিক
16/03/2024

কালো দীঘির রুপালি সিঁথির কোণে .. 🌙
#কলমে - গোধূলি

আরও লেখা পড়তে আমাদের পেজ Like ও Follow করুন 😊 #বাস্তবিক

নারীর উপার্জন সখ পূরণ নয়, কর্তব্য পালন ও আয়ের অধিকার। তাই এই শ্রমজীবী নারী দিবসে আসুন সকলে নিজের চিন্তা ভাবনায় আনি আম...
08/03/2024

নারীর উপার্জন সখ পূরণ নয়, কর্তব্য পালন ও আয়ের অধিকার।

তাই এই শ্রমজীবী নারী দিবসে আসুন সকলে নিজের চিন্তা ভাবনায় আনি আমূল পরিবর্তন এবং একাগ্র আন্তরিকতায় একত্রিত হয়ে, সমাজকে আরও সুঠামভাবে গড়ে তোলার পথে অগ্রসর হই।

শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা ♀️❤️

Respect to all the warriors 🙏🏻♀️

Like & Follow us for more ❤️💫

#বাস্তবিক

‘নারী মানুষ, মেদ বা যন্ত্র নয়’  নারী দিবস উপলক্ষে বাস্তবিক আয়োজিত ট্যাগলাইন প্রতিযোগিতায় Kritika Roy এর পাঠানো লেখাটি...
08/03/2024

‘নারী মানুষ, মেদ বা যন্ত্র নয়’

নারী দিবস উপলক্ষে বাস্তবিক আয়োজিত ট্যাগলাইন প্রতিযোগিতায় Kritika Roy এর পাঠানো লেখাটি সেরা নির্বাচিত হলো।

লেখিকাকে অভিনন্দন জানাই এবং আপনার ভাবনাশৈলি ও লেখনীসত্তা আরও বিকাশ লাভ করুক এই কামনা করি। এগিয়ে চলুন 🙏🏻

এবং সমাজে যে সকল নারীকে আজও তার নাড়ি ছিঁড়ে নারীত্বের প্রমাণ দিতে হয় কিংবা গর্ভ চিরে শুধু এনে দিতে হয় বংশ রক্ষক ! নয়তো ...
তারাও যেন আলোর কিরণ গায়ে মাখতে পারে। এই চাপ চাপ রক্তের স্রোতে যেন তারা এভাবেই শুধু হারিয়ে না যায় ..

আসুন, তাই এই নারী দিবসে সকলে আওয়াজ তুলি -- "নারী মানুষ, মেদ বা যন্ত্র নয়"

কারণ আমরা বদলালেই তো সমাজ বদলাবে।

HAPPY WOMEN'S DAY ❤️♀️

#বাস্তবিক

আসমুদ্রহিমালয় : বাংলার নারী একধারে তার নরম হাতের ছোঁয়ায় এনে দিচ্ছে জগৎ প্রসিদ্ধ চায়ের রসদ তো আরেকধারে কঠোর হাতে নরখা...
03/03/2024

আসমুদ্রহিমালয় : বাংলার নারী একধারে তার নরম হাতের ছোঁয়ায় এনে দিচ্ছে জগৎ প্রসিদ্ধ চায়ের রসদ তো আরেকধারে কঠোর হাতে নরখাদকের সাথে নিত্য যুদ্ধ; এবং দিনশেষে দুইয়েরই জয়লাভ।

উদাহরণ স্বরূপ বাংলার দুই সীমানার শ্রমজীবী নারীর কথা তুলে ধরা হলো। এছাড়াও বাংলার প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে নারীদের আরও অনেক কথা,.. তবে শুধু বাংলা নয়, রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে, সারা বিশ্বে রয়েছে নারীদের অনেক জানা ও অজানা কৃতিত্বের কথা।

আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাই বাস্তবিকের আজকের নিবেদন

"সে দূর্বা
আবার দুর্গা-ও"

আপনারাও Women Empowerment বিষয়ক এমনই কোনো Tagline লিখে comment এ জানান। কিংবা লিখে পাঠিয়ে দিন Bastobik - বাস্তবিক পেজ ইনবক্সে।

শব্দসীমা : অনধিক ১৫
পাঠিয়ে দিন ৭ই মার্চ রাত ৯টার মধ্যে।

সেরা Tagline নির্বাচন করে প্রেরকের নামসহ পেজ থেকে ৮ই মার্চ পোস্ট করা হবে।

#বাস্তবিক

 #কলমে - গোধূলি পেজে লেখা পাঠাতে চাইলে, পেজ ইনবক্সে যোগাযোগ করুন। এবং আরও লেখা পড়ার জন্য আমাদের পেজটি Like ও Follow করু...
02/03/2024

#কলমে - গোধূলি
পেজে লেখা পাঠাতে চাইলে, পেজ ইনবক্সে যোগাযোগ করুন। এবং আরও লেখা পড়ার জন্য আমাদের পেজটি Like ও Follow করুন। #বাস্তবিক

 #কলমে - স্বর্ণাভআরও লেখা পড়তে আমাদের পেজটি Like ও Follow করুন।
27/02/2024

#কলমে - স্বর্ণাভ
আরও লেখা পড়তে আমাদের পেজটি Like ও Follow করুন।

আগামীকাল আপামর বাঙালি জাতির কাছে এক বিশেষ গর্বের দিন। ২১শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিওটির লি...
20/02/2024

আগামীকাল আপামর বাঙালি জাতির কাছে এক বিশেষ গর্বের দিন। ২১শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভিডিওটির লিংক পুনরায় আপনাদের সাথে ভাগ করে নেওয়া হলো --

কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা -- "বাংলাটা ঠিক আসেনা"
পরিবেশনায় : অনিন্দিতা ভট্টাচার্য

https://youtu.be/FYBqnTrBDsk

কবিতাটি শুনে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সকলের সাথে 😇

Poem : BANGLA TA THIK ASENAPoet : Bhawaniprasad Majumder.Recitation : Anindita Bhattacharya.Calligraphy : Swarnali Ghosh.Video and audio editing : Jyotirmoy ...

পাষাণ মানব ,,,, #কলমে - গোধূলি লেখাটি পড়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। পাশে থাকুন। ভালো থাকুন।
19/02/2024

পাষাণ মানব ,,,,
#কলমে - গোধূলি

লেখাটি পড়ে আপনার মতামত অবশ্যই জানাবেন।
পাশে থাকুন। ভালো থাকুন।

দেখতে দেখতে আড়াই বছর পার, এবার পুনমের হাতেখড়ির পালা এসে হাজির। গত এক সপ্তাহ ধরে যেন এক নরম যুদ্ধ চলে চলেছে সরকার বাড়ি...
14/02/2024

দেখতে দেখতে আড়াই বছর পার, এবার পুনমের হাতেখড়ির পালা এসে হাজির। গত এক সপ্তাহ ধরে যেন এক নরম যুদ্ধ চলে চলেছে সরকার বাড়িতে। প্রায় দীর্ঘ সতেরো কি আঠারো বছর হতে চললো বোধহয়, সরস্বতী পুজোর পালা মিটিয়ে দিয়েছিলেন আদিত্যবাবু। আজ হয়তো সেকারণেই নাতনির হাতেখড়ির আয়োজনে এক বিন্দুও খামতি রাখতে চাইছেন না তিনি। সৌম্য আর তন্দ্রাকে এক প্রকার শাসন করেই যেন পূরণ করে চলেছেন তার সমস্ত আবদার .. তার আদুরে নাতনিকে বিদ্যানুরাগে সাজানোর এক প্রাথমিক, মোক্ষম মুহূর্ত এসে হাজির ..

অফিস ফেরত ঘাম মাখা শরীরেই যদিও সৌম্য মণ্ডপ সাজিয়ে তুলেছে অল্প অল্প করে এই ক'দিন। নিজের মনের এক কোণে ঠেসে থাকা, একপ্রকার ধুঁকতে থাকা শিল্পীসত্তাকে এই ক'দিনে বেশ এক নাম দেওয়ার ছুতো খুঁজে পেয়েছে যেন সে। থার্মোকল আর শোলার ছিটে, গুঁড়োয় ওর শরীর দিয়ে যেন কোন পুরাতন এক সুবাস ছুটে আসছে। তন্দ্রা অবশ্য এই সময় সৌম্য-র ধারে কাছে ঘেঁষতে সাহস কুলিয়ে ওঠেনা। ঘরের এক কোণে পড়ে থাকা গিটারের ছেঁড়া তারগুলো যেন ওর বুকে এখনো দগদগে আঁচড় টেনে যায়, নাহ ! ঐ রক্তক্ষরণ তন্দ্রা সহ্য করতে পারেনা, আর না পারে সৌম্য-র সেই টকটকে লাল চোখের আভায় নিজেকে নিঃশেষ করে দিতে। ছলছল চোখে তাই ম্লান হাসি রেখে পুজোর জোগাড় করায় নিজেকে মজিয়ে রাখে ও।

রাত ঘন, গহীন হয়ে আসে। চাঁদের তেজে যেন দুই চোখের উন্মাদনা কিছুতেই ম্লান হয়না আজ কারোরই। রাত পোহালেই এই বাড়িতে আবার আরেক সত্তার বহিঃপ্রকাশের প্রথম প্রস্ফূটন।

----------------------------------------

স্নান ফেরত হিমেল শরীরে মেয়েকে কোলে নিয়ে বসে সৌম্য। অদূরে ফুলের মালা ভেঙে একে একে ফুল সাজিয়ে চলে তন্দ্রা, পুষ্পপাত্রে.. একদৃষ্টে তাকিয়ে থাকে সৌম্য। সাদা থার্মোকলের গায়ে লেগে থাকা গাঢ় লাল পলাশের দিকে ..

' পচন !', বিড়বিড় করে চোখ ঘুরিয়ে নেয় সৌম্য। চোখ ফেরাতেই আদিত্য বাবুর উজ্জ্বল প্রাণবন্ত মুখটার দিকে নজর পড়ে ওর।

-- আহা, কত নিপুণ হাতে সাজিয়ে তুলেছিস আমার আদুরীর প্রাঙ্গণ .. খুব ভালো সাজিয়েছিস দুইজন মিলে। আমি সন্তুষ্ট !!

বলেই সৌম্যর পিঠ চাপড়ে হেসে ওঠেন আদিত্যবাবু।

গম্ভীর চোখে তন্দ্রার দিকে তাকায় সৌম্য। তন্দ্রা আবছা নজরে সৌম্যকে রেখে, ফুলের পাপড়ি দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলার কাজ চালিয়েই যায়.. আর মনে মনে ভাবে --

- ফুল তো ঝরেই গেছে .. আর এই মিথ্যে আঁচড় কতটাই বা দাগ কাটবে ওর নরম বুকের খাঁজে ?! আরও কাটাছেঁড়া বুঝি তবু দরকার ! সম্পূর্ণ মৃত্যু ডেকে আনতে !!

দীর্ঘশ্বাস ফেলে প্রদীপ ধরায় তন্দ্রা।

শঙ্খ, উলুধ্বনি আর খাগ, দোয়াতের গন্ধে ভরে ঈশান ঘরের কোণ। বিদ্যার দেবীকে সাক্ষী রেখে পুনম তার প্রথম রেখা টানে..

-- ব্যাস, এবার বই পড়ার পালা শুরু !!

নাতনিকে আদর করে কোলে নিয়ে বসে রইলেন আদিত্য বাবু। মেয়ের মাথায় হাত বুলিয়ে উঠে গেলো সৌম্য।

--------------------------------------

বেলা গড়িয়ে বিকেলও ছুটি যাওয়ার পথে। খোলা আকাশের নীচে নিজেকে বিছিয়ে রেখে, এক দৃষ্টে চেয়ে থাকে সৌম্য। সূর্যের গাঢ় লাল রং কী করে সমস্ত রঙকে ছাপিয়ে নিজের আধিপত্য দেখিয়ে যাচ্ছে !! এই রক্তিম চোখ সৌম্য কিছুতেই মন থেকে, মস্তিষ্ক থেকে সরিয়ে রাখতে পারেনা। বারবার ফিরে ফিরে আসে, যেন বিভীষিকা হয়ে.. অজান্তে কী করে কে জানে, নিজেও সেই ঘেরাটোপে ফেঁসে গেছে .. তন্দ্রার করুণ দুই চোখ ভেসে আসে .. আর সাথে এক গোছা অপরাধবোধ .. চোখ বুজে, নিচতলা থেকে ছুটে আসা শঙ্খ ধ্বনি শুনে চলে ও .. এইবার বুঝি তন্দ্রা আসবে, তুলসী মঞ্চে প্রদীপ রাখতে .. আলো ভরিয়ে রাখলো মেয়েটা ! লক্ষ্মী !! দীর্ঘশ্বাস ফেলে সৌম্য।

সৌম্যর মাথায় প্রদীপের তাপ দিয়ে নিশ্চুপে তুলসী মঞ্চের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে তন্দ্রা। ঐ নীরবতায় যেন কত কথা সাজিয়ে রেখেছে ওরা দুজনে। কেউই কাউকে কিছু বলে ওঠেনা।

দূরে কোথাও এক ভিনদেশী কোকিল ডেকে ওঠে..

কু.. কোকিলের অনুকরণে খিলখিলিয়ে ওঠে তন্দ্রা .. ছলছল চোখে, প্রদীপের উজ্জ্বলতা .. আহারে ! কী নিষ্ঠুর, মায়াবী এ সময় ..

আরেক দীর্ঘশ্বাস রেখে সিঁড়ি দিয়ে নামতে যায় সৌম্য.. আর তখনই গুনগুনিয়ে গান ধরে তন্দ্রা ..

-- আন তবে বীণা... আআআআ আ.. সপ্তম সুরে বাঁধ তবে তান! আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান ..

চোখের জল মুছে সহাস্য মুখে সৌম্যর দিকে তাকায় তন্দ্রা। কাঁপা স্বরে বলে ওঠে ---

চলো আজ ফের আমাদের হাতে খড়ি হোক ! হার না মানার!

আঁচলের গিঁট থেকে পুরোনো দুই তুলি বের করে সৌম্যর দিকে তাক করে, হাত বাড়িয়ে থাকে তন্দ্রা .. আর দূর আকাশে লাল রং ধূলি হয়ে মিশে যায় দিগন্ত রেখায় .. এক পুরাতন দিনন্ত রেখায় ..

----------------------------------------

|| শ্বেত পলাশ ||
#কলমে - গোধূলি

------------------------------------------------------------------

বাগদেবীর আরাধনায় সকলের আলোকিত হোক জীবন। সুর,তাল,জ্ঞান ও সৃজনশীল সজীবতায় ভরে উঠুক সকলের জীবন, সাফল্য ও সৃষ্টিশীলতায়।

ভালোবাসার দিনটিতে ভালোবাসার মানুষগুলোর পাশে থাকুন। ভালোবাসায় ভরে থাকুক সবার জীবন।

------------------------------------------------------------------

ভালো লাগলে লাইক,কমেন্ট ও শেয়ার করবেন সবাই। আরও লেখা পড়তে পেজটিকে ফলো করে দেবেন।

11/02/2024

আজকের গান সেই সকল সাদামাটা মানুষগুলোর জন্য -- যাদের ভালোবাসার মানুষটিকে অফুরান ভালোবাসা দিয়ে সাজিয়ে তোলা ও তাকে সযত্নে আগলে রাখা ছাড়া সাধ্যে আর তেমন কিছুই নেই ! তবে এই আগলে রাখার মধ্যে থেকে যায় অনেক না বলা স্নেহ ও কর্তব্যবোধ; যা আমাদের পরবর্তীতে দুটি মানুষ থেকে এক সত্তায় পরিণত হয়ে উঠতে পাথেয় হয় ..

আজ তাই সেই সকল সাদামাটা যুগলের জন্য থাকলো এই গান ---

“আমি এক গরীব প্রেমিক নীলা”
পরিবেশনায় : জয় মহুরী নিশাত

উপস্থাপনায় : বাস্তবিক

Happy Valentine's 💗💐

Full Video Link https://youtu.be/VOrBoVwNNgg

Keep Following us for more ❤️

 #কলমে - গোধূলি আরও লেখা পড়তে আমাদের পেজটি Like ও Follow করুন।
10/02/2024

#কলমে - গোধূলি

আরও লেখা পড়তে আমাদের পেজটি Like ও Follow করুন।

|| শাখা - উপশাখা ||গঙ্গার ঘাট, বিকেলবেলা ও লোকজনের ইতস্তত ছড়িয়ে থাকা কত ব্যস্ততা। আকাশের লালচে গোলাপী রঙের আভা ক্রমশ গ...
07/02/2024

|| শাখা - উপশাখা ||

গঙ্গার ঘাট, বিকেলবেলা ও লোকজনের ইতস্তত ছড়িয়ে থাকা কত ব্যস্ততা। আকাশের লালচে গোলাপী রঙের আভা ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠছে, আর দূরে সফেন ধোঁয়ার মতো একদল গাংচিল কি ওগুলো ? না, দূর থেকে কোনো শিরোনাম জুড়ে দেওয়া নিতান্তই বোকামির নজির হবে। যদিও বা কাছ থেকেও আর কতই কি ঠাহর করা যায় ? প্রত্যেকটা যন্ত্রের ভেতরে এক আলাদাই কার্যপ্রণালী গেঁথে দিয়েছেন, পরম ঈশ্বর !! যত্নে, নাকি অবহেলায় নাকি নিছক থিওরেটিকাল টু প্র্যাক্টিক্যাল ইমপ্লিমেন্ট ঘটাতে ! কে জানে ? তার উত্তর খোঁজা আমার বা অসীমা কারোরই বাধ্যতামূলক দায় নয়।

অসীমার সাথে আমার প্রথম আলাপ এই গঙ্গারই ঘাটে, বেনারসে। একই নদী কিন্তু একেক জনপদে তার একেক রকম মহিমা ও ব্যস্ততা। আমার বাপের বাড়ির ঠিক পিছন দিয়েই ইছামতী বয়ে যেত, এখনো আর যায় নাকি জানা নেই ! বহুদিন হয়ে গেছে, অসীমার এলোচুলে ঢাকা কাজল কালো আঁধারি দুনিয়ায় আসার পর থেকে ঐ পারে আর ঠিক ততটা যাওয়া হয়ে ওঠেনি।

ভিটেমাটি ছাড়া হয়ে দু'জন যখন কলকাতা বাসী হয়ে উঠলাম, একটুও যে বুকে ভয় বাসা বাঁধেনি তা নয় তবু এদিকে কেউ অত গা বাড়ায়না, বলেই হয়তো এক কামরার ঘরে দিব্যি কাটিয়ে নিলাম এত গুলো বছর।

এক দুই করে বিষে মাখা বিশ বছর অতিক্রান্ত। বিষ! অমর্ত্য তো তাইই বলেছিল কমলা রঙের খামটা ছুঁড়ে দিতে এসে... আহারে, কেমন আছে কে জানে ও?

আমি অমর্ত্য কে বিন্দুমাত্র ভালোবাসিনি তা কখনই নয়.. কিন্তু ভালোবাসার এত রকম প্রভেদ, আমায় আরও ভাবিয়ে তোলে, আমার আগামী সিদ্ধান্ত নিয়ে .. সহজ জীবন জটিল হয়ে ওঠে.. জট ছাড়াতে ফের অসীমার কঠোর দুই হাতের দ্বারস্থ হতে হয় ..

আমার শুকনো চোখের জল ওর শাড়ির আঁচল ভরিয়ে তোলে.. বেচারি তো বলেই দিয়েছে .. "দিন ভর সুই আর রাত হলে সই .." মেয়েটাকে আমি ব্যাথা দিয়ে ফেলি অজান্তে ..

গলির মুখের দোকানে ঝাঁপ চড়ে ওঠেনা, তার আগেই আমরা দুজন বাড়ি যাওয়ার তাড়া লাগাই। আসলে দুটো মেয়ে মানুষ যতই একে ওপরের পরিপূরক হয়ে উঠুক, রক্ষক বাস্তবে ততটা হয়ে ওঠা যায়না। আমরা দুজনে দুজনের মুখের দিকে অম্লান হাসি রেখে এগিয়ে চলি, কোনো এক নিশ্চিত পথে..

এতদিনের সঙ্গী জীবনে এটুকু বুঝে গেছি, সত্তা ও স্বত্ব একই ভবনে অবশ্যই থাকতে পারে, যদি সেই ভবনে দুই, তিনেক কামরা স্বাধীনতার হয়।

সন্ধ্যেতে প্রদীপ ধরিয়েই রেওয়াজ নিয়ে বসি। এমত অবস্থায় মাঘ-ফাল্গুনে ছুটে আসা এক আবছা উত্তাপ, আমার মনকে বরাবরই আরও উদাস করে তোলে ..

আর উদাসীন বুকে প্রশ্ন জাগে নানান রকম ..

এই উত্তপ্ত অভিসন্ধির কূপে, ইছামতী কি তার একটুও শীতলতা ঢেলে দিত ?

#কলমে - গোধূলি

================================

লেখাটি পড়ে আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। পেজে লেখা পাঠাতে চাইলে পেজ ইনবক্সে মেসেজ করুন।

আরও লেখা পড়তে বাস্তবিক পেজ নিয়মিত ফলো করুন ❤️

#বাস্তবিক

মিঠে ছুরির প্রত্যাঘাত.. #কলমে - গোধূলি লেখাটি পড়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে, অনুগ্রহ করে লাইক ও শেয়ার করব...
04/02/2024

মিঠে ছুরির প্রত্যাঘাত..

#কলমে - গোধূলি

লেখাটি পড়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে, অনুগ্রহ করে লাইক ও শেয়ার করবেন সকলের সাথে।

ধন্যবাদ।

#বাস্তবিক

 #কলমে - গোধূলি বি. দ্রঃ Bastobik - বাস্তবিক পেজে লেখা পাঠাতে চাইলে, পেজ ইনবক্সে যোগাযোগ করুন।
31/01/2024

#কলমে - গোধূলি
বি. দ্রঃ Bastobik - বাস্তবিক পেজে লেখা পাঠাতে চাইলে, পেজ ইনবক্সে যোগাযোগ করুন।

|| রহড়া মিশন ||সস্তা গেরুয়া শিশুচোখে লাল ছায়া,সকালে বন্দি ট্যালি মার্ক জামা সারি,বাতাসে আজকে সাহসী আবহাওয়া,ঘুঁটেক্ষে...
30/01/2024

|| রহড়া মিশন ||

সস্তা গেরুয়া শিশুচোখে লাল ছায়া,
সকালে বন্দি ট্যালি মার্ক জামা সারি,
বাতাসে আজকে সাহসী আবহাওয়া,
ঘুঁটেক্ষেত থেকে কোরাসেরা অপসারী।

বর্ডারে বর্ডারে শোভা সাদা পাতা পাতা,
লেখা ও ফাঁকা সাঁজোয়া রক্ষী চরাচরে,
ওপারে যুদ্ধে নিহত পালিত বিধাতা,
এপারে নিখাকী সৈন্যরা ঘর করে।

দামাল যুক্তাক্ষর নিকটবর্তী কাঁচে,
বেআব্রু তবু কল ঝাড়ে শেষ ফোঁটা।
ভাঙাবুক সব মানুষ যেখানে আছে,
সেখানে গ্রহের নালিশ সেজে ওঠা।

রোদের কাছে সময় মিথ্যে, ফাঁকি।
তবুও তার সময়ের মাপে আসা।
কোন্ গাছে কোন্ সরলশব্দ পাখি
অনুরূপ মাপে আকাশের অভিলাষা।

জননাঙ্গের অব্যয়ের বড় ঢঙ
বালিতে মুখ মানে কি যে অসুবিধে!
বাবু মাল চাওয়া— রামকৃষ্ণ শরণং,
প্রতিষ্ঠানের গর্ভগৃহে খিদে।

***********************************

ডাঙাপাড়া দিয়ে ফিরছি, তথাগত।
অভ্যেস হলো বালিতেই উদ্ভব।
শ্রমের মূল্য বাজারে ক্ষতবিক্ষত,
ভীরু অবভাসে বুঝেও মেনে নেব সব।

#কলমে - স্বর্ণাভ

******* লেখাটি পড়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ************

পেজে লেখা পাঠাতে চাইলে পেজ ইনবক্সে যোগাযোগ করুন।

ধন্যবাদ।

#বাস্তবিক

“আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে ! ”এই সাধারণতন্ত্র দিবসে সকল ভারতবাসীর গণতন্ত্র উপলব্ধিকরণ ও স্বাধীন চেতনা...
25/01/2024

“আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে ! ”

এই সাধারণতন্ত্র দিবসে সকল ভারতবাসীর গণতন্ত্র উপলব্ধিকরণ ও স্বাধীন চেতনার উন্মেষ ঘটুক।

আমাদের দেশ ও আমাদের অধিকার নিয়ে বারবার যেন আমরা সচেতন ও সরব থাকতে পারি।

গণতন্ত্র --- আমার অধিকার , অধিকারের দাবীদার।

Penned & Art by Godhuli

Happy Republic Day to all 🇮🇳

Share your thoughts on this Republic Day down in the comment box 👇🏻

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bastobik - বাস্তবিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bastobik - বাস্তবিক:

Videos

Share

Category